গাংনীতে ডা.সাগরের উদ্যাগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

মেহেরপুরের গাংনী আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য মরহুম নুরুল হক এর পুত্র ডা. এ এস এম নাজমুল হক সাগরের উদ্যোগে জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে গাংনী নিজ দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা মধ্যস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে, র‌্যালি একই স্থানে গিয়ে শেষ হয়।

নুরুল হক এর এর কন্যা খালেদা খানম ফেন্সি এর সভাপতিত্বে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শাজাহান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন,নাসিম সরোয়ার বাবু,মটমুড়া কৃষক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ চঞ্চল,জেলা ছাত্রলীগের উপ গবেষণা বিষয়ক সম্পাদক জয় আহমেদউপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক আজিজ মুন্না, তরিকুল ইসলাম উজ্জ্বল, রাসেল রানা, হাফিজুর রহমান হাফি। মটমুড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা চপল ও কনক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও কেক কাটা হয়।




মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান আলোচনা সভা, দেওয়াল লিখন, পুরস্কার বিতরণ, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল এর আয়োজন করে মুজিবনগর উপজেলা প্রশাসন।

দিবসটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৯ টার সময় প্রথমে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুজিবনগর মুক্তিযুদ্ধু স্মৃতি কমপ্লেক্স এ বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল নেতৃত্বে মুজিবনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।

মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে।

বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান এর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মিরাজুল ইসলামের উপজেলা আনসার ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ,সভাপতি তকলিমা খাতুন ও সম্পাদক তহমিনা খাতুনের নেতৃত্বে উপজেলা যুবমহিলা লীগ, সেচ্ছাসেবকলীগ এর সহসভাপতি মতিউর রহমান এর নেতৃত্বে সেচ্ছাসেবকলীগ, সভাপতি জাহিদ হাসান রাজিব ও সম্পাদক শাহিনুর রহমান মানিক এর নেতৃত্ব উপজেলা কৃষকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রশিদ, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, যুবনেতা হাসানুজ্জামান লালটু উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পরে সকাল সাড়ে দশটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও জাতির জনক এর জন্মদিনের কেক কাটা হয় এবং সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডক্টর মোঃ মুনসুর আলম খান জেলা প্রশাসক মেহেরপুর, আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ।

বিশেষ অতিথি মোঃ রাফিউল আলম পুলিশ সুপার মেহেরপুর, এডভোকেট মোঃ আব্দূস সালাম চেয়ারম্যান জেলা পরিষদ মেহেরপুর, এডভোকেট পল্লব ভট্টাচার্য পাবলিক প্রসিকিউটর জজ কোর্ট মেহেরপুর, প্রফেসর মোঃ হাসানুজ্জামান মালেক সভাপতি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর, মোঃ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদ, এডভোকেট ইব্রাহিম শাহিন যুগ্ন সম্পাদক জেলা আওয়ামী প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয় এসময় ছোট ছোট শিশুরা উপস্থিত থেকে কেক কাটায় অংশগ্রহণ করেন।জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীদের সন্মানিত করে পুরুস্কার তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করা হয়।




মেহেরপুরে ছাত্রলীগ নেতা ইব্রাহীমের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছাত্রলীগ ছাত্রনেতা ইব্রাহীম এর নেতৃত্ব কেক কাটা অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার প্রকাশনা কমিটির অন্যতম সদস্য এম এ এস ইমনের কার্যালয়ে এ কেক কাটা হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইব্রাহীম বলেন,বঙ্গবন্ধু জন্মেছিলো বলেই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি। ৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদদের প্রতি ও জাতীয় চার নেতা,সকল ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধাদের প্রতি গভির শ্রদ্ধার সাথে স্বরন করছি।
বঙ্গবন্ধুর শপথ নিয়ে,আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মেহেরপুর জেলা ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছি, আগামী দ্বাদশ নির্বাচন ২০২৪ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান ভাইয়ের নেতৃত্বে মেহেরপুর জেলা ছাত্রলীগ সর্বোচ্চ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সদস্য আশিক মাহমুদ, রেদুয়ান আকাশ,আসিব,শাকিল,সাকিব,হিরা,সৌরভ আরো নেতা কর্মী।




জীবননগর ৬ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের জয়

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬টিতে আওয়ামীলীগের মনোনীত দলীয় প্রাথী নির্বাচিত হয়েছেন ।

গতকাল বৃহসপ্রতিবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। এই নির্বাচনেও বিরোধী দল বিএনপি কোনো প্রার্থী দেয়নি। বেশির ভাগ স্থানেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে দলটির বিদ্রোহী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হয়।
জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নিবাচনে চেয়ারম্যান পদে যারা জয়ী হয়েছেন, উথলী ইউনিয়নে

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হান্নান নৌকা ৫৩৬৮ ভোট পেয়ে জয় লাভ করেছেন । বাকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রধান নৌকা৫৭২০ভোট পেয়ে জয় লাভ করেছেন। হাসাদহ ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগের মোঃ রবিউল ইসলাম বিশ্বাস তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬৪৪৯। মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগের সোহরাব হোসেন খান নৌকা প্রতীকে ৬৩০৫ভোট জয়় লাভ করেছেন। কে,ডি,কে ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ খাইরুল বাশার শিপলু ৭৬৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবং রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ তাহাজ্জদ মিজা ৩৫৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন ।




স্কাউটসের ‘মেডেল অফ মেরিট’ অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন মেহেরপুরের উজ্জল

বাংলাদেশ স্কাউটস এর সম্মানসূচক ‘মেডেল অফ মেরিট’ অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন মেহেরপুরের ফররুখ আহমেদদ উজ্জল। করা হয়েছে। ইতিপূর্বে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ সম্পাদক হওয়ার গৌরব অর্জন করেছেন।

