হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে স্কুল ছাত্রের আত্ম*হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল না পেয়ে বিষপানে কাজল (১৭) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার  দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাজল ওই গ্রামের মওলা মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, কাজল কয়েকদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে বায়না করছিল। অর্থাভাবে বাবার পক্ষে তা কিনে দেওয়া সম্ভব না হওয়ায় অভিমান করে কাজল। দুপুরে সবাই জুম্মার নামাজ পড়তে গেলে সে নিজ ঘরে বিষপান করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।




মুজিবনগরে দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি গাঁথা বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই দিনব্যাপী নানা আয়োজনে মুজিবনগর অডিটোরিয়ামে ৬ষ্ঠ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। দৈনিক জবাবদিহি’র সারাদেশের সকল প্রতিনিধি ও দেশের বিভিন্ন খ্যাতনামা পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নিয়ে এ অনুষ্ঠান।

মুজিবনগর পর্যটন মোটেলে অতিথিদের আপ্যায়নের জন্য বসানো হয় পিঠাপুলি ও বিভিন্ন আইটেমের খাবারের স্টল। পরে সেখানে মধ্যাহ্নভোজ শেষে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় জবাবদিহি পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জবাবদিহি পত্রিকার নির্বাহী সম্পাদক তৌহিদুল রহমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জিএম বেলাল হোসেন মন্টু, বাংলাদেশ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।

আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।

আলোচনা সভা শেষে দৈনিক জবাবদিহি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন রিন্টুর ১৩৮ বছরের নির্মম হত্যার শিকার রাষ্ট্রনায়কদের নিষ্ঠুর ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।




আমঝুপি খোকসা হাট বায়তুল আরকান জামে মসজিদের নতুন ভবনের কাজ উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড খোকসা গ্রামের হাট বায়তুল আরকাম জামে মসজিদের নতুন ভবনের কাজ উদ্বোধন করা  হয়েছে।

শুক্রবার সকাল ৭ ঘটিকার সময় নতুন ভবন উদ্বোধনীয় করেন প্রধান অতিথি হিসেবে ছিলেন খোকসা গ্রামের মেম্বার হাফিজুর রহমান হাফিজ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সোলেমান খাঁ, সাবেক ইমাম আব্দুর রশিদ, সমাজসেবক হানিফ শেখ, সমাজসেবক গোলাম রহমান, সমাজসেবক নাসির শেখ, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইয়াসিন আলী, খোকসা কেন্দ্র জামে মসজিদের ইমাম খালেদ সাইফুল আপেল, খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোয়াজ্জেম হোসেন ইভান, খোকসা হাট বায়তুল আরকান জামে মসজিদের সভাপতি আব্দুল ওহাব, সহ সভাপতি ইউনুছ আলী, সেক্রেটারী আছিরুল ইসলাম,ক্যাশিয়ার কামিরুল ইসলাম, খোকসা হাট বায়তুল আরকান জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান, রবিউল ইসলাম, বদো, আফাইদুল, আনিসুর, সিজান প্রমূখ্য।




মেহেরপুরের সেতু টেলিকমের কর্মচারি সাভারে গ্রেফতার

মেহেরপুরের সেতু টেলিকম এর ৬ লক্ষ টাকা আত্মসাৎ কারি কর্মচারি মোঃ খাইরুল ইসলামকে ঢাকা সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় তাকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। গ্রেফতারকৃত খাইরুল মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে।

জানা যায়, ১৪ ফেব্রুয়ারি সেতু টেলিকমের বিকাশ, নগদ, রকেট ও উপায় থেকে ব্যবসার মাধ্যমে অর্জিত ৬ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।

ঐ ঘটনায় দোকানের মালিক মোঃ ফজলুল হক বাবু বাদি হয়ে ১৫ ফেব্রুয়ারী মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন যার নং ১৯।

এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত খাইরুলকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে নগদ ২৭ হাজার ৫শ’ টাকা ও বিভন্ন লোড দেওয়া ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত খাইরুলকে আদালতে প্রেরণ করা হয়।




লেখা পড়ে শোনানোর সুবিধা ফায়ারফক্স ব্রাউজারে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য রিড–অ্যালাউড, ফায়ারফক্স রিলে ও ক্লিয়ার ইউআরএল নামের তিনটি এক্সটেনশন উন্মুক্ত করেছে ফায়ারফক্স ব্রাউজার। নতুন এক্সটেনশনগুলোর মধ্যে রিড–অ্যালাউড এক্সটেনশনটি টেক্সট টু স্পিচ প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য পড়ে শোনাবে। এর ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপকৃত হবেন।

ফায়ারফক্স রিলে নামের এক্সটেনশনটি ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানা গোপন রেখে প্রক্সি ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ দেবে। এর ফলে ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলগুলো প্রথমে এক্সটেনশনের প্রক্সি ই-মেইলে আসবে। পরে সেগুলো ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানায় পাঠানো হবে। এর মাধ্যমে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ই-মেইল ঠিকানা লুকিয়ে রাখা যাবে।

ক্লিয়ার ইউআরএল এক্সটেনশনটি কাজে লাগিয়ে যেকোনো ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল ছোট করা যাবে। এর ফলে সহজেই বন্ধুদের কাছে সংক্ষিপ্ত আকারের ইউআরএল পাঠানোর সুযোগ মিলবে। শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এই এক্সটেনশনগুলো ব্যবহার করা যাবে।
সূত্র: টেকক্রাঞ্চ




আলমডাঙ্গায় সরকারি হাসপাতালে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ মামলা, জামিন না মঞ্জুর

আলমডাঙ্গার কেশবপুর গ্রামে সরকারি হাসপাতালে চাকুরি দেবার প্রলোভন দেখিয়ে ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আমলী আদালতে প্রতারণার মামলা দায়ের করেছে। গত (১৫ ফেব্রুয়ারি) বুধবার চুয়াডাঙ্গা আদালতে জামিন নিতে গেলে কোর্ট জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেয়।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার কেশবপুর গ্রামের মনছের আলির ছেলে সাজু (৩৫)। তিনি পেশায় হারদি ইউনিয়নের কেশবপুর পোস্ট হিসেবে কর্মরত রয়েছে। গত ২০১৯ সালের ১০ অক্টোবর প্রতারিত সাজু ৬ লাখ ৬০ হাজার টাকার চুক্তিতে সরকারি হাসপাতালে চাকুরির দেবার প্রতিশ্রুতি দেয়।

ভুক্তভোগী কেশবপুর গ্রামের মৃত গোলাম আবেদিনের ছেলে রকিব উদ্দীনের নিকট থেকে টাকা নেয়। দীর্ঘদিন অতিক্রম হলেও চাকুরি দিতে ব্যর্থ হয় সাজু। প্রতারিত সাজুর নিকট টাকা ফেরৎ চাইলেও সে দিতে অস্বীকার করে। এমন ঘটনায় রকিব বাদী হয়ে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা আমলী আদালতে প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় সাজু ও সহযোগী সেলিমকে জামিন না মঞ্জুর করে চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে এলাকাবাসী দাবি করে বলে গত ২০১৫ সালে অভিযুক্ত সাজু জোরপূর্বক অস্ত্র দেখিয়ে জমি রেজিস্ট্রি সংক্রান্ত মামলায় কারাভোগ করেছে।




ঢাকা আহছানিয়া মিশনে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আহছানিয়া মিশন। প্রতিষ্ঠানটিতে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ১২ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা ও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

ফরিদপুর।

বেতন

গ্রেড-১১ (প্রজেক্ট বাজেট অনুযায়ী)।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা সিভি ইমেইল করতে পারবেন (dfed@ahsaniamission.org.bd ) এই ঠিকানায়। অথবা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৩ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস।




কার্পাসডাঙ্গায় হত্যা মামলায় দুইজনের ১০ বছরের কারাদণ্ড

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় হত্যা মামলার দুই আসামিকে ১০ বছর করে সাজা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচাকর মাসুদ আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের রজব আলীর ছেলে নজরুল (৪০) ও একই এলাকার আজ্জেল মোড়লের ছেলে ইস্রাফিল (৪৩)।

আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামে সিমিরখালীর মাঠে ২০১৩ সালের ১৬ নভেম্বর সকাল ৭টার দিকে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে একই এলাকার শাহাদৎ মন্ডলের ছেলে স্বার্থক আলীকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পরদিন স্বার্থক আলীর ছেলে বরকত আলী বাদী হয়ে একই গ্রামের রজব আলীর ছেলে নজরুল, মরহুম আজ্জেল মোড়লের দুই ছেলে ইস্রাফিল ও শহিদুল এবং নজরুলের ছেলে তামিমকে আসামি করে ৩৪১, ৩০২ ও ৩৪ ধারায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আসামিরা পালিয়ে থাকলেও ২০১৪ সালের ৩১ মার্চ চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে।

পরে আসামিরা জামিনে মুক্ত হয়। বাদী পক্ষের ১৭ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে দীর্ঘ ১০ বছর পর বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে আসামি নজরুল ও ইস্রাফিলকে ১০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি শহিদুল ও তামিমকে বেকসুর খালাস দেয়া হয়।




চ্যাম্পিয়ন ও রানার্স দলসহ ৫ খেলোয়াড়ের পুরস্কারে সমাপ্ত নবম আসর

ফাইনালের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো বিপিএল নবম আসর। টুর্নামেন্টের ফাইনালে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয় কুমিল্লা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল নবম আসরের সমাপনী দিন দেওয়া হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকার পুরস্কার।

চ্যাম্পিয়ন হিসেবে কুমিল্লা পেয়েছে ২ কোটি টাকা। আর রানার্স আপ হিসেবে সিলেট পেয়েছে ১ কোটি টাকা।

পুরো আসরে দারুণ খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। পুরো আসরে ৪ ফিফটিতে ৫১৬ রান করে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ৫ লাখ টাকাও জিতেছেন তিনি।

ফাইনালে ৫২ বলে সাত চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ৫ লাখ টাকা নিজের করে নিয়েছেন জনসন চার্লস।

সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ৫ লাখ টাকা পুরস্কার যৌথভাবে পেয়েছেন চ্যাম্পিয়ন দলের তানভির ইসলাম ও তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার। হাসান ১৪ ম্যাচে পেয়েছেন সমান উইকেট।

সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রানার্স-আপ দলের মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১৪টি ডিসমিসালের সৌজন্যে ৩ লাখ টাকা পেয়েছেন তিনি।

সূত্র: যুগান্তর




দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ৩ দিন ব্যাপী কবি নজরুল মেলার উদ্বোধন

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ৩দিন ব্যাপী কবি নজরুল মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে তিন দিন ব্যাপী কবি নজরুল মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এমপি।

মেলার উদ্বোধন ও আলোচনা পর্বে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এম এ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,দামুড়হুদা উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক হাজী শহিদুল ইসলাম,ছড়াকার কবি আতিক হেলাল,চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নাজমুল হেলাল,কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের সভাপতি শাফিকউর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন,প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ,স্বাগত বক্তব্য রাখেন বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ড.ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান,শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, আহম্মাদ মাস্টার, জাহিদুর রহমান মুকুল, মন্টু মেম্বার, রাজ্জাক, নুর মোহাম্মদ ভগু, জালাল, গেগার, শওকত, শহিদ বিশ্বাস, যুবলীগ নেতা মোস্তাফিজ কচি, শরীফ রতন, মেহেদী হাসান মিলন, বখতিয়ার খলজি বকুল, জব্বার খাবলি, হামিদ, নুরুল ইসলাম, আকলিমা খাতুন, আবু বক্কর, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, মধু, রঘুনাথ পাল প্রমূখ।