কুষ্টিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার রাতে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ (কুষ্টিয়া) জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাচিপ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও জেলা আ’লীগের সহসভাপতি ডাঃ এ এফ এম আমিনুল হক রতন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না।

তিনি বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে যার যা আছে তাই নিয়ে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু। নির্দেশ দেন বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার। বাংলার জনগণ তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিল।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ২০ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। বাঙালি জাতি মুক্তি পেয়েছিল। শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বি.এম.এ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ এস এম মুস্তানজিদ।

ডা: লিজা-ডা: রতন ম্যাটস ও ডা: লিজা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা: আসমা জাহান লিজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী মনি, ডা: মলয় কৃষ্ণ পাল, ডা: মো: রবিউল ইসলাম, ডা: মনিরুজ্জামান টিপু, ডা: আব্দুল্লাহ আল মামুন তুষার, ডা: মাহফুজুল হক রন্টুসহ ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ।

এসকেএফ ফার্মাসিউটিক্যালের সৌজন্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ (কুষ্টিয়া) জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।




মেয়াদোত্তীর্ণ ঔষধ ও জনদুর্ভোগের অভিযোগে জরিমানা, ফার্মেসী সিলগালা

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপির বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ও পাকারাস্তার পাশে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে জরিমানা আদায় করা সহ একটি ঔষধ ব্যাবসা প্রতিষ্ঠানে সীলগালা করে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি ও খাড়াগোদা বাজারে।

এ অভিযানে ইউনিয়নের খাড়াগোদা বাজারের মেসার্স জাহানারা মেডিকেল হল নামের এক ঔষধ ব্যাবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফার্মেসী মালিক আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা সহ ব্যাবসা প্রতিষ্ঠান ১৪ দিনের জন্য সিলগালা করে দেন। এরপর খাড়াগোদা বাজারের সন্নিকটে একটি “স” মিলের লাইসেন্স ও মালিক না থাকার কারনে স্যালোমেশিন জব্দ করা হয়েছে। সেই সাথে ওই “স” মিলের রাস্তার পাশে থাকা কাঠ না রাখার বিষয়ে সতর্ক করেন।

একই অভিযানিক মোবাইল কোর্ট ইউনিয়নের গড়াইটুপি বাজারে পাকারাস্তার পাশে বালু রেখে বিক্রি করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ভুষিমাল ও বালু ব্যাবসায়ী হাসান আলীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১ সপ্তাহের মধ্যে বালু অন্যত্রে সরানোর নির্দেশ দেন।

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং ভ্রাম্যমান আদালতে রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ।




দর্শনা রেলবাজারে ভোক্তা অধিকারের অভিযানে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দর্শনায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে দর্শনা রেলবাজারে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে দর্শনা রেলবাজারের মেসার্স ইসমাইল ষ্টোর ও মেসার্স বোরহান স্টোরের ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এর নের্তৃত্বে দর্শনা রেলবাজারে অভিযান পরিচালিত হয়।

এ অভিযান পরিচালনা কালে দর্শনা রেলবাজারের মেসার্স ইসমাইল ষ্টোরে পন্যের গায়ে মুল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ব্যাবসায়ী ইসমাইল হোসেনকে ২ হাজার টাকা ও পন্যের গায়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৫১ ধারা মোতাবেক মেসার্স বোরহান স্টোরেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরাধিরা ঘটনাস্থলে জরিমানার টাকা অভিযানিক কর্মকর্তাদের নিকট পরিশোধ করে অন্যান্য দন্ড থেকে রক্ষা পান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্য বাজারে স্থিতিশীল রাখতে সর্বক্ষিনিক বাজার মনিটরিং অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনায় সহযোগীতা করেন দর্শনা থানা পুলিশ।




দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায় বরণ

দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক খেলাধুলা, সাংস্কৃতিক, বিদায় ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনা পৌর সভার নবনির্বাচিত মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

বিকালে দর্শনা মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বলেন, সরকার স্মার্ট বাংলাদেশের প্রধান কারিগরি হবে নাগরিক। তাই তোমাদেরকে সামাজিক ও মানবিক মুলোবোধ সম্পন্ন মানুষ হতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলয়াত করেন আন্ত্রে বুসরা, বিদায়ী মেয়েদের উদেশ্যে মানপত্র পাঠ করেন লিজা।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সদস্যরা, স্কুলের সকল শিক্ষক ও ছাত্রীবৃন্দ।




