মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দামুড়হুদা ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল বুধবার সকালে সংস্থার পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা ও সংস্থার প্রকল্প কর্মকর্তা দিল তৌহিদা। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা সংস্থার সকলকে ধন্যবাদ জানান এবং সম্মৃদ্ধি কামনা করেন।




দামুড়হুদায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি কে ফুলের শুভেচ্ছা

দামুড়হুদায় চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন(ডিএফএ) নবনির্বাচিত সভাপতি এখলাছ উদ্দিন সুজন কে ফুলের শুভেচ্ছায় সিক্ত করলেন দামুড়হুদা ব্যাডমিন্টন ক্লাবের সদস্যরা।  রাত ১০টার দিকে দামুড়হুদা শিল্পকলা একাডেমির সামনে নবনির্বাচিত সভাপতি কে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি হয়দার আলী, সহসভাপতি এ্যাড: নয়ন, সাধারণ সম্পাদক জনি, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, কোষাধক্ষ আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক রাসিব সহ ক্লাবের সদস্য বৃন্দ।

এসময় নবনির্বাচিত সভাপতি এখলাছ উদ্দিন সুজন বলেন চুয়াডাঙ্গা ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে নির্বাচিত কমিটি প্রতিশ্রুতি বদ্ধ।




জীবননগরে অস্ত্র, ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ আটক -১

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান একটি অস্ত্র, ম্যাগাজিন ও ৫রাউন্ড গুলিসহ একজন আটক হয়েছে।

বুধবার বিকাল পোনে ৫টার সময় জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ আব্দুল খালেকের নিদেশে জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার শিমুল হোটেলের মধ্যে হতে জীবননগর পৌর শহরের আশতলা পাড়ার মোঃ মুন্নার ছেলে মোঃ আনোয়ার হোসেন মিন্টুর (৪০) শরীর তল্লাশী করে তার মাঝায় গুজা সাদা পলিথিনের মধ্যে নিল রংয়ের কাপড়ে জড়ানো একটি মেড ইউ,এস,এ,নং (৬২) পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৫ (পাচ) রাউন্ড গুলি সহ তাকে আটক করে। আটককৃত আসামীকে জীবননগর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ।এ বিষয়ে জীবননগর থানায় মামলা পক্রিয়াধীন ।




দামুড়হুদা মদনা গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হতদরিদ্র পরিবারকে সহায়তা

দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হতদরিদ্রের নগত অর্থ ও ঢেউ টিন দিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস,এ,এম জাকারিয়া আলম।

জানা গেছে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে গত ১৯/০১/২০২৩ তারিখ রাত সাড়ে ৯টার দিকে মদনা বাজারের নাইট গার্ড শরিফুদ্দীনের বাড়িতে হঠাৎ আগুন লাগে তার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্তনে আনে, শরিফউদ্দীনের পরিবারের ৭ সদস্যদের নিয়ে প্রচন্ড শিতে খোলা আকাশের নিচে জীবন যাপন করে আসছিলো এবং শরিফউদ্দীন দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা জনিত কারনে ভুগছে, এই খবর শুনে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এ.এম জাকারিয়া আলম,  বুধবার বিকালে নিজ উদ্যোগে নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মুন্তাজ হোসেন, ইউপি সদস্য শামসুল ইসলাম জামসুর, আবু সাঈদ মিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, আবু জুবায়ের বিশ্বাস, ডাঃ আনারুল ইসলাম, তুতা মিয়া সহ মদনা গ্রামের স্থানীয় লোকজন এসময় উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় নিরাপত্তা নিশ্চিতে পৌর শহরের সিসি ক্যামেরা উদ্বোধন

আলমডাঙ্গা পৌর শহরকে নিরাপত্তার আওতায় আনতে থানাপুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সংগঠন বণিক সমিতির উদ্যোগে স্থাপন করা হয়েছে ৫৪টি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা। সম্প্রতি পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

বুধবার সকাল ১১ টায় আলমডাঙ্গা থানা চত্বরে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সিসি ক্যামেরা উদ্বোধন করেন এমপি সেলুন জোয়াদ্দার।

বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সম্পাদক ইয়াকুব আলি, সাবেক সহ-সভাপতি লিপু মোল্লা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সালমুন আহমেদ ডন, প্রমূখ।




গাংনীতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা বে-সরকারি সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)এর ৫৩তম বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মহাফিল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 বুধাবার বিকেল ৪টার সময় সংস্থার গাংনীর বাশঁবাড়িয়ায় অবস্থিত প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন করে সংস্থা কর্তৃপক্ষ।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) অর্থায়নে পরিচালিত সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) প্রতিষ্ঠার ৫৩ বছর শেষ করে ৫৪ বছরে পদার্পন করলো।

বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার কার্য নির্বাহী কমিটির সভাপতি তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রমজান আলী।

এসময় নির্বাহী কমিটির সহ সভাপতি নুরুল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ এমদাদুল হক, নির্বাহী সদস্য মোছাঃ ফারহানা ইয়াসমিন বক্তব্য রাখেন। সংস্থার পরিচালক মোঃ কামরুজ্জামান এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্থার উপ পরিচালক মোঃ কামরুল আলমসহ প্রধান কার্যালয়ের সকল কর্মচারি ও কৃষি উন্নয়ন কর্মসুচীর সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন বাঁশবাড়িয়া জামে মসজিদের ইমাম মোঃ বনি আমীন। বাঙ্গালী মায়েদের হাতের হরেক রকম পিঠা পায়েশের পসরা সাজানো হয় উৎসবে। ভাপা, পুলি, চিতই, পাটি শাপটাসহ নাম না জানা হরেক স্বাদ ও বাহারি রকমের পিঠার কারিগরদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে।

এসময় বক্তারা বলেন,১৯৭০ সালে গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের কৃতি সন্তান মহাঃ মোশাররফ হোসেন স্থানীয় কয়েকজনের সহায়তায় গ্রামের নাম অনুসারে ‘‘পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি’’ (পিএসকেএস) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে সংস্থাটি মানুষের জীবন মান উন্নয়নে নানামুখি কর্মকান্ড সফল ভাবে পরিচালনা করে সুনাম অর্জন করেছে।

দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, প্রাণী, গ্রাম দারিদ্রমুক্তকরণ,শালিশ ও ঋণ কার্যক্রমে কাজ করে সুনাম অর্জন করে চলেছে। অজো পাড়া গ্রামের একজন চিন্তাশীল মানুষ হিসেবে মোশাররফ হোসেন একটি বীজ বপন করেছিলেন। যে বৃক্ষটি ৫৩ বছরের একটি পরিপুরক বৃক্ষে রুপ নিয়েছে। আর সেই বৃক্ষের ছায়াতলে অনেক শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। অনেকেই এই সংস্থায় চাকরি করে জীবন জীবীকা নির্বাহ করছেন। সকলেই সংস্থাটিকে নিজের মনে করতে পেরেছেন বলেই সংস্থাটি মেহেরপুর জেলায় মাথা উঁচু করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করছে।

সংস্থার প্রচেষ্টায় হাজার হাজার দরিদ্রপরিবার আত্নকর্মসংস্থানের সুযোগ পেয়েছে। কৃষি কাজ, ছাগল পালন, মৎস্যচাষ, সেলাইয়ের কাজসহ নানা ধরনের কর্মের সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি। উপস্থিতিরা সকলেই সংস্থাটির সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেন।




মেহেরপুরে সুবিধা বঞ্চিত শিশুদের পিঠা উপহার

হরেক রকম বাহারি পিঠা তৈরি করে সুবিধাবঞ্চিত শিশুদের উপহার হিসাবে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর বন্ধুসভার উদ্যোগে মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে পিঠা উপহার দেওয়া হয়।
পিঠা উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্ধুসভার সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সাধারন সম্পাদক তানিয়া হক, প্রতিনিধি আবু সাঈদ, বন্ধু মাইসা, অর্না, আনিকা, আকাশ, রাব্বি, তানজিম, বৃষ্টি, রিয়াজুল, জান্নাতুল, শাম্মি, সরকারি কলেজের অধ্যাপক বশির আহমেদ সহ প্রমুখ।
শিশু পরিবারের ৪০জন শিশুদের বন্ধুসভার সদস্যরা বাড়ি থেকে হাতে তৈরি ১৮ রকমের পিঠা উপহার দেই।
এসময় বন্ধুসভার সভাপতি আব্দুল্লাহ আল আমিন বলেন, এসব শিশুরা দুর্লভ পিঠার স্বাদ গ্রহণ করতে সচারচর পাইনা। এরকারণে বন্ধুসভা এবারে সুবিধা বঞ্চিত শিশুদের পিঠা খাওয়ানোর আয়োজন করে। কয়েকদিন ধরে বন্ধুসভার সদস্য বাড়িতে বাড়িতে তৈরি করেন হরেক রকমের পিঠা।



গাংনীতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা

গাংনীতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে আব্দুল জিহান (৩০) নামের এক ব্যাক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আব্দুল জিহান চুয়াডাঙ্গা জেলার দর্শনার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। স্কেবিটার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় জিহান নামের ওই ব্যাক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির হোসেন জানান, সরকারি কোন অনুমোদন না নিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে গাংনীর আড়পাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় স্কেবিটার মেশিন দিয়ে মাটিকাটা অবস্থায় আব্দুল জিহান নামের এক ব্যাক্তিকে হাতেনাতে আটক করলে জিহান তার অপরাধ স্বীকার করে। এসময় ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫(২) ও ১৫(১)(খ) ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় গাংনী থানা পুলিশের একটি টীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।




গাংনীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে রশিদ দিয়ে টাকা উত্তোলনের অভিযোগ

চাকরির জন্য সভাপতির হাতে জমা দেওয়া টাকা বারবার ফেরত চেয়ে না পেয়ে অবশেষে শিক্ষক কর্মচারীরা বিদ্যালয়ে অবস্থান কর্মসুচী পালন করেছে।

ভুক্তভোগী শিক্ষকদের তোপের মুখে অবরুদ্ধ করে রাখেন মেহেরপুরের গাংনীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি শেখ আনিসুজ্জামান লুইচকে।  বুধবার সকালের দিকে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শিক্ষক কর্মচারীদের দাবী- বিদ্যালয়টি স্বীকৃতি ও এমপিও ভুক্তির জন্য তাদের কাছ থেকে রশিদের মাধ্যমে নেয়া হয়েছে ৬৫ লাখ টাকা। তবে ৩৫ লাখ টাকা নেয়ার বিষয়টি স্বীকারও করেছেন সভাপতি আনিসুজ্জামান লুইচ।

প্রাপ্ত তথ্যমতে, ২০১৫ সালে বিদ্যালয়টি বাঁশবাড়িয়া নামক স্থানে একটি খাস জমিতে স্থাপন করা হয়। উদ্বোধন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের পত্নী লায়লা আরজুমান বানু শীলা। সেসময় বিদ্যালয়ে নিয়োগ দেয়া হয় প্রধান শিক্ষকসহ ২৪জনকে। বিভিন্ন অজুহাতে ওই শিক্ষক কর্মচারী ছাড়াও আরো ৬জনের কাছ থেকে টাকা নেয়া হয় মোট ৬৫ লাখ টাকা। টাকা গ্রহণের রশিদও দেন তিনি। এ ছাড়াও জোড়পুকুর গ্রামের মকলেচুর রহমান স্বপন নামের একজন সাদিয়া পারভীন নামের একজনের কাছ থেকে টাকা নেন দুই লাখ ২০ হাজার টাকা। সংসদ সদস্যকে দেয়ার নাম করে ওই টাকা নিলেও স্বপন ও সংসদ সদস্য কিছুই জানেন না বলে দাবী করেন।

নানা কারণে বিদ্যালয়টি পশ্চিম মালসাদহ নামক স্থানে স্থানান্তর করা হয় ২০১৭ সালে। কোন স্বীকৃতি না পাওয়ায় বিদ্যালয়টির শিক্ষক কর্মচারীরা টাকা ফেরতের জন্য সভাপতি আনিসুজ্জামান লুইচকে চাপ দিতে থাকেন। এক রকম বাধ্য হয়ে আত্মগোপন করেন তিনি। এদিকে বিদ্যালয়টিতে প্রাথমিক অবস্থায় যে সব শিক্ষার্থী ছিল সবাইকে অন্যত্র ভর্তি হওয়ায় শিক্ষার্থী শুণ্য হয়ে পড়ে প্রতিষ্ঠানটি।

এদিকে ধার দেনা ও সম্পদ বিক্রি করে দেয়া টাকা না পেয়ে ক্ষোভে ফুসে উঠেন শিক্ষক কর্মচারীরা। সুযোগ খুঁজতে থাকেন বিদ্যালয়টির সভাপতির আগমনের অপেক্ষায়। অবশেষে আনিসুজ্জামান লুইচ ফিরে আসেন নিজ বাড়িতে।

সংবাদ পেয়ে সকল শিক্ষক কর্মচারীরা তার বাড়িতে উপস্থিত হলে কৌশলে তিনি পালিয়ে যাবার চেষ্টা করেন। শিক্ষকরা তাকে গাংনী উপজেলা চত্ত্বর থেকে ধরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে অবরোধ করে রাখেন।

খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক শিক্ষকদের সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন এবং এর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক জানান, তিনি বাইরে আছেন এবং টাকা আত্মসাতের বিষয়টি শুনেছেন। সন্ধ্যায় ফিরে এসে উভয় পক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।




গাংনীতে তথ্য অফিসে আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

গাংনীর হোগল বাড়িয়া মহাম্মাদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন করার লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল দশটায় সময় জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রনী খাতুন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ভরষ উদ্দিন মহাম্মাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু ছালে মোঃ নাজমুল হক সাগর।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণকে জ্ঞান-সমৃদ্ধ মানুষ হয়ে স্মার্ট আচরণগত পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, হাজী ভরষ উদ্দিন মহাম্মাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল আহমেদ ।

এ সময় জেলা তথ্য অফিসার প্রান্তিক পর্যায়ের মানুষদের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক জনবান্ধব পদক্ষেপের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে জনগণকে আহ্বান জানান এবং গুজব ও অপপ্রচার প্রতিহত করতে জনগণকে সচেতন থাকতে অনুরোধ করেন। আগত অভিভাবকদের সন্তানদেরকে বাল্যবিবাহ না দিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন।

সর্বশেষ জেলা তথ্য অফিস মেহেরপুর এর পক্ষ থেকে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের কে বাল্যবিবাহ প্রতিরোধ, সরকারের বিভিন্ন জন্য বান্ধব কার্যক্রম এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।