কুষ্টিয়ায় বিসিক’র উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কুষ্টিয়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র উদ্যোগে ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে বিসিক কুষ্টিয়া কার্যালয়ে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

কুষ্টিয়া বিসিক’র উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আশানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বিসিক কুষ্টিয়ার সম্প্রসারণ কর্মকর্তা শাপলা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদ্যোক্তা এসএম জামাল, মামুন অর রশীদ ( মধু মামুন), নেক্সটওয়ে ডটকমের সিইও এবং চেয়ারম্যান আলিমুল ইসলাম।

বক্তারা বলেন, প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে। সফল উদ্যোক্তার প্রধান গুণ হচ্ছে আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস যত বেশি তার সাফল্য তত বেশি। যদিও এটি অর্জন করা কঠিন। ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই মনে রাখবেন আপনাকে ব্যবসায় ঝুঁকি গ্রহণের মন-মানসিকতা থাকতে হবে।

বক্তারা আরও বলেন, সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তারা কখনও কাজ সম্পূর্ণ করতে অলসতা করেন না। তাদের হাতে যখন কোনো কাজ থাকে, তখন তারা দিন-রাত তাদের সম্পূর্ণ শ্রম এবং মেধা দিয়ে কাজটি পরিপূর্ণ করে থাকেন। ব্যবসা শুরুর আগে মনে রাখতে হবে, ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবে। আর এ ঝুঁকি থাকার মন-মানসিকতা থাকতে হবে। এজন্য শিল্প উদ্যোক্তা হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন বক্তারা।
প্রসঙ্গত, ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স ১২ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী তারিখ পর্যন্ত চলবে।




আলমডাঙ্গার তিয়রবিলায় নগত টাকাসহ ৪ জুয়াড়ি আটক

আলমডাঙ্গার তিয়রবিলা ক্যাম্প পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে আটক করেছে। রবিবার (১২ ফেব্রুয়ারি ) সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজলোর তিয়রবিলা কুটিপাড়ার কলাবাগান থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ ৩ হাজার ২২০ টাকাসহ জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আকটরা হলেন- সুজন (২৬), আনোয়ার (৪৫), দুলু (৪৫), হাসিবুল (২৬) । তাদের বাড়ি উপজেলা খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামে।

জুয়া আইনে মামলা দায়েরর পর সোমবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খাসকররা ইউনিয়নের তিয়রবিলা এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়ার বোর্ড থেকে ৪ জুয়াড়িকে আটক করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হবে।




কার্পাসডাঙ্গা এজেন্ট আউটলেট হিসেবে নিয়োগ পেলো অক্সফোর্ড সৌর বিদ্যুতায়ন প্রকল্প

অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান অক্সফোর্ড সৌর বিদ্যুতায়ন প্রকল্প এর নামে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর অনুমোদন দিয়েছে ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক।

রবিবার দুপুরে সোনালী ব্যাংকের হেড অফিসে এক অনুষ্ঠানে অনুমোদন পত্র দেওয়া হয়।

তুলে দেওয়া হয় অক্সফোর্ড সৌর বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক এর হাতে সোনালী ব্যাংক কার্পাসডাঙ্গা। আউটলেট শাখা অনুমোদন পত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর পরিচালক খলিলুর রহমান। কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রবিউল হোসেন শুকলাল।

আরো উপস্থিত ছিলেন আহসান হাবিব মুয়াজ এবং আবু হাসান, সোনালী ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা সহ অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেড ও শাপলা টিভি বাংলার চেয়ারম্যান মুফতি বনি ইয়ামিন। উপস্থিত ছিলেন অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেডের সিইও ও অক্সফোর্ড সৌর বিদ্যুতায়ন প্রকল্পর ব্যাবস্থাপনা পরিচালক মোছাঃ শাহানাজ পারভিন।

সোনালী ব্যাংকের অনুমোদন পাওয়ার পর অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জানান সোনালী ব্যাংকের মাধ্যমে সকল ব্যাংকিং সেবা দেওয়া হবে। গ্রাহকরা খুব সহজ ও নিরাপদের সাথে লেনদেন করতে পারবেন। সরকারি বেসরকারি সকল সেবা পাওয়া যাবে সোনালী ব্যাংক এজেন্ট আউটলেট কার্পাসডাঙ্গা থেকে।




পাত্র হিসেবে সালমানকে প্রত্যাখ্যান করেছিল যে নায়িকার বাবা

বলিউডের সবচেয়ে বড় তারকা মনে করা হয় সালমান খানকে। এই জনপ্রিয় অভিনেতার একের পর এক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে। সেটা নিয়ে জোর জল্পনাও চলেছে। তারপরও সালমান খান ‘এলিজিবল ব্যাচেলর’ই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে মনের মতো কাউকে পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি নায়কের? না পছন্দ হয়েছে তবে অপরপক্ষ থেকে ভালো রেসপন্স আসেনি তাই ব্যাচেলরের খড়গ কাটেনি এই তারকার। সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের।

একবার এক সাক্ষাৎকারে একটি ইঙ্গিত দিয়েছিলেন সালমান। তিনি জানিয়েছিলেন, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। কেন ফিরিয়ে দিচ্ছেন, মুখের উপর সেই জবাবও দেন। সে কথা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানান সালমান।
কে সেই নায়িকা? জবাব, জুহি চাওলা। জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান। মুখের ওপর প্রত্যাখ্যাত হয়েছিলেন এই তারকা।

শুধু তাই নয়- ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কইফ, জারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সালমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান, সে খবরও ছড়িয়ে পড়ে। তার পর সেই জল্পনায় জলও পড়ে। তবে বাস্তবে গড়ায়নি।

বছর কয়েক আগে একটি সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, জুহি মিষ্টি মেয়ে। তাকে শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন সালমান। এত কিছুর পরেও তৈরি হলো না সম্পর্ক? একটি শুটিংয়ে সালমান বলেছিলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো বিয়ে করার জন্য ওর বাবাকে প্রস্তাবও দিয়েছি।

তারপর কী হলো? এমন প্রশ্নে সালমান বলেন, জুইয়ের বাবা না বলেছিলেন। সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান! যদিও সম্পর্ক, প্রেম নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন। তবু দেশে তার মতো ভক্তসংখ্যা কত জনেরই বা রয়েছে!

সালমান এবং জুহি একটি মাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তাও ঠিক একসঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দু’জনে আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি।

শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। এক পুত্র এবং এক কন্যা রয়েছে তাদের। সম্প্রতি ইউলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সালমানের। শোনা গিয়েছিল, বিয়েটা তিনি সেরেই ফেলবেন। তবে এখনো সিঙ্গেল তিনি।




মুজিবনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রীতিভোজ অনুষ্ঠিত

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” ৪৩ তম জাতীয় সমাবেশ উপলক্ষে সারাদেশের ন্যায় মুজিবনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রীতিভোজ (বড়খানা)।

এ উপলক্ষে  রবিবার সকালে মুজিবনগর আনসার ক্যাম্প (উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন) প্রীতিভোজ (বড়খানা) এর আয়োজন করে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এ প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পিসি রেজাউল হক, আনসার সদস্য জিল্লুর রহমান, মাহামুদ, মোতাচ্ছেন, হুমায়ন আহম্মেদ, হিরামন মল্লিক, মিয়ারুল, শরিফুল, মুক্তার, রাফিদুল এই প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠান পালন করেন।

উল্যেখ্য, ৪৩ তম জাতীয় সমাবেশ উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের উদ্যেগে গাজিপুর শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত এক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক একযোগে সকল জেলা উপজেলায় প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠানে উদ্বোধন করেন।




জীবনের লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে,সফলতা আসবেই সংসদ সদস্য চঞ্চল

জীবনের লক্ষ্য স্থির করে, সামনের দিকে এগিয়ে যেতে হবে একদিন সফলতা আসবেই। রবিবার কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবধনা ও নতুন ভবন উদ্ভোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যেশে এ কথা বলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।

প্রধান শিক্ষক ইছাহক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক সরকার,কোটচাঁদপুর আওয়ামীলীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সিনিয়ার সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ সভাপতি মোঃ লুৎফর রহমান,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার তাজুল ইসলাম, ,বীর মুক্তিযোদ্ধা ওসমা গণি, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোমেন আল আরাফাত,মঈদ উদ্দিন খান,মফিজুর রহমান, সাইফুর রহমান, রিপনা খাতুন,রবিউল ইসলাম,আবু রাসেল,নাসরিন আক্তার।

এর আগে তিনি বিদ্যালয়ের নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নেন। ।

এ সময় তিনি ওই বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ভোধন করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন  ।




সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন পারবেন।

পদের নাম

সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার কাজের পারদর্শী হতে হবে। প্রার্থীর গুগল, ফেসবুক/ ইন্সটাগ্রাম অ্যানালিটিক্স সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ন্যুনতম বয়স ২৫ বছর হতে হবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৭ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস




পূর্বশত্রুতার জেরে হরিণাকুণ্ডুতে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

পরকিয়ার কারণে পূর্বশত্রুতার জেরে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে মোঃ ইদ্রিস আলী (৩৬) নামে একব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল  শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (কাদিখালী) গ্রামে এই ঘটনা ঘটে। ভিকটিম মোঃ ইদ্রিস আলী একই গ্রামের মস্তোফা কামালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস আলী নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়েছিল। ঘুমিয়ে থাকাকালীন রাত দুইটার দিকে কে বা কাহারা ধারালো দা দিয়ে তার মাথায় এবং কপালে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে পরিবারের লোকজন গুরুতর আহত ইদ্রিসকে হরিণাকুন্ডু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গোপন অনুসন্ধানে জানা যায় ভিকটিম ইদ্রিস আলীর বিরুদ্ধে গ্রামের একাধিক মহিলার সাথে পরকীয়ায লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। পরকীয়ার জের ধরে এই ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, হরিণাকুন্ডু থানার ৪নং দৌলতপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গতরাত ২টার দিকে মস্তোফা কামালের ছেলে মোঃ ইদ্রিস আলীকে কে বা কারা কুপিয়ে জখম করে পালিয়ে গেছে, এঅবস্থায় আমাদের নিকট জানানোর পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে মামলা নিয়েছি, আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন যতটুকু জানা গেছে তাতে মনে হয়েছে কোন নারী ঘটিত ব্যাপার এর পিছনে জড়িত থাকতে পারে, আমরা সবকিছুই খতিয়ে দেখছি।




বৈঠকের ধারণ করা ভিডিওর ক্যাপশনও দেখাবে গুগল মিট

গুগল মিটে অনলাইন বৈঠকের ভিডিও ধারণ করেন অনেকেই। এর ফলে বৈঠক শেষে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পুনরায় দেখে নেওয়ার সুযোগ পান ব্যবহারকারীরা। এবার ধারণ করা ভিডিওর কথোপকথনও ক্যাপশন আকারে পড়ার সুযোগ মিলবে গুগল মিটে। এত দিন শুধু অনলাইন বৈঠকের কথোপকথনের ক্যাপশন ও সারসংক্ষেপ লিখে দিত ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারটি।

নতুন এ সুযোগ চালুর জন্য নিজেদের ট্রান্সলেটেড ক্যাপশন–সুবিধা হালনাগাদ করেছে গুগল মিট। তবে এ সুবিধা পুরোনো রেকর্ড করা ভিডিওতে পাওয়া যাবে না। কারণ, গুগল মিটে ভিডিও ধারণের আগেই ক্যাপশনের ভাষা নির্বাচন করে দিতে হবে।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, ধারণ করা ভিডিওতে ক্যাপশন–সুবিধা ১৫ মার্চ থেকে ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।

সূত্র: এনডিটিভি




স্বাধীনতার ৫১ বছরে ২২ রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি। আর এর পর গত একান্ন বছরে যারা সরকারপ্রধান ছিলেন, তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রধান উপদেষ্টা আবার কেউ সামরিক শাসন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেছেন।

তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ২১ জন। আর নতুন করে মো. সাহাবুদ্দিন চুপ্পু এই দায়িত্বে এলে এ পর্যন্ত ২২ জন রাষ্ট্রপতি পাচ্ছে বাংলাদেশ।

স্বাধীনতার ৫০ বছরে দেশে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন—

প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান: ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২। মোট ২৭০ দিন।

দ্বিতীয় রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম: ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২। মোট ২৭০ দিন। (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি)

তৃতীয় রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী: ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩। মোট ৩৪৬ দিন।

৪র্থ রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহ: ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৭ জানুয়ারি ১৯৭৪। মোট ১ বছর ৩৪ দিন। (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি)

৫ম রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহ: ২৭ জানুয়ারি ১৯৭৪ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫। মোট ৩৬৩ দিন।

৬ষ্ঠ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান: ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫। মোট ২০২ দিন।

৭তম রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ: ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫। মোট ৮৩ দিন।

৮ম রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম: ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭। মোট এক বছর ১৬৬ দিন।

৯ম রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১। মোট চার বছর ৩৯ দিন।

১০তম রাষ্ট্রপতি আবদুস সাত্তার: ৩০ মে ১৯৮১ থেকে ২০ নভেম্বর ১৯৮১ (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি)

১১তম রাষ্ট্রপতি আবদুস সাত্তার: ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২। মোট ২৯৮ দিন।

পদ খালি (২৪ – ২৭ মার্চ ১৯৮২)

১২তম রাষ্ট্রপতি আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী: ২৭ মার্চ ১৯৮২ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৩ মোট ১ বছর ২৫৮ দিন।

১৩তম রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ: ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০। মোট ৬ বছর ৩৬০ দিন।

১৪তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ: ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ১০ অক্টোবর ১৯৯১। মোট ৩০৮ দিন।

১৫তম রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস: ১০ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬। মোট চার বছর, ৩৬৫ দিন।

১৬তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ: ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১। মোট পাঁচ বছর ৩৬ দিন।

১৭তম রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী: ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২। মোট ২১৯ দিন।

১৮তম রাষ্ট্রপতি জমিরউদ্দিন সরকার: ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২। মোট ৭৭ দিন।

১৯তম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ: ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯। মোট ছয় বছর ১৫৯ দিন।

২০তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান: ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩। মোট ৪ বছর ৩৬ দিন।

২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ: ১৪ মার্চ ২০১৩ থেকে বর্তমান সময় পর্যন্ত।

এবার ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন। আজ বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দিতে পারবেন পদপ্রত্যাশীরা।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা এবং ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

তবে জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় চুপ্পুই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

সূত্র: যুগান্তর