মুজিবনগরে কৃষি জমিতে পুকুর খনন ভ্রাম্যমান আদালতের অভিযান

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের কবর স্থানের পূর্ব পাশে কৃষি জমিতে অবৈধভাবে মাটি উত্তোলন করে জমির রূপ পরিবর্তনের মাধ্যমে পুকুর খনন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস।

শনিবার সকালে এই ভ্রাম্মমান আদালত পরিচালিত হয়। এ সময় মাটি খনন করায় পুরুন্দরপুর গ্রামের আব্দুর রশিদ এবং গোপালনগর গ্রামের সউবর আলী কে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯/৮৯ ধারা মোতাবেক অবৈধভাবে কৃষি জমিতে মাটি উত্তোলন করায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মাটি উত্তোলন বন্ধ করা হয়।




কারণ ছাড়াই বরখাস্ত জুমের প্রেসিডেন্ট গ্রেগ টুম

কোনো কারণ ছাড়াই ভিডিও কনফারেন্স করার সফটওয়্যার জুমের প্রেসিডেন্ট গ্রেগ টুমকে বরখাস্ত করা হয়েছে। একটি নিয়ন্ত্রক সংস্থা জানায়, কোনো কারণ ছাড়া হঠাৎ টুমের চুক্তি বাতিল করে তাঁকে বরখাস্ত করা হয়।

২০২২ সালের জুনে এই দায়িত্ব নিয়েছিলেন গ্রেগ টুম। এর পর থেকে তিনি জুমের আয় ও বিক্রয় তদারক করছিলেন। গুগলের সাবেক নির্বাহী টুম দায়িত্ব পালনকালে জুমের প্রতিষ্ঠাতা এরিক ইউয়ানের কাছে সরাসরি রিপোর্ট করতেন। এদিকে জুমের এক মুখপাত্র জানিয়েছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানটি আপাতত গ্রেগ টুমের বিকল্প কাউকে খুঁজছে না।

প্রসঙ্গত, ২০১১ সালে এরিক ইউয়ান জুম প্রতিষ্ঠা করেন। তবে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় এটি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। কারণ, মহামারির সময় বাড়ি থেকে অফিস বা অন্যান্য কাজ শুরু হলে জুম যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ওই সময় কর্মীর সংখ্যা তিন গুণ বাড়িয়ে ছিল জুম।

বিবিসি জানায়, ২০২০ সালের শুরুর দিকে বিয়ে বা অন্ত্যেষ্টিক্রিয়ার মতো অনুষ্ঠানেও জুম ব্যবহার হতো। ২০২০ সালের এপ্রিলে প্রতিদিন ৩০ কোটি মানুষ জুম কলে অংশ নিত। কিন্তু মহামারি শেষ হওয়ার পর অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো জুমও কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে কর্মী ছাঁটাইয়ে হাত দেয়। যেমন গত ফেব্রুয়ারিতে ১ হাজার ৩০০ কর্মী (মোট কর্মীর ১৫ শতাংশ) ছাঁটাই করে জুম।

সূত্র: বিবিসি




মেহেরপুরে Medy City ‘র শুভ উদ্বোধন

মেহেরপুরে Medy City’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিশান সাবের এর সঞ্চালনায় মেহেরপুরের Medy City এর দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চেম্বার্স অফ কমার্স এন্ড এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হাজী আকসার আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার ফাইটার রানা ভট্টাচার্য (ভারত)।

এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি হাফিজুর রহমান ,বড়বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টোটন এছাড়াও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




মোহামেডানেই থাকছেন সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর শুরু হতে যাচ্ছে আগামী ১৫ মার্চ। আসন্ন এ টুর্নামেন্ট উপলক্ষ্যে গুঞ্জন উঠেছিলো এবার আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন সাকিব আল হাসান। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিলো তাদের দলেই খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শনিবার (৪ মার্চ) সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন সাকিব আল হাসান। সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন এই ক্রিকেটার। সেখানে মোহামেডানে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন তিনি। চুক্তি শেষে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব।

ঢাকা প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী এ ক্লাবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদার।

আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে চলছে দলবদল। যেখানে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড বানাতে শুরু করেছে দলগুলো।

সূত্র: ইত্তেফাক




হিন্দি ছবির সব রেকর্ড ভেঙেছে ‘পাঠান’

চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই একগুচ্ছ রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছেন শাহরুখ খানের কামব্যাক সিনেমা।। তবে সংশয় ছিল একটি রেকর্ড নিয়ে। তা হলো হিন্দি ভাষায় সর্বোচ্চ আয়; যেটা দখল করে ছিল দক্ষিণী সিনেমা ‘বাহুবলী ২’। হিন্দিতে ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে এতদিন এটি ছিল শীর্ষে।

ছবিটি মুক্তির ৩৮ দিন পেরিয়ে সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ‘পাঠান’। ফলে এটিই এখন ভারতের ইতিহাসে হিন্দি ভাষায় সবচেয়ে বেশি আয় করা ছবি। বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক ও সিনে সমালোচক তরন আদর্শ।

তিনি জানান, বৃহস্পতিবার (২ মার্চ) পর্যন্ত ‘পাঠান’র আয় ছিল ৫১০ কোটি ৫৫ লাখ রুপি। শুক্রবার সেটা ৫১১ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে আয়ের নির্দিষ্ট অঙ্ক জানা যাবে শনিবার (৪ মার্চ) নাগাদ। তরন আদর্শ হিন্দি ভাষায় সর্বোচ্চ আয়কারী চারটি ছবির তালিকা শেয়ার করেছেন। সেখানে সবার ওপরে এখন ‘পাঠান’। এরপরে যথাক্রমে রয়েছে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ও ‘দঙ্গল’।

চার বছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তনের এই সিনেমা আন্তর্জাতিক বাজারেও চুটিয়ে ব্যবসা করছে। ইতোমধ্যে এর বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ১ হাজার ২৬ কোটি রুপি।

এদিকে ‘পাঠান’র নির্মাতা সিদ্ধার্থ আনন্দও বিষয়টি নিয়ে টুইট করেছেন। তিনি বলেছেন, “বাহুবলী-২’র হিন্দি ভার্সনের আয়কে ছাড়িয়ে গেলাম। আমার জন্য এটা গৌরবের মুহূর্ত। আরও একবার ধন্যবাদ সব দর্শককে, যারা ‘পাঠান’কে উৎসাহ দিয়েছেন।”

উল্লেখ্য, যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্স সিরিজের ছবি ‘পাঠান’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। এছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। অতিথি চরিত্রে চমক দেখিয়েছেন সালমান খান। ছবিটির বাজেট ২৪০ কোটি রুপি।

সূত্র: ইত্তেফাক




দা‌রিয়াপুর ইউ‌নিয়‌নের সাবেক চেয়ারম‌্যান বকুল আর নেই

মুজিবনগরে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের তৌফিকুল বারী বকুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ শনিবার সকাল ১১ টার দিকে নিজ গ্রামে হঠাৎ অসুস্থ হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি দারিয়াপুর পশ্চিম পাড়ার সাবেক মেম্বার মরহুম জিনারুল ইসলামের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। সন্তান-সন্ততির মধ্যে তার দুইজন কন্যা রয়েছে।

তৌফিকুল বারী বকুল মুজিবনগর আওয়ামী লীগের রাজনীতির বিশুদ্ধ মানসিকতার বিতর্কহীন রাজনীতিজ্ঞ। তিনি দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি, মুকুট ইট ভাটার স্বত্বাধিকারী ও জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। তার অকালমৃত্যুতে রাজনৈতিক, জেলা ট্রাক মালিক সমিতি ইউনিয়ন ও দারিয়াপুর ইউনিয়নে চলছে শোকের ছায়া।

ছাত্র জীবনে তিনি দারিয়াপুর মাধ্যমিক স্কুল‌ থেকে এসএসসি ও (সীমান্ত কলেজ) বর্তমান মুজিবনগর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।

মরহুমের জানাজার নামাজ দারিয়াপুর পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে আজ সন্ধ্যা ৭ টার সময় অনুষ্ঠিত হবে।




মেহেরপুরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও জলবায়ু সুবিচারের দাবিতে তরুণদের ধর্মঘট

জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির উল্লেখযোগ্য সম্প্রসারণ, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ এবং জলবায়ু সুবিচারের দাবি ধর্মঘট করেছে মেহেরপুরের তরুণ জলবায়ু কর্মীরা।

বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার (৩ মার্চ) মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ দাবি জানান তারা।

সুইডিস জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা স্কুল শিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচার’র বাংলাদেশ গ্রুপ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) যৌথভাবে এ জলবায়ু ধর্মঘটের আয়োজন করে। নানা ধরনের দাবি সম্বলিত প্লাকার্ড হাতে বেশ কিছু তরুণ কর্মসূচিতে অংশ নেয়।
দেশের ২৬টি জেলার তরুণ জলবায়ু কর্মীরা বিশ্বব্যাপী এই জলবায়ু ধর্মঘটের দাবিগুলোর সাথে সংহতি প্রকাশ করেছে। সমাবেশে বক্তারা ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) অর্থায়ন বন্ধ এবং এলএনজি আমদানি নির্ভরতা কমাতেও সরকার এবং বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান। এ ছাড়া পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্পগুলো বন্ধ এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করে টেকসই প্রকল্পে বিনিয়োগের আহবান জানানো হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর ক্রমাগত মিথ্যা প্রতিশ্রুতি দেয়ায় উন্নত দেশ ও প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে এ সময় তরুণরা জলবায়ু কর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবের কারণে বিশ্ব এখন একটি জটিল সময় পার করছে। যা ইতোমধ্যে জাতিসংঘ বিশ্বব্যাপী মানবতার জন্য রেড অ্যালার্ট হিসেবে ঘোষণা করেছে। উন্নত দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি মেনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ এ সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে হবে। সরকার এবং বিনিয়োগকারীদের অবশ্যই ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে জলবায়ু বিধ্বংসী কার্যকলাপের জন্য দায় নিতে হবে এবং সেখান থেকে সরে এসে অবিলম্বে উল্লেখযোগ্যভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। তরুণরা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আসন্ন বিদ্যুৎ মহাপরিকল্পনায় নবায়নযোগ্য শক্তির অনুপাত উল্লেখযোগ্যহারে বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।

এই জলবায়ু ধর্মঘটে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমন্বয়কারী মো: শিহাব হাসান সহ মো: বাদশা খান, মো:আব্দুল আলিম, তানজিমুল হাসান, মারুফা আক্তার মাহি, হাবিবুল্লাহ, মো:স্বাধীন, ইশরাক, অর্পণ, লাবিব, মাহফুজ, শিশির, ইনতিয়াজসহ আরো অনেকে।




মেহেরপুরে সড়ক সম্প্রসারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত

মেহেরপুর কুস্টিয়া সড়কের পাশে মেহেরপুর অংশের প্রায় ৩০ কিলোমিটার খলিশাকুন্ডি এলাকার সড়কের দু’পাশের ছোটবড় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

গতকাল শুক্রবার সকাল ১০টায় তৃতীয় দিনের মত গাংনী হাসপাতাল বাজার থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযান চলে সারাদিন। অভিযানে প্রায় শতাধিক দোকান, বসতবাড়ি ও বিভিন্ন যানবাহনের গ্যারেজ ভাঙা পড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের স্টেট অফিসার সিনিয়র সহকারি উপ- সচিব অনিন্দিতা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর থেকে খলিশাকুন্ডি পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও নির্দিষ্ট কিছু এলাকায় চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে মাস খানেক আগে থেকে সড়কের পাশে অবৈধ দখলদারদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে গণ বিজ্ঞপ্তি ও মার্কিং করা হয়।

নির্ধারিত সময় শেষে বুধবার (১ মার্চ) মেহেরপুর বাসস্ট্যান্ড (ওয়াপদা) এলাকা থেকে একাধিক বুলডোজার দিয়ে একযোগে রাস্তার দু’পাশেই অভিযান শুরু হয়। ৪ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান সড়ক ও জনপদ বিভাগের ওই কর্মকর্তা।

এ সময় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেহেরপুর জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উচ্ছেদ কাজে সহযোগিতা করেন।

এদিকে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে শত শত দোকানী ও ব্যবসায়ীরা কর্মক্ষম হয়ে পড়েছেন। ব্যবসা বন্ধ হওয়া ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে। হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে পড়ায় ব্যবসায়ীদের পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করতে হবে এমনটা ভেবে কান্নায় ভেঙ্গে পড়েন ব্যবসায়ীরা। বিভিন্ন দোকানিরা এনজিও ঋণ নিয়ে ব্যবসা পরিচালনাকারী মানুষজন পড়েছেন বিপাকে।

ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে সংসার চালানোর কথা ভাবছেন।




মেহেরপুরে সুখসাগর পেঁয়াজ চাষে অসুখী চাষিরা

মেহেরপুরের মুজিবনগরে সুখ সাগর নামক পিঁয়াজের চাষ হচ্ছে প্রায় ২০ বছর ধরে। এই সুখ সাগরই অনেক চাষীকে সুখের মুখ দেখিয়েছে। অনেক দিনমজুরও এই চাষ করে হয়েছেন লাখপতি। এবছর পেঁয়াজের বাম্পার ফলন হলেও চাষীদের মুখে হাসি নেই। উঠছে না উৎপাদন খরচও।

কৃষি বিভাগ বলছে এই মৌসুমে এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি বন্ধ না হলে চাষিরা মারাত্মক লোকসানের মুখে পড়বে। এ বছর জেলাতে প্রায় ২ হাজার ৮ শ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭৭ হাজার মেট্রিক টন।

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর ও বিশ্বনাথপুর গ্রামের শতকরা ৯০ জন কৃষকই সুখসাগর পেঁয়াজ চাষ করেন। এই দুই গ্রামের চাষিদের সফলতা দেখে পার্শ্ববর্তী গ্রাম ভবানীপুর, নাজিরাকোনা, সোনাপুর, মাঝপাড়া, আনন্দবাস, জয়পুর ও তারনগর গ্রামেও এই পেঁয়াজের চাষ ছড়িয়ে পড়েছে। সদর উপজেলাতে সুখ সাগরের কিছু চাষ হলেও মুজিবনগরে শতভাগ এই জাতের পেঁয়াজ চাষ হচ্ছে গত ২০ বছর ধরে। পেঁয়াজের মৌসুমে গ্রামের মাঠে গেলে চোখে পড়বে মাঠের পর মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। যার কোন জমি নেই সেও অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজের চাষ করেন। পেঁয়াজ ৩ মাসের ফসল। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই চাষটি শেষ হয়। প্রাকৃতিক দুর্যোগে না পড়লে এবং বাজার দর ভাল থাকলে উৎপাদন খরচ বাদে বিঘা প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত লাভ হয়।

সরেজমিন মুজিবনগর উপজেলার শিবপুর, ভবানীপুর, বিশ্বনাথপুর গ্রাম ঘুরে জানা গেছে, এ বছর পেঁয়াজ চাষের খরচ হয়েছে বিঘা প্রতি ৮৫ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত। উৎপাদন হবে বিঘা প্রতি ১২০ থেকে ১৩০ মণ হারে। বর্তমান বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিমণ সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা দরে। সেই হিসেবে বিঘাপ্রতি লোকসান গুনতে হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় লোকসান করেই বেঁচে দিতে হচ্ছে চাষীদের পেঁয়াজ।

শিবপুর গ্রামের পেঁয়াজ চাষি হাবিবুর রহমান ৮ বিঘা জমিতে এবার পেঁয়াজ চাষ করেছেন । বাজারে পেঁয়াজের দাম কম হওয়ায় ভীষণ হতাশ। তিনি বলেন বর্তমানে তেল, সার, বীজসহ উৎপাদনের সাথে যুক্ত সকল কিছুর দাম বেশি, অথচ বিক্রয় মূল্য কম হওয়ায় চাষ করা কঠিন হয়ে যাচ্ছে। বিঘা প্রতি ৮৫ থেকে ৯০ হাজার টাকা খরচ করে বিক্রয় হচ্ছে ৫৫ থেকে ৬০ হাজার টাকায়।

ভবানীপুরের সোমারুল ৭ বিঘা জমিতে চাষ করেছেন। তিনি বলেন, আমি ১৫ বছর যাবৎ পেঁয়াজ চাষ করি। এই চাষটি অনেকটা জুয়া খেলার মতো ১ বছরে দাম পাই তো আরেক বছরে পাইনা। গত তিন বছর ধরে পেঁয়াজে লোকসান গুনতে হচ্ছে। সামনে হয়তো আর পেঁয়াজ চাষ করতে পারবো না।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শঙ্কর কুমার মজুমদার বলেন, এবছর পেঁয়াজের ফলন ভালো হবে। বর্তমানে বাজার দর কম হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ মৌসুমে এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি বন্ধ রাখলে চাষিরা উপকৃত হবেন।




টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারে বাংলাদেশ। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচ জিতে যাওয়ায় সফরকারী ইংল্যান্ডের নজর থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, মঈন আলী, উইল জ্যাকস, স্যাম কুরান, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।

সূত্র: ইত্তেফাক