দামুড়হুদা কার্পাসডাঙ্গায় সোনালী ‘এজেন্ট ব্যাংকিং’ আউটলেট শুভ উদ্বোধন

দামুড়হুদা কার্পাসডাঙ্গায় সোনালী ব্যাংক লিমিটেডের “এজেন্ট ব্যাংকিং” আউটলেট এর উদ্বোধন করা হয়েছে।

সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের প্রাণকেন্দ্রে জামাল মার্কেটের ২য় তলায় এ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নাজমুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কাটেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা সদর সার্কেল আনিসুরজ্জামান লালন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ।

স্বাগতম বক্তব্য রাখেন দামুড়হুদা শাখা সোনালী ব্যাংক ম্যানেজার রিপন আহমেদ,রাফিদ সীডস কোম্পানি (প্রাঃ) লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, আব্দুল সালাম বিশ্বাস, জাহিদুল ইসলাম মুকুল, আওয়ামী লীগের নেতা ফয়সাল, আওয়ামী লীগের নেতা আশাদুল ইসলাম, দামুড়হুদা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ, এছাড়া সোনালী এজেন্ট ব্যাংকিং পরিচালনায় উপস্থিত ছিলেন মোছাঃ শাহানাজ ইয়ামিন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি মাহফুজুর রহমান মঞ্জু তিনি বলেন, বঙ্গবন্ধুর দেওয়া নাম সোনালী ব্যাংক। তার স্বপ্নের সেই ব্যাংকের সেবা সব শ্রেনির মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। দেশের যেকোন ব্যাংকের চেয়ে সোনালী ব্যাংক এগিয়ে। এবার গ্রামের সাধারণ মানুষের দোড়গোড়ায় সকল সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক। দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকের মূল ভিত্তি হল জনগণের আস্থা ও বিশ্বাস যোগ্যতা। গ্রাহকের অর্থের নিরাপত্তা ও সুরক্ষিত রাখতে সোনালী ব্যাংক জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে নামকরণ করা এই প্রতিষ্ঠান শুধুমাত্র ব্যবসায়িক লক্ষ্যেই গড়ে উঠেনি। এটি সরকারি সেবামূলক কাজ দেশ ও জাতির সেবায় কাজ করে যাচ্ছে। সোনালী ব্যাংক আর্থ সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর হাতে গড়া সোনালী ব্যাংকের অবদান নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সঙ্গে লেনদেন বজায় রাখতে আহ্বান জানান।




জীবননগর ৬ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

জীবননগর উপজেলায় ৬টি ইউনিয়নে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল থেকে বিকাল পযন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও, উপজেলা পরিষদের হলরুমে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৫৬ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৮০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে সকলের প্রাথীতা বৈধ বলে ঘোষনা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি)মোঃ আব্দুল খালেক প্রমুখ।

জীবননগর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মেজর আহম্মেদ বলেন, প্রাথীদের যাচাই বাছাই শেষ হয়েছে, আগামী ২৭ ফেব্রয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৮ ফেব্রয়ারী। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।




কুষ্টিয়া বলিদাপাড়া বালিকা বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন বলেছেন, ‘সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই সৃষ্টি হয় এবং প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নত হয়।’

তিনি গতকাল বিকেলে মিরপুর উপজেলার বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা হচ্ছে লেখাপড়ার অবিচ্ছেদ্য অংশ। খেলাধুলা শরীর গঠনে ও মেধা বিকাশে সহায়তা করে। সুস্থ দেহ, সুস্থ মন গড়ে তোলে। বিশ্ব সম্প্রীতি বৃদ্ধি করে। কাজেই খেলাধুলা ছাড়া লেখাপড়া অসম্পূর্ণ থেকে যায়। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত আজকের এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছাত্র ছাত্রীরা বঙ্গবন্ধুকে নতুন ভাবে জানার সুযোগ লাভ করবে। তারা জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হবার দীপ্ত শপথে বলীয়ান হবে।

বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মমিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তকরিম উদ্দিন খান, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহানুর মালিথা, বলিদাপাড়া বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আলম স্বপন, সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, ইরিনা খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মিঠু মন্ডল, জালাল উদ্দিন মন্ডল, মোহন আলী খান, মঞ্জু মৌলভী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন মালিথা, সাধারন সম্পাদতকব এজে অপিসহ অভিভাবক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, মার্বেল চামুচ মুখে দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামূল হক বাবু।
ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ।




