স্নাতক পাসে নিয়োগ দেবে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি

আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড ট্রেড মার্কেটিং সুপারভাইজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

ট্রেড মার্কেটিং সুপারভাইজার।

যোগ্যতা

প্রার্থীকে স্নাতক বা সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর FMCG বা সিগারেট মার্কেটিং/ সেলস/ প্রোমোশন- এ কাজ করার ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টিম পরিচালনায় পারদর্শী, চটপটে, উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে । মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

২২,০০০ – ২৬,০০০/- টাকা (মাসিক)

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উপরোক্ত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা যাচ্ছে।

আবেদনের সয়মসীমা

১৬ মার্চ, ২০২৩

সূত্র : বিডিজবস




কোটচাঁদপুরের লক্ষিপুর পুলিশ ফাঁড়ির এএসআই শামসুল আলম বদলী

চুরির অভিযোগে যুবককে ধরে মারপিট করে ক্যাম্প থেকে প্রত্যহার হলেন কোটচাঁদপুর লক্ষিপুর পুলিশ ফাঁড়ির সহ-উপরিদর্শক (এএসআই) শামসুল আলম বিশ্বাস।

বুধবার তাকে ক্যাম্প থেকে প্রত্যহার করা হয়। অন্যদিকে চুরির মিথ্যা অভিযোগ থেকে মুক্তি ও মারপিটের বিচার চেয়ে সংশ্লিষ্টদের বরাবর আবেদন করেছেন নির্যাতিত ওই যুবক।

ভুক্তভোগী আব্দুস সালাম বলেন,গেল ৫ মার্চ সকাল ৯টার সময় কিছু জিনিসপত্র কিনতে পাঁচলিয়া বাজারে যায়। এ সময় লক্ষিপুর পুলিশ ফাঁড়ির দ্বায়িত্বপ্রাপ্ত সহ-উপপরিদর্শক (এএসআই) শামছুল আলম, আমার গতি রোধ করে, ধরে ক্যাম্পের মধ্যে নিয়ে যান। এরপর চোখ, মুখ ও হাত পা বেঁধে মিথ্যা চুরির অপবাদে কাঠের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে করে আমার গোপন অঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগের সৃষ্টি হয়ে যায়। একপর্যায় ওই দারোগার নির্যাতন সয়তে না পেরে টাকা চুরির কথা স্বীকার করি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাস,ইউপি সদস্য আশরাফুল ইসলাম,যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন। ওই সময় দারোগা আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। আমি তখন আমার মামা মোশাররফ হোসেন কে টাকা আনতে বলি। মামা টাকা দেয়ার পর,দারাগা আমাকে ক্যাম্প থেকে ছেড়ে দেন।

তিনি আরাে বলেন, দারোগার মারপিটে আমি খুবই অসুস্থ্য ছিলাম। ছাড়া পেয়ে বাড়ি আসার পর চিকিৎসা নিতে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এখন বাড়িতে অসুস্থ্য অবস্থায় আছি। সালাম বলেন, আমি চুরি করিনি, তারা আমার নামে থানায় মিথ্যা মামলার অভিযোগ করেছেন। এ মিথ্যা চুরির অভিযোগ থেকে আমি মুক্তি পেতে চাই। সাথে সাথে ওই দারোগার অমানুষিক নির্যাতনের বিচারও দাবি করছি।

এ দিকে চুরির অভিযোগে আব্দুস সালামকে বেধড়ক মারপিট ও টাকা জরিমানা করলেও ওই ঘটনার আরেক অভিযুক্ত মিন্টু রহমান রয়েছে ধরা ছোয়ার বাইরে। চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা না হওয়ায় হতাশ হয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে লক্ষিপুর পুলিশ ফাঁড়ির সহউপপরিদর্শক (এএসআই) শামছুল আলম বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। তবে ওই (এএসআই) বুধবার পুলিশ ফাঁড়ি ত্যাগ করেছেন বলে জানা যায়।

বিষয়টি নিয়ে লক্ষিপুর ওই পুলিশ ফাঁড়ির বর্তমান দায়িত্বপ্রাপ্ত সহউপপরিদর্শক (এএসআই) মহন বলেন, আমি ছুটিতে ছিলাম। মঙ্গলবার থানায় এসেছি। স্যার আমাকে ডেকে ক্যাম্পে আসতে বলেন। আমি ঘটনার কিছুই জানিনা। বুধবার দায়িত্ব নেবার পর শামসুল আলম বিশ্বাস ফাঁড়ি ত্যাগ করেছেন জানিয়েছেন ওই পুলিশের সহ উপপরিদর্শক।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা)  মঈন উদ্দীন জানান,ঘটনার সময় আমি থানায় ছিলাম না। ছুটিতে ছিলাম। ওসি তদন্ত জগন্নাথ চন্দ্র দায়িত্বে ছিলেন। যুবক নির্যাতনের অভিযোগ শোনার পর, আমি ওই (এএসআই) শামছুল আলমকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করেছি।

