আইসিসির স্বীকৃতি স্মারক পেলেন মিরাজ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃতি স্মারক পেলেন মেহেদি হাসান মিরাজ।
২০২২ সালে ওয়ানডেতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান বাংলাদেশের এই অলরাউন্ডার।
বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি হিসেবে দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকে বিশেষ স্মারক হিসেবে আইসিসি লোগো সমন্বিত ক্যাপ দিয়েছে। ‘আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২২’ লেখা সমন্বিত সেই ক্যাপ এসে পৌঁছেছে মিরাজের হাতে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নিজের স্বীকৃতি স্মারক ক্যাপ নিয়েই আসেন মিরাজ।
২০২২ সালে ১৫টি ওয়ানডে খেলে একটি সেঞ্চুরি আর একটি ফিফটির সাহায্যে ৬৬ গড়ে ৩৩০ রান করেন মিরাজ। বোলিংয়ে শিকার করেন ২৪ উইকেট।ৎ
সূত্র: যুগান্তর