মুজিবনগরের মহাজনপুরে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

মুজিবনগর উপজেলার মহাজনপুর সড়কের পাশে একটি গমক্ষেতে পরিচয় হীন একজন মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।

সোমবার দুপুরে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের জনৈক রাজ্জাক এর ইট ভাটার পাশে গম খেত থেকে ঐ নারীর লাশ উদ্ধার কর হয়।

এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী রাসেল বলেন, স্থানীয় কালু মেম্বার কৃষকদের মাধ্যমে জানতে পেরে আমাকে জানায়। আমি তৎক্ষণিক পুলিশ পাঠিয়ে লাশ হেফাজতে নেয়া হয়। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। গলায় ও মাথাই আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

মৃত নারীর কোন পরিচয় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।




ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করা যাবে গুগল মিটে

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। তবে ভিডিও কলের সময় ঘরের বা অফিসের ছবি গোপন রাখতে বিভিন্ন ধরনের স্থির দৃশ্যযুক্ত পটভূমি ব্যবহার করেন কেউ কেউ। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের সুযোগ চালু করেছে ভিডিও কনফারেন্সিং–সেবা গুগল মিট। ৩৬০ ডিগ্রি ফরম্যাটে তৈরি ভার্চ্যুয়াল এ পটভূমিতে বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও ব্যবহারের সুযোগ মিলবে। এতে নিজেদের বর্তমানের তুলনায় আরও ভালোভাবে উপস্থাপন করা যাবে।

৩৬০ ডিগ্রি ফরম্যাটে তৈরি ভার্চ্যুয়াল এ পটভূমি অনেকটা জিআইএফর মতো দেখা যাবে। অর্থাৎ ভিডিও কলের সময় পটভূমিতে আকারে ছোট ভিডিও দেখা যাবে। এ সুবিধার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে ব্যবহারকারীরা চাইলেই একই ভিডিও কলে একাধিক ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ভ্রমণ নিয়ে আলোচনার সময় ভ্রমণের ভিডিও বা পড়ালেখার আলোচনার সময় পটভূমিতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ভিডিও ব্যবহার করা যাবে।

আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।

উল্লেখ্য, অনলাইন বৈঠকের সময় অ্যাভাটার ব্যবহারের সুযোগও রয়েছে গুগল মিটে। এ সুবিধা কাজে লাগিয়ে অনলাইন বৈঠকের সময় নিজেদের চেহারার বদলে অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহার করা যায়।
সূত্র: দ্য ভার্জ




গাংনীতে মাঠ থেকে কৃষকের স্যালো মেশিন চুরি

গাংনী উপজেলার বানিয়া পুকুর গ্রামের মাঠ থেকে শহিদুল ইসলাম নামের এক কৃষকের স্যালো মেশিন চুরি হয়েছে। গতকাল রবিবার দিনগত রাতে স্যালো মেশিন চুরির ঘটনা ঘটে।

এবিষয়ে সোমবার বিকেলে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক।

কৃষক শহিদুল ইসলাম জানায়্, তার গ্রামের মাঠে বোরো ধানের জমিতে সেচ দিয়ে সন্ধায় মেশিনটি পলেথিন কাগজ দিয়ে জড়িয়ে ঢেকে রেখে আসি। সোমবার সকালে স্যালো মেশিনের কাছে গিয়ে দেখি মেশিনটি নেই। পরে বিকেলে গাংনী থানায় একটি অভিযোগ জানিয়ে এসেছি। বোরো মৌসুমের শুরুতে স্যালোমেশিন চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক শহিদুল ইসলান।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কৃষকের স্যালোমেশিন চুরির বিষয়ে জানতে পেরেছি। ঘটনার সাথে জড়িতদের খুজে বের করার চেস্টা অব্যাহত রয়েছে।




মেহেরপুরে যুগান্তর পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেহেরপুরে যুগান্তর পত্রিকার ২ যুগে পদার্পণ করায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রেস ক্লাবে আলোচনা সভা ও একজন যুদ্ধ শিশুকে শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে জমকালো প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশ।