তিনি বলেন, নির্যাতন ও টাকা আদায়ের ঘটনাটি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।




কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি খাতুন, পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপমা রায়, মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি অফিসার মহাসীন আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুহেনা মুস্তাফিজ, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, পৌর সভার কাউন্সিলর মাহবুব খান হানিফ, মহিলা কাউন্সিলর পিউলি খাতুন, রত্না খাতুন প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা। আলোচনা সভায় বক্তারা নারী দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা। এ সময় প্রশিক্ষণ আর্থি ও জয়িতা নারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সে সময় উপজেলা প্রশাসনে কর্মকর্তা, নির্যাতিত নারী,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন




নারীকে সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল

নারী শক্তিকে সম্মান ও অভিনন্দন জানাতে বিশ্বব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিনটি উপলক্ষে বিশেষ এক ডুডল প্রকাৃশ করেছে টেক জায়ান্ট গুগল। ২০০৫ সাল থেকে এই দিনে নারীর প্রতি সম্মান জানতে ডুডল প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

এতে একজন নারী অন্য নারীকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এমনই একটি আবহ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ডুডলটি তৈরি করেছেন ডুডল শিল্পী ‘অ্যালিসা উইনান্স’।

ডুডলের প্রতিটি ‘GOOGLE’ অক্ষরের ভিগনেটগুলো এমন করে সাজানো হয়েছে, যাতে দেখানো হয়েছে-বিশ্বজুড়ে নারীরা একে অপরের উন্নতি করতে এবং একে অপরের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য-সহযোগিতা করছেন।

ডুডলটিতে সেই সব নারীদের কথা বলা হয়েছে যারা মাতৃত্বের সময় একে অপরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটিতে এমন নারীদের কথাও তুলে ধরা হয়েছে যারা তাদের অধিকার অন্বেষণ করতে, শিখতে এবং এগিয়ে যেতে একত্রিত হন। যারা জীবনের সব স্তরের মানুষের যত্ন নেন।

১৯০৮ সালে ৩ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯১৪ সালে থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ নারী দিবস হিসেবে উদযাপন শুরু করে। জাতিসংঘ ১৯৭৭ সালে এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা আহ্বান জানানোর পর থেকে প্রতিবছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়ে আসছে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে গ্রামীণ নারী শ্রমিকরা শ্রমের সঠিক পারিশ্রমিক বঞ্চিত

নারী দিবস আসার আগেই দেশজুড়ে সাজ সাজ রব পড়ে। স্লোগান, পোস্টার, ফ্যাসন হাউসও ম্যাল্টি ন্যাশনালের ছাড়ের ছড়াছড়ি চলে। রেডিও টিভিতে বিজ্ঞাপনের বাহার। নারী তুমি প্রেরণা। নারী তুমি অজেয়। নারী তুমি সেরা। নারী দিবসের আগেই নারী আহামরি। নারীর অবস্থানকে আলোকিত করতে অজস্র কর্মশালা। অভিযান, চায়ের আড্ডায় তর্ক। খুব খুব পেরেছি আমরা। নারীরা সমাজের বড় জায়গায় পৌঁছেছে। নারীর দু‘চারটি সফলতার গল্প বাদে গ্রাম গঞ্জের লাখ নারী কী পেল? কয়জন ন্যায্য মুজুরি পায়? এসব কথা নারী দিবসে বলা হয় না। এবারতো বড়ই নিরবে চলে গেল নারী দিবস।ছুটির দিন বলে কী? কীন্তু কেন? সরকারি দিবস হলেতো ছুটির দিনেও কারো ছুটি থাকেনা। প্রয়োজনে স্কুল কলেজ থেকে বাধ্যতা মূলক শিক্ষার্থী ধরে এনে সমাবেশ করে দিনটি পালিত হয়।

মেহেরপুরের গ্রামের নারীরাও সর্ব শক্তি দিয়ে পুুরুষের সাথে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে কাজ করছেন রাত দিন। বাসা-বাড়িতে, মাঠে- ঘাটে ও কৃষি জমিসহ সর্বত্র। পার্থক্য- শহরের নারীরা কিছুটা আত্মমর্যাদা ও সম্মান পেলেও গ্রামবাংলার নারীরা আজো অবহেলিত বিভিন্নভাবে। গ্রামীণ শ্রমজীবী নারীরা শহরের বাসা-বাড়িতে কঠোর পরিশ্রম করেন। সে কাজের কোন স্বীকৃতি তো মেলেই না, পান না তেমন মজুরীও। গ্রামীণ নারী শ্রমিকদের ইতিহাস এক অবিচ্ছেদ্য আলোক বিহীন রাতের গল্প। কৃষিতে এবং বাসাবাড়ীতে নারীর ভূমিকা এবং অবদান বর্ণনাতীত। যদিও কর্মক্ষেত্রে অনেক সময় নারী শ্রমিকরা শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার হন পুরুষ শ্রমিক ও মালিকদের কাছে।

