দামুড়হুদা নতিপোতায় কৃষি মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার নতিপোতায় কৃষি মেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার সময় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে নতিপোতা হাই স্কুল চত্বরে এই কৃষি মেলার উদ্বোধন করা হয় এবং বিকাল ৪টার সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্থানীয় সরকার পরিচালক (ভারপ্রাপ্ত) আরাফাত রহমান। বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাস চন্দ্র সাহা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।

প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বেলাল হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম প্রমুখ।




দামুড়হুদায় সিএসএস এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

দামুড়হুদায় বেসরকারি এনজিও প্রতিষ্ঠান সিএসএস এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।

শনিবার সকালে দিকে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, যশোর জোন এর আয়জনে দামুড়হুদা সিএসএস এর শাখা কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

দামুড়হুদা সদর ইউপি সদস্য নূরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

সিএসএস এর আরএম তাপস ঘোষ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কার্যালয়ের এআরএম রুবেল হোসেন, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, ব্যাবসায়ী মিজানুর রহমান, দামুড়হুদা ব্রাঞ্চ ম্যানেজার আজিম উদ্দীন।

সিএসএস এর স্থপতি রেভারেন্ড পল মুন্সী’র স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ফ্রী মেডিকেল ক্যাম্প। প্রায় দুই শত জন সেবা প্রত্যাসীর মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: মোখলেছুর রহমান (মামুন)। এসময় আরও উপস্থিত ছিলেন স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




দামুড়হুদায় প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দামুড়হুদায় প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টার সময় উপজেলা চত্বরে অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাসলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, আনসার ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় অফিসার হারুন অর রসিদ।




মুজিবনগরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে বুলুয়ারা(৩৫) হত্যা মামলার প্রধান আসামি আহসান আলী(৩৫) কে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শরিয়তপুর জেলার সখিপুর থানাধীনচর কমরিয়া ইউনিয়নের মোল্লার হাট পেদা মার্কেটের নাজমুলের হোটেলের সামনে হইতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত, আহসান আলী মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলিম জানান, গত ২০ ফেব্রুয়ারি অজ্ঞাত পরিচয় মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের একটি গমক্ষেত থেকে লাশ উদ্ধার করে মুজিবনগর পুলিশ। পরে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রচারের পর গাঙ্গে উপজেলার নিশিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী বুলুয়ারা খাতুন (৩৫) লাশ বলে শনাক্ত করে তার আত্মীয়রা।

এ ঘটনায় নিহত ভাই আব্দুল হামিদ মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখঃ ২১-০২-২৩। এরপর থেকেই আসামি আটকের জন্য মাঠে নামে মুজিবনগর থানা ও জেলা ডিবি পুলিশের টিম।

পরবর্তীতে চাঁদপুর, শরীয়তপুর, ঢাকা সহ বিভিন্ন এলাকার উদ্দেশ্যে অভিযানে বের হয়। অভিযান চলাকালে তথ্যগত প্রযুক্তির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি তারিখ দুপুর আড়াইটার দিকে মেহেরপুর জেলার ডিবি পুলিশ, মুজিবনগর থানা পুলিশ ও শরিয়তপুর জেলার সখিপুর থানা পুলিশের সহায়তায় সখিপুর থানাধীন চরকমরিয়া ইউনিয়ন এর মোল্লার হাট পেদা মার্কেটে নাজমুলের হোটেলের সামনে থেকে আহসান আলীকে গ্রেফতার করা হয়।

উল্লখ্যঃ বুলুয়ারা খাতুনের স্বামী রফিকুল ইসলাম মারা যাওয়র পর, একটি কন্য সন্তান রেখে দুই বছর পূর্বে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আহসান আলীর সাথে বিয়ে করে। বিয়ে পর থেকে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাক। এর কারণ আহসান ছিল মেয়ে লোভি। গত দেড়বছরে আগেও বামন্দী রানা সিনেমা হলের পেছনে জুতারপেটা করেছিলেন বুলুয়ারা। বুলুয়ারা মুত্যুর পর সেই জুতা পেটার ছবি সামাজিক গণমাধ্যম ফেজবুকে ছড়িয়ে পড়েছে। গত শনিবার (১৮ ফেব্রুয়ারি)বুলুয়ারার নিশিপুর গ্রামে তার মেয়ের সাথে দেখা করে দ্বিতীয় স্বামীর বাড়ি পিরাজেপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে নিখোঁজ হন। গত সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহাজনপুর গ্রামের একটি ইটভাটার কাছে গমক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশের একটি দল।




