মেহেরপুরে ‘রেডিও পায়রা’ আয়োজিত উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতা

মেহেরপুরে শিক্ষার্থীদের মাঝে জেলর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের কথা তুলে ধরতে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আনিশা গ্রুপের সার্বিক সহযোগীতায় ‘রেডিও পায়রা’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবুল হাসেম, সহকারী শিক্ষক মো. মাসুদ রানা, মো. হাবিবুর রহমান, মাহবুবুল হক, শাহিন আলম, রেডিও পায়রার প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ আহমেদ। উপস্থিত বক্তৃতার শেষে বিজয়ী তিনজন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপস্থিত বক্তৃতায় বিভিন্ন শ্রেণীর ৭জন শিক্ষার্থী মেহেরপুরের ইতিহাস, ঐতিহ্য নিয়ে তাদের বক্তব্য প্রদান করে। এতে প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণীর ফারজানা আক্তার মারিয়া, ২য় স্থান অর্জন করে দশম শ্রেণীর সাব্বির আহমেদ রাব্বি, ৩য় স্থান অর্জন করে ৭ম শ্রেণীর ফাবিহা মুস্তারী মোহনা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুল আওয়াল রেডিও পায়রাকে এমন সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। আবারো এমন আয়োজন করার জন্য রেডিও পায়রার চেয়ারম্যান এম এ এস ইমনের প্রতি উদ্দাত্ত আহবান জানান এবং তার সার্বিক মঙ্গল কামনা করেন।




দামুড়হুদায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার

দামুড়হুদায় ছয়টি ওয়ারেন্ট ভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো দামুড়হুদা উপজেলার চন্দ্রাবাস গ্রামের আলী আহমদ এর ছেলে আশরাফুজ্জামান ওরফে আশরাফুল (৩৮)।

পুলিশ সুত্রে জানাগেছে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদ ও এএসআই শাহাবুদ্দীন লস্কর বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং শ্বাস রুদ্ধ কর অভিযান শেষে রংপুর থেকে ছয়টি সি আর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আশরাফুজ্জামান ওরফে আশরাফুলকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ছয়টি সি আর গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক জন আসামী গ্রেফতার হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।




মিরপুরে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার দায়িত্ব নিল ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ

অর্থের অভাবে সামিয়া-সাদিয়ার (দুই জমজবোন) নিজেরা প্রাইভেট পড়তে না পারলেও তারা তাদের লেখাপড়ার খরচ জুগিয়েছেন নিজেরা টিউশনি করে।

নানা প্রতিকুলতার মধ্যে বেড়ে ওঠা এই দুইবোন গেলো বছর এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে।

সামিয়া খাতুন ও সাদিয়া খাতুন নামের জমজ দুইবোনের বাবা আশরাফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের হাজীপাড়ার এলাকার বাসিন্দা। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগী। বাবার স্থানে যেন তার মা আসমা খাতুন শত কষ্ট করেও তাদের সন্তানদের লেখাপড়া চালিয়ে আসছিলো। এবং লেখাপড়া থেকে একচুল পিছু হটতে দেননি তিনি। কিন্তু টাকার অভাবে অনিশ্চিত হয়ে পড়েছিলো তাদের শিক্ষাজীবন। কষ্টের কথা বলতে গিয়ে টলমল করে উঠছিল তাদের চোখ। সামিয়া খাতুন ও সাদিয়ার মতো স্কুল,কলেজ-বিশ্ববিদ্যালয়ের আর আট জন শিক্ষার্থীর পড়ালেখা জীভন শেষ করতে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

কারও বাবা ভ্যানচালক, কারো বাবা রাজমিস্ত্রী বা দিনমজুর। আবার কারও বাবা মারা গেছে। সংসারে নিত্য অভাব লেগেই আছে। যেখানে তিনবেলা খাবার জোটেনা, সেখানে পড়াশুনার চিন্তা করাটাও ছিল দূরহ ব্যাপার। তারপরও থেমে থাকেনি তারা। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও পড়াশুনা চালিয়ে যাচ্ছে। এমন আট শিক্ষার্থীর পড়াশুনার দায়িত্ব নিয়েছে “ইয়াসিন -মাহমুদা স্মৃতি পরিষদ”।

বুধবার সকালে মিরপুর মহিলা কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশীদ।
তিনি বলেন, এসব মেধাবি ছাত্র-ছাত্রীর হয়তো পরিবারে অস্বচ্ছলতা আছে কিন্তু তারা যে মেধাবী তাতে কোন সন্দেহ নেই।’ আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে ‘ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ’ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের খুঁজেখুঁজে বের করে তাদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন এভাবেই যদিও আরও কেউ এগিয়ে আসে তাহলে হয়েতোবা আর দরিদ্রদের খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, আজকের তারুণ্যই আগামী দিনের ভবিষ্যৎ। দরিদ্রতাকে জয় করে এসব তরুণদের হাতেই গড়ে উঠুক আগামীর সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ।

ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা: ইফতেখার মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ রাজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মর্তুজা হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল মজিদ, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো: রোকনুজ্জামান প্রমুখ।
ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা: ইফতেখার মাহমুদ বলেন, একজন শিক্ষার্থীর মধ্যে যদি আত্মবিশ্বাস শক্তি, ভবিষ্যৎ স্বপ্ন থাকে তাহলে তার জীবনের গতি-চেতনা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একজন শিক্ষার্থীর যদি আত্মবিশ্বাস না থাকে, স্বপ্ন না থাকে তাহলে একসময় জীবনের গতি-চেতনা থেমে যাবে। আমরা অর্থ সহায়তা দিয়ে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস এবং মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছি। ‘টাকার অভাবে কোন মেধাবি শিক্ষার্থীর যেন লেখাপড়া বন্ধ না হয় সেটার জন্য কাজ করবে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ।

কুষ্টিয়া জেলার প্রথিতযশা চিকিৎসক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা: ইফতেখার মাহমুদ এসব মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করে থাকে। এখন পর্যন্ত এই সংস্থাটি অন্তত শতাধিক শিক্ষার্থীকে পড়াশোনার জন্য সহায়তা দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মঙ্গলবার নতুন করে আরও ৮ জন শিক্ষার্থীর পড়াশুনার খরচ দেওয়া হয়। মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য প্রদিমাসে এক হাজারা টাকা, উচ্চ মাধ্যমিকের জন্য প্রতিমাসে দেড় হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিমাসের দুই হাজার টাকা প্রদান করা হবে। আাজকের এই অনুষ্ঠানে দুই মাসের জন্য শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।




দামুড়হুদায় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা

দামুড়হুদায় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১১৬ টি স্কুলের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ৫৪ টি ইভেন্টে প্রথমস্থান অধিকারকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন।দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।

সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, নুর ইসলাম, ছবির উদ্দিন, শাহরিয়ার কবির ও সেলিম রেজা।




চুয়াডাঙ্গা জেলা রোভারের কার্যনির্বাহী কমিটির সভা ও বিপি দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার এর কার্যনির্বাহী কমিটির সভা,বিপি দিবস উপলক্ষে কেক কাটা, এবং আলোচনা পরবর্তী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা রোভারের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খানের উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা রোভারের কার্যনির্বাহী সভা ও বিপি দিবস অনুষ্ঠিত হয়।

এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলার রোভারের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, স্কাউট এর তিনটি শাখা কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউট সবসময় আর্ত মানবতার জন্য কাজ করে থাকে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ২১ লক্ষ স্কাউট তৈরীর লক্ষ ইতিমধ্যে অর্জন করেছে বাংলাদেশ। সেইসাথে ২০৪১ সালের মধ্যে ৪১ লক্ষ স্কাউট তৈরীর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। স্কাউট রাষ্ট্রের সকল প্রকার কার্যক্রমে বিশেষভাবে সেবা প্রদান করে থাকে ।

এ সময় তিনি আরোও বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে বাংলাদেশ যে পথে এগিয়ে যাচ্ছে সেই জন্য তিনি কাব স্কাউট স্কাউট এবং রোভার স্কাউটদের বিশেষভাবে অবদান রাখা এবং ইউনিট লিডারদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জ্ঞাপন করেন।

আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খান বিপি দিবস উপলক্ষে কাব স্কাউট, স্কাউট, রোভার এবং ইউনিট লিডারদের নিয়ে স্কাউটের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে কেক কাটেন। স্কাউট এর প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল স্কাউটদের মাঝে তিনি বি.পি. এবং গিলওয়েলের ব্যাডেন পাওয়েল নামেও সমাধিক পরিচিত।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সহ সভাপতি প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সহ-সভাপতি আবু রাশেদ,চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এর সম্পাদক তানভীর আহমেদ সহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার ইউনিট লিডার ও জেলা স্কাউট এর বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার ইউনিট লিডার সহ চুয়াডাঙ্গা জেলার সকল প্রতিষ্ঠান রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এডিসি আরাফাত রহমান

দামুড়হুদা উপজেলার ৬নং হাউলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার পরিচালক (ভারপ্রাপ্ত) আরাফাত রহমান। বেলা ১১টার দিকে তিনি সরজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প, সব ধরনের রেজিস্টার, ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, চলমান কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন বর্তমান সরকারের আমলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সব ধরনের নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। জন সেবায় যেন কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেদিকে সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে বলেন। ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে তিনি সন্তুষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, হাউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান (২) শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন, ইউপি সদস্য শাহজামাল, সেলিম উদ্দিন, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, ডিজিটাল সেন্টারের উদ্যক্তা মাহমুদা খাতুন ও সৌরভ হোসেন প্রমূখ।




দামুড়হুদা উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সার বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, উপজেলা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম, বিএডিসি সভাপতি নজরুল ইসলাম, বিসিআইসি ডিলার সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, ইয়াসিন আলী, মনিরুল হক, হাবিব, আনোয়ার, রবিউল ইসলাম প্রমুখ।




শৈলকুপায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম নবী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটই বাজারে এঘটনা ঘটে।

নিহত গোলাম নবী ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত কিয়াম মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে ভাটই বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নিহত গোলাম নবী। সেসময় কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে চাকার নিচে মাথা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




দামুড়হুদায় কৃষি প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দামুহুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির। এ সময় তিনি বলেন উপজেলায় আউশধান রোপনের জন্য ৩৮শত জন কৃষকের মাঝে প্রণোদনা দেওয়া হবে। বিঘা প্রতি আউশের ব্রীধান-৪৮ জাতের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে দেওয়া হবে।

আউশের মৌসুমে সকল ইট ভাটায় পতিত জমিতে যদি এই ধান উৎপাদন করা হয় তাহলে উপজেলায় আরো বেশি ধান উৎপাদন হবে। উপজেলায় পাট চাষীদের জন্য ৭ হজার ৬শত ৬০ জনকে বিঘা প্রতি ১ কেজি করে পাটের বীজ দেওয়া হবে। এই লক্ষ্যে প্রতিটা ইউনিয়ন পরিষদে তালিকা তৈরি হবে, ওই তালিকায় যেন প্রকৃত কৃষকদের নাম থাকে সে ব্যাপারে উপজেলার সহকারি কৃষি কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার, উপজেলা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, বিএডিসি সভাপতি নজরুল ইসলাম, বিসিআইসি ডিলার সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, ইয়াসিন আলী, মনিরুল হক, হাবিব, আনোয়ার, রবিউল ইসলাম প্রমুখ।




কোটচাঁদপুরে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

গাছ থেকে পড়ে গিয়ে রফিকুল ইসলাম (৫০) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার কোটচাঁদপুরের চাঁদপাড়া মাঠে ঘটনাটি ঘটেছে  । সে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের মৃত রুস্তম দফাদারের ছেলে।

মৃতের চাচাত ভাই রকিব উদ্দিন জানান, রফিকুল ইসলাম গাছ কাটার কাজ করেন। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে চাঁদপাড়ার মাঠে গাছ কাটতে যায়। এরপর সে গাছে উঠে ডাল কাটছিল। এ সময় রফিকুল ইসলাম গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে করে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন।

এরপর তাঁর স্বজনরা তাকে যশোর হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যায়। সে পেশায় ছিলেন গাছ কাটার শ্রমিক।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, ঘটনাটি তো গ্রাম এলাকার। কেউ আমাদের এ বিষয়টি জানাননি।