গাংনী উপজেলা সমবায় অফিসার ও সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক স্বজন সমাবেশের সভাপতি আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ হারুন জুয়েল, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক তোজাম্মেল আযম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মাহবুব চান্দু, কালের কন্ঠের সাংবাদিক ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, সাংস্কৃতিক কর্মী শামিম জাহাঙ্গীর সেন্টু, জেলা প্রেস ক্লাবের কোষাধাক্ষ ও বাসসের সাংবাদিক দিলরুবা খাতুন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন যুদ্ধ শিশু সেলিনা সেফি সহ বিভিন্ন অতিথি এবং সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন বলেন সাংবাদিকতা এটা পেশা না এটা একটি নেশা যাদের নেশা তারাই সাংবাদিক হতে পারে। এলাকার উন্নয়নে সাংবাদিকদের লেখার স্বাধীনতা দিতে হবে। সাংবাদিকদের লেখার মাধ্যমে ভুলত্রুটি সংশোধণ করার সুযোগ থাকে। একই সঙ্গে সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠতা বজায় রেখে লেখার আহবান করেন।

সভাপতির বক্তব্যে মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুল্লাহ আল-আমিন বলেন বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চায় আমরা বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চায়। ঠিক তেমনি ভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মেহেরপুরকে আধুনিক জনপদ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই।

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মাহবুব চান্দু বলেন, রাগ অনুরাগ, লোভ সকল কিছুর ঊর্ধ্বে সাংবাদিকতা করতে হয় সেই অর্থে মেহেরপুরের সিনিয়র সাংবাদিক যুগান্তর পত্রিকার তোজাম্মেল আযম ইতিমধ্যে সেটা প্রমাণ করেছে।
মেহেরপুর আইনজীবী সমিতির সেক্রেটারি খ ম ইমতিয়াজ হারুন জুয়েল বলেন, যুগান্তর পত্রিকার সাংবাদিক তোজাম্মেল আযম একজন ব্যতিক্রমধর্মী এবং সাহসী সাংবাদিক।

 কালের কন্ঠের সাংবাদিক ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন বলেন, যুগান্তর সাংবাদিকদের পাঠশালা। কারণ ছোট বড় মাঝারি বিশ্লেষণ ধর্মী সকল নিউজ যুগান্তরে দেখতে পায় যেগুলো অন্য কোন পত্রিকায় দেখা যায় না। ফলে একজন সংবাদকর্মী হিসেবে মাঝে মাঝে যুগান্তরকে ঈর্ষাও করি।

জেলা প্রেস ক্লাবের কোষাধক্ষ্য ও বাসসের সাংবাদিক দিলরুবা খাতুন বলেন যুগান্তরের সাথে প্রেম আমার দেড় যুগেরও বেশি যুগান্তরের মাধ্যমে আমার সাংবাদিকতা হয়ে ওঠার গল্প।

অনুষ্ঠানে যুদ্ধ শিশু সেলিনা ছেপি যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুভুতি ব্যক্ত করতে গিয়ে যুদ্ধ শিশু সেলিনা সেফি বলেন, আমার মা খুব কষ্ট করে আমাদের মানুষ করেছে। আমি স্কুল জীবনে পড়াশোনা করতে গিয়ে বাপের পরিচয় পাইনি স্কুল থেকে সরিয়ে দিয়েছে। বাইরে এসে লেখাপড়া করেছি যখন স্বামীর বাড়িতে গেছি তখনও বাপের পরিচয় উঠেছে। তখন বলেছে তোমার বাপ মায়ের পরিচয় নেই তোমরা ধর্ষিতা কন্যা স্বামীতে ভাত দেয়নি খুব কষ্টে দুটি সন্তানকে মানুষ করেছি।




মেহেরপুরে ব্ল্যাকমেইলিং চাঁদাবাজিসহ নানা অপকর্মে বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুরে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আতঙ্কে, রাষ্ট্রীয় সম্মানের অপব্যবহার, যুব সমাজকে বাঁচাতে চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলাদের মুখোশ উন্মোচন করা, বাল্যবিয়েসহ নানা অপকর্মের প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে একটি মানবাধিকার সংগঠণ।

সোমবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নামের একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে জমা দিয়েছে।

সংগঠনের মেহেরপুর জেলা শাখার সভাপতি কামরুজ্জামান খাঁনের নেতৃত্বে অন্যদের মধ্যে মানববন্ধনে অংশ নেন, সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হিলু, যুগ্ম সাধারণ সম্পাদক দিলারা জাহান, আতাউর রহমান, সাংস্কৃতিক কর্মী সোহেল রানাসহ বেশ কিছু অভিভাবক ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।

মানববন্ধনে কলেজ শিক্ষার্থী শারমিন বলেন, বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমার বাবা মা আমাকে একা ছাড়তে ভয় পায়।
সংগঠনের গাংনী উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পথিক বলেন, এ শুধু মেহেরপুরের সমস্যা না, এটা জাতীয় সমস্যা, যখন যে সরকার আসে সে সরকার গলা লম্বা করে করে রোডে চিৎকার দিয়ে দিয়ে নানা কথা বলে। আজকে মেহেরপুরে প্রশ্ন উঠেছে অনলাইন জুয়ার। অনলাইন জোয়ার কেন্দ্রবৃন্দ নাকি মেহেরপুর।

