গাংনীতে স্কুল ছাত্রীসহ দু’জনের আত্মহত্যা

মেহেরপুরের গাংনীর পৃথক স্থানে গেল ২৪ ঘন্টায় এক শিক্ষার্থীসহ দু’জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহ ও অভিমানে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পারিবারিক সুত্র দাবী করেছে।

আত্মহননকারীরা হচ্ছে- গাংনীর উত্তরপাড়ার হযরত আলীর ছেলে রাজমিস্ত্রী তারিকুজ্জামান (১৬) ও পুরাতন মটমুড়া গ্রামের নূর মোহাম্মদের মেয়ে স্কুল ছাত্রি রুপালি খাতুন (১৪)। এ ব্যাপারে গাংনী থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, তারিকুজ্জামান রাজমিস্ত্রীর কাজ করতো। বেশ কিছুদিন যাবত মোটরসাইকেল কিনে দেয়ার জন্য সে তার পরিবারের কাছে বায়না ধরে। পরিবারের লোকজন মোটর সাইকেল কিনে না দেয়ায় গতকাল মঙ্গলবার ১১টার দিকে নিজ শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে গত সোমবার রাতে নিজ শয়ন কক্ষের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে স্কুলছাত্রী রূপালী খাতুন। বেশ কয়েকদিন যাবত তাদের পারিবারিক কলহ চলছিল। চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে পরিবারের লোকজন কনের বাড়িতে গেলে আত্মহত্যা করে সে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় গাংনী থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় স্বাভাবিকভাবে দাফনের অনুমতি দেয়া হয়।




মেহেরপুরের চকশ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরের-মুজিবগর মহাসড়কের চকশ্যামনগর গ্রামে গাছের সাথে ধাক্কা খেয়ে বিজন (২২) ও রাহিদুল (৩০) নামের দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহিদুল দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুস এবং বিজন  আজমতের ছেলে।

আজ মঙ্গলবার ভোরে আনসার সদস্য রাহিদুল কে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে দেয়ার জন্য বিজন ও রাহিদুল একই সাথে মোটরসাইকেলে দারিয়াপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর ঈদগাহ মাঠের অদূরে সড়কের পাশে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে মটরসাইকেল নিয়ে পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।  সকালে কৃষকরা জমিতে যাওয়ার সময় ধানক্ষেতে দুটি লাশ পড়ে থাকতে দেখে মেহেরপুর সদর থানাকে খবর দেয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ও  মেহেরপুর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ ও ক্ষতিগ্রস্থ মটরসাইকেল উদ্ধার করে লাশ মেহেরপুর মর্গে এবং মটরসাইকেল সদর থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, রাহিদুল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোরে কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৮ টার সময় ট্রেন ধরার উদ্দেশ্যে তারা মটরসাইকেল যোগে দারিয়াপুর থেকে রওয়ানা হয়। ‍দুজনই অবিবাহিত।

মেহেরপুর ফায়ার সার্ভিস টিমের ইউনিট প্রধান আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় দেখি দুজনই মারা গেছেন। পরে পুলিশ আসলে তাদের লাশ হস্তান্তর করা হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।




পুলিশ পরিচয় দিয়ে চুরি করা ভুয়া এসআই গ্রেফতার

তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ঝিনাইদহে অভিযান চালিয়ে ভুয়া এসআই সোহেল রানা ওরফে হিমেল (২৭) কে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ।

গতকাল সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে মেহেরপুর ডিবির ওসি সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার শাকেরদাহ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুয়াডাঙ্গার একটি আবাসিক হোটেল থেকে পুলিশের পোশাক, মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার রেল জগন্নাথপুর গ্রামের আজিবার রহমান ওরফে সোনার সোনার ছেলে।

ডিবির ওসি সাইফুল আলম জানান, প্রতারক সোহেল রানা পুলিশের এসআই ব্যাজ সম্বলিত ইউনিফর্ম পরে এসআই পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছে। গত রবিবার বারাদি গ্রামের একজনের অভিযোগে ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করা হয়। পরে ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় একাধিক প্রতারণা মামলা রয়েছে।

এর আগে গত রবিবার বারাদি গ্রামের সবুজ হোসেন বাদী হয়ে সোহেল রানার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে মেহেরপুর থানা ও ডিবি পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ডিবির ওসি সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে।

মামলার এজাহারে বাদী সবুজ হোসেন জানান, মেহেরপুর থানাধীন বারাদী বাজারে মটর সাইকেল গ্যারেজ আছে। গ্যারেজে মটর সাইকেল মেরামত করি। গ্যারেজে কাজ করার সময় গত ৯ মার্চ দুপুর দেড়টার দিকে অজ্ঞাতনামা আসামী পুলিশের ইউনিফরম পরিহিত বুকের ডান পাশে নেম প্লেটে সুমন লিখা ছিলো। আমার গ্যারেজে মটর সাইকেল কেনার উদ্দেশ্যে আসে। কথা বলার একপর্যায়ে সে মটর সাইকেল দেখতে চায়লে আমার পালসার ১৫০ সিসি ডাবল ডিক্সে পুরাতন মটর সাইকেল দেখায় এবং মটর সাইকেল দেখার পর তিনি আমাকে কেনার আশ^াস দিয়ে চলে যান। পরদিন ১০ মার্চ সকাল ১০টার দিকে পুলিশের প্যান্ট পরিহিত ও পুলিশের আইডি কার্ড প্যান্টের সহিত ঝুলিয়ে আমার মোটরসাইকেল গ্যারেজে আসেন এবং আমাকে মোটর সাইকেল আনার জন্য বললে পালসার ১৫০ সিসি ডাবল ডিক্সের লাল-কালো রঙের মটর সাইকেল, যার রেজিস্ট্রিশন নং-মেহেরপুর ল-১১-৭৬৬৯ দেখায় এবং দেড় লাখ টাকা দাম বলি।। সে মটরসাইকেল চালিয়ে দেখার জন্য নিয়ে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।




দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাথে উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গতকাল সোমবার বেলা ১২টার সময় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান, এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, হাউলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু।

দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুগ্ম সম্পাদক শেখ হাতেম, সহযুগ্ম সম্পাদক শিমুল রেজা, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ সনজু, কোষাধ্যক্ষ আসহাবুল আলম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক চঞ্চল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোর্তুজা মিন্টু, সদস্য মিরাজ রায়হান প্রমূখ।

মতবিনিময় কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন আপনারা নির্ভয়ে সত্য লিখবেন। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজ উপকৃত হবে। ইতিমধ্যে উপজেলা প্রেসক্লাব সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সাংবাদিকদের মাধ্যমেই উপজেলার সম্ভাবনা তুলে ধরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।




ঝিনাইদহে যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত

নারীর উপর সকল ধরনের সহিংসতা প্রতিরোধে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে‘যৌন হয়রানি হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান’ গড়ার লক্ষ্যে ঝিনাইদহে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে নারীপক্ষ ও গ্লোবাল ফান্ড ফর উইমেন’র সহযোগিতায় এ সভার আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস (উই)।

সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুন। এতে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নীতিমালা উপস্থাপন করেন নারীপক্ষের উর্দ্ধতন প্রকল্প কর্মকর্তা উজ্জীমান আক্তার ও সভার উদ্দেশ্যে নিয়ে আলোচনা করেন নারীপক্ষের সদস্য ফরিদা ইয়াছমিন। সেসময় শিক্ষার্থীদের যৌন হয়ারানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে অংশগ্রহণকারীরা নানা পরামর্শ তুলে ধরেন।




ঝিনাইদহে ৭ অনলাইন জুয়াড়ি আটক

ঝিনাইদহে এজেন্টসহ ৭ অনলাইন জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার রাতে সদর উপজেলার বামনাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-মাগুরার শালিখা উপজেলার ধনেশ^রগাতি গ্রামের বিমল বিশ্বাসের ছেলে ললিত মোহন বিশ্বাস লিটু (৩১), সদর উপজেলার জিতরভবানীপুর গ্রামের অধির বিশ্বাসের ছেলে অশোক কুমার বিশ্বাস (২৬), আব্দুল গনির ছেলে এস এম শফিউল্লাহ (২০), শিয়াবুর মন্ডলের ছেলে নয়ন হোসেন (২০), বামনাইল গ্রামের সুর্য্যকান্ত’র ছেলে রতন বিশ্বাস (৩৫), হরপ্রশাদ বিশ্বাসের ছেলে বিধান কুমার বিশ্বাস (৪০) ও সুশান্ত রায়’র ছেলে সমীরন রায় (৩০)।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, বামলাইন এলাকায় একটি চক্র ‘ওয়ানএক্স বেট’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলে আসছিলো এমন খবরে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। তদন্তে প্রমাণিত হওয়া রাতে বামনাইল এলাকায় অভিযান চালানো হয়। সেসময় লিটু, অশোক কুমার, রতন বিশ্বাস , বিশ্বাস , নয়ন হোসেন, এস এম শফিউল্লাহ ও সমীরন রায় নামের ৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ও জুূয়াড় নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।




কোটচাঁদপুর তিন দিবস পালনে প্রস্তুতি মূলক সভা

কোটচাঁদপুর তিন দিবস পালনে প্রস্তুতি মূলক সভা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা করা হয়।

এ সব দিবসের মধ্যে রয়েছে, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা। উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা উছেন মে দিবসগুলো পালনের প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপমা রায়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃআব্দুর রশিদ, সাবেক কমান্ডার বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার অশিত বরণ পাল,পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী,সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুলা বাশার প্রমুখ।

এ সময় দিবস গুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা।




গাংনীতে ৬০ কেজি ওজনের মিস্টি কুমড়া উৎপাদন করে কৃষকের বাজিমাত

পুকুর পাড়ের পরিত্যাক্ত নিজের জমিতে ৬০ কেজি ওজনের মিষ্টিকুমড়া উৎপাদন করে তাক লাগিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামের কৃষক সাইফ আহাম্মেদ। উচ্চ ফলনশীল দেশীয় জাতের এ মিষ্টি কুমড়া দেখতে আসছেন বিভিন্ন কৃষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অ ল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর আয়োজন করে। মেলায় অন্যান্য কৃষি প্রদর্শনীর পাশাপাশি ৬০ কেজি ওজনের মিষ্টিকুমড়া প্রদর্শন করে কৃষক সাইফ আহাম্মেদ। সাইফ আহাম্মেদের জমিতে উৎপাদিত মিষ্টিকুমড়া একদিকে যেমন এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে, অন্যদিকে নজর কেড়েছে মেলার বিচারক মন্ডলীদেরও ।

কৃষক সাইফ আহাম্মেদ জানান, আমার পুকুর পাড়ের একটি পরিত্যাক্ত জায়গায় পরিবারের চাহিদা মেটানোর জন্য অন্যান্য সবজি চাষ করেছি। তার সাথে বেশ কিছ’ উচ্চ ফলনশীল দেশীয় জাতের মিষ্টিকুমড়া গাছ লাগাই। এতে অনেক মিষ্টি কুমড়া হয়েছে। আমার পরিবারের চাহিদা পুরুন করে বেশ কিছ’ টাকার মিষ্টিকুমড়া বিক্রি করেছি। প্রতিটি মিষ্টিকুমড়ার ওজন অনেক ভাল হয়েছে। তবে একটি মিষ্টি কুমড়া হয়েছে অনেক বড় আকৃাতির। যার ওজন হয়েছে ৬০ কেজি অর্থাৎ দেড় মন। বিষয়টি কৃষি অফিসকে জানালে তারা আমাকে কৃষি প্রযক্তি মেলায় অংশ নিতে বল্লে আমি অংশ নিয়েছি। প্রতিযোগীতায় আমি কোন স্থানে থাকবো তা জানিনা তবে মেলা দেখতে আসা দর্শনার্থীরা আমার মিষ্টিকুমড়ার ছবি তুলছে এবং কেউ সেলফি তুলছে। এটিই জেলার একমাত্র বড় ও বেশি অজনের মিষ্টি কুমড়া বলে দাবী করেছেন ওই কৃষক।

‘‘কৃষিই সমৃদ্ধ’’ এ প্রতিপাদ্যে গতকাল সোমবার বেলা ১২ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়াম চত্বরে দুই দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রপ্ত) রনি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার প্রদর্শিত স্টল ঘুরে দেখেন গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। এসময় গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, কৃষি অফিসার কৃষিবিদ শিকদার মোহাম্মদ মহাইমেনুল ্আক্তার উপস্থিত ছিলেন। কৃষি প্রযুক্তি মেলায় উপজেলায় ১০টি স্টলে সাজানো হয়েছে বিভিন্ন জাতের নতুন নতুন ফসল ও কৃষিতে নতুন প্রযুক্তির উদ্ভাবন।

মেলায় ঘুরতে আসা স্কুল শিক্ষক কাকন জানান, এ মেলায় যারা অংশ গ্রহন করেছেন তাদের মধ্যে ৬ কেজি ওজনের মিষ্টিকুমড়ার দিকে সব মানুষের নজর পড়েছে।

নানা মুখি প্রযুক্তি দিয়ে কৃষকদের সমৃদ্ধ করতে সরকার কাজ করছেন। যাতে কৃষকরা নতুন নতুন ফসল ফলাতে পারে এবং অল্প খরচে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পাওে তার জন্য কৃষিকে যান্ত্রিকিকরণ করা হচ্ছে বলে জানান মেলা অংশ গ্রহনকারি সুমিতা খাতুন।

গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিকদার মোহাম্মদ মহাইমেনুল আক্তার বলেন, মেহেরপুর জেলার মাটি সবজি উৎপাদনের জন্য খুবই উপযোগী। যে কোন সবজি এ মাটিতে ভাল ফলণ পাওয়া সম্ভব। জেলায় হাইব্রীডসহ দেশীয় বারি-৩,বারি-২,বারি-৭,হাজরি,জলদি,মিটাল মিষ্টিকুমড়ার আবাদ হয়ে থাকে। কৃষক সাইফ আহাম্মেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী এক ইি জমি ফেলে না রেখে পুকুর পাড়ে মিষ্টিকুমড়ার চাষ করেছেন। এতে একটি গাছে ৬০ কেজি ওজনের মিষ্টিকুমড়া হয়েছে। এটিই আমাদের জানামতে সবচেয়ে বেশি ওজন ও বড় সাইজের মিষ্টি কুমড়া। তিনি অন্যান্য কৃষকদেরকে পুকুর পাড়া ও বসত বাড়ির আঙ্গিনা ফেলে না রেখে সবজি উৎপাদনের পরামর্শ দেন।




দামুড়হুদায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

দামুড়হুদায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা-স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। গীতা পাঠ করেন দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়ণ চন্দ্র পাল। পাওয়ার পয়েন্টের মাধ্যমে এক নজরে উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হযরত আলী, আব্দুল করিম, কামাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়ামিন আলী, নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, ইফার উপজেলা সুপার ভাইজার মারিয়া মাহবুবা, আইন উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। মতামত তুলে ধরে বক্তব্য রাখেন দর্শনা পূর্ব রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। একসাথে ২৬ হাজার শিক্ষককে জাতীয়করণ করেছেন। শিক্ষকরা বর্তমানে সর্বনিম্ন ২২ হাজার এবং সর্বোচ্চ ৪৬ হাজার টাকা বেতন পাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে।




দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তে মোটরসাইকেলের ট্যাংকি থেকে রুপার গহনা জব্দ

দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রাম এলাকা থেকে ৪.৫৩৩ কেজি (৩৮৮ ভরি) ওজনের ভারতীয় রুপার গহনা পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে সীমান্তের দুই কিলোমিটার অভ্যান্তর থেকে মোটরসাইকেলসহ গহনা জব্দ করা হয়।

বিজিবি জানায়,জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মধ্যে দিয়ে ভারতীয় রুপা পাচার করা হবে। এমন তথ্যর ভিত্তিত্বে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/৪-আর থেকে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের মেইন রাস্তার পূর্ব পার্শে অবস্থান করে।

এসময় সকাল ৬টার দিকে দর্শনা অভিমুখে মোটরসাইকেলযোগে ২জনকে যেতে দেখলে বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশী করে তেলের ট্যাংকির ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪.৫৩৩ কেজি (৩৮৮ ভরি) ওজনের ভারতীয় তৈরী রুপার গহনা জব্দ করা হয়।

নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছে। ভারতীয় রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।