যে কারণে বাড়ল ৪৭তম বিসিএসে আবেদনের সময়

৪৭তম বিসিএসে পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ জানুয়ারি এ বিসিএসের আবেদন জমার শেষ দিন থাকলেও আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীদের অনলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে কমিশন।

আবেদনের সময় কেন বৃদ্ধি করা হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির একজন কর্মকর্তা দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে বলেছেন, ‘জুলাইয়ে সরকার পতনের আন্দোলনে অনেকের পরীক্ষা পিছিয়েছে। আবার অনেকের ফল আটকে গেছে। এই চাকরিপ্রার্থীদের কথা চিন্তা করে ৪৭তম বিসিএসের আবেদন সময় বাড়ানো হয়েছে। তারা যেন আবেদন করতে পারেন ও ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য আমরা এই সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছি। তবে আর সময় বাড়বে না। এটাই আবেদনের শেষ সুযোগ।’

এরআগে পিএসসি জানায়, ৪৭ বিসিএসে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই তারিখের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

এতে আরও বলা হয়, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষা দিয়েছেন, যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবেন। যদি তার ওই পরীক্ষার ফল ৪৭ বিসিএসের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।

শুধু সেই প্রার্থীকেই বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরি শেষ হবে।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহ পৌরসভার আট কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলী

ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তাসহ আট কর্মকর্তা কর্মচারীকে একযোগে বদলী করা হয়েছে।

এক সঙ্গে এতো কর্মকর্তা কর্মচারীকে গণবদলী করার ঘটনায় নাগরিকদের মাঝে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

অনেকে বলছেন পৌরসভা প্রতিষ্ঠার ৬৭ বছরের ইতিহাসে এটা একটা নজীবরিহীন ঘটনা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পৌর-১ শাখার আদেশ সুত্রে, রোববার এই বদলীর খবর জানা গেছে।

সূত্রমতে, ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদকে পাবনার চাটমোহর, নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীনকে সাঁথিয়া, সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফরকে গোপালগঞ্জ, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁনকে পাবনার আটঘরিয়া, নক্সাকার সবুজ মিয়াকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, সার্ভেয়ার আসাদুজ্জামানকে ঝিনাইদহের কালীগঞ্জ, কার্য সহকারী হাবিবুর রহমান হাবিবকে মহেশপুর ও সহকারী কর নির্ধারক আব্দুর রহমানকে শৈলকুপা পৌরসভায় বদলী করা হয়েছে।

আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবারের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করা না হলে ২৯ জানুয়ারি তাদের সবাইকে স্ট্যান্ড রিলিজ করা হবে বলে মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বদলীকৃত অনেকের বিরুদ্ধে চেক জালিয়াতি, ফান্ড তছরুপ, কাজে অবহেলা, রাজনীতিকরণ ও দুর্নীতির অভিযোগ থাকায় তাদের বদলী করা হয়। এরমধ্যে নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন ও কার্য সহকারী হাবিব দীর্ঘদিন ধরে একই স্থানে থাকায় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে পৌর নাগরিকদের মধ্যে অসন্তোষ ছিল।

এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা ৫ আগষ্টের পর একাধিকবার ঝিনাইদহ পৌরসভায় গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আল্টেমেটাম দেয়।

সুত্রমতে, ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিস থেকে বিষয়টি মন্ত্রনালয়কে অবহিত করলে একযোগে ৮ কর্মকর্তা ও কর্মচারিকে বদলীর আদেশ দেয়।

বদলীর বিষয়টি স্বীকার করে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় জানান, রোববারই আদেশটি তিনি হাতে পেয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পৌর-১ শাখা থেকে তাদের বদলী করা হয়েছে। তবে বদলী হওয়া কর্মকর্তা কর্মচারিরা এ নিয়ে কেউ মিডিয়ার সামনে বক্তব্য দিতে রাজি হননি।




কাঁচা হলুদের চা, এক টোটকায় বহু সমাধান

হলুদের সঙ্গে একটি প্রবাদ খুব মানায়, সর্ব ঘাটের কাঁঠালি কলা। পা কেটে গেছে, লাগাতে পারেন কাঁচা হলুদ বাটার পেস্ট। রান্না ঘরে হলুদ ছাড়া চলেই না। বিয়ে থেকে ত্বকের যত্ন হয়ে চিকিৎসা সবকিছুতেই দারুণ কার্যকর হলুদ।

পুষ্টিবিদেরা বলছেন, হলুদে রয়েছে কারকিউমিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট। যা শরীরে নানা ভাবে উপকারে লাগে। প্রদাহনাশক উপাদান রয়েছে হলুদে। এক কাজে শরীরের এত উপকার করতে হলে আপনাকে কাঁচা হলুদ খেতে হবে। চিবিয়ে নয়, চাইলে এটি পেস্ট করে খেতে পারেন। যদি সেটি সম্ভব না হয়, গন্ধ লাগে তবে আলাদা উপায়ও আছে।

