দর্শনা হটাৎপাড়ায় বিলাতি মদ আটক ২

দর্শনা হটাৎপাড়ায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে দর্শনা কেরুজ বিভিন্ন ব্রান্ডের ৭ বোতল বিলাতি মদ সহ দর্শনা হটাৎপাড়ার চিনি কারখানায় চুক্তিভিত্তিক হিসাবে চাকুরী করেন, আমিরুল ইসলাম (৪০) ও জাহিদ হোসেন (২৭) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে দুই জনকে আটক দেখিয়ে দর্শনা থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় বিভাগীয় স্টাফদের সমন্বয়ে দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে পরিচালনা কালে দর্শনা আনোয়ারপুর হঠাৎপাড়া মোড় হতে আমিনুল ইসলাম (৪০) ও সাথে থাকা জাহিদ হোসেন (২৭) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আমিনুল ইসলামের ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে সংযুক্ত ছবি সম্বলিত কেরুজ গোল্ড রিবেন্ড জিন ৭৫০ মিলি ৪ বোতল বিলাতি মদ, কেরুজ টিসারিনা ভদকা নামিও ৭৫০ মিলি ২ বোতল ও কেরুজ ফাইন ব্রান্ডি নামীয় ৭৫০ মিলিএক বোতল সহ সর্বমোট ৭ বোতল বিলাতি মদ উদ্ধার করা সহ তাদেরকে আটক করা হয়। আটক হওয়া আমিনুল ইসলাম (৪০) দর্শনা আনোয়ারপুর হটাৎপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে ও জাহিদ হোসেন (২৭) একই এলাকার রাহিদুল ইসলামের ছেলে।

আটককৃত মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে তাদেরকে আসামি করে দর্শনা থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




দামুড়হুদা লোকনাথপুরে হাসুয়া দিয়ে স্ত্রী ও শ্বাশুড়িকে কোপালো জামাই

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুরে গ্রামে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে আহত করেছে জামাই টিটু ড্রাইভার (৩০)। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে লোকনাথপুর গ্রামের মতিয়ার ড্রাইভার এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে।

আহতরা হলেন স্ত্রী কবিতা খাতুন (২৫)। তিনি সুবল পুর গ্রামের আফসার আলীর মেয়ে। অপরজন হলেন শ্বাশুড়ি সালিমা খাতুন (৪০)। তিনি সুবলপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদ এর মেয়ে এবং আফসার আলীর স্ত্রী।

জানাগেছে শ্বশুর বাড়ির গরু বিক্রি করা টাকা নিয়ে বিরোধের সৃষ্টি করে তারই জের ধরে স্ত্রী ও শ্বাশুড়ী কে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে উপজেলার লোকনাথপুর গ্রামের জামাই আকবর আলীর ছেলে টিটু ড্রাইভার। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




দর্শনা পৌর এলাকায় এল ই ডি লাইট স্থাপন কাজের উদ্বোধনী

প্রয়াত পৌর মেয়র মতিয়ার রহমানের স্বপ্ন পূরনে দর্শনা পৌর এলাকায় এল ই ডি লাইট স্হাপন কাজের উদ্বোধনী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড়ে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু। এসময় তিনি বলেন, প্রয়াত মেয়র মতিয়ার রহমানের স্বপ্ন ছিল দর্শনা

পৌরসভাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা। তার স্বপ্ন বাস্তবায়নের আগেই তার অকাল মৃত্যু হয়েছে। এ স্বপ্ন বাস্তবায়নে দর্শনা পৌর সভার উপ নির্বাচনে মেয়র মতিয়ারের সহদার আঃ লীগের সদ্য নৌকা প্রতিক প্রাপ্ত ও দর্শনা পৌর মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতিয়ার রহমান হাবুকে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এবং আগামী ১৬ মার্চ নির্বাচনে জয়ী করে মতিয়ারের স্বপ্ন পুরন করবে বলে তিনি মনে করেন।

এ সময় উপস্হিত ছিলেন দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, কাউন্সিলর মনির সর্দার, এনামুল কবির, আওয়ামীলীগ নেতা ইদ্রীস আলি, হায়দার আলি,দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আঃ হান্নান ছোট,হবা জোয়ার্দার, মামুন শাহ সহ স্হানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার সুধীজনেরা ।




দলীয় মনোয়নপত্র নিয়ে ফিরলেন দর্শনায়, ফুলের শুভেচ্ছায় সিক্ত আতিয়ার রহমান হাবু

ঢাকা থেকে দলীয় মনোয়নপত্র নৌকা প্রতীক নিয়ে ফিরলেন আতিয়ার রহমান হাবু।পথে পথে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন দলীয় নেতা কর্মীদের ভালবাসায় আতিয়ার রহমান হাবু।

গতকাল বৃহস্পতিবার ১২ টার দিকে দর্শনার আকন্দবাড়িয়া আবাসন প্রকল্পের কাছে পৌছালে নেতা কর্মীরা আতিয়ার রহমান হাবুকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। পরে মোটরসাইকেল যোগে দর্শনা রেল বাজার বঙ্গবন্ধু চত্তরে পৌছালে নেতা কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে বঙ্গবন্ধু চত্তর।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের গণ মানুষের নেতা সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আ’ লীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আ’ লীগ নেতা বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এরশাদ মাষ্টার, হাজী ইদ্রিস আলী, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল কবির সমুন, আ’ লীগ নেতা সোলায়মান কবির, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, মামুন শাহ, কমিশনার এনামুল কবির, মকুল জোয়াদ্দার, মনির সর্দার, ছাত্রলীগের নেতা নাহিদ পারভেজ, অপু সরকার, এ সময় উপজেলা আ’ লীগের সহ সভাপতি দলীয় মনোনীত প্রার্থী আতিয়ার রহমান হাবু সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য গত বুধবার বিকাল ৪ টায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপির সরকারী বাসভবন গণ ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।

এসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা (এমপি)। সভায় সম্মতিক্রমে দর্শনা পৌর উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান হাবুকে।




দামুড়হুদায় বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিক পলাশ নিহত

দামুড়হুদায় বিদ্যুৎ স্পর্শে পলাশ (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঝলসে গেছে তার বুকসহ দেহের বিভিন্ন অংশ। নিহত যুবক পলাশ দামুড়হুদা দশমীপাড়ার ইসলাম মন্ডলের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের বনানীপাড়াস্থ শাহিনুর রহমানের নির্মাণাধীন দোতালা বিল্ডিংয়ে রড কেটে সিড়ি দিয়ে নামার সময় বিল্ডিংয়ের সামনে দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে তার হাতে থাকা রডটি ঠেকে যায় এবং বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বিল্ডিংয়ে কর্মরত হেড মিস্ত্রি ইস্রাফিল হোসেন জানান, নিহত যুবক পলাশ আমার সহকারী হিসেবে কাজ করতো। সে একটি রড কেটে বিল্ডিংয়ের সিড়ি দিয়ে নামার সময় বিল্ডিংয়ের সামনে দিয়ে যাওয়া তারে রড ঠেকে যায়। সাথে সাথে একটা বিকট শব্দ হয়। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পলাশ মারা যায়। বিদ্যুতায়িত হয়ে ঝলসে যায় তার দেহ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন বিদ্যুৎস্পর্শে যে ব্যক্তি মারা গেছে তার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করেন নি।




বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে –জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিঘাপ্রতি থেকে ৭ মনের বেশি ধান পাওয়া যেতনা। আজকে উন্নত বিজের মাধ্যমে ৩০ মন পর্যন্ত ধান পাওয়া যাচ্ছে। আজ গ্রাম শহরে পরিণত হয়েছে। গ্রামে বসেই মানুষ শহরের সকল সুবিধা পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে কৃষি ফসল মাঠ থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো যায়। এর ফলে কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, আজ সারা বাংলাদেশে পরিবর্তন ঘটে গেছে। ২০০৮ সালের আগে দেশে সারের যে অব্যবস্থাপনা ছিলো। কৃষকরা ঠিক মত সার পাচ্ছিলেন না, ৬০ টাকা কেজি ইউরিয়া সার কিনেছেন। এমওপি পাওয়া যাচ্ছিলো না। ৯০ টাকা কেজি দরে এমওপি কিনতে হতো। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ কৃষিতে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার।

আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মাহবুবুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম শান্তি, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

সম্মেলন শেষে মুক্তিযোদ্ধা মাহবুবুল হককে সভাপতি এবং সাদ আলীকে সাধারণ সম্পাদক করে আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।




জীবননগরে ৩৩৯ বোতল ফেন্সিডিল, পিকআপসহ আটক-১

জীবননগরে ৫৮বিজিবি মাধক বিরোধী অভিযান চালিয়ে ৩৩৯বোতল ফেন্সিডিল,পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত উথলী বিওপির টহলদল গোপন সংবাদেও ভিত্তিতে উথলী বিওপির চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর একটি পিকআপ গাড়ি তল্লাশী করে ৩৩৯ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাহের পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ আল আমিন হোসেনকে (২৮) আটক করে।

আটককৃত আসামী ফেন্সিডিল এবং পিকআপসহ জীবননগর থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।




জীবননগরে ভ্রাম্যমান আদালতে অভিযান ৪ প্রতিষ্ঠানে জরিমানা

জীবননগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানে জরিমানা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর পৌর শহরের বিভিন্ন স্থানে খাবার হোটেল পরিস্কার পরিছন্ন না থাকা ও ফলের দোকানে খাবারের মুল্য ও মেয়াদ না থাকায় ৪টি প্রতিষ্ঠানে ২ হাজার ২ শত টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

জীবননগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।

এ সময় তিনি সকল ব্যবসায়ীদের সতক করেন এবং বাসি পচা খাবার বিক্রি করতে নিষেধ করেন।




জীবননগর ২০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ আব্দুল খালেকের নিদেশে জীবননগর থানার এস আই নাহিরুল ইসলাম, রায়হান উদ্দিনসহ সঙ্গীয় ফোস নিয়ে গোপন সংবাদের ভিক্তিত্বে জীবননগর শহরের মাইক্রোস্ট্যান্ডের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃত আসামীরা হলেন কোটচাঁদ উপজেলার রেলস্টেশন পাড়ার ফজলুর রহমানের ছেলে শাওনুজ্জামান (৩০) এবং মোশারফ হোসেনের ছেলে ইমরান সিদ্দিককে(২৮) আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।




সিলেটকে হারিয়ে বিপিএলে চতুর্থ শিরোপা জিতল কুমিল্লা

সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলে চতুর্থবারের মতো শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দলের শিরোপা জয়ে ৫২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কুমিল্লার ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান জনসন চার্লস।

দলের জয়ে ১৭ বলে ২ চার আর এক ছক্কায় অপরাজিত ২৫ রান করেন মঈন আলী। এছাড়া ৩৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন দেশের তারকা ওপেনার লিটন কুমার দাস।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করে কুমিল্লা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সিলেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৫৬ বলের ৫৯ রানের জুটিতে বড় স্কোর গড়ার পূঁজি পায় তারা।

২ উইকেটে ১৩৪ রান করা সিলেট পরের ৩০ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭৫ রানে ইনিংস গুটায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ ও ৬৪ রান করে করেন মুশফিক ও শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে ৩.১ বলে ৩৪ রানে ২ উইকেট হারায় কুমিল্লা। তৃতীয় উইকেটে জনসন চার্লসের সঙ্গে ৫৭ বলে ৭০ রানের জুটি গড়েন ওপেনার লিটন কুমার দাস। তাদের এই জুটিতে জয়ের পথে এগিয়ে যায় কুমিল্লা।

৫৫ রান করে লিটন আউট হলে মঈন আলীর সঙ্গে জুটি গড়েন জনসন। এই জুটিতে ৪০ বলে অনবদ্য ৭২ রান করে ৪ বল আগেই দলের শিরোপা নিশ্চিত করেন তারা।