মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান,  পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রসাশক লিংকন বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা, ইদ্রিস আলী প্রমুখ।

এ সময় মেহেরপুর সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক জেনারেল হাসপাতাল মেহেরপুর, গণপূর্ত বিভাগ, আনছার ও ভিডিপি মেহেরপুর, এলজিডি মেহেরপুর, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেহেরপুর জেলা শিক্ষা অফিস, মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রক, মেহেরপুর জেলা তথ্য অফিস, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়, মেহেরপুর সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




গাংনীর মহম্মদপুরে নদী পাড়ের মাটি কেটে ইট ভাটায় বিক্রি

মেহেরপুরের গাংনী উপজেলার মহম্মদপুর চর গোয়ালগ্রাম পশ্চিমপাড়া মাথাভাঙ্গা নদী পাড়ের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে স্থানীয় রিয়াজউদ্দীনের ছেলে বাবুল ও রবিউল ইসলাম। কয়েকদিন ধরে স্থানীয় ওই দুই ব্যাক্তি নদী পাড়ের জমির মালিকানা দাবী করে মাটি বিক্রি শুরু করেছেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রলি ভর্তি মাটি বহন করায় এলকাবাসিসহ পথচারিরাও বিপাকে পড়েছেন। মাটি বিক্রেতা জানিয়েছেন নদীর পাড় হলেও জমির মালিকানা আমাদের। তবে কত টুকু জমির মালিাকানা রয়েছে তার পরিমাপ জানেনা তিনি। উপজেলা প্রশাসন বলছেন দেখে ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, ১০/১২ জন মাটি কাটা শ্রমিক ডালি কোদাল নিয়ে নদী পাড়ের মাটি কেটে ট্রলি বোঝায় কাজে ব্যস্ত রযেছেন। তাদেরকে জিজ্ঞেস করা হলে একে একে সটকে পড়েন তারা । একজন শ্রমিক জানান এই মাটি বাবুল ও রবিউল কেটে ইট ভাটায় বিক্রি করছেন। আমরা তাদের শ্রমিক। পরে বাবুলকে জিজ্ঞেস করা হলে তিনি কথা না বলে চলে যান। ছুটে আসেন রবিউল ইসলাম। তিনি জানান এটা আমাদের জমি, আমরা কাটছি। পরে তাদের জমির পরিমাণ জানতে চাইলে তিনি জানান,আমি জমির পরিমাপ জানিনা। পরে তার এক চাচাকে মোবাইল করে জমির পরিমাপ জানতে চাইলে তিনিও সঠিক তথ্য জানেনা বলে জানান। রবিউল আরও জানান, নদীর পাড়া কেটে আবাদের জন্য প্রস্তত করা হচ্ছে। মাটি কোথায় রাখছেন এমন প্রশ্ন করা হলে তিনি জানান,স্থানীয় ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

প্রায় এক বিঘারও বেশি জমি কেটে ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। এখনও চলছে নদীর পাড় কেটে মাটি বিক্রির উৎসব। দ্রত ব্যবস্থা না নেয়া হলে নদীর পাড় ভাঙ্গন শুরু হবে।

স্থানীয় মটমুড়া ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার বদরুন্নাহার জানান, বিষয়টি আমি জেনে ঘটনাস্থলে গিয়েছিলাম। যারা মাটি কেটেছে তাদের সাথে কথা হয়েছে। তারা জমির মালিকানা দাবী করেছেন। আমি সরকারি সার্ভিয়ার দিয়ে জমি মেপে দেখবো।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রনি খাতুন জানান, প্রাথমিক ভাবে তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মাটি কাটতে নিষেধ করা হয়েছে। জমিটি তাদের বরে দাবী করেছে রবিউল ও বাবুল। জমি জরিপের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।




খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই।গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকার সিদ্দিক বাজারের নিজ বাসায় তিনি মারা যান।

দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন মাসুম বাবুল। ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন তিনি।

মাঝে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি।সোমবার তিনি না ফেরার দেশে চলে যান।

সোমবার রাত ১১টার দিকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় মাসুম বাবুলের মরদেহ।

মাসুম বাবুল অসুস্থ হওয়ার আগে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’–এ কাজ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন তিনি। ১৯৯৩ সালে ‘দোলা’ ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম বাবুল।

সূত্র: যুগান্তর




টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নতুন অধিনায়ক মার্করাম

কিছুদিন আগেই টেম্বা বাভুমাকে সরিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে। এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলেও জায়গা হারালেন বাভুমা। বাভুমার জায়গায় প্রোটিয়াদের টি-টোয়েন্টির নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে এইডেন মার্করামের হাতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসে)। সেখানেি নতুন অধিনায়ক হিসেবে মার্করামের নাম ঘোষণা করা হয়।

