শিউলি-শিহরণ

শিউলি ফুলের গন্ধ নিতেই
শিউলি কে আজ পড়লো মনে,
এইতো সেদিন আমরা দুজন
খুব খেলেছি আপন মনে!

খুব হেসেছি খুব কেঁদেছি
আলোয় ভরা জোছনা রাতে,
একটা পিঠা ভাগ করেছি
আর খেয়েছি একই সাথে !

মা বকেছে, বাবা-দাদাও
তবু যেতাম চুপটি করে,
ঠোঁট দু’টোকে তর্জনিতে
ছুঁয়ে দিতাম আদর করে!

এইতো সেদিন,খুব বেশি নয়
দু’দুটো যুগ হয়েই গেলো,
হয়নি দেখা তবুও মোদের
হয়নি বলা-শুনছো,হ্যালো!

আজ কবিতায় শিউলিমালা
গেঁথে দিলাম তোমার তরে,
শিউলি তুমি সুখেই থেকো
জোছনা হয়ে আঁধার ঘরে!




নির্ভরতার গণমাধ্যম : মেহেরপুর প্রতিদিন

কিথ রুপাট মারডককে বলা হয় নিডিয়া মোগল। বিশ্বমিডিয়াকে যিনি হাতের তালুই তুলে নাচাতে ভালবাসেন। বিশ্বে শক্তিশালী গনমাধ্যমগুলোর একচ্ছত্র মালিকানা তাঁর। ক্ষমতার উত্থান-পতনের ইতিহাসও রচিত হয় তারই ইঙ্গিতে। তাঁর এমন তৎপরতায় কোথাও তৈরি হয় মানবিক সংকট, আবার কোথাও বা বদলে যায় ক্ষমতার মানচিত্র।

মারডকের বাবাও ছিলেন একজন ধুরন্ধর মিডিয়া ব্যক্তিত্ব। একবার তিনি এক নির্বাচনে বিজেতাকে কেন্দ্র করে বলেছিলেন, আমার কলম তাকে ক্ষমতায় এনেছে। এমন কথায় বিজেতা সংক্ষুদ্ধ হলে, মারডকের বাবা বলেছিলেন, এবার তাকে আমি ক্ষমতা থেকে সরাবো। মিডিয়ার এই অপতৎপরতা পৃথিবীর চেনা। তৃতীয় বিশ্বের এ পদ্ধতি অমোঘ টোটকা হিসেবে খুব কাজ দেয়। ওয়ান ইলেভেন পর্ব থেকে বাংলাদেশের মিডিয়া প্রশ্নোর্ধ উচ্চতায় থাকতে পারেনি। বরং বিপণ্ন করে তুলেছে তাদের স্বভাবিক গতিগুলো। এতে যে শুধু মিডিয়া কর্মী বা মিডিয়ার সাথে যুক্তরাই দায়ী এমনটি নয় । এদেশে বিচিন্তার রূপক হিসেবে খুব কম গণমাধ্যমেরই জন্ম হয়েছে বরং ক্ষমতালোলুপ ব্যবসায়ীরায় প্রকাশনার সাথে যুক্ত হয়ে গণমাধ্যমকে করে তুলেছে তাদের লাভের খামারবাড়ি।

গণমাধ্যমের এমন হারিয়ে ফুরিয়ে যাওয়া তেজদীপ্তহীনতার মধ্যে থেকেও এখনো একটা দুটো পত্রিকা দায়বোধের শিখা জ্বালিয়ে রেখেছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র দৈনিক মেহেরপুর প্রতিদিন তার অন্যতম। এই স্বীকৃতির একটি পোস্ট মর্টেম করা যেতে পারে ক্রিয়া প্রতিক্রিয়া সূত্রের ভিওিতে।

প্রতিক্রিয়া হিসেবে মেহেরপুর প্রতিদিনের ভাগ্যে জুটেছে মামলা, প্রাণনাশের হুমকি ঘোষ প্রস্তাবসহ নানা হয়রানি। স্মরণ করা যেতে পারে সাবেক সাংসদ মকবুল হোসেনের নিউজটি। যেটি ছিল অত্যন্ত যত্নপুষ্ট অনুসন্ধানী প্রতিবেদন। যার প্রতিবেদকের নামে মামলা করা হয়। অবশ্য এ মামলায় বিজ্ঞ আদালতের পর্যবেক্ষণ এবং পত্রিকার বস্তুনিষ্ঠতা পরাজিত করে বাদী পক্ষকে।

আলোচিত হোটল আটলান্টিক কাণ্ডে জড়িত আইনজীবি, সাংবাদিক, মিডিয়া কর্মী কেউ ছাড় পাইনি। অনলাইন জোয়ার বিরুদ্ধে মেহেরপুর প্রতিদিন আপোষহীন। তাদের অনুসন্ধানী প্রতিবেদন যেমন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করেছে তেমনি একের পর এক উন্মোচন করেছে জোয়ায় জড়িত পোশাকি মানুষের মুখোশ, অসৎ দুর্নীতিবাজ ধান্দাবাজদের স্বরপ।

মেহেরপুর প্রতিদিনের দৃশ্যমান অর্জন অনেক। বেশ কিছু প্রতিবেদন বস্তুনিষ্ঠতায় স্বপ্রনোদিত হয়ে আদালত মামলা করেছে। দ্রুততম সময়ের মধ্যে এসব মামলার সুফলও পেয়েছে ভুক্তভোগী জনগণ। স্বল্প সময়ের একটি গণমাধ্যমের এমন সফলতা সময় বিবেচনায় বিরল। এটি সম্ভব হয়েছে সংবাদপত্রের সৎভিত্তি আর নির্ভীকতার জন্য।

সৃজনশীলতা; সম্পাদকীয়তা, ব্যবস্থাপনা এবং সমন্বিত তৎপরতার উপর ভর করে মেহেরপুর প্রতিদিন হয়ে উঠেছে জনগণের একমাত্র নির্ভরতা; একমাত্র আশ্রয় ।




মুখোমুখি হতে চায় গ্যাংস্টার গোল্ডি, নিরাপত্তা কমালেই খুন হবেন সালমান!

লরেন্স বিষ্ণোই-এর বিস্ফোরক সাক্ষাৎকারের পর ইমেইলের মাধ্যমে ফের খুনের হুমকি পেয়েছেন সালমান খান। যেখানে বলা হয়, সালমান খানের চলমান নিরাপত্তা খানিক কমলেই খুন করা হবে তাকে! যার ফলে আরও বাড়ানো হলো বলিউড ভাইজানের নিরাপত্তা।

জানা গেছে, ইমেইলটি রোহিত গর্গ নামে একজন পাঠিয়েছিলেন এবং উল্লেখ করেছিলেন যে, কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সালমান খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। এতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও উল্লেখ আছে, যেখানে বিষ্ণোই বলেছেন সালমানকে হত্যা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার রাতে এই হুমকি বার্তা এসেছে ইমেইলে। সালমান তার অফিসিয়াল কাজের জন্য যে মেইল অ্যাকাউন্টটি ব্যবহার করেন, সেখানে মোহিত মার্গ নামের এক ব্যক্তির কাছ থেকে এসেছে মেইলটি।

ওই চিঠিতে বিষ্ণোইয়ের সাক্ষাৎকারটি দেখার পরামর্শও দেওয়া হয়েছে। দুদিন আগে কারাগারে বসে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ফের জানিয়েছেন, ক্ষমা না চাইলে সালমান খানকে হত্যার চিন্তাভাবনা থেকে তিনি সরছেন না।

নিউজ এজেন্সি এএনআই টুইট করেছে, সম্প্রতি অভিনেতা সালমান খানকে ইমেইলের মাধ্যমে হুমকি দেওয়ার পরে মুম্বাই পুলিশ তার বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ইমেইল পেয়ে মুম্বাই থানায় মোহিত মর্গ, গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে মামলা করেছেন সালমান। নতুন ‘হুমকি’ ভাইজানের পরিবার ও তার টিমের সদস্যদের নতুন করে উদ্বেগে ফেলেছে। বান্দ্রায় সালামানের বাসভবন ঘিরে এবং সালমান ও তার পরিবারের সব সদস্যদের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

২০১১ সালে ‘রেডি’ সিনেমার শুটিংয়ের মাঝে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় এসেছিলেন লরেন্স বিষ্ণোই ।এরপর ২০১৮ সালে সালমানকে হত্যার জন্য তিনি তার সহযোগী সম্পত নেহরাকে দায়িত্ব দেন। কিন্তু সে সময় অস্ত্রের জটিলতায় পরিকল্পনা মাফিক কাজ সারতে পারেনি খুনিরা।

২০২১ সালে থেকে তিহার জেলে বন্দি আছেন বিষ্ণোই। গত বছরের জুনে সালমানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে উড়ো চিঠি আসার পর তার নাম ফের আলোচনায় আসে। তবে সে সময় পুলিশের কাছে হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেন তিনি। এরপর গত বছরে শেষ নাগাদ সালমান হত্যায় বিষ্ণোইয়ের হত্যার ছক বেরিয়ে আসে দিল্লি ও পাঞ্জাব পুলিশের তদন্তে।

গত বছর পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধুকে গুলি করে হত্যার দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন গ্যাংস্টার গোল্ডি। সে সময় সালমান ও তার বাবা সেলিম খানকে খুনের হুমকি দিয়ে যে উড়োচিঠি দেওয়া হয়েছিল, তাতেও গোল্ডি ও গ্যাংস্টার লরেন্স বিঞ্চোই জড়িত ছিলেন বলে জানিয়েছিল মুম্বাই পুলিশ।




চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন সভাপতিত্বে মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের কথা শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধান সহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ৪৮ জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো:মুন্না বিশ্বাস , ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগন, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (পশাসন), ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।




গাংনীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যার চেষ্টা

মেহেরপুরের গাংনীতে প্রেমিকার সাথে পরিবারের লোকজন সম্পর্ক মেনে না নেয়ায় অভিমান করে কীটনাশক পান করে স্বপন (২২)। নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে।

সোমবার সকালে সে ভুট্টা ক্ষেতে দেয়া কীটনাশক পান করে সে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই যুবক মেহেরপুরের গাংনীর রুয়েরকান্দি গ্রামের মালেশিয়া প্রবাসী শহিদুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।

স্বপনের নানী জরিনা খাতুন জানান, স্বপন তার সহপাঠি প্রতিবেশী সাহেব আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌসের সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রায় দু’বছর যাবত উভয়ের মাঝে মন দেয়া নেয়ার বিষয়টি স্বপনের পরিবারের লোকজন জেনে যায়। এনিয়ে প্রেমিকার পরিবারের সাথে বেশ কয়েকবার দ্বন্দ্বও হয়। কয়েকদিন আগে স্বপন তার পরিবারের কাছে প্রেমিকার সাথে বিয়ের দাবী তোলা।

এ দাবী প্রত্যাক্ষান করায় অভিমানে আত্মহত্যার জন্য কীটনাশক পান করে স্বপন। কীটনাশক পান করার পর মোবাইল ফোনে স্বপন তার পিতা শহীদুল ইসলামকে কীটনাশক পান করার বিষয়টি জানালে শহীদুল ইসলাম বাড়িতে জানায়। পরিবারের লোকজন স্বপনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর স্বপন আশংকামুক্ত বলে জানিয়েছেন জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবির হাসান।




জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্ট বেদখল, নীরব টুইটার

জেস রবার্টসন ও ডেভিড ডেন দুজনই টুইটারে বেশ জনপ্রিয়। জেস রবার্টসন জনপ্রিয় মার্কিন টেলিভিশন শো ডাক ডাইন্যাসটির জন্য বহুল পরিচিত। আর ডেভিড ডেন দ্য আমেরিকান প্রসপেক্ট সাময়িকীর নির্বাহী সম্পাদক। খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটিতে অনেক অনুসারীও রয়েছে তাঁদের। কয়েক সপ্তাহ ধরেই এই দুজনের টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকম খুদে বার্তা পোস্ট করা হচ্ছে। হ্যালো টুইটার ফ্যামিলি দিয়ে শুরু করা এ বার্তায় বলা হচ্ছে, আমার কাছে ১০টি ম্যাকবুক রয়েছে। এগুলো ৬০০ ডলারে বিক্রি করা হবে। যাঁরা আগে ফরমাশ দেবেন, তাঁরা আগে কিনতে পারবেন। ম্যাকবুক বিক্রির অর্থ দাতব্য সংস্থায় দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি বার্তা পাঠাতে পারেন। বার্তার সঙ্গে একই রকম ছবিও জুড়ে দেওয়া হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, কাঠের মেঝেতে ম্যাকবুক প্রো রয়েছে। এই পোস্ট এবং ছবি দেখে যে কেউ ভাবতে পারেন, দুজন ব্যক্তিই কোনো দাতব্য সংস্থার হয়ে কাজ করছেন। কিন্তু আসলে তা নয়, দুজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এ বার্তা পোস্ট করা হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি জানানোর পরও টুইটার নীরব ভূমিকা পালন করছে। কোনো ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি অ্যাকাউন্ট দুটি নিষ্ক্রিয় করেনি টুইটার। অথচ হ্যাকাররা এ প্রচারণা চালিয়ে হাজারো মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে।

অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার বিষয়ে ডেভিড ডেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে বলেন, ‘গত বছর ইলন মাস্ক টুইটার কেনার আগে একবার আমার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। অভিযোগ করার পর সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করেছিল টুইটার। প্রায় এক মাস পর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর আমি দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করি। কিন্তু আবার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং প্রতারকেরা টুইটার ব্যবহার করে বিভিন্ন বার্তা পোস্ট করছে। বিষয়টি টুইটারকে জানানোর পরও অ্যাকাউন্টটি সচল রয়েছে। এমনকি প্রতারকদের পোস্ট করা টুইট বার্তাগুলোও অন্যরা দেখতে পারছেন।’

