জীবননগরে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

জীবননগরে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কেন্দ্রে দুই শতাধীক অসহায় হতদরিদ্র মানুষের বিনামুল্যে নাক, কাল, গলায় সমস্য জনিত রোগীদের চিকিৎসাসেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

সমৃদ্ধি কর্মসূচির সীমান্ত ইউনিয়নের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীশান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাবুল ইসলাম মিল্টন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ডাঃ সুমন কর্মকার ,সাংবাদিক মিঠুন মাহমুদ, সীমান্ত ইউনিয় সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসমলাম ,পল্লী চিকিৎসক ফারজানা,ইসরাত জাহান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মোঃ সাজ্জাদ হোসেন।




জীবননগরে একটি প্রতিষ্ঠানে ৫০হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা-জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মুড়ি তৈরি করার অপরাধে একটি প্রতিষ্ঠানে ৫০হাজার জরিমানা প্রদান করেছে।

রবিবার দুপুর ১২টার সময় জীবননগর পৌর শহরের ইসলামপুর গ্রামে অবস্থিত মেসার্স সরকার ট্রের্ডাসে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মুড়ি তৈরি করার অপরাধে ,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৩৭ ও ৪৩ ধারায় মেসার্স সরকার ট্রেডার্সের মালিক মোঃ নাজমুস সাকিবকে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করেন ।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্যানেটারি ইন্সেপেক্টর আনিসুর রহমান ।

অভিযান শেষে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিন্মমানের লবন পানি দিয়ে ধ্বংশ করা হয়।




কোটচাঁদপুর উপজেলা আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেশের উন্নয়ন অব্যহত রাখতে দেশ বিরোধীদের রুখতে হবে, রবিবার বিকেলে কোটচাঁদপুর আলামিন মাধ্যমিক বিদ্যালয় মাঠের শান্তি সমাবেশে এ কথা বলেন, ঝিনাইদহ -৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ।

সভায় সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক পিংকি খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কায়দার রহমান,বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম খোকন, আজম বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল,ছাত্রলীগ নেতা শেখ সজিব ও ফয়সাল আহম্মেদ।

তিনি বলেন,দেশ যখন উন্নতি দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময় বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধী চক্রের জ্বালাও পুড়াও, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে আবারও পিছনে নেবার যড়যন্ত্র করছে। আর সে যড়যনাত্র রুখতে আজ এ শান্তি সমাবেশ ও মিছিল।

পরে আলামিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শান্তি মিছিল বের হয়। মিছিলটি কোটচাঁদপুর পৌর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করেন। এরপর বাজার চত্বরে গিয়ে মিছিলের সমাপ্তি হয়।




ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণী নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গভর্নিং বডির সভাপতি আক্কাচ আলীর সভাপতিত্বেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, জেলা শিক্ষা অফিসার শেখ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস,ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি এসএটিভির জেলা প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য ফয়সাল আহমেদ, চিত্তরঞ্জন, ভরত কুমার,সুচিত্রা রানী সাধু খাঁসহ অন্যাঅন্য। পুরস্কার বিতরণ শেষে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




‘জি লে জারা’ নয়, হচ্ছে ডন থ্রি

বলিউডের অন্যতম সুপার হিট সিনেমা জিন্দেগি না মিলেগি দোবারা। যেখানে প্রধান চরিত্রে ছিলেন হৃতিক রোশন, অভয় দেওল ও ফারহান আখতার। তবে সিনেমাপ্রেমীরা বেশ কিছুদিন ধরেই এটির ‘ফিমেইল ভার্সন’ দেখতে চেয়েছিলেন। এই দাবিকে মাথায় রেখে ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির মালিকানাধীন এক্সেল এন্টারটেইনমেন্ট প্রডাকশন এবং পরিচালক জোয়া আখতার ‘জি লে জারা’ সিনেমাটির ঘোষণা দেন।

সিনেমায় নারী চরিত্রে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের মতো শক্তিশালী অভিনেত্রীর নামও যুক্ত করেন। ঘোষণার পর থেকেই জি লে জারা’কে কেন্দ্র করে অনেক গুঞ্জনও ওঠে বলি পাড়ায়। তবে সম্প্রতি কেআরকে দাবি করে, সিনেমাটি স্থগিত করা হয়েছে এবং প্রযোজকরা এখন পরবর্তী ডন সিরিজ শুরু করার জন্য শাহরুখ খানের দিকে ঝুঁকছেন।