মেহেরপুরে রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী ছাত্র আন্দোলনের র‌্যালি

মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানের আগমন উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা জেলা শাখার উদ্যোগে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে মেহেরপুর কোট মসজিদের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের সাহেব দাঃবাঃ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইমরান বিন খাদেম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও ধর্মপ্রাণ মুসলমানগণ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের সাহেব বলেন, দুনিয়ার মানুষের কল্যাণে প্রতিবছর মাহে রমজানের আগমন ঘটে রমজানের রোজা ধোনির মনে গরিবের ক্ষুধার জ্বালা যেমন অনুভব করায় তেমনি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানবতার খেদমতে শিক্ষা দেয়।

এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি ইমরান ইবনে খাদেম বলেন, রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বন্ধ এবং মানুষের ক্রয় সীমার মধ্যে রাখা দরকার।




শাকিব খানকে ৩ দিনের আলটিমেটাম

এবার চিত্রনায়ক শাকিব খানকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। নায়কের কাছে একটি আইটি নোটিশ পাঠিয়ে এ আলটিমেটাম দেন তিনি।

রহমত উল্ল্যাহ বর্তমানে অস্ট্রেলিয়া আছেন। কিছু দিন আগে ঢাকা থেকে সেখানে ফিরে গেছেন তিনি। ঢাকায় তার পক্ষে আইনি বিষয়টি দেখভাল করছেন অ্যাডভোকেট ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া। তার স্বাক্ষরিত আইনি নোটিশ শাকিবের ঠিকানায় পাঠানো হয়েছে।

তবারাক হোসেন ভুঁইয়ার চেম্বার জুরিসকনসাল্টস অ্যান্ড লিগ্যাল সল্যুশনের (জেএলএস) জুনিয়র অ্যাসোসিয়েটস ও মুখপাত্র তামান্না বলেন, গতকাল রাত ৮টার দিকে নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। নোটিশে ৩ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তিনি কোনো সাড়া না দেন, তাহলে আমাদের ক্লায়েন্টের (রহমত উল্ল্যাহ) সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে আইনি নোটিশের কপি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন রহমত উল্ল্যাহ। সেখানে তিনি লিখেছেন, ‘অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য আমি দেব না। এখন থেকে এই বিষয়ে যে কোনো ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।’

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চিত্রায়ণের সময় শাকিব খানের বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রযোজক রহমত উল্ল্যাহ অভিযোগ করেন।

অভিযোগপত্রে দাবি করা হয়, শুটের সময় শাকিবকে নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতে হতো। বিষয়টি ছিল প্রতিদিনের রুটিন। কখনো কখনো একাধিকবার। এসব যৌনকর্মীর মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদেরই দিতে হতো।

সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ এনে অস্ট্রেলিয়ায় একটি মামলাও করা হয়, যার মামলা নম্বর: NSW Police reference no: E ৬২৪৯৪৯৫৯।

সেই ঘটনার সূত্র ধরে অভিযোগে রহমত উল্ল্যাহ আরও বলেন, একবার তিনি আমাদের একজন নারী সহপ্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এ ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম। এ ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যেই গ্লানি ও কুৎসার শিকার হন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

‘ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের ও তার পরিবারে টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওই দিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, শাকিব খান সেই দিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপিসারে চলে যান। এর পর থেকে শাকিবের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরে ২০১৮ সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় এলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।’

এ ছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনে শাকিবের বিরুদ্ধে এসবের লিখিত অভিযোগও দিয়েছেন রহমত উল্ল্যাহ।

সূত্র: যুগান্তর




দামুড়হুদার কুড়ুলগাছিতে এসএসসি ও এইচএসসি  জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের অধীনে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের “সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। তিনি বলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের অধীনে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই, আমি আরো ধন্যবাদ ও শুভেচ্ছা জানায় জিপিএ-৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীদের। তোমরা আমাদের এই সোনার বাংলাদেশের আগামী দিনের চালিকাশক্তি হবে, তোমরা হবে দেশ ও জাতীর ভবিষ্যত। তোমরা শুধু মেধাবী হলেই চলবেনা তোদের সকলে ভালো মানুষ হতে হবে এই আশা রাখবো।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, আবকাইজার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালক আবু হেনা, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ, কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আঃ রহিম, সাংবাদিক আলী আজগর সোনা, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ সচিব শাহাবুবুর রহমান, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বারগণ, স্থানীয় সুধীজন, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, ইউনিয়ন পরিষদের কর্মচারীবৃন্দ সহ এলাকাবাসী।

কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন তার সমাপনী বক্তব্যে বলেন, আমাদের কুড়ুলগাছি ইউনিয়নের মেধাবী কোন ছাত্র-ছাত্রী কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তি হতে আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে তিনি সকল ধরনের সহযোগিতা করবেন বলে ঘোষণা দেন।

উল্লেখ্য, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৬ জন এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮ জন ছাত্র-ছাত্রীকে আলোচনা সভা শেষে ২০২২ ইং সালের কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামের যে সকল ছাত্র-ছাত্রীরা এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কুড়ুলগাছি ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন বিপু।




ফুটবলকে বিদায় জানালেন ওজিল

রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা মিডফিল্ডার ও জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। বুধবার এক টুইটবার্তা বিষয়টি নিজেই নিশ্চিত করেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির এই তারকা ফুটবলার।

টুইটারে ওজিল লেখেন, ‘প্রায় ১৭ বছর ধরে একজন পেশাদার ফুটবলার হিসেবে খেলার সৌভাগ্য হয়েছে আমার। দারুণ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইনজুরিতে ভুগছিলাম। এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।’

তিনি আরও লেখেন, ‘আমি শালকে, ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনারবাচ ও বাসাকসেহিরকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই যারা আমার কোচ ছিলেন, ধন্যবাদ আমার সতীর্থ ও বন্ধুদের প্রতিও।’

এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরই হুট করে ওজিলের অবসর নেওয়ায় আলোচনা-সমালোচনা কম হয়নি। সেই সময় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) বিরুদ্ধে বর্ণবাদ ও জাতিগত বিদ্বেষের অভিযোগ তুলেছিলেন এই ফুটবলার।

ওজিল জার্মানির হয়ে ৯২ ম্যাচে ৯৩ গোল করেন। ২০১৪ বিশ্বকাপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্লাব ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯৮ ম্যাচ খেলে ৯৮ গোল করেছেন ওজিল। এর মধ্যে রিয়াল মাদ্রিদে ২৮টি এবং আর্সেনালের জার্সিতে ৪৪ গোল করেছেন তিনি।




হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৪তম জন্মবার্ষিকী পালন

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল  মঙ্গলবার রাতে কাথুলি বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় পার্টি অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মেহেরপুর জেলা জাতীয় পার্টি আহবায়ক মোঃ মোসলেম আলী, জেলা জাতীয় পার্টি সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক মোঃ আমিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক মোঃ সোহরাব হোসেন, জাতীয় তরুণ পার্টি মেহেরপুর জেলার আহবায়ক মোঃ রবিউল ইসলাম, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি মোঃ রাসেল শেখ মেহেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ বজলুর রহমান, লালচাঁদ সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে আঃ রউফ ডিগ্রি কলেজে কৃতি সন্তান সংর্বধনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে আব্দুর রউফ ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীর কৃতি সন্তানদের সংর্বধনা প্রদান এবং তাদের উদ্দেশ্যে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংর্বধনা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ জে এম রবিউল ইসলামের সভাপতিত্বে উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদার, সহকারী অধ্যাপক জিনাত জেসমিন, ইসরাইল হোসেন, জাহাঙ্গীর আনাম বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ শাহানুর আলম। আলোচনা শেষে ২০২২ সালে এসএসসি ও এইচএসসিতে কৃতিত্ব অর্জণ, ২০২৩ সালে মেডিকেল কলেজ ও ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ অর্জণকারী কলেজের ১২ শিক্ষক ও কর্মচারীর ১৪জন সন্তানকে সংর্বধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা শেষে উৎসবমূখর পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।