ডেভিড ডেনের টুইটার পোস্ট দেখে এরই মধ্যে হ্যাকারদের প্রতারণার শিকার হওয়া এক নারীর খোঁজ পেয়েছে ম্যাশেবল। এই নারী ম্যাকবুক কেনার জন্য ১ হাজার ৫০০ ডলার পাঠানোর পর আর কোনো যোগাযোগ করছে না প্রতারকেরা। আরও অনেকেই এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জেস রবার্টসন ও ডেভিড ডেন ছাড়াও সম্প্রতি আরও বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্সের সাবেক রাজনৈতিক উপদেষ্টা উইনি ওং। তাঁর অ্যাকাউন্ট থেকেও ম্যাকবুক বিক্রির একই রকম টুইট বার্তা পোস্ট করা হয়েছে।
সূত্র: ম্যাশেবল




মুশফিকের ঝড়ো সেঞ্চুরিতে নতুন রেকর্ড বাংলাদেশের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মুশফিকের সেঞ্চুরিতে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দেখেশুনে খেলতে থাকে এই দুই ব্যাটার। উদ্বোধনী জুটিতে ৪২ রান সংগ্রহ করে তারা। তবে এরপর রান আউটে কাটা পড়েন অধিনায়ক তামিম ইকবাল।

৩১ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান তামিম। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন। নিজের সাবলীল ব্যাটিংয়ে ৫৪ বলে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন দাস।

অর্ধশতক পূরণে পর আগ্রাসী হয়ে ব্যাট করতে থাকেন লিটন। তবে দলীয় ১৪৩ রানে আউট হন তিনি। ৭১ বলে ৭০ রান করে সাজঘরে ফিরে যান লিটন। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। সাকিবকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত।

নিজের সাবলীল ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন শান্ত। তবে দলীয় ১৮২ রানে ১৯ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান সাকিব। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। এরপর দলীয় ১৯০ রানে ৭৭ বলে ৭৩ রান করে আউট হন শান্ত। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিক।

তাওহিদ হৃদয় ও মুশফিক মিলে রানের চাকা সচল রাখেন। মারমুখী ব্যাটিংয়ে ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন মুশফিক। অর্ধশতকের পর আরও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মুশফিক। তবে দলীয় ৩১৮ রানে ৩৪ বলে ৪৯ রান করে আউট হন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন ইয়াসির রাব্বি। অন্যদিকে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান মুশফিক। অন্যদিকে দলীয় ৩৩৯ রানে ৭ বলে ৭ রান করে আউট হন ইয়াসির রাব্বি। তবে ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৬০ বলে ১০০ রানে অপরাজিত থাকেন মুশফিক। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মবার্ষিকী পালন

শান্তির জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এই স্লোগানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে‌।

সোমবার সকালে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আহ্বায়ক কমিটির আয়োজনে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক কেতাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য বাবলু বিশ্বাস, কুতুব উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন ,জেলা জাতীয় পার্টির সদস্য মামলত হোসেন, নজরুল ইসলাম, জান মোহাম্মদ মিন্টু , ইকবাল হোসেন, সেলিম রেজা প্রমুখ।




কোটচাঁদপুরে জাসদের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জাসদের উদ্যোগে দিনব্যাপি এক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১১ টা থেকে কোটচাঁদপুর জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করা হয়।

কোটচাঁদপুর উপজেলা জাসদ সভাপতি জহুরুল ইসলাম পান্নুর সভাপতিত্বে রাজনৈতিক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কার্যকরী সভাপতি এ্যাড.রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা। এছাড়া ঝিনাইদহ জেলা জাসদের সাধারণ সম্পাদক শামীম আখতার বাবু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলসহ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

দামুড়হুদায় রামনগর- কলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শিক্ষা- শান্তি- প্রগতি এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে রবিবার সকাল ১০ টায় ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু।

এসময় তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে, আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যখন লেখাপড়া করেছি তখন আমরা এত সুন্দর বই পাইনি, লেখাপড়ার উপকরণ এত সহজলভ্য ছিল না, আওয়ামী লীগ সরকার পহেলা জানুয়ারি ২০২৩ অর্থবছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ৩৪ কোটি বই বিতরণ করেছে, যাহা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন ছেলেদের চেয়ে মেয়েরা লেখাপড়ায় বেশ এগিয়ে প্রায় সরকারি দপ্তরের বড় বড় অফিসার এখন মেয়েরা। সুতরাং সকল অবিভাবকদের দায়িত্ব হবে ছেলে মেয়েদের বাল্য বিবাহ না দিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করানো।

অত্র বিদ্যালয়ের সভাপতি ও জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রেজাউল হক, ৭নং নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।