মেহেরপুরসহ ঢাকা শহরের সমস্ত পত্র পত্রিকা দেখলাম যে অনলাইন জুয়া শীর্ষ স্থান এবং বড় বড় এজেন্ট মেহেরপুরে বসবাস করে। আমরা যারা মেহেরপুরের সচেতন নাগরিক আছি তাদেরকে আরো সচেতন হতে হবে, একটু সাহস নিয়ে সামনে দাঁড়াতে হবে সাহস নিয়ে সামনে না দাঁড়ালে এই মেহেরপুরের যে সুনাম আছে মেহেরপুরের যে ঐতিহ্য আছে সে ঐতিহ্য বিলিন হতে পারে। তিনি গার্ড অফ ওনার প্রসঙ্গে পথিক বলেন, কোন একজন মানুষের অনেক টাকা হল সে কয়টা কম্বল কিনে কিনে নিয়ে যেয়ে ওই স্কুলের মাস্টারকে মোটামুটি ভুলিয়ে-ভালিয়ে বলেছে যে আমাকে একটু সালাম দিয়ে দেন। তিনি আরো বলেন, সম্মান পাওয়ার যে যোগ্য সে ছাড়া অন্য কাউকে গার্ড অফ অনার দেওয়া যাবে না।

মেহেরপুর প্রতিদিনকে ধন্যবাদ জানিয়ে ফ্রিল্যান্সার সাংবাদিক আতাউর রহমান বলেন, অনলাইন জুয়া পত্রিকায় উঠিয়ে নিয়ে এসেছে। সেখানেই শেষ শেষ করতে চাই না একজন নাগরিক হিসেবে বলতে চাই ডিসি মহোদয়, এসপি মহোদয় আপনারা এখন মেহেরপুরের সন্তান। আপনারা জনগণের সাথে মিশে জনগণের সাথে সাহস দিয়ে কথা বলবেন তবেই এই অন্যায়গুলো প্রতিহত হবে। আমরা জেনেছি বিভিন্ন কাজী অফিসে বাল্যবিবাহ হচ্ছে প্রচুর পরিমাণে গোপনে, এটা অবশ্যই মেহেরপুরের জন্য কলঙ্ক। কারণ বাল্যবিবাহ মুক্ত মেহেরপুর জেলা ঘোষণা হয়েছিল।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দিলারা জাহান বলেন, ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলায় আমরা জন্মগ্রহণ করে করে নিজেকে ধন্য মনে করি এবং গর্ববোধ করি। এই মেহেরপুর জেলা শান্তির জেলা হিসেবে খ্যাত থাকবে এবং পরিচালিত থাকবে এটাই আমাদের কাম্য। আজকের জেলায় যে অবনতি এবং মেহেরপুর জেলায় যে বিশৃঙ্খলা জেলাকে ছোট করার জন্য যে কুচক্রি মহল কাজ করছে তাদেরকে তুলে নিয়ে এসে তাদের মুখোশ খুলে দিয়ে তাদেরকে শাস্তির আওয়াতার আনার দাবি করছি। আমাদের এই জেলায় এক সময় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লাই চাঁদাবাজি হতো, গুন্ডামি হত মাস্তানি হত এবং প্রকাশ্যে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতো । আজকে কিন্তু এটা নাই বললেই চলে। আজকে তার উল্টোটা ঘটছে যেখানে যেই মানুষগুলোর আস্থাভাজন যাদের উপরে আমরা সাধারণ মানুষ ভরসা করি যাদের ভরসায় আমরা পথ চলতে পারি সেই মানুষগুলোই সাধারণ মানুষকে জিম্মি করে ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছে। আমরা যেই গণমাধ্যমকে ভরসা করি সেই গণমাধ্যমের কিছু কুচক্রিমহল তারা টিম তৈরি করে এই সমাজের পরিবেশ নষ্ট করছে। তারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি তারা সাপুড়ে কবিরাজ থেকে শুরু করে তাদের কাছে চেয়েও চাঁদা নিয়ে আসছে। প্রশাসন এর জন্য কাজ করছে তাদেরকে ধরছে তাদেরকে আবারও জামিনের আওতায় নিয়ে এসে তারা আবার সেই অপকর্মে কাজে লিপ্ত হচ্ছে।
দিলারা আরো বলেন, হোটেল আটলান্টিক কাণ্ডতে সাংবাদিকসহ অনেকের নাম এসেছে। শুধুমাত্র কয়েকজন পুলিশের অভিযান ধরা পড়েছে। বাকিরা দেদারছে ঘুরে বেড়াচ্ছে। আমাদের তারা নির্দোষ হলে সাংবাদিক সম্মেলন করতো পারতো , তা কিন্তু তারা করেনি। এবং তাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তারা যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে তাহলে তদন্তের মাধ্যমেও সেটা বেরিয়ে আসুক।




মেহেরপুরে প্রতিবন্ধী ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুরে বাক প্রতিবন্ধী ধর্ষণ মামলায় খোকন ওরফে প্রতিক (২০) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. তহিদুল ইসলাম এ আদেশ দেন। দন্ডিত খোকন ওরফে প্রতিক মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল শেখের ছেলে। মামলার অপর আসামি আজিজুল শেখের ছেলে কালু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় মোনাখালী গ্রামের শাহিনের স্ত্রী বেলি খাতুন তার বাক প্রতিবন্ধী মেয়ে নাজমা খাতুন (১৪)কে নিয়ে তার পিতা শিবপুর গ্রামের বাবর আলীর বাড়িতে বেড়াতে যায় । ঘটনার দিন সন্ধায় নাজমা খাতুনকে নানা বাড়ি রেখে ফুফা সোনা ভানুর সাথে দেখা করতে যান বেলি খাতুন। মায়ের ফিরতে দেরি হলে বাক প্রতিবন্দী নাজমা খাতুন তার মাকে ডাকতে যায়।

প্রতিবন্ধী নাজমা খাতুন খোকন ও ওরফে প্রতিকের বাড়ির কাছে পৌঁছালে প্রতিক তাকে জাপটে ধরে এবং তার গায়ের চাদর দিয়ে মুখ বেঁধে ঘরে নিয়ে জোরপুবর্ক ধর্ষন করে। নাজমা খাতুন বিষয়টি ইশারার মাধ্যমে পরিবারের লোকজনকে জানালে ঘটনার সত্যতা জেনে ওই দিন বেলি খাতুন বাদী হয়ে খোকন ওরফে প্রতিককে আসামী করে মুজিবনগর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। যার মামলা নং-১,তারিখ-৪/০২/২০১৭।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সুব্রত কুমার পাল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ওই বছরের ৩১ জুলাই। মামলার তদন্ত প্রতিবেদন ও পর্যায়ক্রমে ১৬জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ বিচারক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম আসাদুজ্জামান ও আসামি পক্ষের গোলাম মোস্তফা আইনজীবীর দায়িত্ব পালন করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী একেএম আসাদুজ্জামান জানান, আসামী বিজ্ঞ বিচারকের কাছে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে এবং মামলার সমস্ত আলামত প্রমানিত হওয়ায় তাকে উপযুক্ত সাজা প্রদান করেছেন বিজ্ঞ বিচারক। এ রায়ে বাদী পক্ষের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।




মেদেনিপুরের ওরশ শেষে বিশেষ ট্রেন ফিরেছে বাংলাদেশে

মেদেনিপুরে ওরশ শেষে বিশেষ ট্রেন বাংলাদেশে ফিরেছে। গতকাল রবিবার দুপুরে দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মেদেনিপুরের স্পেশাল ট্রেন ওরশের বিশেষ দোয়া শেষে দেশে ফিরেছে।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ নাইম শেখ জানান, ভারতের মেদেনিপুরের হযরত আলি আব্দুল কাদের আল হাসানি আলবাগদাদির ১শ২২ তম ওরশ শেষে গতকাল রবিবার বেলা সাড়ে বারটার দিকে দর্শনা সীমান্ত পার হয়ে আসে। পরে কাস্টমস ও ইমিগ্রেশন শেষে বেলা আড়াইটার দিকে ২৪টি বগিতে ২হাজার ১শ৫২জন যাত্রী নিয়ে দর্শনা ত্যাগ করেন।

আনজুমান -ই-কাদরিয়া সংগঠনের বাংলাদেশ শাখার সাধারন সম্পাদক আব্দুল আজিজ কাদরিয়া খোকন জানান ১৯০২ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার ধর্মপ্রান মুসলমানেরা ভারতের মেদেনিপুরের ওরশে যোগদান করে থাকেন, এবারো দু দেশের রেলওয়ে কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রেনটি ভারত ঘুরে আসলেন।