মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা বে-সরকারি সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)এর ৫৩তম বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মহাফিল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার বিকেল ৪টার সময় সংস্থার গাংনীর বাশঁবাড়িয়ায় অবস্থিত প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন করে সংস্থা কর্তৃপক্ষ।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) অর্থায়নে পরিচালিত সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) প্রতিষ্ঠার ৫৩ বছর শেষ করে ৫৪ বছরে পদার্পন করলো।
বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার কার্য নির্বাহী কমিটির সভাপতি তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রমজান আলী।
এসময় নির্বাহী কমিটির সহ সভাপতি নুরুল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ এমদাদুল হক, নির্বাহী সদস্য মোছাঃ ফারহানা ইয়াসমিন বক্তব্য রাখেন। সংস্থার পরিচালক মোঃ কামরুজ্জামান এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্থার উপ পরিচালক মোঃ কামরুল আলমসহ প্রধান কার্যালয়ের সকল কর্মচারি ও কৃষি উন্নয়ন কর্মসুচীর সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন বাঁশবাড়িয়া জামে মসজিদের ইমাম মোঃ বনি আমীন। বাঙ্গালী মায়েদের হাতের হরেক রকম পিঠা পায়েশের পসরা সাজানো হয় উৎসবে। ভাপা, পুলি, চিতই, পাটি শাপটাসহ নাম না জানা হরেক স্বাদ ও বাহারি রকমের পিঠার কারিগরদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে।
এসময় বক্তারা বলেন,১৯৭০ সালে গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের কৃতি সন্তান মহাঃ মোশাররফ হোসেন স্থানীয় কয়েকজনের সহায়তায় গ্রামের নাম অনুসারে ‘‘পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি’’ (পিএসকেএস) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে সংস্থাটি মানুষের জীবন মান উন্নয়নে নানামুখি কর্মকান্ড সফল ভাবে পরিচালনা করে সুনাম অর্জন করেছে।
দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, প্রাণী, গ্রাম দারিদ্রমুক্তকরণ,শালিশ ও ঋণ কার্যক্রমে কাজ করে সুনাম অর্জন করে চলেছে। অজো পাড়া গ্রামের একজন চিন্তাশীল মানুষ হিসেবে মোশাররফ হোসেন একটি বীজ বপন করেছিলেন। যে বৃক্ষটি ৫৩ বছরের একটি পরিপুরক বৃক্ষে রুপ নিয়েছে। আর সেই বৃক্ষের ছায়াতলে অনেক শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। অনেকেই এই সংস্থায় চাকরি করে জীবন জীবীকা নির্বাহ করছেন। সকলেই সংস্থাটিকে নিজের মনে করতে পেরেছেন বলেই সংস্থাটি মেহেরপুর জেলায় মাথা উঁচু করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করছে।
সংস্থার প্রচেষ্টায় হাজার হাজার দরিদ্রপরিবার আত্নকর্মসংস্থানের সুযোগ পেয়েছে। কৃষি কাজ, ছাগল পালন, মৎস্যচাষ, সেলাইয়ের কাজসহ নানা ধরনের কর্মের সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি। উপস্থিতিরা সকলেই সংস্থাটির সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেন।