শিল্পী সোনু নিগমের ওপর হামলা

মুম্বাইয়ে কনসার্ট শেষে মঞ্চ থেকে নামার সময় ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তার বন্ধু রাব্বানি খানসহ দুজন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানায়,সোমবার সন্ধ্যায় চেম্বুরের একটি অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তিনি সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও। এ সময় সোনুকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলের সামনে চলে আসেন গায়কের দেহরক্ষী। এ সময় তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর সোনুকে ধরতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রাব্বানি খান। ফলে রাব্বানিকেও ধাক্কা মেরে ফেলে দেন তিনি। তবে সোনুকে আর আঘাত করতে পারেননি ওই বিধায়কের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নিচে পড়ে যান সোনুর বন্ধু রাব্বানি ও দেহরক্ষী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান গায়ক। তাদের আঘাত গুরুতর কি না তা জানতে এক্সরে করা হয়েছে।

সূত্র: খবর আনন্দবাজার




মুজিবনগরে গুণগত শিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগরে গুণগত শিক্ষার উপর সেমিনার -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট  এর আয়োজনে মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে গুডনেইবারর্স এর প্রজেক্ট ম্যানেজার বিভব দেওয়ান এর সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বাকের আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ, উপজেলা সুপারভাইজার হাসনাইন করিম।

সেমিনারের উদ্দেশ্য ছিল, গুণগত শিক্ষার প্রতিবন্ধকতা খুঁজে বের করা। একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক জোরদার করা। শিশুদের জন্য মানসম্মত শিক্ষা প্রদানের উপায় নির্ধারণ।মানসম্মত শিক্ষার জন্য গৃহিত উদ্যোগ স্থায়ীকরণের উপায় বের করা।

সেমিনারে আমন্ত্রিত অতিথিগণ সেমিনারে অংশগ্রহণকারী উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইংরেজি শিক্ষক ও এসএমসি সদস্যর মাঝে মানসম্মত শিক্ষার জন্য ভাষা শিক্ষার গুরুত্ব। প্রেরণামূলক / স্ব-প্রণোদিত শিক্ষার গুরুত্ব । মানসম্মত শিক্ষা ও এসডিজি-৪ বিষয়ে আলোচনা তুলে ধরেন।

গুডনেইবার্স এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম রিফাত আল মাহমুদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গুডনেইবারর্স এর এডমিন অফিসার অশোক মালাকার সহ গুডনেইবারর্স কর্মকর্তা কর্মচারীবৃন্দ।




ফেসবুক ও মেসেঞ্জারেও চালু হচ্ছে চ্যানেলস

ইনস্টাগ্রামের আদলে ফেসবুক ও মেসেঞ্জারেও চ্যানেলস নামের নতুন চ্যাট সুবিধা চালুর পরিকল্পনা করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি অনুসরণকারীদের কাছে বার্তা, ছবি পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপ করতে পারবেন। শিগগিরই ফেসবুক ও মেসেঞ্জারে চ্যানেলস সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু হতে পারে।

সম্প্রতি ইনস্টাগ্রামে পরীক্ষামূলকভাবে চ্যানেলস সুবিধা চালু করেছে মেটা। প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এ সুবিধা পরখ করার সুযোগ পেয়েছেন। ইনস্টাগ্রামে চ্যানেলস সুবিধায় কনটেন্ট নির্মাতাদের পাঠানো বার্তা অনুসরণকারী ছাড়া অন্য কেউ দেখতে পারেন না। ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও শুধু অনুসরণকারীদের কাছে বার্তা ও ছবি পাঠানো যায়।

ভবিষ্যতে চ্যানেলস সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা অনুসরণকারীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। শুধু তা-ই নয়, একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার সুযোগও মিলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




মুুজিবনগরে স্কাউটিং জনকের জন্মবার্ষিকী ও বিপি দিবস পালন

মেহেরপুরের মুুজিবনগর উপজেলায় স্কাউটিংয়ের জনক “রবার্ট স্টীফেনশন স্মিথ লড ব্যাডেন পাওয়েল অব গিল ওয়েল”সংক্ষেপে বিপি এর ১৬৬তম জন্মবার্ষিকী ও বিপি দিবস পালন করা হয়েছে।

বাংলাদেশ স্কাউট, মুুজিবনগর উপজেলা শাখার আয়োজনে, আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্কাউট এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা স্কাউট লিডার শাহিনুজ্জামান, স্কাউট কমিশনার রুৎ ছবি বিশ্বাস, স্কাউট সম্পাদক মোবারক হোসেন, কাব লিডার ফারুক হোসেন ও মুুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট সভাপতি অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে একটি র‍্যালী স্কুল চত্বর প্রদিক্ষন করেন।




মাইলফলকের দ্বারপ্রান্তে মেসি

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করা লিওনেল মেসি প্রতিনিয়ত যেন নিজের পারফরমেন্সকে আরও উজ্জ্বল করে তুলছেন। সম্প্রতি আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। যেখানে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। এখন ক্লাব ক্যারিয়ারে আরও একটি মাইলফলকের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছেন আধুনিক ফুটবলের এই গোল মেশিন।

পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র একটি গোল বাকি মেসির। তার আগে একমাত্র খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনায় কাটানো মেসি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কাতালান জায়ান্টদের জার্সি গায়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। ২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর মেসি ৬১ ম্যাচে করেছেন ২৭ গোল।

আর এর ফলে ক্লাব ক্যারিয়ারে সর্বমোট ৮৩৯ ম্যাচে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯। আগামী সপ্তাহে পিএসজি লিগ ওয়ানে মার্সেইর মোকাবেলা করবে। আর সেই ম্যাচেই মেসি ক্যারিয়ারের অন্যতম দারুণ এই মাইলফলক স্পর্শ করার জন্য মুখিয়ে আছেন। এই ম্যাচে মেসি যদি গোল করতে পারেন তবে ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন।

সূত্র: ইত্তেফাক




সারা দেশে স্নাতক পাসে নিয়োগ দেবে কেয়ার নিউট্রিশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেয়ার নিউট্রিশন লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ন্যাশনাল সেলস ম্যানেজার / হেড অব সেলস’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

ন্যাশনাল সেলস ম্যানেজার / হেড অব সেলস।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর আট থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা ও মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। ৩৫ থেকে অনূর্ধ্ব-৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২১ মার্চ, ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক জোটের মানববন্ধন 

মেহেরপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারীর ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পরে তারা জেলা প্রশাসক কাছে স্মারকলিপি দিয়েছে।

আজ বুধবার (২২ শে ফেব্রুয়ারি) বেলা ১২ টা সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের জেলা সভাপতি মোঃ আখতারুজ্জামান এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন  জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তা বানু সহ-সভাপতি মো আহসান হাবীব মোছা নুরুন্নাহার বেগম মোঃ শাহা জামান মাওলানা আব্দুল মাবুদ মো সাহা জামাল মোহাম্মদ রুহুল আমিন মাওলানা ও আবু ইব্রাহিম মোঃ মনোয়ার হোসেন মোছাজীবন নাহার মো: মাহমুদুল হাসান মোঃ হাবিবুর রহমান মাওলানা মো: শাকিবুজামান এবং মোঃ নাহারুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।




মুজিবনগর উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার ২২শে ফেব্রুয়ারী সকালের দিকে মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মুদিখানা, ফার্মেসি, হোটেল, সার-কীটনাশকসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় আনন্দবাস বাজারে মেসার্স জিল্লুর স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও শিশুদের নিম্নমানের খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।

অপর একটি প্রতিষ্ঠান মেসার্স বাসার মিষ্টান্ন ভাণ্ডারকে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ফ্রিজে রেখে বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয় এবং ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন,বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় দুই প্রতিষ্ঠানের পণ্যের মুল্যতালিকা ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে জরিমানা করা হয় এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা  ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত)  মোঃ তারিকুল ইসলাম ও এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।




দর্শনায় ১৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

দর্শনায় ফেনসিডিল সহ ঝাঁঝাডাঙ্গার শাহজাহান (৩০) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই রাম প্রসাদ সরকার, এএসআই তুহিন হোসেন, এএসআই হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানন চালায় দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামস্থ ঘোনার মাঠগামী ইটের সলিং রাস্তার উত্তর পাশে।

এ সময় আজিতের ভূট্টা ক্ষেত হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ১৪৭ বোতল ফেন্সিডিল সহ শাহজাহান (৩০) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া মাদক ব্যাবসায়ী শাহজাহান দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। । গতকালই শাহাজানকে ১৯৭৪ সালের মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।




দর্শনায় মহান মাতৃভাষা দিবস পালিত

দর্শনা ও আশপাশ এলাকায় যথাযথ মর্যাদার সাথে আন্তর্জাতিক মহান মাতভাষা দিবস পালিত হয়েছে। জাতীয় ও শােক পতাকা, প্রভাতফেরী, শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন সহ নানা আয়ােজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার সকালে দর্শনা রেলবাজারস্থ বঙ্গবন্ধু চত্তর থেকে নেতৃবৃন্দের সাথে নিয়ে জাতীয়, দলীয় ও শােক পতাকা উত্তলোন করা হয়েছে। সকাল সাড় ৮ টার দিকে দর্শনা কেরুজ বাজার মাঠে শফত বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

পরে প্রভাত ফেরী বের করে কলজ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। প্রভাতফেরীত অংশ গ্রহন ও শহীদবেদীতে পুস্পমাল্য অর্পণ যে সকল প্রতিষ্ঠান ও ব্যাক্তির পক্ষ থেকে করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে, দর্শনা পৌর মুক্তিযােদ্ধা সংসদ, দর্শনা পৌর আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দর্শনা পৌর বিএনপি, দর্শনা সরকারি কলেজ, দর্শনা ডিএিস ফাজিল মাদরাসা, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিণচাদপুর মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা প্রেসক্লাব, অংকুর আদর্শ বিদ্যালয়, লিটিল এনজেলেস ইন্টার ন্যাশনাল স্কুল, ওয়েভ ফাউন্ডেশন, অনির্বাণ থিয়েটার, সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন, দর্শনা রেলবাজার দােকান মালিক সমিতি, পুরাতন বাজার দােকান মালিক সমিতি, দর্শনা স্থলবন্দর দর্শনা ইলক্সট্রনিক্স মিস্ত্রি কমিটি, ফারিয়া, মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থা, রামাযুস, কমিউনিস্ট পার্টি, শ্যামপুর, পূর্বরামনগর, পরাণপুর, দক্ষিণচাদপুর, কাস্টমস, জয়নগর, শান্তনগর, আজমপুর, পশ্চিমরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মােটর শ্রমিক ইউনিয়ন, রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক ইউনিয়ন, লাল সুবজ উনয়ন সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। দর্শনা পৌর আ.লীগের যুগসম্পাদক গােলাম ফারুক আরিফের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা সরকারি কলজের অধ্যক্ষ রেজাউল করিম, উপাধ্যক্ষ ড. মফিজুর রহমান, দর্শনা পৌর আ.লীগর সভাপতি বীর মুক্তিযাদ্ধা রুস্তম আলী, দর্শনা পৌর মেয়র প্রার্থী আতিয়ার রহমান হাবু, কেরুজ চিনিকলর অবসর প্রাপ্ত এডিএম শেখ শাহাবউদ্দিন, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, শফিকুল আলম, বিল্লাল হােসেন, আজাদ, ফয়সাল, দামুড়হুদা উপজলা যুবলীগর সভাপতি আ. হানান ছােট, হবা জােয়াদ্দার, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগর সভাপতি আরিফ মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগর সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগর সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তােফাজ্জেল হােসেন তপু প্রমুখ। কেরুজ চিনিকল কর্তপক্ষ ও শ্রমিক-কর্মচারি ইউনিয়ন মহান একুশ যথাযথ মযার্দার সাথে পালন করেছে।

জাতীয় ও শােক পতাকা উত্তলোন, পুস্পমাল্য অর্পন ও আলাচনাসভায় উপস্থিত ছিলেন, চিনিকলর ব্যবস্থাপনা পরিচালক মােশারফ হােসেন, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্াপক (প্রশাসন) ইউসুফ আলী, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নর সভাপতি ফিরাজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।

এ ছাড়া দর্শনা থানা বিএনপির আয়ােজনে দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আ. রশিদর সভাপতিত্ব উপস্তিত ছিলেন, থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহমদ আলী, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, মুহিত জায়ার্দ্দার, খায়রুল ইসলাম, শফিউল্লাহ, মামিনুল ইসলাম প্রমুখ। দােয়া পরিচালনা করেন মাওঃ ওসমান গণি।