দর্শনায় দুদিন ব্যাপি শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মতবিনিময় সভা

“উনত রাষ্ট্রের অভিষ্ঠ লক্ষ্য পৌছাতে শিক্ষার কোন বিকল্প নেই” এই স্লােগানকে সামনে রেখে দুদিন ব্যাপি দর্শনায় প্রাথমিক শিক্ষক -শিক্ষিকাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

এ সভায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলার (সদর উপজলার) আংশিক নির্বাচনি এলাকা ও সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯ শত শিক্ষকদের নিয়ে চুয়াডাঙ্গা ২ আসনের এমপির আয়ােজনে ,দামুড়হুদা উপজলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর সার্বিক সহযাগিতায় দর্শনা অডিটারিয়াম প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষিকামন্ডলীর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মতবিনিময়সভা অনুষ্টিত হয়। এ মতবিনিময় সভায় দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

এসময় তার বক্তব্য বলেন, বর্তমান সরকার শিক্ষক শিক্ষিকাদের বেতন ভাতাসহ নানা ধরনের সুযোগ করে দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু একটি স্বপ্ন দেখেছিলেন একটি নিরক্ষর মুক্ত সোনার বাংলাদেশ।তারই সুযোগ্য কন্যা তার রেখে যাওয়া স্বপ্ন গুলো পৃরন করার জন্য দেশের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগে গ্রাম অন্ঝলে ছাত্র ছাত্রীরা স্কুলে যেতো না। এখন সরকার প্রত্যেক ছেলে মেয়েদের প্রতিমাসে কিছু টাকা দিচ্ছে।তাই আসুন আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে উন্নত রাষ্ট হিসাবে গড়ে তুলি।

তিনি আরও বলেন, শুধুমাত্র জিপিএ-৫ অর্জন করলেই একজন শিক্ষার্থী ভালা ছাত্র হয়ে যাবে আমরা এটা মনে করিনা। আমাদর লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা। যাতে শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় পাশ করার পর উচ মাধ্যমিক ভর্তি হয় সেখানে পড়ালেখায় পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আরও লক্ষ্য রাখতে হবে আপনাদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, জাতীয় দিবসগুলা যথাযথ ভাবে পালন, অভিভাবক এবং মায়েদের সাথে নিয়মিত মতবিনিময়, দুর্বল শিক্ষার্থীদর প্রতি বিশেষ নজরদারী আপনাদেরকে গুরুত্বসহকারে দেখাশােনা করতে হবে।

বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা, আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু বলেন, শিক্ষার্থীদের যােগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে হলে বিশেষ করে প্রাথমিক শিক্ষকদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকদর একযােগে কাজ করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরদার আলামিন, সহকারী পুলিশ সুপার মুনা বিশ্বাস, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ,লীগর সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা থানার অফিসার ইসচার্জ এ এইচ লুৎফুল কবীর, দামুড়হুদা উপজলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন, নুরু ইসলাম, শাহারিয়ার কবির।

শিক্ষকদর মধ্যে থেক দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন, দর্শনা পুর্ব রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদ, দর্শনা কাস্টামস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা পারভীন।
পরিশেষে প্রধান অতিথি এ মতবিনিময় সমাবেশের আলাচনা সভায় শিক্ষকদের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দশনা ও সরকারের শিক্ষার মান সমূহসহ উন্নয়নের চিত্র তুলে ধরেন।অনুষ্টানটি সার্বিক পরিচালনা করেন দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ।




কোটচাঁদপুরের ৩৫ ঘর বসতি চলা চলের পথ বন্ধের অভিযোগ

প্রতিবেশিদের শায়েস্তা করতে কাটা আর টিনের বেড়া দিয়ে দীর্ঘ দিনের চলার পথ বন্ধ করার অভিযোগ প্রতিপক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে। এতে করে বেকায়দায় পড়েছেন ওই পথে চলাচল করা ৩৫ ঘর বসতি। এ অবস্থা চলছে কোটচাঁদপুরের লক্ষিকুন্ড গ্রামে। বিষয়টি তদন্ত পূর্বক নিরোশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মকগুল হোসেন, আমির হোসেন, সাইফুল ইসলাম, ও শাহিনুর খাতুন বলেন, আমাদের জন্মের আগ থেকে এ পথটি রয়েছে। এখন পথে বেড়া দেওয়ায় বেকায়দায় পড়েছি আমরা। আওয়াল আর মান্নানের মধ্যে জমি নিয়ে সমস্যা। এখন ভুগতে হচ্ছে সবার।

তারা তাদের জায়গায় বেড়া দেয়ায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ আলমসাধু, ভ্যান সহ সব ধরনের যান চলাচল করতে পারছে না। এতে করে আমাদের চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হয়েছে, তেমনি জীবন -জীবিকাও থমকে গেছে। বিষয়টি দ্রুত নিরোশনের জন্য সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগীরা বলেন, এ ব্যাপারে চেয়ারম্যান ও ইউএনও সাহেবের কাছে অভিযোগ করবো।

বিষয়টি নিয়ে অভিযুক্ত আব্দুল মান্নান বলেন,এ জায়গা আমি ফেলে রেখে ছিলাম। মানুষ চলাচল করতো। কয়েক দিন হল আওয়াল হোসেন তাঁর জমি মেপে বেড়া দিয়েছেন। এ কারনে আমিও আমার জায়গায় বেড়া দিয়েছি।

সাবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন,তারা আমার কাছে কেউ কিছু বলেননি। এরপরও লোক মারফত জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। যাতে করে ওই ঘটনা নিয়ে এলাকা বড় ধরনের কিছু না ঘটে। বিষয়টি হল,আওয়াল হোসেন তাঁর জমি মেপে বেড়া দেয়ায়,মান্নানও তাঁর জায়গা বেড়া দিয়েছেন। এখন তারা যদি আমার কাছে অভিযোগ করে,তাহলে দেখি মিমাংসা করার চেষ্টা করবো অবশ্যই।




ঝিনাইদহে তিন দফা দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সরকারি নির্দেশনা মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং বেতন খোরাকী বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান খাঁনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কার্যকারী সভাপতি একরামুল হক লিকু,সাধারণ সম্পাদক আশরাফুর জামান খোকন,কার্যকারী সভাপতি আবু সাইদ, সহ-সভাপতি আমির ফয়সাল মোহাব্বত,যুগ্ম-সম্পাদক হানিফ খান,সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আফতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু ,প্রচার সম্পাদক ফিরোজ বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন মিয়া,শ্রম ও কল্যাণ সম্পাদক আনিচুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সড়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্য নির্বাহী সদস্য মশিয়ার রহমান, মফিজুর রহমান সুমন,দিলিপ হোড়,আব্দুল বারি প্রমূখ।উল্লেখ্য,শ্রমিকদের তিন দফা দাবি আগামী ৭২ ঘন্টার মধ্যে মানা না হলে বৃহত্তর কর্মসূচী দেবার ঘোষণা দেন শ্রমিক নেতারা।




২০৩১ সালে তথ্যপ্রযুক্তি খাতে ২০০০ কোটি ডলার রপ্তানি আয় সম্ভব

২০২৫ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাতে ৫০০ কোটি (৫ বিলিয়ন) মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বিশ্বাস করেন, ৫০০ কোটি নয়, ২০৩১ সাল নাগাদ এই খাত থেকে ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার রপ্তানি আয় করা সম্ভব। সরকার, শিল্প (ইন্ডাস্ট্রি) ও শিক্ষা (একাডেমিয়া)—এই তিন খাতের অংশীজনেরা সমন্বিতভাবে তিনটি কাজ করলেই সেটি সম্ভব হবে।

কাজগুলো হলো তথ্যপ্রযুক্তি খাতের গবেষণা ও উন্নয়ন, দেশ–বিদেশে ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং ও দক্ষ জনবল তৈরি। শনিবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলমান বেসিস সফটএক্সপোতে প্রথম আলোকে এসব কথা বলেছেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ।

রাসেল টি আহমেদ প্রথম আলোকে বলেন, ‘২০২৫ সাল কিন্তু খুব দূরে নয়, কাল বাদে পরশুর মতো। ২০৩১ কিংবা ২০৪১ সালও খুব বেশি দূরে নয়। আমাদের সামনে অনেক সম্ভাবনা। উন্নত দেশগুলোর নৌকা চলছে কিন্তু আমাদের নৌকাটি ঘাটে ভিড়ে আছে। দুই হাজার কোটি ডলার রপ্তানি আয়ের কথা যে বলছি, এটা আমাদের কেউ দান করবে না। আমাদের এটা ব্যবসা করে আনতে হবে। অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করেই আমাদের এই অর্থ আনতে হবে। এই সুযোগ আমাদের রয়েছে। এই জন্য তিন ক্ষেত্রের অংশীজনেরা (স্টেকহোল্ডার) সমন্বিতভাবে তিনটি কাজ করলেই সেটি সম্ভব।’

বাংলাদেশকে আইসিটির (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) দেশ হিসেবে কেউ চেনে না বলে মন্তব্য করেন রাসেল টি আহমেদ। তিনি বলেন, ‘আমাদের দেশকে প্রধানমন্ত্রীর জন্য চেনে। তাই আমাদের দেশকে বিশ্বের দুয়ারে তুলে ধরতে সঠিক ব্র্যান্ডিং করতে হবে। আমরা পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের কথা বলছি, কিন্তু আমরা বাস্তবে সেই কাজ করছি না। প্রধানমন্ত্রীর কাছে আমাদের তথ্যপ্রযুক্তি খাতের যাঁরাই যাচ্ছেন, তাঁরাই বলছেন “ভালো আছি”, তাহলে তিনি আমাদের কীভাবে সাহায্য করবেন? আমরা তথ্যপ্রযুক্তি খাত আসলে ভালো নেই। আমাদের অনেক কিছু করার আছে। সে কাজগুলো করতে হবে। ডিজিটাল বাংলাদেশে কী করতে পারিনি, আমাদের তা দেখতে হবে। সে কাজগুলো স্মার্ট বাংলাদেশে করতে হবে।’

বেসিস সফটএক্সপো ২০২৩ দেশের এযাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। সম্পূর্ণ বেসরকারি খাতের উদ্যোগে এমন বৃহৎ পরিসরে কোনো তথ্যপ্রযুক্তি প্রদর্শনী এর আগে অনুষ্ঠিত হয়নি বলে জানালেন রাসেল টি আহমেদ। তিনি বলেন, ‘আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতার পাশাপাশি সম্ভাবনাকে তুলে ধরা। আমাদের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী ভূমিকাতেই ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়িত হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে “স্মার্ট বাংলাদেশ”-এ রূপান্তর করার ক্ষেত্রে একমাত্র শক্তিশালী অংশীদার হিসেবে বেসিসই পারবে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে।’

একনজরে বেসিস সফটএক্সপো ২০২৩
রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলে বেসিস সফটএক্সপো। মেলা শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি। মেলা চলবে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা।

* ২০৪টি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল বা প্যাভিলিয়ন।
* ২০০ জনের বেশি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি–বিশেষজ্ঞের অংশগ্রহণ।
* আইসিটি-বিষয়ক ১৮টি সেমিনার।
* ২ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প।
* ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী।
* ৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবট প্রদর্শনী।
* আউটসোর্সিং সম্মেলন।
* অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, উইমেন ইন আইটি প্রোগ্রাম
* স্টার্টআপ সম্মেলন।
* ডেভেলপারস সম্মেলন ও জাপান ডে।
* গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও মিডিয়া কর্নার।
* দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিটুবি ম্যাচমেকিং।
* বিজনেস লিডারস মিট।
* প্রতিদিন সন্ধ্যায় কনসার্ট।

সূত্র: প্রথমআলো




কোটচাঁদপুর ১৮তম জুমাতুল হুজ্জাজ সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ কোটচাঁদপুরে  শনিবার উপজেলার হাজি সমিতির ১৮তম বার্ষিকজুমাতুল হুজ্জাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে এই সম্মেলনে উপজেলার হাজি সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনিসুজ্জামান মান্নু সঞ্চালনায় শতাধিক হাজি অংশগ্রহণ করে।

এ সময় সম্মেলনে বক্তব্য রাখেন হাজি মোঃ শাহাজান আলী , হাজি মোঃ আমিরুল ইসলাম, ও হাজি মোঃ আমিন উদ্দিন খান সহ বিভিন্ন হাজি গণ ।

এসময় বক্তব্যে তারা বাইতুল্লা শরীফে তোয়াবকারী হাজি গণ কে পরম সৌভাগ্যবান উল্লেখ করে বাইতুল্লা শরীফে শপথের কথাটি স্মরন করেন। পরে হাজিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন সম্পূর্ণ করা হয়। সম্মেলনে হাজী সমিত পুরাতন কমেটি দায়িত্ব পালন করেন বলে সকল হাজিগণের মতামত গৃহীত হয়।




চুয়াডাঙ্গায় পদযাত্রায় এসে বিএনপি নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা বিএনপির পদযাত্রায় এসে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার (৬৮) মারা গেছেন। নেতাকর্মীরা বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার নতুন জেলখানার সামনে থেকে পদযাত্রায় অংশ নেন তিনি। পদযাত্রা শুরুর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন জানান, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। পদযাত্রায় অংশ নিয়ে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় একটি গাড়িতে করে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।