মেহেরপুরে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান

মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের নিজস্ব কার্যালয়ে পানি সম্পদ প্রদর্শন এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সদর ভেটেরিনারি সার্জন সাকিবুল ইসলামের সঞ্চালনায়, জেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পানি সম্পদ কর্মকর্তা হারিমুল আবিদ, জেলা প্রাণীসম্পদ সম্পাসারন কর্মকর্তা বশির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাণিসম্পদ অফিস কর্মকর্তা রহমতুউল্লহ, বক্তব্য রাখেন সদর উপজেলা চাঁদবিল গ্রামের খামারি তারিকুল ইসলাম। এছাড়াও প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মচারীরা ও খামারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ প্রদর্শনী ও সমাপনী মেলায় ৫০ টি স্টল ছিল। বিভিন্ন এলাকার খামারিরা, গরু, গাভী, মহিষ ছাগল,গাড়ল, ভেড়া, কবুতর, টার্কি মুরগিসহ বিভিন্ন পশু এই মেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




চ্যাটজিপিটির মতো প্রযুক্তি তৈরির ঘোষণা দিলেন জাকারবার্গ

ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে নিজেদের বিং সার্চ ইঞ্জিন ও এজ ব্রাউজারে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে মাইক্রোসফট। আর তাই দ্রুত এ প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের লক্ষ্যে কাজ করছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। এবার চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মানুষকে বিভিন্ন কাজে সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ করছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন টুল তৈরির জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কাজ করা ব্যক্তিদের নিয়ে দলও গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এই টুল ব্যবহার করা হবে।

মেটার তথ্যমতে, চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির জন্য শিগগিরই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম বা লামা) নামের একটি সফটওয়্যার উন্মুক্ত করা হবে। সফটওয়্যারটি মূলত এআই সিস্টেমের মূল সফটওয়্যার হিসেবে কাজ করবে। সফটওয়্যারটি লাইসেন্সের মাধ্যমে গবেষকসহ অন্যরা ব্যবহার করতে পারবেন।

গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। এরপর থেকেই এ প্রযুক্তিতে কারা আধিপত্য করবে, তা নিয়ে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। এরই মধ্যে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট থেকে শুরু করে চীনের বাইডুও নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে।

সূত্র: এনডিটিভি




হলিউড সিরিজে সিক্রেট এজেন্ট প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। বলিউডের গণ্ডি পেরিয়ে এখন হলিউড ইন্ডাস্ট্রিতে হয়েছে তার বেশ নামডাক। এখন পর্যন্ত বেশ কয়েকটি হলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা। এবার তিনি অভিনয় করছেন ওয়েব সিরিজে। মুক্তি পেতে চলেছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘সিটাডেল’।

এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। যেখানে তিনি প্রথম অভিনয় করেছেন সিক্রেট এজেন্টের চরিত্রে। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) এই সিরিজ থেকেই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই অভিনেত্রী।

ইতোমধ্যেই এই শোর টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে একটি দাপুটে চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। এখানে তার চরিত্রের নাম নাদিয়া, যিনি কিনা একজন গুপ্তচর। তাকে রিচার্ড ম্যাডেনের বিপরীতে দেখা যাবে।

প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করার পর নিক সেখানে আগুনের ইমোজি পোস্ট করেন। শুধু তাই নয়, তিনি প্রিয়াঙ্কার ছবিতে নিজের মন্তব্য জানান।

এজিবিও ব্যানারের অধীনে রুশো ব্রাদার্স এই অ্যাকশন স্পাই থ্রিলার বানিয়েছেন। এই গল্পটি ম্যাসন কেন অর্থাৎ রিচার্ড ম্যাডেন এবং নাদিয়া সিন অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন তেমন দুই মানুষের চরিত্রে অভিনয় করবেন তারা। সিটাডেল আসলে একটি স্বাধীন বিশ্বব্যাপী স্পাই সংস্থা। সেটারই কীভাবে পতন হয়, তা ওয়েব সিরিজ দেখলে বোঝা যাবে।

ওয়েব সিরিজটি এপ্রিলের ২৮ তারিখ মুক্তি পাবে। দুটি পর্ব থাকবে এখানে। এরপর আবার মের ২৬ তারিখ থেকে প্রতি শুক্রবার করে একটি নতুন পর্ব দেখা যাবে।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে জাতীয় বীমা দিবস পালিত

জাতীয় বীমা দিবস উপলক্ষে গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(০১ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রথম গেট দিয়ে বের হয়ে দ্বিতীয় গেট দিয়ে ঢুকে একই স্থানে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ৩কেজি গাঁজাসহ গ্রেফতার ১

দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ৩কেজি গাঁজাসহ লাল্টু নামের একজনকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ।

বুধবার সকাল ৬ টার দিকে উপজেলার আরামডাঙ্গা গ্রামে রশিদের বাড়ি সংলগ্ন মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরাম গ্রামের আলাল উদ্দিনের ছেলে লাল্টু (৩২)।

পুলিশ সুত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এর দিক নির্দেশনায় কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমরান ও এএসআই মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি মুদি দোকানের সামনে থেকে ৩কেজি গাঁজাসহ লাল্টু কে গ্রেফতার করে। আসামীকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন ৩কেজি গাঁজাসহ গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের প্রথম পরীক্ষার মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স।

মিরপুরের শের -ই-বাংলা জাতীইয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। টস জিতে থ্রি লায়নসদের বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

