শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২৩ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ড. মোহাম্মদ মুনসুর আলম খান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুরের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান।

এ সময় সংগীত পরিবেশনা করেন আব্দুল্লাহ আল মামুন রাসেল, ফৌজিয়া আফরোজ  তুলি, সুমনা রহমান, কবিতা আবৃত্তি করেন রাইসা।




ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটিতে ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসনের সকল ইউনিট, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, প্রকৌশল বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব, সামাজি ও সাংস্কৃতিক সংগঠনসহ ঝিনাইদহের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন। সেসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি, বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি, শোভাযাত্রা সহকারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে হাজির হয়।

মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরীর আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেয়। প্রভাতভেরী সেখান থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিত এবং কালোপতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

তাছাড়া রাতে বিএনপির দু গ্রুপ আলাদা আলাদা করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এক গগ্রুপের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং অপর গ্রপের নেতৃত্বে ছিলেন সাবেক এমপি মসিউর রহমানের পুত্র জেলা বিএনপির নেতা ডা. ইব্রাহীম রহমান বাবু। এছাড়া জাসদ, জাতীয় পাটিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ঝিনাইদহ প্রেসক্লাব, সেনা কল্যাণ সস্থা, সিটিজেন ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।




কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অমর একুশে বই মেলা

ভাষাকে যেমন তারা আটকিয়ে রাখতে পারেনি, তেমনি ৭১ সালের মুক্তি যোদ্ধার মধ্যদিয়ে বাংলাদেশে স্বাধীনতা এসেছে সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল

ভাষাকে যেমন তারা আটকিয়ে রাখতে পারেনি,তেমনি ৭১ সালের মুক্তি যোদ্ধার মধ্যদিয়ে বাংলাদেশে স্বাধীনতা এসেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭ দিন ব্যাপী বই মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে এ কথা বলেন,ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি শরিফুজ্জামান খান আগা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা নেসা মিকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান।

বই মেলায় ১৩ স্টোল স্থান পেয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের খাবার,সহ রকমারি দোকান। উদ্ভোধনী দিনে মানুষের ঢল নেমেছিল বই মেলায়। পরে সংসদ সদস্য ১৮ তম বই মেলার উদ্ভোধন ঘোষণা করেন।

বই মেলায় প্রতিদিন থাকবে নাটক,গান,কবিতা,নৃত্য সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভা,এমনটাই জানিয়েছেন কোটচাঁদপুর প্রগতিশীল নাগরিক সমাজের নেতৃবৃন্দ।




দামুড়হুদা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আছর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব শামীম রেজা, ইউপি সদস্য লিয়াকত আলী, সামসুল ইসলাম, নূরুল ইসলাম, জাহিদুল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাসিনা খাতুন,শাহনাজ বেগম, রুপালী খাতুনসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সদর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি শফিকুল ইসলাম।




আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২১শে ফেব্রুয়ারি উদযাপন

আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৬ টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা করেন প্রধান শিক্ষক রুহুল আমিন।

এ পরে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা র‌্যালি বের করে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুজামান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, রকিবুল ইসলাম, আলহাজ, আশাদুল হক, বশির আহম্মেদ, আবুল হাসান, শরিফ উদ্দিন, রাফিউল ইসলাম, ফারাহ হোসেন লিটন প্রমুখ।




আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

রাত ১২ টা ১ মিনিটে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল হোসেন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুল হক, সাধারণ সম্পাদক সাদ আহম্মেদ, ৪ নং ওয়ার্ডের সভাপতি আসাদুল হক মুন্টু ও সাধারন সম্পাদক খায়রুজ্জামান টুটুল,আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী, আমঝুপি পাবলিকক্লাব ও ইমরুল একাডেমি ক্রীড়া সম্পাদক সোহেল রানা সবুজ, মাসুদুর রহমান ও শহিদুল ইসলাম সাগর।




গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দিনব্যাপী নানা কর্মসুচী পালন করেছে। কর্মসুচীর মধ্যে মঙ্গলবার সকাল আটটার সময় গাংনী রেজাউল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মুকুলসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতুবৃন্দরা উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলণ শেষে মোহাম্মদ সাহিদুজ্জামানের নেতৃত্বে একটি বিশাল প্রভাত ফেরি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৫২ সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। নিরাবতা পালন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসুচি শেষ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসুচীতে অংশ গ্রহন করেন গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু,পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলাম,কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সাহারবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুল,সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,বামুন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল প্রমুখ।এসময় উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ,উপজেলা ছাত্রলীগ,কৃষক লীগ, উপজেলা মৎস্যজীবীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে মহান শহিদ দিবন ও আর্ন্তজতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রভাত ফেরি ও শহিদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অপন করেছে গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা মহিলা ডিগ্রী কলেজ,গাংনী পাইলট হাইস্কুল এন্ড কলেজ,গাংনী সরকারি বালিকা বিদ্যালয়,গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ ,বিআর লাইসিয়াম স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককের নেতৃত্বে প্রভাতফেরি করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ করা হয় শহিদ স্মৃতিসৌধে।




গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচন সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

মেহেরপুরের গাংনীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচন সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান করেছে গাংনী উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় উপজেলা সহকারি (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির হোসেন শামীম,গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সহ উপজেলার সরকারি সকল কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতা ও চিত্রাংকণ প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দরা। তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীতায় ১৪জন প্রতিযোগীকে পুরুস্কার প্রদান করা হয়েছে।




দামুড়হুদায় মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দামুড়হুদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী র্যালী অনুষ্ঠিত হয়। এরপর দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুনার রশিদ। এদিকে বাদ আছর উপজেলা জামে মসজিদে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।




মেহেরপুরের ঝাঁঝা সীমান্তে ১৮ লাখ টাকাসহ আটক ১

মেহেরপুরের ঝাঁঝা সীমান্তে ১৮ লাখ টাকাসহ মোঃ ইমাত উল্লাহ নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে ঝাঁঝা সীমান্ত এলাকা থেকে ইমাত উল্লাকে আটক করা হয়। আটক ইমাত উল্লাহ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে ঝাঁঝা বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল টহল থাকাকালীন সময় ঝাঁঝা সীমান্তের ১২২ নম্বর পিলারে ২০ গজ দূরে ইমাত উল্লাহকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বাংলাদেশী ১৮ লক্ষ টাকা উদ্ধার করে।

ঝাঁঝা বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝাঁঝা বিওপি’র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার নিকট থেকে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।