মেহেরপুরে দৈনিক সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সত্য প্রকাশে আপসহীন দৈনিক সময়ের আলোর উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে মেহেরপুরে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় মেহেরপুর জেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সময়ে আলোর মেহেরপুর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে ও আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম।

এ সময় গাংনী প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি বেনইয়ামিন মুক্ত, প্রথম আলো প্রতিনিধি আবু সাঈদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, বাংলা টিভি প্রতিনিধি আক্তারুজ্জামান, দৈনিক লাখো কন্ঠের প্রতিনিধি রফিকুল আলম বকুল, ভোরের ডাক প্রতিনিধি জুরাইস ইসলাম, গ্লোবাল টিভি প্রতিনিধি রাব্বি আহমেদসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় বোয়ালমারী গ্রামে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে গরু ছাগল ভস্মীভূত

দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিম পাড়ার কৃষক আলালের ছেলে জহিরুলের বাড়ির গোয়াল ঘরে আগুন লেগে তিনটি গরু ও দু’টি ছাগলের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর আগেই গরু ও ছাগলগুলো মারা যায়। পরে মেহেরপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রে নেবার আগেই সব পড়ে ভস্মীভূত হয়ে যায়।

জানা যায়, দামুড়হুদা উপজেলার নাটুদার বোয়ালমারীর কৃষক জহিরুল ইসলাম মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরের ভিতরে মশার কয়েল জ্বালান এবং মাঝে মাঝে পোয়াল দিয়ে ধুমা দেন। ধারণা করা হচ্ছে এ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লেগে তিনটি জার্সি গরু, দু’টি ছাগলসহ গোয়ালঘরটিও পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

সবমিলে অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন এনজিওতে ঋণ রয়েছে। জহিরুল বলেন, কৃষি জমি চাষাবাদ করে ৬ সদস্যের পরিবার নিয়ে অভাবের সংসার আমার। গরু ও ছাগলগুলো মারা যাওয়ায় আমি একদম নিঃস্ব হয়ে গেলাম।

সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নগদ অর্থ জহিরুলের হাতে তুলে দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা বলেন কৃষক জহিরুলের গরুগুলো পুড়ে মারায় বড় ক্ষতি হয়ে গেল। এ অবস্থায় তার সহযোগিতা প্রয়োজন। আমার অফিস বরাবর একটি লিখিত দরখাস্ত করার জন্য বলা হয়। আমার অফিসের পক্ষে থেকে সার্বিক সহযোগিতা করবো।




চ্যাটজিপিটির নতুন এপিআই উন্মুক্ত করল ওপেন এআই

প্রযুক্তি দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেন এআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। এরই মধ্যে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্রযুক্তি ব্যবহার শুরু করেছে মাইক্রোসফট, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এবার চ্যাটজিপিটির প্রযুক্তি সহজলভ্য করতে নতুন এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) উন্মুক্ত করেছে ওপেন এআই। ফলে যেকোনো প্রতিষ্ঠান বা নির্মাতা নিজেদের অ্যাপে সহজেই চ্যাটজিপিটির প্রযুক্তিসুবিধা যুক্ত করতে পারবে।

ওপেন এআইয়ের তথ্যমতে, নতুন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় প্রায় ১০ গুণ কম খরচে চ্যাটজিপিটির সব সুবিধা ব্যবহার করা যাবে। ফলে যেকোনো প্রতিষ্ঠান বা নির্মাতা অর্থের বিনিময়ে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তির মাধ্যমে গ্রাহকসেবাসহ বিভিন্ন সুবিধা যুক্ত করতে পারবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাজারে আসা চ্যাটজিপিটি যেকোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। চ্যাটজিপিটির মাধ্যমে দ্রুত প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি বিভিন্ন কাজ স্বচ্ছন্দে করিয়ে নেওয়া সম্ভব। আর তাই চ্যাটজিপিটির অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করে যেকোনো প্রতিষ্ঠান বা নির্মাতা চাইলেই নিজেদের অ্যাপে বিভিন্ন প্রযুক্তিসুবিধা চালু করতে পারবেন।

সূত্র: জেডডিনেট




মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নে ভি ডব্লিউ বি খাদ্য শষ্যের কার্ড বিতরণ

মুজিবনগরে বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভি ডব্লিউ বি এর আওতায় হতদরিদ্র মহিলাদের মাঝে ২৪ মাসের চাউলের কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগোয়ান ইউপি ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক এর সঞ্চালনায় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহরাব উদ্দিন, আফরোজা রোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য রকিবউদ্দীন, রফিকুল ইসলাম, রিপন,সিবাস্তিন মল্লিক ঝড়ু, সংরক্ষিত সদস্য মাবিয়া খাতুন, মরিয়ম খাতুন।

ভি ডব্লিউ বি এবার বাগোয়ান ইউনিয়নের ৪২৬ জন অসহায় দরিদ্র পরিবার বিনামূল্যে মাসিক ৩০ কেজি করে ২৪ মাস সরকারী চাউল পাবেন।




হলিউডে নতুন উপাধি পেলেন রামচরণ

যুক্তরাষ্ট্রে রীতিমতো ঝড় তুলেছে ‘আরআরআর’। ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’ জয় করে অস্কারের মঞ্চেও মনোনয়ন অর্জন করেছে সিনেমাটির গান ‘নাটু নাটু’।

অস্কারের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। ইতোমধ্যেই হলিউডে পৌঁছে গেছেন রামচরণ। সেখানে একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। আপাতত সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। এর মাঝেই এক অনুষ্ঠানে গিয়ে নতুন উপাধিতে ভূষিত হলেন অভিনেতা।

‘আরআরআর’ তারকাকে ‘ভারতের ব্র্যাড পিট’ বলে অভিহিত করলেন সেই অনুষ্ঠানের সঞ্চালক। সঞ্চালকের দেওয়া নাম শুনে অভিভূত রামচরণ নিজেও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।

‘গুড মর্নিং আমেরিকা’র পরে কেটিএলএ এন্টারটে এন্টারটেনমেন্টের নমেন্টের মর্নিং শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাম চরণ। ‘আরআরআর’ তারকাকে সেই শোয়ে স্বাগত জানানোর সময় ‘ভারতের ব্র্যাড পিট’ বলে অভিহিত করেন সঞ্চালক।

স্বাভাবিকভাবেই, সম্বোধন শুনে আপ্লুত রাম চরণ। সঞ্চালক তাকে প্রশ্ন করেন, ‘এ উপাধি পেয়ে খুশি হয়েছেন তো?’ হাসিমুখে অভিনেতার উত্তর, ‘এই সম্বোধন শুনে কে না খুশি হবে!’

১৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কার অনুষ্ঠান। সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানে পারফরম করতে চলেছেন দুই শিল্পী রাহুল সিপলিগঞ্জ ও কালাভৈরব।

এদিকে মঞ্চে গানের তালে কি পা মেলাতে দেখা যাবে রামচরণকে? কৌতূহলী অনুরাগীরা।

রামচরণ জানিয়েছেন, যে কোনো মঞ্চেই ‘নাটু নাটু’ গানে পারফরম করতে প্রস্তুত তারা। অস্কারের মঞ্চে যদি অনুরোধ আসে এবং সুযোগ থাকে, তা হলে দর্শকের জন্য গানের তালে পা মেলাতে আপত্তি নেই তাদের।

তিনি বলেন, ‘আমি তো শুধু অতিথি হিসাবে অস্কারে যেতে চেয়েছিলাম, এখন একজন মনোনীত শিল্পী হিসাবে যাচ্ছি। এটিই আমার কাছে সবচেয়ে বড় পাওনা।’

সূত্র: যুগান্তর




টি-টোয়েন্টিতে তিন নতুন, ফিরলেন রনি-শামীম

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে চমক রয়েছে বেশ কিছু। তিন নতুন মুখের সঙ্গে দলে প্রত্যাবর্তন হয়েছে দুইজনের।

বুধবার (১ মার্চ) রাতে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে শেষ হওয়ারপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করে বিসিবি। ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে ডাকা পেয়েছেন সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দনাত পারফর্ম করা তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। দলে ফিরেছেন শামীম হোসেন। এছাড়া প্রায় ৮ বছর পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন রনি তালুকদার।

সদ্য সমাপ্ত বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সই এইসব ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে রানের ফোয়ারা ছুটিয়েছেন তৌহিদ হৃদয়, তারপরেই ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে, এবার পেলেন টি-টোয়েন্টি দলেও।

সিলেটে হৃদয়ের সতীর্থ রাজা যখনই সুযোগ পেয়েছেন তখনই দুর্দান্ত বোলিং করেছেন, আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তানভীর।

এদিকে, বিপিএল ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন রনি তালুকদার। রংপুর রাইডার্সের হয়ে ৪২৫ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এমন পারফরম্যান্সেই অনেকদিন পর জাতীয় দলের দরজা খুলল তার। রনির সতীর্থ শামীমও এবার দুর্দান্ত ব্যাটিং করেছেন বিপিএলজুড়ে, সেই পারফরম্যান্সের পুরষ্কারও পেয়েছেন েই ব্যাটার।

অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত এই দলে বাদ পড়েছেন সৌম্য সরকার, ইয়াসির রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম ও এবাদত হোসেন চৌধুরী।

আগামী ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ ঢাকায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, রেজাউর রহমান রাজা।

সূত্র:  ইত্তেফাক




মুজিবনগরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই এই প্রতিপাদ্যে মুজিবনগর পালন হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৩।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে একটি র‍্যালী বের করা হয় র‍্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।

পরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিমসহ উপজেলা নির্বাচন অফিস এবং উপজেলার কর্মকর্তা কর্মচারি বৃন্দ।




মাটি বিক্রি নয় পুকুরের পাড় বাধা হচ্ছে,পুকুর মালিক আহম্মদ আলী

ভয়ংকর হুমকির মুখে চুয়াডাঙ্গার বেগমপুরের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝপাড়ার বাসিন্দারা। এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক মেহেরপুর প্রতিদিন ও দৈনিক পশ্চিমাঞ্চলে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের হস্তক্ষেপে মাটি খননের কাজ বন্ধ হয়ে যায়।

বন্ধের ৪ দিন পর প্রশাসনের অনুমতি ছাড়া আবারো শুরু করেছে মাটি কাটার কাজ। তবে পুকুর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী বললেন মাটি বিক্রি নয় পুকুরের ভেঙ্গে যাওয়া পাড় বাঁধা হচ্ছে।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝপাড়ার আব্দুল কাদেরের ছেলে দর্শনা থানা বিএনপির সাধারন সম্পাদক ও বেগমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী বিশ্বাস নিজ বসত বাড়ির সন্নিকটে স্কেভেটর ভিড়িয়ে একটি পুকুর খনন করছে। সে পুকুরের মাটি ট্রাক্টর যোগে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। এ পুরেরর মাটি বিক্রির কারণে অতি গভীর করে খনন করা হচ্ছে পুকুর। যে কারণে আশপাশের বাড়ি-ঘর ভয়ঙ্কর হুমকীর মুখে পড়েছে। সেই সাথে চরম নিরাপত্তা হীনতা সহ আতঙ্কের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গার বেগমপুরের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝপাড়ার বাসিন্দারা।

এদিকে প্রশাসনের হস্তক্ষেপের পরেও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুকুরে স্কেভেটর মেশিন দিয়ে মাটি খননের পর সেই মাটি ট্রাক্টর যোগে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। এতে করে পুকুর মালিক লাভবান হলেও ভয়ঙ্কর হুমকির মূখে পুকুরের চারিপাশে বসবাস কারি বাসিন্দারা।

তাই বিষয়টি প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে ভুক্তভোগি পরিবার সহ স্থানীয় বাসিন্দা সহ সচেতন মহল।

এবিষয়ে পুকুর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী বিশ্বাস বলেন, মাটি বিক্রি নয়, পুকুরের ভেঙ্গে যাওয়া পাড় বাঁধা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর বেগমপুর ইউনিয়ন (ভুমি) অফিসের সহকারী কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমরা মাটি কাটা বন্ধ করে দিয়ে এসেছিলাম। তবে আবারো কাটছে আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।




দর্শনা হল্ট ষ্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট ষ্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে দর্শনার জন্য আমরা সংগঠন এই অবরোধ করে। এ সময় দর্শনা হল্ট ষ্টেশনে খুলনা থেকে আসা রুপসা এক্সপ্রেস ট্রেন প্রায় আধাঘন্টা রেললাইনে অবরোধ করে রাখে স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ।

জানা গেছ, গত এক বছর ধরে দর্শনার জন্য আমরা সংগঠন দর্শনা হল্ট ষ্টেশনে ঢাকা গামী সুন্দরবন আপ ও চিত্রা ডাউনের যাত্রা বিরতি। দর্শনা পুরাতন আন্তর্জাতিক রেল স্টেশন থেকে ২ টি যাত্রীবাহী ট্রেন পুনঃচালু। দর্শনা হঠাৎ পড়া রেলগেট ও পুরাতন বাজার রেলগেটে উভরপাস অথবা আন্ডারপাস করা। দর্শনা রেল আন্তর্জাতিক রেলওয়ে ওয়াগেন টার্মিনাল স্থাপন সহ ৬ দফা দাবিতে করে আসছে।

অবরোধে বক্তব্য রাখেন দর্শনার জন্য আমরা সংগঠন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আওয়াল হোসেন, সংগঠনের সদস্য ইমরুল কাইয়ুম, সাংস্কৃতিক সংগঠক একেএম রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, উদীচী চুয়াডাঙ্গার সভাপতি হাবিবি জহির রায়হান, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের সমন্বয়ক আবু সুফিয়ান, বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গা জেলা সম্পাদক শামসুল আলম বক্তব্য রাখেন।

পরে ঘটনাস্থলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপস্থিত হন। এসময় তিনি সুন্দরবন আপ ও চিত্রা ডাউন স্টপেজের বিষয়টি খুব দ্রুত কার্যকর হওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেতৃবৃন্দ।




মুজিবনগরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ

আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন মেহেরপুর ১ আসনের আওয়ামীলীগের (সাবেক) এমপি প্রফেসর আব্দুল মান্নান।

বুধবার বিকেল থেকে তিনি কেদারগঞ্জ বাজার, বল্লভপুর, রতনপুর, বাগোয়ান, জয়পুর, তারানগর ও আনন্দবাসের এই গণসংযোগ করেন।

এ সময় তিনি সাধারণ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে তার হাত ধরে বাংলাদেশ কে বিশ্বের এক মর্যাদা পূর্ণ স্থানে আসিন করার আহ্বান জানান।