কেআরকে তার সর্বশেষ টুইটে লিখেন, আমার সূত্র অনুসারে, ফারহান আখতারের সিনেমা ‘জিলে জারা’ স্থগিত করা হয়েছে। এখন ফারহান এসআরকে, তার (ফারহানের) পরবর্তী ডন সিরিজের চলচ্চিত্রের জন্য রাজি করার চেষ্টা করছেন।

মুলত ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির মালিকানাধীন এক্সেল এন্টারটেইনমেন্ট এমন একটি প্রোডাকশন হাউস যা বছরের পর বছর ধরে ডন সিরিজের আর্থিক যোগান দিয়ে আসছে। ‘জি লে জারা’ সিনেমার জন্য নারী চরিত্রে আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার নাম এলেও দুজনই তাদের নবজাতক সন্তানদের নিয়ে ব্যস্ত আছেন। যার কারণে ছবিটি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে গত মাসে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে মুম্বাইয়ে জোয়া আখতারের বাড়িতে দেখা গেছে বলে এমন গুজবও শোনা গেছে। তবে তা জানার জন্য আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করাই ভালো বলে মনে করছে ভারতীয় সংবাদ মাধ্যম।

এদিকে শাহরুখ খান জওয়ান ছবির শুটিংয়ে ব্যস্ত। পাইপলাইনে তার ডানকিও রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে ডন-৩ আসতে অনেক সময় লাগবে।

অন্যদিকে তিন অভিনেত্রী আলিয়া ভাট তার ‘রকি আর রানি কি প্রেম কাহানি’তে, ক্যাটরিনা কাইফ ‘টাইগার ৩’-এ এবং প্রিয়াঙ্কা চোপড়াও তার ‘সিটাডেল’ নিয়ে ব্যস্ত আছেন।

সূত্র: ইত্তেফাক




গাংনীর ভ্রমরদহ থেকে ফেন্সিডিলসহ যুবক আটক

মেহেরপুরের গাংনী উপজেলার ভ্রমরদহ স্কুলপাড়ার আজিজুলের বাড়ির পূর্ব পাশে করমদিগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ও নগদ ৩ হাজার টাকাসহ রুবেল হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

আজ রবিবার বিকাল পৌনে ৩টার দিকে মেহেরপুর র‌্যাব ক্যাম্পের কমাণ্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুকের ননেতৃত্বে র‌্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটক রুবেল হোসেন গাংনী উপজেলার সহরাতলা বাগানপাড়ার নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিেএকজন ব্যক্তি ভ্রমরদহ সস্কুলের পাশে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছে থেকে ২০ বোতল ফেন্সিডিল, একটি অপ্পো মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।




উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০০ বসতি পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১১) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে শিবিরের ডি-১৫ ব্লকের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন অন্যান্য বসতিতে ছড়িয়ে পড়ে। ঘনবসতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে চারটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতিমধ্যে আশ্রয়শিবিরের প্রায় ৩০০ রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসরকারি স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

কক্সবাজারের উখিয়া উপজেলায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রবিবার বিকেল ৪টার দিকে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আশ্রয়শিবিরের ডি-১৫ ব্লকের রোহিঙ্গা ছৈয়দ উল্লাহ  বলেন, তাঁর পাশের ঘরে আগুন জ্বলছে। অনেক ঘর পুড়ে যাচ্ছে। তিনি পরিবারের পাঁচ সদস্য নিয়ে পাশের পাহাড়ে আশ্রয় নিয়েছেন। অনেকে প্রাণ বাঁচাতে দিগ্‌বিদিক ছোটাছুটি করছেন। তাঁদের শিবিরে অন্তত ৫০ হাজার রোহিঙ্গার বসবাস। অধিকাংশই নারী ও শিশু।

বালুখালী (ক্যাম্প-৯) শিবিরের বাসিন্দা রমিজা বেগম বলেন, দূর থেকে আগুনের লেলিহান শিখা তাঁরা দেখতে পাচ্ছেন। বাতাসের কারণে আগুন তাঁদের দিকে আসতে পারে, সেই ভয়ের মধ্যে আছেন।

অনেকে ত্রিপল কিনে এনে অস্থায়ী ছাউনি দিয়েছেন। আজ সকালে বালুখালী ক্যাম্প-৫-এর বি ব্লকের মোছরাবাজার এলাকায়
বিকেল পৌনে চারটার দিকে ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড রোহিঙ্গা বসতি পুড়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার সম্মিলিত চেষ্টা চলছে। ঘনবসতি ও ত্রিপলের ছাউনির কারণে ঘরগুলো পুড়ে যাচ্ছে। আতঙ্কে রোহিঙ্গারা দিগ্‌বিদিক ছুটছেন। আগুনের সূত্রপাত কোথা থেকে, এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের চারটি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কয়েক শ স্বেচ্ছাসেবী ও রোহিঙ্গা তরুণ-যুবকেরা। তবে একদিকে গরম, অন্যদিকে উত্তরের বাতাসের কারণে আগুন দ্রুত অন্য বসতিতে ছড়িয়ে পড়ছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, বেলা পৌনে তিনটার দিকে আশ্রয়শিবিরের ডি-১৫ ব্লকের একটি বসতবাড়ির রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেলেও সত্যতা নিশ্চিত করা যায়নি। এখন আগুন নিয়ন্ত্রণে সবাই ব্যস্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাহাড়ের ঢালুতে ঘরবাড়ি ও পাহাড়ি চিপা গলি হওয়ায় কাজ করতে বেগ পোহাতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন রোহিঙ্গা নেতা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত হতে পারে। কয়েক দিন ধরে স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে গুঞ্জন ছিল নাশকতার জন্য আগুন ধরানো হতে পারে। এর আগেও একাধিকবার নাশকতার আগুনে পুড়েছিল বালুখালীর একাধিক রোহিঙ্গা বসতি।

অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গাদের ২৯টি ঘর পুড়ে গেছে। গতকাল রাতে উখিয়ার ইরানি পাহাড় ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে বালুখালী আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল হোসেন বলেন, বেশ কয়েক দিন ধরে আশ্রয়শিবিরে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান স্যালভেশন আর্মি’ (আরসা) ও ‘আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের’ (আরএসও) মধ্যে গোলাগুলি-সংঘর্ষের ঘটনা ঘটছে। বেশ কয়েকজন রোহিঙ্গা হতাহত হয়েছেন। এর জেরে এক পক্ষ আরেক পক্ষকে উচ্ছেদ করতে শিবিরে আগুন দিতে পারে।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনে পুড়ছে ব্র্যাকের লার্নিং সেন্টার। আজ রবিবার বিকেলে বালুখালী ক্যাম্পে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালী এলাকার তিনটি (ক্যাম্প-৮, ৯ ও ১১) আশ্রয়শিবিরে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ১০ হাজারের বেশি রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়েছিল। গৃহহীন হয়েছিল ৪৫ হাজার রোহিঙ্গা। অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৬ শিশুসহ ১৫ জন রোহিঙ্গা। ওই আগুনের সূত্রপাত কোত্থেকে, এখনো জানা যায়নি।

বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আশ্রয় নেন ৮ লাখ রোহিঙ্গা।

সূত্র: প্রথমআলো




ভিআইপি পোস্টের ক্ষেত্রে ক্রস-চেক সুবিধায় পরিবর্তন আনছে মেটা

গুরুত্বপূর্ণ মানুষদের পোস্ট করা আধেয়ের (কনটেন্ট) পর্যালোচনা (ক্রস-চেক) প্রক্রিয়ায় পরিবর্তন আনছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। গত শুক্রবার মেটার পক্ষ থেকে বলা হয়েছে, তারকা, রাজনীতিক এবং অন্য জনপ্রিয় ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট করা কনটেন্ট যে ক্রস-চেক সুবিধা পেত, তা সংস্কার করা হবে। এর আগে এই সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়েছিল।

এই ব্যাপারে মেটা প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিষ্ঠানটির স্বাধীন সংস্থা ওভারসাইট বোর্ড ক্রস-চেক কার্যক্রম নিয়ে যে ৩২টি সুপারিশ করেছিল, তা সম্পূর্ণ বা আংশিকভাবে বাস্তবায়ন করবে। এর আগে ওই বোর্ড গুরুত্বপূর্ণ বা ভিআইপিদের দেওয়া সুবিধায় এই ৩২টি পরিবর্তন আনতে সুপারিশ করেছিল।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ এক ব্লগ পোস্টে বলেছেন, ‘এর ফলে আমরা যেভাবে এই প্রক্রিয়াটি পরিচালনা করি, তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই পদক্ষেপ এই প্রক্রিয়াকে উন্নত করবে এবং আরও কার্যকর, জবাবদিহিমূলক ও ন্যায়সংগত করে তুলবে।’

