১৫০ জনকে নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজিস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘বিপিও শিক্ষানবিস ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

বিপিও শিক্ষানবিস।

পদসংখ্যা

মোট ১৫০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি/ডিপ্লোমা/ স্নাতকোত্তর পাস হতে হবে । স্নাতক সমাপ্তির সার্টিফিকেট থাকতে হবে। বয়স ২১ থেকে ৩২ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক কম্পিউটার জ্ঞান। ভাল মৌখিক যোগাযোগ দক্ষতা। ভাল শোনার দক্ষতা এবং বিশ্লেষণাত্মক দক্ষতা। গ্রাহকের ফোকাস এবং বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের সাথে অভিযোজন যোগ্যতা থাকতে হবে। যেকোনো শিফট/রোস্টারে কাজ করার ইচ্ছা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৪ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুর জেলা বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত

গ্যাস,বিদ্যুৎ,চাল,ডাল,তেল,কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পূনরুদ্ধার এবং ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে মেহেরপুর জেলা বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় সময় কাথুলী বাসষ্টান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল।

মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিণ্টন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি আলমগীর খাঁন সাতুসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।




দ. আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচ মুখ

২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত সেই চুক্তিতে জায়গা পেয়েছেন নতুন ৫ তারাক ক্রিকেটার। বাদ পড়েছেন দুইজন।

এবারের চুক্তিতে ৪জন বাড়িয়ে করা হয়েছে ১৬ থেকে ২০ জন।প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, বিয়ন ফোরটান, সিসান্ডা মাগালা ও রায়ান রিকেলটন।

আগের চুক্তি থেকে বাদ পড়েছেন তিন জন। তারা হলেন-ইয়ানেমান মালান, আন্দিলে ফেলুকওয়ায়ো ও ডোয়াইন প্রিটোরিয়াস। প্রিটোরিয়াস গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে কুইন্টন ডি কক ও ডেভিড মিলার খেলেন কেবল সাদা বলের ক্রিকেটে। দুজনই গত বছর লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দেন। এছাড়া জাতীয় দলের হয়ে কেবল টেস্ট খেলেন ডিন এলগার ও কিগান পিটারসেন।বাকিরা সবাই ঘরোয়া ক্রিকেটে সব সংস্করণেই খেলেন এবং সেই ভিত্তিতেই তারা জাতীয় দলের জন্য বিবেচিত হবেন।

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা-টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন।




গাংনীর সাহারবাটিতে অগ্নীকান্ড আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই

গাংনীর সাহারবাটির বালির মাঠপাড়ায় বৈদ্যতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নীকান্ডে আবদুর রাজ্জাক নামের এক কৃষকের বসতবাড়ি, আসবাবপত্র,নগদ টাকা পুড়ে গেছে। অগ্নীদগ্ধ হয়ে মারা গেছে দু’টি ছাগল। একটি গরু অগ্নীদগ্ধ হয়েছে । অগ্নীকান্ডে ওই কৃষকের নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার ভোর রাতে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক জানান, শনিবার ভোর রাতে হঠাৎ আগুন জ্বলতে দেখে প্রতিবেশিরা চিৎকার দেয়। আমি উঠে দেখি আমার বাড়িতেই অগুন জ্বলছে। আমি চিৎকার দিলে প্রতিবেশিরা ছ’টে আসে এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এসময় বামুন্দি ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে পৌছানোর আগেই ঘরে থাকা সমিতির ঋণ নেয়া নগদ ৩০ হাজার টাকা,আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দুটি বড় খাসি ছাগল পুড়ে মারা গেছে ও একটি গরু অগ্নীদগ্ধ হয়েছে। গরুটির অবস্থাও আশংকা জনক। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ওই কৃষক।




কাঞ্চন-নিপুণকে ইতিহাস জেনে নিতে বললেন মালেক আফসারী

চলচ্চিত্র শিল্পী সমিতির জন্ম হয়েছে বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অভনেত্রী রোজী আফসারীর বাসায়। অথচ তার মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়ে নেই সমিতির কোনো আয়োজন। বিষয়টি ভালোভাবে নিতে পারেননি রোজীর স্বামী পরিচালক মালেক আফসারী। এ নিয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মালেক আফসারী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার আপনাদের এই শিল্পী সমিতির জন্ম হয় রোজীর বাসায়। ইতিহাস জানা না থাকলে নায়ক আলমগীর ভাইয়ের কাছে জেনে নিবেন। ৯ মার্চ তার মৃত্যুবার্ষিকী ছিল। সমিতির পক্ষ থেকে একটু দোয়া করে দিলে কি ক্ষতি হতো?’

অভিনেত্রী রোজী ১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তবে তিনি জনপ্রিয়তা পান নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ ছবিতে অভিনয় করে। রোজী আফসারী অভিনয়জীবনে ৪ দশক ধরে ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগো হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ ২৫টি উর্দু ছবিতে অভিনয় করেছেন। তার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সূর্য গ্রহণ’, ‘সূর্য সংগ্রাম’, ‘জীবন থেকে নেয়া’, ‘তিতাস একটি নদীর নাম’।

এছাড়া অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ওরা ১১ জন’, ‘লাঠিয়াল’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নীচে’, ‘অশিক্ষিত’, ‘প্রতিকার’ ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত ছবি ‘পরম প্রিয়’ ২০০৫ সালে মুক্তি পায়।

২০০৭ সালের এই দিনে কিডনিজনিত রোগে মাত্র ৫৭ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে প্রখ্যাত অভিনেত্রী রোজি আফসারী স্বামী মালেক আফসারী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।




টুইটারের মতো ওয়েবসাইট তৈরি করছে মেটা

আলাদাভাবে লেখা আদান–প্রদানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ নিয়ে কাজ করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ধারণা করা হচ্ছে, মেটার নতুন এই প্ল্যাটফর্ম হতে যাচ্ছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটার ও মাসটোডনের প্রতিদ্বন্দ্বী।

কবে নাগাদ নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি চালু হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মেটার মুখপাত্র বলেছেন, ‘হালনাগাদ লেখা আদান–প্রদানের জন্য আমরা একটি স্বতন্ত্র সামাজিক যোগাযোগমাধ্যম চালুর জন্য কাজ করছি। আমরা বিশ্বাস করি পৃথক একটি প্ল্যাটফর্ম তৈরির সুযোগ রয়েছে, যেখানে নির্মাতা ও জনপ্রিয় ব্যক্তিরা তাঁদের আগ্রহ সম্পর্কিত বিষয়ের হালনাগাদ তথ্য লেখার মাধ্যমে সময়মতো প্রকাশ করতে পারবেন।’

তবে এর আগে গত বছরের ডিসেম্বরে ফেসবুকের লেখাভিত্তিক একটি সাইট চালুর গুঞ্জন শোনা গিয়েছিল। তখন এও প্রকাশ করা হয়, লেখাভিত্তিক নতুন এ সাইট মেটার আর এক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামের প্রযুক্তি ব্যবহার করবে। যদিও ইনস্টাগ্রাম ছবি আদান–প্রদানের সাইট ও নির্মিতব্য সাইটটি লেখাভিত্তিক হবে বলে শোনা যাচ্ছে।

নতুন এই সাইটের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক বিবৃতিতে একে স্বতন্ত্র ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশের দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, এটি একেবারেই ইনস্টাগ্রামের বৈশিষ্ট্য অনুসরণ করবে না। মেটার নতুন সাইটটি মাসটোডোনের মতো স্যোশাল নেটওয়ার্কিং প্রটোকল সমর্থন করবে। বলা হচ্ছে, টুইটারের নতুন প্রতিপক্ষ হতে যাচ্ছে মেটার নতুন এই উদ্যোগ।

সূত্র: ম্যাশেবল




বাচ্চাদের সব থেকে বড় বিদ্যালয় তার পরিবার- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সচেতন অভিভাবক ছাড়া সন্তানদের সফল হওয়া সম্ভব না। বাচ্চাদের সবথেকে বড় বিদ্যালয় তার পরিবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আজকের স্মার্ট সিটিজেন তৈরিতে শিক্ষার কোন বিকল্প নেই। তাই আজকের শিশুকে আগামীর বাংলাদেশের দক্ষ নাগরিক করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাবা-মায়ের ভূমিকা অনেক। শনিবার সকালে মুজিবনগর সরকারি বিদ্যালয়ে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