গুঞ্জন ছিলো সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি এই সিরিজ দিয়ে দলে ফিরবেন। তবে ১৫ সদস্যের দলে নাম নেই সাবেক এই অধিনায়কের। তাকে দলে ফেরানোর চেষ্টা করেও পারেননি কোচ আর ক্রিকেট বোর্ড।

এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ত্রিস্তান স্টাবস। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার কাগিসো রাবাদা আর এনরিক নর্টজেকে।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, রাইলি রুশো, বিয়ন ফরচুইন, ত্রিস্তান স্টাবস, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, সিসান্দা মাগালা, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, রেজা হেনড্রিকস, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফরচুইন, রাসি ভ্যান ডার ডুসেন রেজা হেনড্রিকস, ত্রিস্তান স্টাবস, সিসান্দা মাগালা, জেরাল্ড কোয়েটজে, লুঙ্গি এনগিদি, রায়ান রিকেলটন, আন্দিলে ফিকোয়া, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার ও লিজাড উইলিয়ামস।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর সড়ক অফিস অসামাজিক কাজের আখড়া!

মেহেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অফিস যেন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। অফিস কক্ষের সিড়ি, টয়লেট, জানালার পাশে ব্যবহৃত কনডমের ছড়াছড়ি দেখা গিয়েছে। এ ধরণের গুরত্বপূর্ণ সরকারি অফিসে এ দৃশ্য যে কোন বিবেকবান মানুষকে তাড়না দেবে। এবং একই সঙ্গে সরকারি অফিসগুলোর ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

গত সোমবার ২৭ ফেব্রুয়াির বিকালে এ চিত্র দেখা গেছে। যার ভিডিও চিত্র ও স্থির চিত্র মেহেরপুর প্রতিদিনে সংরক্ষিত রয়েছে।
সরেজিমেন গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের অফিসের নিচতলার গেট দিয়ে ঢুকতেই চোখ সিড়ির নিচে।

অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় টয়লেটের প্রতিটি কক্ষে কনডম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তারপর যা দেখা যায় রীতিমত অবাক হওয়ার মত। এটা কি একটা জেলা শহরের কোন সরকারি দপ্তর নাকি নিষিদ্ধ পল্লী। টয়লেটের প্রতিটা কক্ষেই ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যবহৃত কনডম এবং সিঁড়ির নিচে গিয়েও দেখা যায় একই অবস্থা।

বিকাল আনুমানিক ৪টার দিকে অফিসের গুটিকতক স্টাফ থাকলেও উচ্চ পদস্থ কোন কর্মকর্তাকে তখন পাওয়া যায়নি। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব পালন করায় তিনি চুয়াডাঙ্গা অবস্থান করেন। দাপ্তরিক প্রয়োজনে মাঝে মধ্যে তিনি মেহেরপুর অফিস করেন। সহকারী বিভাগীয় প্রকৌশলী তিনি মেহেরপুর অফিস দেখভাল করেন। তবে নির্বাহী প্রকৌশলী মেহেরপুরে না থাকার সুযোগে অফিসের একটি চক্র অসামাজিক কাজে অফিসকে বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সওজের একাধিক কর্মচারী জানান, এই ধরনের ঘটনা বেশ কিছু আগে থেকেই দেখছেন কিন্তু তার উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেন না কে বা কারা অফিসের মধ্যে এই কাজ করে সেটাও তিনি জানেন না । এসব দেখে আমরা খুব বিব্রত। কিছু বলতে পারি না ঠিকাদার থেকে শুরু করে বাইরের যেকোন গেস্ট অফিশিয়াল কোন কাজে গেলে ঐ টয়লেটগুলো ব্যবহার করে। সবারই চোখে পড়ে ঐ সব। অফিস শেষে সন্ধ্যার পর আর কেউই অফিসের মধ্যে ঢুকে না এবং অফিসের চাবি থাকে কর্মচারীর কাছে বেশ কিছুদিন আগে এসডি সেই চাবিটাও কর্মচারীর কাছ থেকে নিয়ে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছিুক এক ঠিকাদারও টয়লেটে গিয়ে বিপাকে পড়েন। তিনিও জানান, এ ধরণের ঘটনা খুবই ন্যাক্কার ও লজ্জাজনক।
মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগে একজন এসডিও, ৩জন এসও সহ কর্মকর্তা কর্মচারী মিলে আছেন ২২ জন কর্মরত রয়েছেন। অফিস এরিয়ার ভিতরে স্টাফ কোয়ার্টারে কয়েকজন কর্মকর্তাসহ কর্মচারী বসবাস করেন। তারা ব্যাচেলর থাকেন বলে জানা গেছে।