মেটা অবশ্য যেসব অ্যাকাউন্টের বিষয়বস্তু নিয়ে পদক্ষেপ নেওয়া হবে, তাতে কোনো লেবেল দিতে অস্বীকৃতি জানিয়েছে। মেটার যুক্তি, ক্রস-চেক কার্যক্রমে লেবেলিং করা হলে সংশ্লিষ্ট ব্যবহারকারী হয়তো অপব্যবহারের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।
এর আগে গত ডিসেম্বরে ওই ওভারসাইট বোর্ড ক্রস-চেক কার্যক্রমে সংস্কার আনার পরামর্শ দেয়। এখন এই পরিবর্তন আনার ঘোষণা দিল মেটা। ডিসেম্বরে বোর্ড বলেছিল, যখন কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর নিয়ম লঙ্ঘন করা পোস্টগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হয়, তখন এই কার্যক্রমে মানবাধিকারের চেয়ে ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় বলে মনে হয়।

সূত্র : এনডিটিভি




হরিণাকুন্ডুতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলি হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

রোববার (৫ মার্চ) ঝিনাইদহ জেলা দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

দন্ডিতরা হলো-ওই গ্রামের এলেম মন্ডলের ছেলে আসাদুল হক, আলী মন্ডলের ছেলে খাকচার আলী মন্ডল ও খাকচার মন্ডলের ছেলে আনিচুর রহমান মন্ডল।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলিকে মোবাইলে ডেকে নিয়ে যেয়ে আসাদুল হককে হত্যা করে। পরে ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। আসামীরা তাকে মাথায় আঘাত করে, সাইকেলের টিউব দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাটিতে পুতে রাখে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রোববার আসামী আসাদুল হক, খাকচার আলী মন্ডল ও আনিচুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলা চলাকালে আসামী তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।




শেষ মুহুর্তের গোলে নাটকীয় জয় আর্সেনালের

নাটকীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও রেইস নেলসনের স্টপেজ টাইমের গোলে বোর্নমাউথকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। দিনের আগের ম্যাচেই নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু পরের ম্যাচেই জিতে পয়েন্ট ব্যবধান আবারো ৫-এ নিয়ে গেছে আর্সেনাল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৬২ মিনিট পর্যন্ত মিকেল আর্তেতার আর্সেনাল ২-০ গোলে পিছিয়ে ছিল। কিন্তু গানার্সরা আরো একবার প্রমাণ করেছে চাপের মধ্যে থেকেও কিভাবে ফিরে আসা যায়। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘আমি সত্যিই দারুণ খুশী। এটা দুর্দান্ত এক ম্যাচ ছিল। বিশেষ এই জয়ে আমরা এগিয়ে থাকলাম। জয়ের জন্য শেষ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’

ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডের মধ্যে তলানির দ্বিতীয় দল বোর্নমাউথকে এগিয়ে দেন ফিলিপ বিলিং। তখনও একবারও বল স্পর্শ করেনি আর্সেনাল। ২০১৯ সালে ওয়াটফোর্ডের বিরুদ্ধে ৭.৬৯ সেকেন্ডে গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড করেছিলেন শেন লং। কাল বিলিং করেছেন লিগের দ্বিতীয় দ্রুততম গোল। ৫৭ মিনিট কর্ণার থেকে মার্কোস সেনেসির ব্যবধান দ্বিগুন করেন।

ম্যাচের ৬২ মিনিটে এমিলে স্মিথ রোয়ের হেড থেকে বল পেয়ে আর্সেনালের হয়ে এক গোল পরিশোধ করেন থমাস পার্টে। ৭০ মিনিটে নেলসনের ক্রস থেকে বেন হোয়াইটের শক্তিশালী ফিনিশিংয়ে সমতায় ফেরে আর্সেনাল। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে নেলসনের ২০ গজের দূরপাল্লার শটের গোলে পুরো এমিরেটস স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।

শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই থাকলো মিকেল আর্তেতার শিষ্যরা। আর নিউক্যাসলকে হারানোর পরও সপমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্টে পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে সিটিজেনরা।

সূত্র: ইত্তেফাক