স্বাধীনতাপূর্ব মেহেরপুরের মেয়েদের বাড়ির বাইরে পর্দাবাদে বের হলে সামাজিকভাবে বিচারের মুখোমুখি হতে হতো। সেই মেহেরপুর জেলার নারীরা ঘরের গন্ডি থেকে বেরিয়ে জমিতে ধান চাষ, হাতে হাতুড়ি, মাথায় ঝুঁড়ি, কাঁখে কলসী নিয়ে অভাব অনটন ক্ষুধা আর দারিদ্র্যতা থেকে মুক্তি পাওয়ার জন্য সকাল-সন্ধ্যা কাজ করে চলেছেন। ইট-পাথর ভাঙ্গা, মাটি কাটা, সিমেন্ট বালু মিশ্রন, রাস্তাঘাট নির্মাণ ও চা-মিষ্টির দোকানে পানি টানার মতন কঠিন পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন এসব নারী শ্রমজীবীরা। নারী শ্রমজীবীদের কাজের ঘণত্বর কারণে পুরুষ শ্রমিকদের চেয়ে নারী শ্রমিকের কদর অনেক বেশী। তারপরেও বৈষম্য থেকে শ্রমজীবী নারীরা হাড় ভাঙ্গা পরিশ্রমের পরও ন্যায্য মজুরী থেকে বঞ্চিত হচ্ছে।

মেহেরপুর জেলার ২০টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষিকাজে জড়িত রয়েছে ১০সহস্রাধিক নারীশ্রমজীবী। প্রতিদিন ৪শ টাকা মুজুরিতে ৩হাজার ৭শ জন নারী শ্রমিক গ্রামীণ অবকাঠামো উন্নয়নে শ্রম বিকাচ্ছেন।

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নে দেখা মেলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কর্মরত একদল নারী শ্রমিকের। তাদের সেনাপতি সেফালী খাতুন জানান- তাদেরকে প্রতিদিন ৪শ টাকার বিনিময়ে কাজ করিয়ে নেয়া হয়। বর্ষা বাদলের সময়েও তাদের কাজ থাকে বলে তারা এই কাজ করতে বাধ্য হন। বয়সের সাথে অপুষ্টির শিকার নারি শ্রমজীবী রুবিনা খাতুন (৬৩) জানান. শরীরে শক্তি না থাকার কারণে তাকে কেউ কাজে নেয় না। মেম্বার চেয়ারম্যানদের ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ পেয়েছেন।

এই ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমজীবী রাহেলা খাতুন জানান- কিছুদিন আগেও তাদের প্রতিদিনের মুজুরি ছিলো ১শ টাকা। চলতিবছর থেকে প্রতিদিনের মুজুরি হয়েছে ৪শ টাকা। এখন ৪০ দিন পর তাদের বিকাশ কিম্বা রকেটে ৪০ দিনের মুজুরি চলে আসে। তিনি অভিযোগ করেন- বর্তমান সময়ে এই ৪শ টাকাও অনেক কম মুজুরি। জেলায় ইমারত নির্মাণ কাজে শ্রমজীবী নারীর সংখ্যা প্রায় ২ হাজার। পুরুষ শ্রমিকদের মুজুরি ৬শ টাকা হলেও তাদের দেয়া হয় ৪৫০ টাকা করে। জমি থেকে মরিচ সংগ্রহ, কচু ও আলু তোলাসহ মাঠের শ্রমজীবী নারীর কোন পরিসংখ্যান পাওয়া যায়না। ধারণা করা হচ্ছে অন্তত ৩ হাজার হবে এই শ্রমজীবী। কৃষিকাজে একজন পুরুষ শ্রমিকের মুজুরি ৬শ টাকা হলেও নারী শ্রমিকের মুজুরি ৪শ টাকা। কারণ হিসেবে পুরুষ শ্রমিকরা জানায় ‘নারীরা ১শ কেজির কচুর বস্তা মাথায় নিয়ে পরিবহনে তুলতে পারেনা বলেও তাদের মুজুরি কম’।

