গাংনীতে শহীদ মুক্তিযোদ্ধা কবর সংরক্ষণের দাবীতে ছেলে আমরণ অনশন

মেহেরপুরের গাংনীর শহীদ মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়নের অগ্রগতি ও বাস্তবায়ন না হওয়ায় আমরণ অনশনে বসেছেন তার বড় ছেলে বুলু মন্ডল।

আজ শনিবার (২৫মার্চ) সকাল থেকে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে তিনি কাফনের কাপড় নিয়ে আমরণ অনশন শুরু করেন । শহীদ হারেজ উদ্দীনের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন কাজ তিন বছরেও বাস্তবায়ন না হওয়ায় অবশেষে আমরণ অনশনে বসেছেন বলে দাবী করেন বুলু মন্ডল।

জানাগেছে, মেহেরপুর জেলার ৩১টি বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ডিপিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের কবর/সমাধিগুলি সনাক্ত করে তা সংরক্ষণ ও উন্নয়নের জন্য একটি গেজেট কপি প্রকাশ করে সংশ্লিষ্ট দপ্তর। উক্ত গেজেটে মেহেরপুর সদর ১৬টি, মুজিবনগর ৮টি এবং গাংনী উপজেলায় ৭টি কবর / সমাধিস্তল সংরক্ষণের জন্য জায়গা নির্দিষ্ট করনের জন্য প্রত্র পেরণ করা হয়।

গত ২২/১২/২-১৯ ইং তারিখে অনুরোধ লিপি প্রেরণ করা হয় স্বস্ব উপজেলা নির্বাহী অফিসার বরাবর। কাজ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও গণপুর্ত বিভাগকে দায়িত্ব প্রদান করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়। পত্রে ঠিকাদার নিযুক্ত করনের মাধ্যমে কাজ বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ এবং তদরকি সহ জায়গা নির্ধারণ করবে উপজেলা প্রশাসন। অন্যান্য জেলা ও উপজেলার সমাধিস্থল সংরক্ষণের কাজ শেষ হলেও তিন বছরেও জায়গা নির্ধারন জটিলতায় শহীদ হারেজ উদ্দীনের কবর সংরক্ষণ কাজ আজও বাস্তবায়ন হয়নি।

শহীদ হারেজ উদ্দীনের বড় ছেলে বুলু মন্ডল জানান, আমি যখন ১৩ বছরে শিশু ,তখন পাকিস্থানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারে নিহত হন আমার পিতা হারেজ উদ্দীন। আমার ছোট ভাই হাফিজুলকে নিয়ে আমার মা আমাদের প্রাণ বাঁচাতে গাংনীর চৌগাছা গ্রামের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরের দিন পাক হানাদার বাহিনীর লোকজন এলাকা ত্যাগ করলে আমরা আবার বাড়িতে ফিরে আসি। আমার পিতার মরদেহটি খুঁজে পেলে একটি সরকারি খাস জমিতে আমার পিতাকে কবর দেয়া হয়। স্বাধীনতার ৫২ বছর পার হয়েছে। অনেক সরকার এসেছে।

আমরা আবেদন করেছি আমার পিতার কবরটি সংরক্ষণ করার জন্য। কেউ দাবী পুরুন করেনি। অবশেষে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারদের সম্মিলিত দাবীর প্রেক্ষিতে সরকার সারা দেশের শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষনের পরিকল্পনা হাতে নেন। কাজও বাস্তবায়ন হয়েছে। অথচ আমার পিতার নাম উক্ত তালিকায় থাকা সত্বেও আজও সে কাজ বাস্তবায়ন হয়নি। আমি কাগজপত্র হাতে নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের অফিসে যাওয়া আসা করতে করতে ক্লান্ত হয়েছি।

