দামুড়হুদায় “বীর নিবাস” প্রকল্পের শুভ উদ্বোধন

সারাদেশের ন্যায় দামুড়হুদায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্প “বীর নিবাস” ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে বুধবার সকাল ১০টার সময় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রী এই “বীর নিবাস” এর শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামালউদ্দিন।

বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বিল্লাল হোসেন, মশিউর রহমান, আ:সাত্তার খান সহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




আমদহ ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন রওশন আলী টোকন

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে নির্বাচনে ৭জনেক টপকিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন আমদহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন আলী টোকন।
আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে রওশন আলীকে মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়ন পেতে সাত প্রার্থী আবেদন জমা দিয়েছিলেন। বাকি ৬ জন হলেন, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজ সেবা সম্পাদক এ্যাড. আব্দল্লাহ আল মামুন রাসেল, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হিরা, আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বায়েজিদ আহমেদ সুইট, জেলা তাঁতী লীগের আহবায়ক সুবাদ আলী এবং আওয়ামী লীগ কর্মী একরামুল হক।

এদিকে, আগামী ১৯ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসারের কাছে মনোয়নয় জমা দেওয়ার শেষ দিন ধার্য আছে। আগামী ১৬মার্চ দীর্ঘ ১২ বছর পর আমদহ ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে।




চুয়াডাঙ্গায় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে সম্পূর্ণ হলো ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান।

বুধবার চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবাইদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য বালিশ খেলা ও পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




নিয়োগ দেবে বিআইডিএস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। প্রতিষ্ঠানটিতে রিসার্চ অ্যাসোসিয়েট পদে মোট সাত জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

রিসার্চ অ্যাসোসিয়েট।

পদসংখ্যা

মোট সাত জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক বা স্নাতকোত্তরে একটি প্রথম শ্রেণি/সমমানের গ্রেডসহ অন্যান্য বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ জার্নাল স্ট্যান্ডার্ডের একটি গবেষণা প্রকাশনা থাকলে ও গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন

২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম (ফরম ডাউনলোড করতে ক্লিক করুন) পূরণ করে উল্লিখিত (rabids2023@gmail.com) ই-মেইলে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩০ মার্চ, ২০২৩।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।




মুজিবনগরে ০৫ গ্রাম হেরোইনসহ আটক ২

মুজিবনগরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা ইনচার্য (ওসি) মেহেদি রাসেল এর নেতৃত্বে রতনপুর পুলিশ ক্যাম্প বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে আনন্দবাস গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সেলিম উদ্দিন ও বাগোয়ান গ্রামের মোল্লাপাড়ার মৃত আব্দুল জলিল শেখের ছেলে জামাল ওরফে মলম (৫০) কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য পঞ্চাশ হাজার টাকা বলে ধারণ করা হচ্ছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, মুজিবনগর উপজেলা কে মাদক মুক্ত করতে। মাদক সেবনকারী মাদক পরিবহনকারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুজিবনগর থানা পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে।




ঝিনাইদহে কথন সাংস্কৃতিক সংসদের দিনব্যাপী বসন্ত উৎসব

ঝিনাইদহে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বসন্ত উৎবস উদযাপন করেছে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)।

বুধবার সকালে সরকারি কেশবচন্দ্র কলেজে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কলের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিএম রেজাউল করিম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ কসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা কসাসের সদস্যদের অংশগ্রহণের পরিবেশন করা হয় নাচ ও গান। যা উপভোগ করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দিবভর এই আয়োজনে ছিলো পিঠা উৎসবও। এছাড়াও বসন্ত ও ভালোবাসা দিবসকে স্মরণ করে রাখতে ২০ জন পথশিশুকে রঙিন পোশাক দেওা হয়।




কোটচাঁদপুরে বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের চাবি হস্তান্তর

সারাদেশে ন্যায় কোটচাঁদপুরেও বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের চাবি হস্তান্তর করা হচ্ছে। এ উপজেলার ৭ জন বীর মুক্তিযোদ্ধা পেয়েছেন ওই ঘরের চাবি। বুধবার ১৫ ফেব্রুয়ারি সকালে স্থানীয় অফিসার্স ক্লাব থেকে তাদের হাতে এ চাবি তুলে দেয়া হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী প্রমুখ।

শহীদ, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি পাকাঘর নির্মাণের উদ্যোগ নেন ।

এর অংশ হিসেবে কোটচাঁদপুর উপজেলায় ২১টি ঘরের মধ্যে প্রথম পর্যায় ৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ৭টি বীর নিবাসের চাবি তুলে দেয়া হয়।

য়ার মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আদিলউদ্দিন,আবু বক্কর, সিরাজুল ইসলাম, তাহের উদ্দিন, আব্দুল হালিম,আব্দুর রশিদ, মহি উদ্দিন।

পরে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করা হয়।




চলতি বছর সাইবার হামলা বাড়বে

চলতি বছরজুড়েই সাইবার হামলার আশঙ্কা রয়েছে। আর এ সংখ্যা গত বছরের তুলনায় বেশি হবে বলে জানিয়েছে সাইবার হামলা নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চ (সিপিআর)। সাধারণত যেসব বৈধ সফটওয়্যার দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় সেগুলো সাইবার হামলার লক্ষ্যে থাকবে।

নিরাপত্তা প্রতিবেদন ২০২৩ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিপিআর। সেখানে এসব উদ্ধৃত করে তিন ধরনের পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুসারে, হ্যাক্টিভিজমের সংখ্যা বাড়বে ২০২৩–এ। হ্যাক্টিভিজম সাধারণত রাজনৈতিক বা সামাজিক কোনো আন্দোলনের জন্য সংগঠিত হয়। ২০২৩ সালে আগের তুলনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হ্যাক্টিভিজম বাড়বে এমন শঙ্কার কথা উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

র‌্যানসমওয়্যার সাইবার হামলা শনাক্ত করা আরও কঠিন হতে পারে চলতি বছর। এনক্রিপশন কার্যকলাপ শনাক্ত করার ওপর নির্ভর করে বিদ্যমান সুরক্ষা প্রক্রিয়া কম কার্যকর হবে। এ ছাড়া হ্যাকাররা তথ্য মুছে ফেলা এবং এক্সফিলট্রেশনের (ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারে সিস্টেম অনুপ্রবেশ করে তথ্য স্থানান্তর করা) ওপর নজর দেবে।

ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ওপর সাইবার আক্রমণের ঘটনা বাড়বে। নিজস্ব সার্ভার বা সিস্টেম থেকে ক্লাউডে তথ্য রাখার প্রবণতা সাইবার অপরাধীদের আক্রমণের জন্য বিস্তৃত পরিসর তৈরি করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। যেসব বৈধ প্রোগ্রাম কম্পিউটারে বা নেটওয়ার্ক সিস্টেমে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে অপরাধীরা। এরই মধ্যে চ্যাটজিপিটিতে রুশ সাইবার অপরাধীদের আক্রমণের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে আগের বছরের তুলনায় সাইবার হামলার ঘটনা বেড়েছিল ৩৮ শতাংশ। এবার হামলার আশঙ্কা আরও বেশি।

সূত্র: গ্যাজেটস নাউ




গাংনীতে ‘‘বীর নিবাস’’ প্রকল্পের উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধোদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার হিসেবে ‘‘বীর নিবাস’’প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

বীর নিবাসের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্সুয়ালী যুক্ত হন বিভিন্ন জেলা ও উপজেলা। সে লক্ষ্যে আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক, গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার স্ব স্ব উপজেলার বীর নিবাসের চাবি হস্তান্তর করেন।

গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ-দৌলা রেজা ও সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরাঞ্জন চক্রবর্তী ও সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলীসহ বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ। বীর নিবাস নির্মাণে ব্যায় ধরা হয়েছে প্রায় ১৩ লক্ষাধিক টাকা। পর্যায়ক্রমে দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সকলেই প্রধানমন্ত্রীর এ উপহার পাবেন বলে জানা গেছে।

জীবনের মায়া ত্যাগ করে পরিবার পরিজনের চিন্তা না করে যারা দেশ স্বাধীনে ঝাপিয়ে পড়েছিলেন। যাদের আত্নত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এসকল একাত্তরের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা পেলেন নিজস্ব বাড়ী। দরিদ্র, অসহায় মুক্তিযোদ্ধা যাদের ঘর নির্মানের সামর্থ ছিল না তাদের জন্য বীর নিবাস নির্মান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আনুষ্ঠানিকভাবে এই বীর নিবাসের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে। মেহেরপুর জেলায় তিনটি উপজেলায় আজ ৩৪টি বীর নিবাসের চাবি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর মধ্যে সদর উপজেলায় ১১টি, মুজিবনগর উপজেলায় ১১টি এবং গাংনী উপজেলায় ১২টি বীর নিবাস রয়েছে।




আলমডাঙ্গার ডাউকি গ্রামে প্রেমের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

আলমডাঙ্গার ডাউকি গ্রামে যুবতিকে প্রেমের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে। এঘটনায় রাতের যুবতী বাদি হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

এজাহার সুত্রে জানা যায়, আলমডাঙ্গার ডাউকি গ্রামের হামিদুল ইসলাম লাড্ডুর ছেলে শামীম হাসান শান্ত একই গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যার সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর তাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিতে থাকে শামীম । এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শামীমের বোনের বাড়ি আসাননগর গ্রামের শিলুর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর আর বিয়ে না করে প্রতারণা শুরু করে।

পরে শামীম ঢাকায় গার্মেন্টসে চাকরী করতে চলে যায়। এক বছর ধরে ওই যুবতি মোবাইল ফোনে শামীমের খোঁজ নিতে থাকলে সে যোগাযোগ বন্ধ করে দেয়। এরই এক পর্যায়ে গত ১১ ফ্রেবুয়ারী শামীম তার বোন আসাননগর গ্রামের শাপলার বাড়িতে এসেছে বলে ওই যুবতি সংবাদ পাই।

সংবাদের ভিত্তিতে ওই যুবতি আসাননগর গ্রামে গিয়ে বিয়ের দাবী জানালে শামীম তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পড়ে তাকে টেনে হিচড়ে বের করে দেয়। এবং ভবিষতে বিয়েন কথা বললে তাকে হত্যার হুমকি দেয় শামীম।

যুবতির এ মামলায় পুলিশ শামীম হাসান ওরফে শান্ত গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।