এ ব্যাপারে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা হয়ে থাকলে খুব লজ্জাজনক হবে। বিষয়টি যাচাই বাছাই করে যারা এসকল কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।




দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে মিনি ট্র্যাক ও দেশীয় অস্ত্রসহ আটক ২

দর্শনা-হিজলগাড়ি সড়কে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি মিনিট্রাক সহ ২ জন ডাকাতকে আটক করেছে দর্শনা থানা পুলিশ।

গত রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সড়কের দোস্ত স্কুলপাড়া বাইতুল সালাম মসজিদ ও মাদ্রাসার সামনে থেকে মালামাল উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করে।

তারা হলেন কুষ্টিয়ার ইবি থানাধীন চরবাখৈল এলাকার মৃত সুন্নত আলীর ছেলে তরিকুল ইসলাম (১৯) ও একই থানাধীন কন্দপদিয়া এলাকার সাত্তার আলীব ছেলে ইমরান আলী (১৯)।

দর্শনা থানার অফিসার্স ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নের্তৃত্বে  এস আই শেখ রকিবুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ এএসআই কাজী বায়েজীদ সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটিসহ মাদক বিরোধী এবং চোরাচালান অভিযান পরিচালনাকালে দর্শনা থানাধীন দোস্ত এলাকায় ৭/৮ জন ব্যক্তি রাস্তার উত্তর পার্শ্বে পিকআপ ট্রাক রেখে রাস্তার উভয় পার্শ্বে রশি দিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ সময় তারা ডাকাতির প্রস্তুতিকালে দর্শনা থানাধীন দোস্ত স্কুলপাড়ার বাইতুল সালাম মসজিদ ও মাদ্রাসার সামনে অবস্থান করে।পুলিশ দর্শনা হতে হিজলগাড়ীগামী পাকা রাস্তার উপর হতে দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে।তাদের কাছ থেকে ১ টি লোহার তৈরি গাছি দা,২ টি হাসুয়া ১ টি লোহার তৈরি কাস্তে,১ টি সুতার পাকানো দড়ি ও ১ সেট চাবিসহ তাদেরকে আটক করে।বাকী আসামীরা পালিয়ে যায়।দর্শনা থানা পুলিশ মিনি ট্র্যাকসহ যার রেজিঃ নং ঢাকা-ন ১৩-৮৬০৪ সহ তরিকুল ইসলাম ওইমরান আলীকে গ্রেফতার করে।এ ঘটনায় দর্শনা থানায় পলাতক আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।




চুয়াডাঙ্গা(ডিএফএ)এর দায়িত্ব ভার গ্রহণ করলেন নবনির্বাচিত সভাপতি সুজন

“তারুণ্যে আসুক, ফুটবল বাঁচুক” এই স্লোগান নিয়ে গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনে, নবনির্বাচিত সভাপতি এখলাস উদ্দিন সুজন কমিটির নিকট  সোমবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা ডিএফএ অফিসে সদ্য বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু দায়িত্বভার বুঝিয়ে দেন।

এসময় নবনির্বাচিত ডিএফএ সভাপতি এখলাছ উদ্দীন সুজন এর সাথে নির্বাচিত কমিটির সহসভাপতিদ্বয় যথাক্রমে রেজাউল হক জোয়ার্দার ও ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দার সহ নির্বাচিত নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, শেখ রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নিজেস্ব সম্পত্তি হিসাবে দুটি অফিস টেবিল, ১৫ টি অফিস চেয়ার, ৫০ টি মেলামাইন প্লেট, একটি আলমারি, একটি কম্পিউটার, এক জোড়া গোল পোস্টের নেট, দুটি ট্রফি ও ব্যাংকে গচ্ছিত ৪৯১৫/- টাকাসহ আনুষঙ্গিক ফাইলপত্র নতুন কমিটির নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জেলার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক, বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ফুটবল প্রেমী ও সাবেক কৃতি খেলোয়াড়, জেলা আওয়ামীলীগের প্রাণপুরুষ চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক হুইফ সোলায়মান হক জোয়ার্দার সেলুন, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃতি খেলোয়াড়, ক্রীড়া সংগঠিক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন , বর্তমান চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার বিচক্ষন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক জনাব নঈম হাসান জোয়ার্দ্দার, ক্রীড়া প্রেমী জেলা প্রশাসক মহদয় ও জেলা পুলিশ সুপার এবং ফুটবলের কৃতিপুরুষ সরোয়ার হোসেন মধু ওস্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেই সাথে চুয়াডাঙ্গার ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। নবনির্বাচিত সভাপতি বলেন গঠনতন্ত্র মোতাবেক দ্রুতই কমিটির পরিচিতি সভা ও লীগ পরিচালনা সম্পর্কিত উপকমিটি গঠন করা হবে। নবনির্বাচিত কমিটি ক্রীড়ার উন্নয়নে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করেন এবং ধন্যবাদ দেন।