তিনি আরও বলেন, গাংনীর চৌগাছা মৌজার ৬৬৯১ দাগের সরকারি জমিতে আমার পিতার কবর রয়েছে। উক্ত ২একর ২৬ শতক জমির মধ্যে স্থানীয় মতলেব শেখকে ৪২ শতক,নইমুদ্দিনকে ২৪ শতক,কিয়ামুদ্দিনকে ৩০ শতক,আইনুদ্দিনকে ১৬ শতক, আফছার আলীকে ১৫ শতক ও শুকুর আলীকে ১৫ শতক জমি বন্দোবস্ত দেয়া হয়। সেখানে আরও প্রায় ৮৫ শতক জমি অবশিষ্ট রয়েছে। সে জমিও স্থানীয় প্রভাবশালীরা জোর দখল নিয়েছে। এমনকি আমার পিতার কবরটিও তারা জোর দখল নিয়ে প্রাচীর দিয়ে ঘিরে নিয়েছে। আমরা আমার পিতার কবরে যেতে পারছিনা। আবার কবর সংস্কার ও সংরক্ষণের কাজও বাস্তবায়ন হচ্ছেনা। আমার পরিবারের আর ক্উে বেঁচে নেই। আমি একমাত্র বেঁচে আছি। আমি এখন হতাশায় পড়েছি আদৌ কি আমার শহীদ পিতার কবরটি সংরক্ষণ ও উন্নকাজ হবে? এমন হতাশা নিয়ে আমি অমরণ অনশনে বসেছি। কাজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশনে থাকবেন বলেও জানান এই শহীদ মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের বড় ছেলে বুলু মন্ডল।

বীর মুক্তিযোদ্ধা পাতান আলী জানান, একজন শহীদ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন হোক এটা আমাদের প্রত্যাশা। মুক্তিযোদ্ধা বান্ধব সরকার মুক্তিযোদ্ধাদের মুল্যায়ন করেছেন। এবং কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন তা যে কোন ভাবে বাস্তবায়ন করা উচিৎ। এখানে প্রশাসনিক ব্যার্থতার বিষয়টি উঠে আসছে বারবার। শহীদ হারেজ উদ্দীনের কবরটি অযত্নে অবহেলায় পড়ে না থেকে সংস্কার করার দাবী জানান তিনি।

সরকারি প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় তিন বছরেও শহীদ হারেজ উদ্দীনের কবরটি সংরক্ষনের কাজ শুরু হয়নি। কোন অশুভ শক্তির ইশারায় কাজ বন্ধ হয়ে রয়েছে তা দেখে দ্রত কাজ বাস্তবায়ন করার দাবী জানান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(দায়িত্বপ্রাপ্ত) সাজিদা সিদ্দিকা সেতু জানান, শহীদ মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের বড় ছেলে বুলূ মন্ডলের অনশন করার কথা জানতে পেরে সেখানে গিয়েছি। কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে তিনি আপাতত অনশন ভঙ্গ করেছেন। গাংনীতে ইউএনও হিসেবে আমি নতুন যোগদান করেছি । বিষয়টি জানা ছিলনা। দ্রত সুরাহা হবে বলেও জানান তিনি।




অভিনয় জীবনের ৩০ বছর মৌসুমীর, যা বললেন ওমর সানী

ঢাকাই সিনেমার অন্যতম সফল চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত। সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা মৌসুমীর পাশাপাশি পেয়েছিল আরেকটি নতুন মুখ সালমান শাহ। প্রথম ছবিতেই তারা বাজিমাত করেন। জায়গা করে নেন মানুষের মনের মণিকোঠায়।

শনিবার মৌসুমীকে অভিনন্দন জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন তার স্বামী ওমর সানি। এতে তিনি লিখেছেন, অভিনন্দন মৌসুমী তোমাকে। তোমার কর্মজীবনের ৩০ বছর উপলক্ষ্যে শুভেচ্ছা। আজ তুমি সবার কাছে প্রিয়দর্শিনী। চলচ্চিত্রের কাছে প্রিয়দর্শিনী এবং আমার পরিবারের কাছে তুমি প্রিয়দর্শনী। অভিনন্দন।

‘৯০ দশকে আনন্দ বিচিত্রায় ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। এর পর টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার। প্রথম সিনেমাতে সবার প্রশংসা লাভ করেন মৌসুমী।

মৌসুমীর তিন দশকের অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন মৌসুমী।

উল্লেখ্য, ওমর সানী ও মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। এ জুটি বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি বলে পরিচিত। তাদের সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন ও ফাইজাহ।