সমাজকর্মি মাহবুবুল হক মন্টু জানান- আগের চেয়ে গ্রামীণ নারী শ্রমজীবীদের মধ্যে বহুগুনে সচেতনতা বেড়েছে। তাই সময় এসেছে বৈষম্যহীন নারী সমাজ প্রতিষ্ঠার। পুষ্টিতে তুষ্টিতে যুক্তিতে নারীর পাওনা অধিকারকে সমানভাবে প্রাপ্যতা অনুযায়ী সুনিশ্চিত করতে হবে; নারীকেই শিক্ষা প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ করে তুলতে হবে। নারী বলে কোনো রকম বৈষম্য অবহেলা করা চলবে না।

জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম খাতুন জানিয়েছেন নারীরা বর্তমানে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ নিয়ে আয়বর্ধণের পথ সুগম করেছেনÑ বর্তমানে নারীদের কষ্টগাঁথা ইতিহাস কেবলী আর্তনাদ আর অমানবিকতায় ভরা বলা যাবেনা। জেলার প্রায় সাত হাজার দুস্থ নারী ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে প্রতিদিন ৪শ টাকার বিনিময়ে গ্রামীন অবকাঠামো উন্নয়নে কাজ করছেন।

নারীরা যতদিন পুরুষতান্ত্রিক ধ্যান ধারনায় চালিত হবে, দ্বিচারিতা যতদিন না দুর হবে, ততদিন নারীর অধিকার ড্রয়িংরুমের গল্পগুজবের চেয়ে বিশী এগোবে না।




জয় বাংলা কনসার্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

রাজধানীর আর্মি স্টেডিয়ামে সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। বুধবার (৮ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকেল ৩টার দিকে শুরু হয় এ কনসার্ট। শুরুতেই গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বিস্ফোরণে নিহতদের স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

এর আগে মঙ্গলবার গুলিস্তানে হওয়া বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন (বুধবার বিকেল পর্যন্ত)। এছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। এই মানুষগুলো ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শুরু হয় কনসার্টের আয়োজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। করোনা মহামারীর কারণে বিগত দুই বছর আর্মি স্টেডিয়াম দেখেনি তারুণ্যের এই উচ্ছাস।

চলতি বছরে পবিত্র শবে বরাতের কারণে একদিন পিছিয়ে ৮ মার্চ হচ্ছে জয় বাংলা কনসার্ট।

আয়োজকরা জানিয়েছেন, মঞ্চে পারফর্ম করবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

সূত্র: ইত্তেফাক




বোলিং র‍্যাংকিংয়ে সেরা পাঁচে সাকিব

সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল দারুণ পারফর্ম করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই এমন পারফরম্যান্সে ভর করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে সাকিব।

বোলার র‍্যাংকিংয়ে সেরা পাঁচে উঠে আসার সঙ্গে অলরাউন্ডারের তালিকাতে শীর্ষস্থান ধরে রেখেছেন এই টাইগার অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে ৬ উইকেট শিকার করেন সাকিব। প্রথম দুই ম্যাচে দুই উইকেট নেন সাকিব। আর শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করেন সাকিব। সেইসঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি।

শেষ ম্যাচে সাকিব বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ৭৫ রান করেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের আমদহে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ইন্তেকাল

মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতকুড়িসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

বুধবার সকাল ১১ টার সময় আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দল মরদেহ গার্ড অফ অর্ডার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বেজে উঠে। মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

পরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা ও দাফন কাজে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম এ মালেক, কদম আলী, সিরাজ আলী, মমিন ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।




গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টার দিকে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রনী খাতুনের সভাপতিত্বে ও বিউটিফিকেশন প্রশিক্ষক নার্গিস সুলতানার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাদির হোসের শামিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় বিভিন্ন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীসহ সুবিধাভোগী উপস্থিত ছিলেন।




দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ফেন্সিডিলসহ টুটুল গ্রেফতার

দর্শনায় ঘরের মধ্যে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট টুটুলকে গ্রেফতার করছে ডিবি পুলিশ।

জানাযায় গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে চুয়াডাঙ্গা জেলা ডিবি শাখার ইনচার্জ, শেখ সফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। এ সময় ডিবি পুলিশের এস আই সাজ্জাদ হোসেন, এ এস আই বিজন কুমার ভট্টাচার্য, এ এস আই রমেন কুমার সরকার, এ এস আই আবেদুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়, দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক সম্রাট টুটুলের বাড়ি।

এ সময় ডিবি পুলিশ বড় মসজিদ পাড়ার হোসেন আলীর ছেলে শাহিনুজ্জামান টুটুল(৫০)কে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে তার বাড়িতে অভিয়ান চালিযে বসতবাড়ির শয়নকক্ষের খাটের নীচ হতে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকালই তাকে মাদক আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে