ভালোবাসা প্রকাশের মাধ্যম যখন ভার্চ্যুয়াল

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতায় লিখেছেন ‘সহজ কথায় লিখতে আমায় কহ যে, সহজ কথা যায় না লেখা সহজে।’

অনেক কঠিন কথা সহজে বলা গেলেও ‘আমি তোমাকে ভালোবাসি’ এই তিনটি শব্দ ভালোবাসার মানুষকে বলা যে কত কঠিন একজন প্রেমিকের চেয়ে ভালো আর কে জানে। বাধা, ভয়, লজ্জা, জড়তা দূর করে যাঁরা নিজের কথা জানাতে পারছেন না প্রিয় মানুষকে, তাঁরা সহজেই প্রযুক্তি কাজে লাগিয়ে নিজের মনের কথা জানান দিতে পারেন প্রিয় মানুষকে। ভার্চ্যুয়াল মাধ্যমে সত্যিকারের ভালোবাসার প্রকাশ ঘটানো যায় সহজে।

এ ক্ষেত্রে ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, টিকটক এবং ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম হতে পারে ডাকপিয়ন। এ বিষয়ে রাজধানীর একটি বেসকরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত ফারহা বলেন, ‘দিন বদলের পাশাপাশি মানুষের ভালোবাসার প্রকাশে নতুনত্ব এসেছে। এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে প্রযুক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রিয়জনের কাছে নিজের মনের কথাটি যে কেউ চাইলেই পৌঁছে দিতে পারছে। কেউ আবার ভিডিও বা কবিতার মাধ্যমে নিজের ভালোবাসার কথা প্রিয়জনের কাছে তুলে ধরছে।’

প্রেমের কবিতা
আপনার ভালোবাসার মানুষটি যদি সাহিত্যপ্রেমী হন, তবে এই কৌশল আপনার জন্য খুব কার্যকরী হবে। তাঁকে নিয়ে একটি কবিতা বা ছোট গল্প দিয়ে ভিডিও বা থিম তৈরি করতে পারেন। এরপর সেটি ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, টিকটক কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করে চমকে দিতে পারেন ভালোবাসার মানুষকে। কবিতা লিখতে না পারলেও ক্ষতি নেই, বিখ্যাত কোনো কবিতা দিয়েই ভিডিও তৈরি করে প্রেম নিবেদন করা যাবে।

রোমান্টিক গান
রোমান্টিক গান পছন্দ করেন না—এমন মানুষ পাওয়া কঠিন। আর গান পছন্দ করা মানুষটি যদি হয় আপনার স্বপ্নের মানুষ, তাহলে তো কথাই নেই। প্রযুক্তি ব্যবহার করে আপনি গানের মাধ্যমে প্রেম নিবেদন করতে পারেন। ভয় পেলে গেলেন! ভাবছেন আপনার গলা ভালো না। কীভাবে গান গেয়ে প্রিয় মানুষটিকে জানান দেবেন ভালোবাসার কথা। আপনার বেসুরে গলায় সুর এনে দেবে প্রযুক্তি। আপনার প্রিয় মানুষটি পছন্দ করে এমন একটি গানের সঙ্গে রিলস বা শর্টস বানিয়ে ফেলতে পারেন।

ইমোজিতে আবেগের প্রকাশ
অনলাইনে বার্তা লিখে লিখে আদান–প্রদান যেমন জনপ্রিয়, তেমনি এর আবেদনও বেশ। এসব বার্তায় শব্দ, বাক্য লেখার পাশাপাশি নানা রকম প্রতীকের ব্যবহার আরও জনপ্রিয়। ইমোশন ও আইকন মিলে নাম হয়েছে ইমোটিকন। ইমোটিকন থেকে ইমোজি। এখনকার ইমোজিগুলো ইউনিকোড–সমর্থিত হওয়ায় সব স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ থেকে ব্যবহার করা যায়। ইমোজিপিডিয়া ডটওআরজি ওয়েবসাইটের হিসাবে তিন হাজার ৬৩৩ টি ইমোজি ইউনিকোড সমর্থন করে। এই হিসাব ২০২১ সালের। আর এত এত ইমোজির মধ্যে ২ নম্বরে আছে লাল হৃদয় বা রেড হার্ট ইমোজি। হৃদয়াকৃতির আরও অনেক ইমোজি আছে, অভিব্যক্তি অনুযায়ী রং, নকশা একটু ভিন্ন। তো ভালোবাসার প্রকাশে ইমোজি হতে পারে মোক্ষম অস্ত্র।




গাংনীতে পৃথক অভিযানে হেরোইন বিক্রেতাসহ ৩ জন গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের বেনাগাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ বাবর আলী (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে গাংনী থানার এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটক বাবর আলী গাড়াবাড়ীয়া গ্রামের মুত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাড়াবাড়ীয়া গ্রামের বেনাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া গাংনী থানা পুলিশের পৃথক দুটি টিম  অভিযান পরিচালনা করিয়া জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার  একজন আসামিকে গ্রেফতার করা হয়।




আমদহ ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াইয়ে আওয়ামী লীগের ৭ প্রার্থী

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ৭জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে কয়েকটি বিবেচনায় তিন প্রার্থী মনোনয়ন লড়াইয়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজ সেবা সম্পাদক এ্যাড. আব্দল্লাহ আল মামুন রাসেল, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হিরা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন আলী টোকন, আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বায়েজিদ আহমেদ সুইট, জেলা তাঁতী লীগের আহবায়ক সুবাদ আলী এবং আওয়ামী লীগ কর্মী একরামুল হক।

আগামীকাল বুধবার আওয়ামী লীগের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হবে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ৭জন মনোনয়ন জমা দিলেও ৩ প্রার্থী এগিয়ে রয়েছেন বলে তারা ধারণা করছেন। এগিয়ে থাকা প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল ও আতিয়ার রহমান হিরা।




গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুৃজ্জামান খোকন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ।
অনুষ্ঠানে এমপি পত্নি লাইলা আরজুমান শিলা ,গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সরকারি -বেসরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ প্রস্ততি সভায় অংশ গ্রহন করেন।

প্রতি বছরের ন্যায় এবারও গাংনী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে নানা কর্মসুচী গ্রহন করেছে উপজেলা প্রশাসন।




কুষ্টিয়ায় জহুরুল হক চৌধুরী (রঞ্জু চৌধুরী) রচিত ‘ছবির বই’ এর মোড়ক উন্মোচন

কুষ্টিয়ায় জহুরুল হক চৌধুরী (রঞ্জু চৌধুরী) রচিত ‘ছবির বই’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে এই বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী।

এসময় তিনি বলেন, জহুরুল হক চৌধুরী (রঞ্জু চৌধুরী) রচিত ‘আমি ভুষো পাবলিক বলছি’ গ্রন্থটির লেখা দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকায় প্রকাশ হয়েছে এবং বেশ সমাদৃত হয়েছে। ক্রিড়া সংগঠক, সাহিত্যিক, লেখকসহ বহু প্রতীভার অধিকারী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক ছবির বই প্রকাশিত হলেও ব্যতিক্রমি এই ছবি সম্বলিত এমন বই নেই বললেই চলে।

তিনি বলেন, ভ্রমণ সাহিত্য সহ সৃজনশীল কাজের সাথে যারা জড়িত তারা সকলেই ভুষো পাবলিক। কারন, নিজের ইচ্ছে ও মনের বাসনা পুরণ করতে তারা নিজেরা নিজেদের মেধা ও শ্রমের বিনিময়ে নিজেকে বিসর্জন দিয়ে থাকে। মানুষের সমস্যা সমাজের প্রকৃত সত্যটাকে তুলে ধরতে সহায়ক হয়েছে। এবারের এই ছবির বইটিও মানুষকে আলোকিত করবে বলেও জানান তিনি।

ভুষো পাবলিক বইটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমাজের বৈষম্য এবং সাধারণ মানুষের ভাষায় অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা তুলে ধরা এই ভুষো পাবলিক বলছি গ্রন্থটি বর্তমানে অস্থির সমাজে গুরুত্ব পেয়েছে।

আমাদের কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ এমপি তাকে অনেকের মাঝে ভূষো পাবলিক বলেও ডাকেন।

জিয়া হাসান চৌধুরী রিপন এর সভাপতিত্বে এবং ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর মুঈদ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন বলেন, সমাজের ত্রুটি বিচ্যুতিসহ নানান বিষয় তুলে ধরে রম্য লেখক হিসেবে আমাদের এই লেখক বেশ জনপ্রিয়তা পেয়েছে।

তিনি বলেন, আমাদের সমাজে রশিক মানুষ খুব কম। সৈয়দ মুজতবা আলীর মতো লেখকের সংখ্যা কম হলেও আমাদের এই কুষ্টিয়ার কৃতি লেখক জহুরুল হক চৌধুরী (রঞ্জু চৌধুরী) তার লেখনীর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।

তিনি আরও বলেন, সভ্যতার সঙ্গে বই ইতিহাস কে যুক্ত করে। বই প্রাচীন কিংবা নবীনদের সাথে প্রবীণদের পরিচিত করে তোলে। সেই প্রজ্ঞা-জ্ঞান কে কাজে লাগায় এই বই। তবে ছবি দিয়ে বই তেমন দেখা যায় না। এই আইডিয়া যেমন অভিনব তেমনি সত্যি প্রশংসনীয়ও বটে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট হাসান টুটুল, সব্যসাচী লেখক ও কবি তাজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহসভাপতি আশরাফ উদ্দিন নজু, আবৃত্তি পরিষদের সভাপতি কবি আলম আরা জুই, লেখক ও কলামিস্ট অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: শহীদুল্লাহ্, সাংবাদিক নেতা মুজিবুল শেখ, ডা: গোলাম মওলা, গড়াই নন্দিনী সাহিত্য পাঠচক্র কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শাহিদা পারভীন রেখা, কুষ্টিয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিশান, এসএস রুশদী, সাংবাদিক রাশিদা রিতাসহ লেখক,কবি, সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন জহুরুল হক চৌধুরী (রঞ্জু চৌধুরী) তার বক্তব্যে বলেন, যারা সমাজ এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা একটা স্তরে বাস করেন। অথচ যারা সাধারণ মানুষ হিসেবে ভুষো পাবলিক হয়ে সমাজে বসবাস করে তাদের জন্যই কেবল ভূষো পাবলিক বইটি পড়লে মানুষ তার অনুকরণীয় দৃষ্টান্ত খুঁজে পেয়েছে।




বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা  আওয়াল বিশ্বাস গ্রেফতার

গাংনীর বামন্দী মাদ্রাসায় বোমা উদ্ধারের ঘটনায় বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আঃ আওয়াল বিশ্বাস কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে বামন্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে বামন্দী পুলিশ ক্যাম্প।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই ইসরাফিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আঃ আওয়াল বিশ^াসকে গ্রেফতার করা হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারী শুক্রবার গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসায় বোমা বিস্ফোরন ও উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।




দামুড়হুদায় ভুট্টাগাছ মরে যাওয়ায় হতাশাগ্রস্থ কৃষকরা

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কুমারীদহ গ্রামের মাঠে ভুট্টাগাছ মরে যাওয়াই হতাশ ভুট্টা চাষীরা। সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির।

গত কয়েক বছরের তুলনায় উপজেলায় এ বছর ভুট্টার চাষ অনেক বেশি হয়েছে। ভুট্টা বাংলাদেশের একটি অর্থকারী ফসল। অধিক লাভের আশায় উপজেলায় এবার ভুট্টার চাষ বেড়েছে। ভুট্টার বীজ রোপনের সাথে সাথে কৃষক বুনেছে তার স্বপ্ন। আর সেই স্বপ্ন যেন হয়ে যাচ্ছে দুঃস্বপ্ন।

দামুড়হুদা উপজেলার জয়রামপুর কুমারীদহ মাঠে হঠাৎ ভুট্টা গাছ মারে যাচ্ছে। এতে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে ভুট্টা চাষীরা। মাঠের প্রায় ১০ থেকে ১২ বিঘা ভুট্টাগাছ মরেযাচ্ছে।

এ বিষয়ে কুমারীদহর কৃষক ইলিয়াস হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বেশ কিছুদিন আগে আমার জমিতে কয়েকটি গাছ মরতে দেখা গিয়েছে। আমরা সাধারণভাবে ধারণা করি, গাছগুলো উইপোকায় মেরে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়। তারপরে দেখা যায় আমার ১৫ কাঠা জমির সম্পূর্ণ ভুট্টাগাছ ধীরে ধীরে মরে যায়। ভুট্টার এই মৌসুমে আমাদের এখানে গাছ মরে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে। এখানে রোপন করা হয়েছিল, হাসান ৫৫, মন্ডল, পাইনিয়ার এর ৩৩৫৫ জাতের ভুট্টা।

তিনি আরো বলেন একই গ্রামের ইমান আলীর ১.৫ বিঘা, আব্দুস সাত্তার এর ১৫ কাঠা, মহাসিন এর ১৫ কাঠা, আরিফুল ১ বিঘা, জয়রামপুর হাজীপাড়া মুক্তির ১ বিঘা, আতর আলীর ১৫ কাঠা জমির ভুট্টা মারা গেছে। এছাড়াও অনেক জনের ভুট্টা গাছ ধীরে ধীরে মরতে শুরু করেছে। আনুমানিকভাবে বলা যায় ৮ থেকে ১০ বিঘা জমির ভুট্টাগাছ মরে গিয়েছে। এছাড়াও মাঠের অধিকাংশ জমির ভুট্টা মরতে শুরু করেছে।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির বলেন, আমি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এমন ঘটনা বিরল। সাধারণত এই সমস্যা হয়েছে ছত্রাক থেকে গাছের গোরার শিকড় নষ্ট হয়ে যাই। জমিতে একই ফসল বারবার ফালানোর কারণে জমিতে ছত্রাকের পরিমাণ আধিকমাত্রায় বৃদ্ধি পাই এবং তাতে ভুট্টা গাছের সহনশীলতার বাইরে চলে যাই,ফলে গাছ মারা যাই। বার বারবার একই ফসল ফলানোর কারণে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করা হয় এর ফলেও সমস্যা হয় এবং ফসলে প্যাথেজিন থেকে যাই। মূলত নিউট্রিয়ানডিসেটেন্সি এবং প্যাথেজিন বিউটি পার্লার কারণেই এমন হয়।

তিনি আরো বলেন এ বিষয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলব মাটির পরীক্ষা করব। মূলত আসলেই কি কারণে এমন হচ্ছে বিশেষজ্ঞরা মাটি পরীক্ষা করলে বুঝা যাবে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া বর্তমান যে জমিগুলোতে ভুট্টা গাছ এখনো সুস্থ আছে এসব জমিতে ছত্রাক নাশক স্প্রে করে দেওয়ার পরামর্শ দিয়েছি।




দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার ভাতা যাচাই-বাছাই কমিটিতে যুক্তকরণ সভা

দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার লবিং ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সরকার প্রদত্ত বিভিন্ন ভাতা যাচাই-বাছাই কমিটিতে লোকমোর্চার প্রতিনিধি যুক্তকরণে সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ওয়েভ ফাউন্ডেশনের সামাজিক সুরক্ষা কর্মসুচির আওতায় সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি ইমতিয়াজ হোসেন। এসময় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক মো হযরত আলী ।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী আনিসুর রহমান, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলী জোয়ার্দার, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি জোনাব আলী, দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী ইছা খাঁ, যুগ্ন সাধারণ সম্পাদক হাসিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের মেম্বার সামসুল ইসলাম, মতিয়ার রহমান, মহিলা মেম্বার শাহানাজ খাতুন, দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, সদস্য আ:খালেক ও সাইদুর রহমান টোকন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে, চেয়ারম্যান মো হযরত আলী লোকমোর্চার প্রতিনিধিদের ভাতা প্রদান যাচাই-বাছাই কমিটিতে যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি আরও বলেন, দামুড়হুদা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি-সম্পাদক বেশ কয়েকটি সভায় অনুপস্থিত যা পরপর কয়েকটি সভায় বক্তারা উল্লেখ করে বক্তব্য রেখেছেন। যার ফলে কার্যক্রম ব্যাহত হচ্ছে। লোকমোর্চার গঠনতন্ত্র অনুযায়ী আগামী সভায় সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন।




কোটচাঁদপুর তিন দিন ব্যাপী কূষি মেলার উদ্বোধন

আমাদের কৃষি যতদিন ভাল থাকবে,আমরা ততদিন বাইরের তাপ কম পাব। সোমবার কোটচাঁদপুর উপজেলা চত্বরে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারনে অনেক দেশে খাদ্য পন্য ৪০/৫০ গুন বৃদ্ধি পেয়েছে। কিন্তুু আমাদের দেশে কৃষকের অবস্থা ভাল থাকায়, আমরা এখনও ভাল আছি। এ কারনে কৃষক যেন তাঁর ন্যায্যতা পান,সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি,ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী।

এ বছর মেলায় ২৩ স্টোল স্থান পেয়েছেন। যার মধ্যে সবার নজর কেড়েছেন খেজুর গাছ,গাছ, খেজুরের গুড় ও পাঠালি। এ ছাড়া নজরকাড়ে কালের পরিবর্তনে হারিয়ে যাওয়া বেশ কিছু মাছের স্টোলটিও।
পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টোল ঘুরে ঘুরে প্রদর্শন করেন।




আরও প্রাসঙ্গিক অনুবাদের উদ্যোগ নিয়েছে গুগল

গুগল ট্রান্সলেটে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার ক্ষেত্রে নতুন সুবিধা আনার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। ৮ ফেব্রুয়ারি ‘লাইভ ফ্রম প্যারিস’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সুবিধাগুলোর মধ্যে রয়েছে অনুবাদের সময় উন্নত, প্রাসঙ্গিক শব্দের খোঁজ, আইওএসের জন্য গুগল ট্রান্সলেটের পুনর্নকশা এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমায় অনুবাদসুবিধা নির্বিঘ্নে পাওয়া।

গুগল জানায়, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি ও স্প্যানিশ ভাষার অনুবাদ আরও প্রাসঙ্গিক করে তুলছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ যেসব শব্দ বা শব্দগুচ্ছের একাধিক অর্থ রয়েছে, সেগুলো প্রাসঙ্গিকতার ভিত্তিতে অনুবাদ হবে। এতে অনুদিত বাক্য ব্যবহারকারীর কাছে স্বাভাবিক ও প্রাসঙ্গিক মনে হবে। এটি অনেকটা লিঙ্গুই এবং রিভারসো অ্যাপের মতো কাজ করবে।

এ ছাড়া কোনো ব্যবহারকারী যদি কোনো ভাষায় সাবলীল না হন, তাঁকে একটি শব্দগুচ্ছের আপত্তিকর বা ঘৃণ্য অর্থ ব্যবহার ঠেকানোর সুবিধা দেওয়া হবে। গুগল জানিয়েছে, সপ্তাহখানের মধ্যে এই হালনাগাদগুলো ব্যবহাকারীরা পাবেন। প্রথমে পাঁচটি ভাষায় সুবিধাগুলো দেওয়া হলেও পরে আরও অনেক ভাষায় এটি চালু করা হবে। একই অনুষ্ঠান থেকে গুগল ম্যাপসের জন্যও নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছর গুগল ট্রান্সলেটের অ্যান্ড্রয়েড অ্যাপের হালনাগাদ ছেড়েছিল প্রতিষ্ঠানটি। এখন নতুন এ সুবিধা এবং আইওএস অপারেটিং সিস্টেম–চালিত আইফোনের জন্য ‘রিফ্রেশ ইউজার ইন্টারফেস’ আনল প্রতিষ্ঠানটি।

এ ছাড়া আইওএস অ্যাপে শক্তিশালী বর্ণসুবিধা চালু করা হয়েছে। এতে অনুবাদ আরও পাঠযোগ্য হয়ে উঠবে। পুনর্নকশা করা অ্যাপে ব্যবহারকারী সম্প্রতি কী অনুবাদ করেছেন এবং কোন ভাষা ব্যবহার করেছেন, তা দ্রুত বাছাই করতে পারবেন।

সম্প্রতি আইওএস অ্যাপে অফলাইনে (ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন) নতুন করে আরও ৩৩টি ভাষার অনুবাদসুবিধা চালু করেছে গুগল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে নতুন এক অনুবাদপ্রক্রিয়া দেখায় গুগল, যেখানে অনুদিত লেখাকে নির্বিঘ্নে পটভূমির ছবিতে (ব্যাকগ্রাউন্ড ইমেজ) মেশানো যায়। অর্থাৎ ব্যবহারকারী যদি অন্য ভাষায় লেখা পোস্টারও অনুবাদ করেন, তবে তা অপ্রাসঙ্গিক মনে হবে না। যেসব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ৬ গিগাবাইট বা তার বেশি র‌্যাম আছে, সেগুলোতে এ সুবিধা পাবে ব্যবহারকারী।

সূত্র: টেকক্রাঞ্চ