বাংলাদেশ স্কাউটসের ৫১ তম বার্ষিক কাউন্সিল অধিবেশনে তাকে সম্মানে ভূষিত করা হয়। তিনি মেহেরপুর জেলা রোভারের সম্পাদক ও ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক।

ফররুখ আহমেদ ‍উজ্জল প্রায় ২০ বছর স্কাউট আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন। এবং জেলা রোভারের সম্পাদকসহ বিভিন্ন পদ ও রোভার স্কাউটের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস‍্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।




মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ১৩ মে

আগামী ১৩ মে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৪ মার্চ নির্বাচন কমিশনের আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন)  রঞ্জিত কুমার দাস স্বাক্ষরিত নির্বাচন তফসিল সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গণবিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ১৯ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ মার্চের মধ্যে খসড়া তালিকা নিয়ে দাবি, আপত্তি ও সংশোধনীর আবেদন, ২৮ মার্চ  খসড়া তালিকা দাবি আপত্তি নিয়ে শুনানী,  ২এপ্রিল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

নির্বাচন তফসিল অনুযায়ী, ৫ এপ্রিল বিকাল ৩ টার মধ্যে মনোনয়ন পত্র দাখিল, ৯ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই, ১১ এপ্রিল প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল,  ১৩ এপ্রিল আপিল নিস্পত্তি, ১৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার, ১৭ এপ্রিল চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৮ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ১৩ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ।




আমদহের নতুন চেয়ারম্যান টোকন

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রওশন আলী টোকন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন ১২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম ৬ হাজার ৯২৪ ভোট এবং জাতীয় পার্টির নজরুল ইসলাম ৭৫০ ভোট পান। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার দোলন কান্তি চক্রবর্তী।

২৫ হাজার ৪০ জন ভোটারের মন জয় করতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। আমদহ ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২০ হাজার ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১৪ টি ভোট বাতিল হয়ে যায়।

এদিকে, নির্বাচনে সাধারণ সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে আবুল হায়াত, ২ নং ওয়ার্ডে আক্কাস আলী, ৩নং ওয়ার্ডে দরুদ আলী, ৪ নং ওয়ার্ডে মাওলাদ হোসেন, ৫ নং ওয়ার্ডে ফিরোজ হোসেন, ৬ নং ওয়ার্ডে রেজাউল করিম, ৭ নং ওয়ার্ডে কাউসার আলী, ৮ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম এবং ৯ নং ওয়ার্ডে মোকাসেদ হোসেন।

এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে (১,২ ও ৩ নং ওয়ার্ড) পিপুলি খাতুন, ২ নং ওয়ার্ডে (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) মনিরা খাতুন এবং ৩নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) জেসমিন নির্বাচিত হয়েছেন।




মুজিবনগরে আওয়ামী লীগের কার্যালয় দখল পেলো নতুন কমিটি

মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর নামে নামাঙ্কিত এই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিও গুরুত্বের দাবি রাখে। তবে বেশ কিছুদিন ধরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে বিভাজন চলে আসছে।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ। পূর্বের কমিটিতে সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন জিয়াউদ্দিন বিশ্বাস যার হাত ধরে মুজিবনগরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে এবং বর্তমানে তিনি মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু । তবে সম্মেলনের পূর্বকালীন কমিটির সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর সাথে সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের কোন্দল ছিল প্রকাশ্যে । অফিসের দুটি কক্ষ দুজনের নামে থাকলেও সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু ওই অফিস ব্যবহার করতেন না । নিজের প্রভাব নিয়ে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস অফিস ব্যবহার করতেন। নতুন কমিটি দায়িত্বে আসার প্রায় এক বছর হতে চললো। বর্তমান কমিটির সভাপতির নির্দেশে অফিস দুটিতে তালা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে গত ১৪ মার্চ।

এ বিষয়ে জিয়াউদ্দিন বিশ্বাস অভিযোগের তীর ছুড়েছেন বর্তমান সভাপতির বিরুদ্ধে। তিনি বলেন, অফিস দুটি সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনের নামে বরাদ্দ নেওয়া। কিভাবে তারা অফিসে প্রবেশ করে।

এ বিষয়ে বর্তমান সভাপতি রফিকুল ইসলাম তোতার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়টি সম্পূর্ণ মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মার্কেট কমিটির সিদ্ধান্ত। বর্তমান উপজেলা আওয়ামী লীগের কমিটির সাথে হাই স্কুল মার্কেট কমিটির নতুন চুক্তির বলে এই অফিসে প্রবেশ করা হয়েছে।

মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মার্কেট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন. বরাদ্দকৃত দুটি কক্ষ যাদেরকে বরাদ্দ দেয়া হয়েছিল তারা চুক্তির সমস্ত শর্ত ভঙ্গ করেছে। কয়েক মাসের বিল ও ভাড়া বকেয়া রয়েছে। তাই মার্কেট কমিটির সিদ্ধান্তেই নতুনভাবে ভাড়ার চুক্তি দেওয়া হয়েছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগকে।




মুজিবনগরে মহিলা উদ্যোক্তাদের নিয়ে উঠান বৈঠক

‘শেখ হাসিনার বারতা ,নারী-পুরুষ সমতা’ শ্লোগানে মুজিবনগরে অনলাইন প্লাটফর্ম জুমে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতি করেন তথ্য আপা কামরুন নাহার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হারিসুল আবেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাউসার আলী। এই উঠান বৈঠকে মুজিবনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২০০ জন মহিলা অংশগ্রহণ করেন।
তথ্য আপা কামরুন নাহার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক এই প্রকল্পটি গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের কাজ করছে বলে জানান মুজিবনগর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার।