মেহেরপুরে সড়ক সম্প্রসারণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

মেহেরপুরে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে ওয়াবদার মোড় হয়ে দিঘির পাড়া পর্যন্ত অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণ-বিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের খুলনা বিভাগীয় উপ-সচিব ও আইন কর্মকর্তা অনিন্দ্যিতা রায়’র নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাসহ পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে শুরু করে ওয়াবদার মোড়, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এবং কুষ্টিয়া সড়কের দিঘীরপাড়া পর্যন্ত প্রথম দিনে উচ্ছেদ অভিযান চলে।

সড়ক ও জনপদ বিভাগের খুলনা বিভাগীয় উপ-সচিব ও আইন কর্মকর্তা অনিন্দ্যিতা রায় জানান, সরকার মেহেরপুর -কুষ্টিয়া সড়ক চারলেনে প্রশস্থকরণ কাজ শুরু করেছে । সে কারণে মেহেরপুর কুষ্টিয়া সড়কের ৩০ কিলোমিটারে অবস্থিত রাস্তার দুইপাশের সকল অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলদারদের উচ্ছেদ করতে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো জানান, আগামী ৪ দিন এ উচ্ছেদ অভিযান চালিয়ে ৩০ কি:মি: সড়ক দখলমুক্ত করা হবে।মেহেরপুর- কুষ্টিয়া চারলেন সড়ক নির্মান কাজের জন্য মুলত এই অভিযান। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দখলদারদের নোটিশ প্রদান করা হয়।

অভিযানকালে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিলো।




গাংনীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান

মেহেরপুরের গাংনী উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রধান অতিথি হিসেবে থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপজেলা সহকারী কমিশনার নাদির হোসেন শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা ট্রেনিং অফিসার ডাঃ শেখ মোঃ মশিউর রহমান। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রাণিসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং খামারিরা উপস্থিত ছিলেন।

৫০ টি স্টলের মাধ্যমে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও কবুতরসহ বিভিন্ন রকম প্রাণীর প্রদর্শন করা হয়।




মালানের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ

ডেভিড মালানের কাছেই হার টাইগারদের। ইনিংসের শুরু থেকে একের পর এক উইকেট শিকার করে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন তাইজুল, সাকিব, তাসকিনরা।

কিন্তু উইকেটে সেট হয়ে যাওয়া ডেভিড মালানের মনসংযোগ ক্রিকেট থেকে ফেরানো যায়নি। তিনি দলের ব্যাটিং বিপর্যয়ে ত্রাতার ভূমিকা পালন করেন।

ঠাণ্ডা মাথায় ভালো লেন্থের বলগুলো দেখেশুনে মোকাবেলা করার পাশাপাশি খারাপ বলগুলো বাউন্ডারিতে পরিণত করার মধ্য দিয়ে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন মালান। তার অনবদ্য সেঞ্চুরিতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করে ইংল্যান্ড।

ক্যারিয়ারের ১৬তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মালান। গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরি করেন মালান। সেই ম্যাচে জস বাটলার ও মালানের জোড়া সেঞ্চুরিতে ২-১ ম্যাচে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা। সেই সেঞ্চুরির পর আজ খেলতে নেমে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে ২১০ রানের টার্গেট তাড়ায় মালান একাই করেন ১১৪ রান। তার ইনিংসটি ১৪৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কায় সাজানো।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। যে কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাংলাদেশ।

৪৭.২ ওভারে ২০৯ রানেই অলআউট হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৮২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে এ রান করেন। এছাড়া ৪৮ বলে ৩১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩২ বলে ২৩ রান করেন ওপেনার তামিম ইকবাল। ১২ বলে ৮ রানে ফেরেন সাকিব।




দামুড়হুদায় পরিত্যক্ত অবস্থায় দুইটি মোটরসাইকেল উদ্ধার

দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছেন দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল দুইটি উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার সদরে আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজর সামনে রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদা মডেল থানার এএসআই মামুন এবং এএসআই লস্কর সাহাবুদ্দিন ডিউটি চলাকালীন অবস্থায় মালিক বিহীন ০২ (দুই) টি মোটরসাইকেল উদ্ধার করেন। একটি হলো রেজিস্ট্রেশন বিহীন ১১০সিসি টিভিএস মেট্রো প্লাস এবং অপরটি হলো সিবিজেড ১৫০সিসি যাহার রেজিস্ট্রেশন নাম্বার- মেহেরপুর- ল- ১১০২২৮। মালিক বিহীন মোটরসাইকেল দুইটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে রয়েছে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত মোটরসাইকেলের দাবী নিয়ে কেউ যোগাযোগ করেনি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




দামুড়হুদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

দামুড়হুদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন সাইফুল আলম।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন।

এসময় আরও উপস্থিত ছিলেন সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন। দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা উপজেলা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




মুজিবনগরে জাতীয় বিমা দিবস পালিত

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যে মুজিবনগরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।

মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বীমা দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টা সময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে পরিষদ চত্তর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি সড়ক পরিদর্শন শেষে একই জায়গায় শেষ হয়ে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ সামসুজ্জোহা, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম সহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।




দামুড়হুদায় জাতীয় বীমা দিবস পালিত

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য নিয়ে দামুড়হুদা উপজেলায় জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১০ টার সময় উপজেলা চত্বরে র‌্যালি ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ এর চুয়াডাঙ্গা জোনাল ইনচার্জ ও জাহাঙ্গীর আলম, পপুলার লাইফ ইন্সুইরেন্সে ছোটনসহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

আইন-শৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে চুয়াডাঙ্গা জেলা সহ দেশব্যাপী বুধবার (১ মার্চ) সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩’।

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক প্রদান।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্সে এ দিবসটি পালন করা হয়। বুধবার সকালে পুলিশ লাইন্স চত্বরে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। পরে একে একে সদর সার্কেল, দামুড়হুদা সার্কেল, সিআইডি, ডিবি, ডিএসবিসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ গভীর শ্রদ্ধায় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি সম্মান জানান

২০২১ সাল এবং তার পূর্বে চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা ও পুলিশ সদস্য যারা জেলার বাহিরে বিভিন্ন ইউনিটে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী তাদের ০৮টি পরিবারের সদস্যবর্গকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের পরিবারবর্গের হাতে ক্রেস্ট ও ব্যবহার্য সামগ্রী তুলে দেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ পুলিশ সুপারকে তাদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃমুন্না বিশ্বাস সহ বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সদর কেন্দ্রিক পুলিশ পরিদর্শক ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতি বছর ১ মার্চ নিহত পুলিশ সদস্যদের স্মরনে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়ে থাকে।




স্নাতক পাসে নিয়োগ দেবে গ্রিনডেল বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে মার্কেটিং অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

মার্কেটিং অফিসার।

যোগ্যতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

কোম্পানির সুযোগ সুবিধাদি

বিক্রয়ের বিপরীতে ইনসেনটিভ ও সপরিবারে দেশ-বিদেশে ভ্রমণ। উৎসব বোনাস, প্রভিডেন্ট ফাণ্ড ও গ্রাচুইটি। আকর্ষণীয় ডিএ ও অ্যাকচুয়াল টিএ।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩০ মার্চ, ২০২৩

সূত্র : বিডিজবস




কোটচাঁদপুরে জাতীয় বীমা দিবস পালিত

আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরপদ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০১ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।  পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী।

মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের শাখা ইনর্চাজ মানুষ কুমার স্বর্মা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এ জি এম আল-আমীন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডি জি এম আবুল কালাম আজাদ, ফ্যারিস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডি জি এম মোঃ ইসমাইল হোসেন,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এ জি এম মোঃ মঈন উদ্দীন খান।

বক্তারা বলেন, জীবনে চলার পথে বীমার কোন বিকল্প নেই। ১৯৬০ সালের ১লা মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কর্মজীবনে আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। সেই হিসাবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বর্তমান সরকার ১লা মার্চকে ১ম জাতীয় বীমা দিবস হিসাবে ঘোষনা করেন।

এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত অফিসার ও মাঠ পর্যায়ের সদস্যরা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।