বিশেষজ্ঞরা গুণ বিচারে কাঁচা হলুদ চা বা কফিতে দিয়ে খেতে বলেছেন। তাদের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে বেশির ভাগ মানুষই চা কিংবা কফি খান। এই ধরনের পানীয়তে কাঁচা হলুদ মিশিয়ে নেওয়া যেতে পারে। তাতে কাঁচা হলুদের গন্ধ অনেকটা কমলেও গুণ একই থাকে।

যেভাবে তৈরি করবেন কাঁচা হলুদের চা

প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিন। পানি ফুটতে শুরু করলে তাতে আদা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, কাঁচা হলুদ দিয়ে দিন। ভাল করে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন এবং কফি বা চা মিশিয়ে নিন। এরপর বেশকিছু সময় ওভাবেই রেখে দিন। ঠান্ডা হলে পানি ছেঁকে কাপে ঢেলে নিলেই কাজ শেষ। হালকা গরম থাকতে থাকতে সাবাড় করে নিন। মিস্টি করতে চাইলে চিনি ছাড়াও মেশাতে পারেন মধু কিংবা গুড়। তাতে পুষ্টিগুণ এতটুকুও কমবে না।

সূত্র: যুগান্তর




মেহেরপুরের চকশ্যামনগর সঃ প্রাঃ বিদ্যালয়ে শিশুবরণ

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শিশুবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ে শিশু-বান্ধব পরিবেশ তৈরি এবং ঝরে পড়া রোধের লক্ষ্যে রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণসাক্ষরতা অভিযান-এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ হালিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি মোঃ বারেক আলী। মউক এর প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান, বিশেষ করে শিশুদের সঠিক পুষ্টি ও শীত উপযোগী পোশাক নিশ্চিত করার বিষয়ে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং ওয়াচ সদস্যরাও বক্তব্য প্রদান করেন। নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ করা হয়। পাশাপাশি তাদের হাতে শিক্ষাসামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

মানবাধিকারধর্মী প্রতিষ্ঠান মউক প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মানবাধিকারকর্মী কাজল রেখা এবং সার্বিক দায়িত্ব পালন করেন মউক-এর সহকারী প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ ও চাঁদতারা।




পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আলোচিত নায়িকা পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তারা এদিন আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত এ আদেশের পর আগামি ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এদিন মামলাটি চার্জশুনানির জন্য ছিল। অসুস্থ থাকায় পরীমণি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।’

এর আগে গত ২৫ জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমণি। শুনানি শেষে তাকে জামিন দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত।

গত বছরের ১৮ মার্চ ব্যবসায়ী নাসিরের করা এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

মাদকের মামলায় কয়েক দফা রিমান্ড ও প্রায় এক মাস জেল খেটে জামিনে মুক্তি পান পরীমণি।

পরীমণি ও জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর গত ১৮ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করেন। পরীমণির বিরুদ্ধে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহলসেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পারসেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান।

এজাহারে আরও বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয়তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন।

একপর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পারসেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমণি বাদীকে গালি দেন।

বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দেন ও ভাঙচুর করেন।

এদিকে পরীমণির মাথার ওপর মাদকের মামলাও ঝুলছে। ২০২১ সালের ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। তার আগের দিন বনানীর বাসা থেকে নায়িকাকে বিপুল মদ ও মাদকসহ আটক করে র‌্যাব। পরদিন হয় মামলা।

মাদকের এই মামলায় কয়েক দফা রিমান্ড ও প্রায় এক মাস জেল খেটে জামিনে মুক্তি পান পরীমণি।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে সেনা অভিযানে মাদক ও এয়ারগানসহ আটক ১

সেনাবাহিনীর অভিযানে একটি চাইনিজ একে ৪৭ ইয়ারগান, ইয়াবা, গাঁজা মিশ্রণের মেশিন ও চাকু সহ ইমরান হেলালি প্রিন্স (৩৬) নামের একজনকে মেহেরপুর শহর থেকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত মেহেরপুর শহরের বড় বাজারে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। আটককৃত ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের ছেলে।

সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে রবিবার মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়িতেে অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি চায়না Ak-47 এয়ারগান, ৩৭ পিস ইয়াবা, ১ টি গাঁজা মিক্সড রিফ্লিন্ডার মেশিন, ২ টি স্মার্টফোন ও ৩ টি দেশীয় ছুরি সহ প্রিন্সকে আটক করে। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেহেরপুর থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত প্রিন্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এয়ারগানের ক্ষেত্রে আমরা সাধারণত একটি জিডি করে অস্ত্রটি জব্দ করি। উদ্ধারকৃত অস্ত্রটি যেহেতু চায়না একে ৪৭ মডেলের একটি এয়ারগান, এ ক্ষেত্রে আমরা এক্সপার্টদের সাথে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেব।




লিভারপুল ছেড়ে যাওয়ার আগে শেষ ইচ্ছা জানালেন সালাহ

লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহর চুক্তি নবায়ন করা না করা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। ধারণা করা হচ্ছিল, এই জানুয়ারিতেই হয়তো নতুন করে চুক্তি নবায়ন হবে সালাহর।

কিন্তু মাস শেষ হতে চললেও এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে লিভারপুল সমর্থকদের মধ্যে চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করা সালাহকে হারানোর আশঙ্কা বেড়ে গেছে।

এর আগে সালাহ নিজেও বলেছিলেন, এটা লিভারপুলে তার শেষ বছর। এবার লিভারপুল ছাড়ার আগে নিজের শেষ ইচ্ছা কী, সেটাও জানিয়ে দিয়েছেন সালাহ। বলেছেন, ক্লাব ছাড়ার আগে আরেকবার ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জিততে চান তিনি।

২০১৭ সালে সিরি ‘আ’ ক্লাব এএস রোমা ছেড়ে লিভারপুলে আসেন সালাহ। এরপর ইয়ুর্গেন ক্লপের অধীনে নিজেকে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন সালাহ। ক্লপের অধীনে লিভারপুলের প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়কও ছিলেন সালাহ।

এর মধ্যে লিভারপুল এবং প্রিমিয়ার লিগের সর্বকালের সেরাদের কাতারেও উঠে এসেছেন তিনি।

এমনকি ক্লপের বিদায়ের পর চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনেও আলো ছড়াচ্ছেন সালাহ। এখন পর্যন্ত চলতি মৌসুমে সব মিলিয়ে ৩২ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন সালাহ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

“ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠ মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।

মেহেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে রবিবার (২৬ জানুয়ারি) সকাল দশটার দিকে শহরের পৌর ঈদগাহ গেটের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে শেষ হয়।

পরে, সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে ১০ জন কুষ্ঠ রোগীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মহী উদ্দীন আহমেদ, ডা: মোহাম্মদ ফজলুর রহমান, ডা: এস এম মাসুদুজ্জামান, ডা: উম্মে হোমায়রা আয়েশা, ডা: মো: ইনজামাম উল হক, ডা: কামরুন নাহারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ।




মেহেরপুরে জামায়াত ইসলামী,র শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর ৬-নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ শনিবার রাতে মেহেরপুর শহরের টি এন্ড টি এলাকায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে প্রোগ্রাম তো দূরের কথা সাধারণ মানুষের সামনে দাঁড়াতে পারিনি হক কথা বলতে পারিনি অনেক নির্যাতনের শিকার হয়েছি গত ১৭ বছর পর আমাদের এই শীতবস্ত্র বিতরণ তবে আমরা লোক দেখানো কাজ করি না আমাদের প্ল্যান ছিল রাতে আধারে মানুষের বাসায় বাসায় পৌঁছে দেওয়া কিন্তু আজ মিডিয়ার সামনে কিছু মানুষকে বুঝিয়ে দিতে চাই আমরা একেবারে শেষ হয়ে যায়নি আমরা অসহায় গরীব দুঃখী মানুষের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ

মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান উপস্থিত থেকে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। বাংলাদেশ জমায়েত ইসলামী মেহেরপুর ৬-নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি সৈয়দ নজরুল হাসান টুটুলের সভাপতিত্বে শীতবস্ত্র

বিতরণ অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার, সমাজসেবক সাইফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির জাহাঙ্গীর আলম।




রাজশাহীর তানোর উপজেলা পিএফজির কমিটি পূনর্গঠন

রাজশাহীর তানোনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় তানোর কৃষি কর্মকর্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

পিএফজির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আখেরুজ্জামান হান্ননের সভাপতিত্বে ও এ্যাম্বসেডর মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন ।

সভায় জানানো হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেব মোহনপুর পিএফজির দ্বন্দ্ব নিরশনে কাজ করছে।

সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

আলোচনা শেষে তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল আলম মাসুদ কে কো-অর্ডিনেটর ও কলেজ শিক্ষক মোঃ আব্দুস ছামাদ , জাতীয় পার্টি সভাপতি মোঃ শামসুদ্দিন মন্ডল , বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ সোনিয়া সর্দার কে এম্বাসিডর করে তানোর পিএফজি গঠনতন্ত্র অনুযায়ী পুনর্গঠন করা হয়েছে।

পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও পিএফজির কো-অর্ডিনেটর মাসুদুল আলম মাসুদ, মোহনপুর পিএফজির কো-অর্ডিনেটর আব্দুল আলিম শেখ, জাতীয় পার্টির তানোর উপজেলার সভাপতি ও পিস এ্যম্বাসিডর মোঃ শামসুদ্দিন মন্ডল, জাতীয়তা বাদী দলের সভাপতি ও পিস এ্যম্বাসিডর মোঃ জাহিদুল ইসলাম।

আলোচনা শেষে জানুয়ারী থেকে মার্চ, ২০২৫ তিন মাসের পরিকল্পনা করে সভাপতির সমাপনি বক্তব্যর মধ্য দিয়ে ফলোআপ সভা শেষ হয়েছে।