সূত্র: যুগান্তর




গাংনীতে বাসের ধাক্কায় শিক্ষক নিহত

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল শিক্ষক শরিফুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।
শনিবার (২৫মার্চ) দুপুরে গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লার ছেলে। তিনি মেহেরপুর সদরের শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা  জানান, গাংনী শহরের কাথুলী মোড় হয়ে কুতুবপুরে যাওয়ার সময় দ্রুতগামী পরিবহন হাজি রাবেয়া (যার নং মেহেরপুর-জ-১১০০৬) সামনে পড়লে তাকে জোরে ধাক্কা দেয়। এতে  মারাত্মক আহত হয় শিক্ষক শরিফুল ইসলাম। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বামন্দি নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারি পলাতক রয়েছে তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানায় ওসি।।



গাংনী উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফার ইন্তেকাল

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৬০) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল শুক্রবার বিকেল পাঁচটার সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে , এক মেয়েসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন।

গত বৃহস্পতিবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।




মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মহড়া

মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল চারটার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় এনডিসি গোলাম রাব্বানী প্যারেড কমান্ডার আফজাল হোসেন বাকির কাছ থেকে সালাম গ্রহণ করেন।

এছাড়াও সালাম প্রদর্শন করেন জেলা পুলিশের প্যারেড টিম, জেলা আনসার ভিডিপি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্স ও মহিলা দল, মেহেরপুর ফায়ার সার্ভিস, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস ক্যাডেট দল, গার্লস স্কাউট দল ও মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার স্কাউট দল।




প্রোগ্রাম অফিসার পদে জনবল নিয়োগ দেবে এসএমসি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোসাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। প্রতিষ্ঠানটি ‘ প্রোগ্রাম অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

প্রোগ্রাম অফিসার, এমএমএস প্রোজেক্ট।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর পদ সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ফার্মাসিটিউক্যাল প্রোডাক্টের মার্কেটিং বিষয়ে ধারণা, ব্যবসায়িক জ্ঞান, কঠোর পরিশ্রম, কম্পিউটারে দক্ষ এবং চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীর মোটরসাইকেল এর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে, যোগ্য নারী প্রার্থীর ক্ষেত্রে এসব শর্ত শিথিল করা হবে। প্রার্থীর বয়সসীমা ৪০ বছর।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থান।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখ

৩১ মার্চ, ২০২৩।

সূত্র: বিডিজবস।




‘পোল্ট্রি খাতে ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা আত্মসাৎ’

পোল্ট্রির দাম বাড়িয়ে গত ৫২ দিনে করপোরেট প্রতিষ্ঠানগুলো ৯৩৬ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

বিপিএর সভাপতি সুমন হাওলাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রতিদিন প্রায় ২ হাজার মেট্রিক টন ব্রয়লার মুরগি সরবরাহ করে ১২ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ব্রয়লার মুরগির খুচরা দাম ছিল ২৭০ টাকা। গত ১ ফেব্রুয়ারি এই মূল্য ছিল ১৭০ টাকা।

এর আগে গত বৃহস্পতিবার বিপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে ব্রয়লার মুরগির মোট চাহিদা সাড়ে ৩ হাজার মেট্রিক টন। ব্রয়লার মুরগির পাইকারি দাম ছিল ২৩০ টাকা। করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রতি কেজিতে কমপক্ষে ৬০ টাকা মুনাফা করেছে।

সংগঠনটি দাবি করেছে, চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত করেপোরেট কোম্পানিগুলো ৬২৪ কোটি টাকা মুনাফা করেছে। এক দিন বয়সী বাচ্চা বিক্রি করে তারা ৩১২ কোটি টাকা মুনাফা করেছে।

সংগঠনটি সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো প্রতিদিন ২০ লাখ মুরগির বাচ্চা উৎপাদন করে এবং প্রতিটি বাচ্চার উৎপাদন খরচ ২৮ থেকে ৩০ টাকার মধ্যে।

এর কারণ হিসেবে সংগঠনটির দাবি- পোল্ট্রি খাতে সরকারি তদারকির অভাব ছিল।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে গণহত্যা দিবস পালন

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর – ২ ( গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সহকারী কমিশনার ( ভুমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেচুর রহমান মুকুলসহ বিভিন্ন সরাসরি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।




