রাজনীতির শুরু থেকে এ পর্যন্ত জনগণের সাথে মিশে আছি
রাজনীতির শুরু থেকে এ পর্যন্ত জনগণের সাথে মিশে আছি। কৃষক শ্রমিক মানুষের সাথে মিশে আছি। একজন কৃষক পরিবারের ছেলে হিসেবে রাজনীতির শুরু থেকে এ পর্যন্ত কৃষক পরিচয় দিতে গর্ববোধ করেছি।
মেহেরপুর জেলা যেহেতু কৃষি প্রধান জেলা এ জ্বালায় যেহেতু শিল্প কলকারখানা নেই সেহেতু কৃষকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে মেহেরপুরের উন্নয়ন হবে, মেহেরপুরের মানুষের উন্নয়ন হবে। এই কথা ভেবেই নির্বাচনের পরে সংসদ সদস্য হিসেবে আমার নির্বাচনী এলাকার গাংনীর বিভিন্ন মাঠে কৃষক ছাউনি স্থাপন করেছি।যাতে কৃষকরা ঝড় ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে। যার নাম দিয়েছি “শেখ হাসিনা কৃষক ছাউনি” এই প্রকল্পটি জাতীয় সংসদে উপস্থাপন করেছি। যেটি দেশব্যাপী সমাদৃত হয়েছে।
গাংনী শহর ফোরলেন রাস্তায় পরিণত হচ্ছে। মেহেরপুর একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। গাংনী উপজেলায় একটি মডেল মসজিদ হয়েছে এবং একটি মিনি স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন হয়েছে ব্যাপক। যার ফলশ্রুতিতে মানুষ আবারো আমাকে এমপি হিসেবে নির্বাচিত করবে। এমন আশা ব্যক্ত করেন মেহেরপুর -২( গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। দৈনিক মেহেরপুর প্রতিদিনের “নিয়মিত আয়োজন “মুক্ত কথা” আলোচনায় অনুষ্ঠান সঞ্চালকের বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।
দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুর সঞ্চালিত ” মুক্ত কথা” অনুষ্ঠানে যুব সমাজকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুব সমাজ আজ হাতের মুঠোয় পৃথিবী পেয়েছে, প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছে। বর্তমান সরকার শিক্ষিত যুব সমাজকে কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ তৈরি। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যুব সমাজকে মাদক থেকে দূরে সরিয়ে রাখার জন্য বিভিন্ন খেলাধুলায় পুরস্কার দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। বিভিন্ন শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। খেলাধুলায় মনোযোগী হচ্ছে অনেকেই। তবে দেশীয় খেলাধুলা কিছুটা ভাটা পড়েছে বলেও স্বীকার করেন তিনি।
২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার সন্ধ্যায় এমপি সাহিদুজ্জামান খোকনের বাসভবনে “মুক্ত কথা”র আলোচনা সভায় অতিথি হিসেবে এমপি সাহিদুজ্জামান খোকনকে আমন্ত্রণ জানাই দৈনিক মেহেরপুর প্রতিদিন। এম এ এস ইমন এর প্রকাশনায় এবং ইয়াদুল মোমিন সম্পাদিত দৈনিক মেহেরপুর প্রতিদিন মেহেরপুর জেলার একটি সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা। পত্রিকাটি প্রকাশনা কাল থেকেই এ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়মিতভাবে প্রচার করে আসছে। সাদা কে সাদা ও কালোকে কালো বলায় এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করে পত্রিকাটি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলে আস্থার পত্রিকা হিসেবে জনপ্রিয়তা বেড়েছে বলে জানান এমপি সাহিদুজ্জামান খোকন।
সঞ্চালকের রাজনৈতিক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। যে দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে। সকল শ্রেণীর পেশার মানুষ রাজনীতি করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের পরাধীন মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্বাধীনতা এনে দিয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন ঘটিয়েছেন জনগণের উন্নয়ন ঘটিয়েছেন। মানুষ আজ নির্বিঘ্নে চলতে পারে নির্বিঘিলে কথা বলতে পারে এবং ব্যবসা-বাণিজ্য করতে পারে কোথাও বোমাবাজি হয় না কোথাও ছিনতাই হয় না। রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে দেশের সকল মানুষকে সমান সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বর্তমান সরকার। ঠিক তেমনি ভাবেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করেছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকে সমানভাবে সভা সমাবেশ করার সুযোগ তৈরি করে দিয়েছে। বিরোধীদলের রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক কর্মকান্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি। সরকারের উন্নয়নের পাশাপাশি গাংনী উপজেলায় নির্বাচনী এলাকায় ৮০ ভাগ জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন বলেও দাবি করে সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন বলেন, জনগণ আবারও আমাকেই এমপি হিসেবে দেখতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো সরকার গঠন করতে চাই।
সবশেষে সাহিদুজ্জামান খোকন বলেন, তিনি আবারও নৌকার মনোনয়ন চাইবেন এবং দল তাকে মূল্যায়িত করবেন। বাংলাদেশ আওয়ামীলীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সরকারের উন্নয়ন তুলে ধরেছেন। শেখ হাসিনার কথা তুলে ধরছেন। তিনি বিশ্বাস করেন বর্তমান সরকারের উন্নয়ন দেখে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার গঠনে জনগণ সর্বাত্মক সহায়তা করবে।