প্রায় সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপ পরবর্তী সময়ে ভারত, পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টদের হারালেও আক্ষেপ হয়ে রয়েছে এই ইংলিশ বধ। সর্বশেষ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

সাত বছর পর আবার থ্রই লায়নসরা এসেছে বাঘের ডেরায়। এবার অবশ্য আরো শক্তিশালী ইংল্যান্ড, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেটের পসরা সাজিয়ে যে কোনো দলের জন্য হুমকি হয়ে উঠেছে জস বাটলারের দল।

এদিকে, ঘরের মাঠে বাংলাদেশকে হেলাফেলা করা যাবে না কোনোভাবেই। ঘরের মাঠে সর্বশেষ সাত ওয়ানডে সিরিজেই জয়। তামিম ইকবালের দল নিয়ে তাই বেশ সাবধানীই থাকবে ইংলিশরা।

ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ড সিরিজ দিয়ে ফের মাঠে নামছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক। এছাড়া এই সিরিজ দিয়ে ওয়ানডে একাদশে ফিরছেন তাইজুল ইসলাম। আজ প্রথম ম্যাচে মাঠেও নামছেন তাইজুল। তবে, বিপিএলে সাড়া জাগিয়ে বাংলাদেশে দলে দাক পাওয়া তৌহিদ হৃদয়কে প্রথম ম্যাচে সাইড বেঞ্চেই কাটাতে হচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, মঈন আলী, উইল জ্যাকস, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাস ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউপির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস উপজেলার ২টি ইউনিয়নের ১২ চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ করেন।

নগদাহ ইউনিয়নে ৯ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, মোঃ হায়াত আলী (নৌকা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী দারুস সালাম(মটর সাইকেল প্রতিক), আলমগীর হোসেন (রজনীগন্ধা প্রতিক), মোহাম্মদ হাবিবুল্লাহ (আনারস প্রতিক ), মোহাম্মদ আতিকুর রহমান (ঘোড়া প্রতীক), আওয়ালুজ্জামান (আটো রিক্সা প্রতিক), মোঃ মিশর আলী (টেলিফোন প্রতিক ), মোহাম্মদ এজাজ ইমতিয়াজ বিপুল( চশমা প্রতিক), মোহাম্মদ আবুল হোসেন (টেবিল ফ্যান)

আইলহাঁস ইউনিয়নে ৩ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, মোঃ জাহিদুল ইসলাম বাদল (নৌকা প্রতিক) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ বিল্লাল গনি (আনারস প্রতিক ) ও মিনাজ উদ্দিন বিশ্বাস (চশমা প্রতিক )।

একই দিন উপজেলার ২টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ২৩ জন ও সাধারণ সদস্য ৫১ জন প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিস বিভিন্ন প্রতিক বরাদ্দ করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা এম, এ, জি মোস্তফা ফেরদৌস বলেন,নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৬ মার্চ দ্বিতীয় ধাপে আলমডাঙ্গা উপজেলার ২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানাচ্ছি।




দামুড়হুদায় মুন্সীপুর বিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে ইউএনও

দামুড়হুদায় মুন্সীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়টির শ্রেনীকক্ষ সম্প্রসারণের নির্মাণকাজ পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে তিনি এ পরিদর্শন করেন।

এ সময় তিনি চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কাজের সঠিক মান ও যথা সময়ে কাজ শেষ করার জন্য বলেন। তিনি বলেন যতটুকু কাজ হয়েছে তা সন্তোষ জনক। ভালোভাবে কাজ শেষ হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মুন্সীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক।




ঝিনাইদহে তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং মাদকাসক্তি, আত্মহত্যা, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২৭ সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য খালেদা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ রায়হান আবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী হাসান।

অনুষ্ঠানের উদ্দেশ্যসহ স্মার্ট বাংলাদেশ, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রভৃতি বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খালেদা খানম বলেন, স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নতুন এক উন্নয়ন দর্শন। এটি এমন এক উন্নয়ন দর্শন যেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং ভোগান্তি ছাড়া প্রত্যেক নাগরিক পাবে অধিকারের নিশ্চয়তা এবং কর্তব্য পালনের সুবর্ণ এক সুযোগ। এই স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি থাকবে সেগলি হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকনোমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। মূলত স্মার্ট সিটিজেন গড়ে তুলতে পারলেই পরবর্তী ভিত্তিগুলি রচনা করা সম্ভব হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে স্মার্ট গভর্নমেন্টের শক্ত ভিত্তি রচিত হয়েছে। সময়ের সাথে সাথে এই প্রক্রিয়া আরো শক্তিশালী হবে। তিনি স্মার্ট সিটিজেন গড়ে তোলার জন্য ছেলে-মেয়েদেরকে আধুনিক তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক ও আত্মহত্যা প্রতিরোধে তিনি সকলকে সোচ্চার ভূমিকা রাখার আহবান জানান।
মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার তিন শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।




‘১০৭৯ দিনের চুয়াডাঙ্গা’ বইয়ের মোড়ক উন্মোচন

পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের লেখা ‘১০৭৯ দিনের চুয়াডাঙ্গা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল  সোমবার ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জি এম তারিকুল ইসলাম, শিক্ষক ও প্রকাশক রফিকুল ইসলাম।

১০৭৯ দিনের চুয়াডাঙ্গা’ বইটি প্রকাশ করেছে রাদ্ধ প্রকাশ। মো. জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করার সময়ের ঘটনাবলি নিয়ে বইটি লেখা।

মো. জাহিদুল ইসলাম বর্তমানে সিআইডি পুলিশ সুপার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করে থাকেন।