মূল ধারার সিনেমা ব্যবসায় নামছে অ্যাপল

মূল ধারার সিনেমা ব্যবসায় নামছে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার। আর নিজেদের অর্থায়নে নির্মিত সেসব সিনেমা হাজার হাজার হলে মুক্তি দেওয়া এবং মাসব্যাপী চালানোর পরিকল্পনাও করেছে প্রতিষ্ঠানটি। এ জন্য বার্ষিক ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির এই পদক্ষেপের অর্থ হলো অ্যাপল স্টুডিও ও অ্যাপল টিভি প্লাসের বাইরে দর্শকেরা এখন প্রযুক্তিপ্রতিষ্ঠানটিকে সিনেমা ব্যবসায় বড় বিনিয়োগকারী হিসেবে দেখতে পাবেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা এ–সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেয়নি অ্যাপল। সিনেমা ব্যবসায় যেহেতু অ্যাপল নতুন, তাই হলে সিনেমা মুক্তিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রস্তুতির জন্য স্টুডিওর সঙ্গে অংশীদারত্বের ব্যাপারে আলোচনা করছে অ্যাপল।

ধারণা করা হচ্ছে, চলতি বছর মুক্তি পাওয়া ম্যাথিউ ভাওগনের থ্রিলার সিনেমা ‘অরগাইল’ অ্যাপলের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে যাচ্ছে, যা বিভিন্ন সিনেমা হলে কমপক্ষে এক মাস চলবে। তবে এবারই প্রথম অ্যাপল তাদের সিনেমা প্রথাগত সিনেমা হলে চালাচ্ছে না।

এদিকে অ্যামাজনও সম্প্রতি ঘোষণা দিয়েছে তারাও সিনেমা ব্যবসায় বার্ষিক ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং তাদের সিনেমাও প্রেক্ষাগৃহে মুক্তি দেবে। প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সিনেমায় বিনিয়োগের খবর এমন সময় এল, যখন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো তাদের আধেয় (কনটেন্ট) নির্মাণের ব্যয় ও সম্ভাব্য টেকসই লাভের হিসাব-নিকাশ করছে। এ ছাড়া সিনেমা বাজারে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স ইঙ্গিত দিয়েছে, তারা এখনো প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত নয়।

অন্যদিকে হলে সিনেমা মুক্তির এই উদ্যোগ অ্যাপলের টিভি প্লাসের গ্রাহক বাড়াবে কি না, তা বলা কঠিন। কিন্তু এটা কল্পনা করা যাচ্ছে যে হলে সিনেমার বাড়তি মুক্তি জনসাধারণের মনে অ্যাপলের অবস্থান আরও শক্ত করবে এবং নতুন সিনেমা মানুষজনকে সিনেপ্লেক্সে নিয়ে যাবে।

সূত্র : দ্য ভার্জ




চুয়াডাঙ্গায় গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি সাহিত্য মঞ্চে সকাল দশটার সময় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এ সময় গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ২৫শে মার্চ বাঙ্গালী জাতির জীবন সবথেকে একটা ন্যাক্কারজনক ঘটনা। ১৯৭১ সালের ২৫শে মার্চ জাতির জীবনে একটা ভয়াবহ দিন এটা।এই দিনে হত্যা করা হয়েছিলো জাতির শেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখন,শিক্ষক, ছাত্র,কৃষক সহ সাধারণ মানুষের। পশ্চিম পাকিস্তানের শাসনগণ চেয়েছিলেন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ কে পুরোপুরি ভাবে মানচিত্র থেকে মূছে ফেলতে এবং ঘুমন্ত বাঙ্গালীদের পুরোপুরি ভাবে নিঃশেষ করতে।

এ সময় তিনি আরও বলেন, বাঙ্গালী জাতি বীরের জাতি।গণহত্যার পরও বাঙ্গালী জাতি পিছিয়ে আসেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বাঙ্গালী জাতি সকল প্রকার বাঁধা কাটিয়ে ছিনিয়ে এনেছিলো মহান বিজয়। ২০১৭ সাল থেকে বাংলাদেশ আমরা জাতীয় গণহত্যা দিবস পালন করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) কবির হোসেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু,চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবু তারেক,  চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃনুরুল ইসলাম মালিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃআবু হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবমন্দ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।