পরিশেষে নবনির্বাচিত কমিটি সকলকে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠান শেষ করেন।




ফেসবুক রিলসে ভিডিওর সময় বাড়ছে

ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। ব্যবহারকারী ও জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে ভিডিও ধারণের সময় বাড়াচ্ছে তারা। আর তাই টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার নিজেদের ছোট ভিডিও তৈরির সুবিধা ‘রিলস’–এ ভিডিও ধারণের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেসবুক। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ৬০ সেকেন্ডের পরিবর্তে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।

রিলসের নতুন এ সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারাও ফেসবুক রিলসের জন্য আকারে বড় ভিডিও তৈরি করে পোস্ট করতে পারবেন। ফলে ফেসবুক ব্যবহারকারীরাও আগের তুলনায় বেশি বিনোদনমূলক কনটেন্ট খুঁজে পাবেন।

ফেসবুক রিলসে আকারে বড় ভিডিও তৈরির পাশাপাশি ট্রেন্ডিং টেমপ্লেটস এবং গ্রুভস নামের সুবিধাও যুক্ত হচ্ছে। ট্রেন্ডিং টেমপ্লেটস সুবিধা কাজে লাগিয়ে রিলস ভিডিওতে বিভিন্ন টেমপ্লেটস ব্যবহার করা যাবে। অপর দিকে গ্রুভস সুবিধার মাধ্যমে গান বা সংগীতের তালে তালে ভিডিও তৈরি করা যাবে।

মেটার এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে ফেসবুক ব্যবহারের অর্ধেক সময়ই ভিডিও দেখেন ব্যবহারকারীরা। আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণে রিলস ভিডিও দেখার সুযোগ থাকায় নতুন এসব সুবিধা ব্যবহারকারীর কাছে দ্রুত জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




দামুড়হুদায় শিশু শিক্ষার্থীদের মুখে ডিম দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

দামুড়হুদায় শিশু শিক্ষার্থীদের মুখে ডিম তুলে দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে দশমী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের মুখে ডিম তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তাসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা : রাকিবুল হাসান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ বিষয়ে তুলে ধরা হয।

সেই সাথে প্রতিটি শিশুকে প্রতিদিন সকালে একটি করে ডিম এবং প্রতিদিন রাতে একগ্লাস দুধ খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা ভেটেরিনারি সার্জণ ডা: নাজমুল হাসান শাওন।




দামুড়হুদায় ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি গাছ কাটলেন মুহুরি তাহাজুল

সরেজমিনে গিয়ে দেখা যায় দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের প্রধান সড়ক থেকে সড়াবাড়িয়া গ্রামীণ সংযোগ সড়কের পাশে তাহাজুল ইসলাম নামে এক ব্যক্তি সরকারি দশটি মেহগনি গাছ চুরি করে কেটে বিক্রি করেছে। এই গাছগুলো কাটার সময় স্থানীয় লোকজন দেখে উপজেলা প্রশাসনকে খবর দেয়। উপজেলা প্রশাসন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা তরিকুল ইসলামকে ঘটনা স্থলে পাঠায়, ভূমি কর্মকর্তা পৌছানোর আগেই গাছগুলো ওখান থেকে সরিয়ে ফেলেন তাহাজুল।

গাছগুলির আনুমানিক মূল্য প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। সরকারি এই গাছগুলি গ্রামের গাছ ব্যবসায়ী মেহেদির কাছে বিক্রি করা হয়। এই তাহাজুল ইসলাম (৪৫) চন্ডিপুর গ্রামের খিরাজ উদ্দিন মোল্লার ছেলে পেশায় সে একজন সাবরেজিস্টার্ড অফিসের মুহুরি এবং এলাকায় তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন।

এই বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি উক্ত ইউনিয়নের ভূমি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি সরজমিনে দেখার জন্য । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি । এবং সরকারি জিনিস আত্মসাৎ করলে সে যেই হোক না কেন কেউ ছাড় পাবে না আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে।

এ বিষয়ে কুলগাছি ইউনিয়ন ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়টি আমরা সরজমিনে যেয়ে দেখেছি এবং যে ব্যক্তি এই গাছটি কাটছে তাকে চিহ্নিত করছি এবং ওই জমিটা মাপার জন্য আমরা উপজেলা প্রশাসনকে বলছি এবং আগামীকাল উপজেলা সার্ভেয়ার জমিটি মেপে রাস্তার সীমানা নির্ধারণ করবে। এবং এই গাছগুলো উদ্ধারের চেষ্টা করতেছি আমরা।