এছাড়াও তিনি বলেন, শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার যা করেছে তা আর কোন সরকার করেতে পারেনি। বছরের শুরুতে নতুন বই, দৃষ্টি নন্দন একাডেমীক ভবন, কম্পিউটার ল্যাব, দক্ষ শিক্ষক নিয়োগসহ নানা কর্মকান্ড বাস্তাবায়ন করেছেন সরকার প্রধান। যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে কাজ করছে বর্তমান সরকার।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার রাফিউল আলম।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন।




মেহেরপুর হোমিও প্যাথিক চিকিৎসকের বার্ষিক সম্মেলন

আমরা হোমিও প্যাথিক চিকিৎসক পরিবার মেহেরপুর সংগঠনের ৬ষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা হোমিও প্যাথিক চিকিৎসক পরিবার মেহেরপুরের সভাপতি ডাঃ মোঃ সাদিকুজ্জামান সেন্টু (ডি এইচ এম এস, ঢাকা)।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ মোঃ শাজাহান আলী (ডি এইচ এম এস), ঢাকা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ রফিকুল ইসলাম বি এইচ এম এস (ঢাকা বিশ্ববিদ্যালয়), ডাঃ এম এ আজিজ ডি এইচ এম এস (ঢাকা), ডাঃ মোঃ আমিনুল হক (হোমিওপ্যাথিক) ডাঃ মোঃ শফিউজ্জামান ডি এইচ এম এস (ঢাকা), ডাঃ মাহফুজুর রহমান সহ মেহেরপুরের বিভিন্ন এলাকার ডাক্তাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজন করে আমরা হোমিও প্যাথিক চিকিৎসক পরিবার মেহেরপুর।




দর্শনা প্রেসক্লাবের তালসারী ডিসি ইকোপার্কে বনভোজন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতির আয়োজনে গতকাল শুক্রবার দিনব্যাপী দামুড়হুদা উপজেলার তালসারি ডিসি ইকো পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

এসময় ইকো পার্কে সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়। জুম্মার নামাজের পর খাওয়া-দাওয়া শেষে ইকো পার্কের গেস্ট হাউজে আড্ডায় মেতে ওঠেন প্রেসক্লাবের সাংবাদিক সহ অতিথীরা।

এ সময় উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সহ-সভাপতি মফিজুল ইসলাম, সদস্য হারিজুল ইসলাম,মিরাজল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, আলমগীর হোসেন, মাহমুদ হাসান রনি, মোস্তাফিজুর রহমান কচি, হাসমত আলী, মাসুম বিল্লাহ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, আব্দুল হান্নান, রাজিব মল্লিক, ফরহাদ হোসেন, আবিদ হাসান রিফাত, সুকমল চন্দ্র দাস বাঁধন ও ইয়াছিন জুয়েল প্রমুখ।




মেহেরপুরের বিভিন্ন গ্রামে এম এ এস ইমনের গণসংযোগ

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এম এ এস ইমন বিভিন্ন গ্রামে গণসংযোগ ও সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত বুকলেট বিতরণ করেছেন।

গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ করেন।

গনসংযোগকালে এম এ ইস ইমন বলেন, শেখ হাসিনা মানে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার যেন আবার ক্ষমতায় আসতে পারে এ লক্ষ্যে আমরা আবার মাঠে নেমেছি। এর আগে যেমন করে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়েছি, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলেছি, শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছি, আমরা একইভাবে আবার মানুষের কাছে যাচ্ছি, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত বুকলেট বিতরণ করছি। বুকলেটটি দেখে সাধারণ মানুষ যাতে বর্তমান সরকারের উন্নয়ন দেখে ভোট দিয়ে আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসে।

গণসংযোগকালে মেহেরপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ, জেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছা সেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চন্দন, শরিফ রেজা পান্না, রবিউল ইসলাম, যুবলীগ নেতা ফারুক হোসেন, আতিক রহমান স্বপন, সানা উল্লাহ, ছাত্রনেতা ইব্রাহিম আলীসহ তিনশতাধিক নেতাকর্মী শোভযাত্রায় অংশ নেন। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নতুন রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করেন।