গাংনীতে পৃথক তিনটি স্থানে বিএনপির পদযাত্রা

মেহেরপুরের গাংনীতে গণতন্ত্র পুনরুদ্ধার,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার,বিএনপির নেতাকর্মীদেও গ্রেফতার হয়রানী বন্ধ, দ্রব্যমুল্যে কমিয়ে মানুষের ক্রয়ক্ষমাতার মধ্যে সিমাবদ্ধ রাখাসহ মোট ১০ দফা দাবিতে পৃথক তিনটি স্থানে পদ যাত্রা করেছে গাংনী উপজেলা বিএএনপি।

শনিবার বিকেলে গাংনী উপজেলার কাজিপুর, মটমুড়া ও সাহারবাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

কাজিপুর কলেজ প্রাঙ্গণের পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মটমুড়া ইউনিয়নের বাওট বাজারে আয়োজিত পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাহারবাটি এলাকার পদযাত্রায় নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

পৃথক তিনটি স্থানে গাংনী উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা পদযাত্রায় অংশ গ্রহণ করেন।




গাংনীর গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও ভবন উদ্বোধন অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও নতুন ভবন উদ্বোধন এবং এসএসসি ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রঙ্গনে এসকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নবীণ বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন (এমপি), গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হক,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, এমপির পত্নী লায়লা আরজুমান বানু শিলা। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত,জাতীয় পতাকা উত্তোলন নবীণদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে নিহত প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিশেষে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে একটি ৪ তালা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।




আলমডাঙ্গায় জিকে ক্যানেলে নির্মাণের সাত দিনের মাথায় উইং ওয়ালে ভাঙ্গন

আলমডাঙ্গার জিকে ক্যানেলের উইং ওয়াল সদ্য নির্মাণের সাত দিনের দিনের মাথায় ভেঙে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন।

জানা গেছে, আলমডাঙ্গার যাদবপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৭ লাখ টাকা ব্যায়ে সদ্য নির্মাণ হয় উইং ওয়াল। উইং ওয়াল নির্মাণ কাজে নিম্নমানে ইট,সিমেন্ট ও বালি ব্যবহার করা হয়। এ নির্মাণ কাজটি করেন ওয়াহেদ কনকট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগ তোলেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, নিম্নমানের ইট ও মানহীন সিমেন্ট দিয়ে সলিং কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত কিউসেক পানি প্রবাহ হবার কারণে নিম্নমানের উইং ওয়াল ভেঙে গেছে।

ঠিকাদার ওয়াহেদ মিয়া বলেন, শিডিউল অনুযায়ী জিকে ক্যানেলে ইটের সিলিং কাজের শেষ হয়েছে। তিনি আরো বলেন, – শুধু ইটের সলিং পানিতে টিকবে না। ঢালাই দিতে হবে। শিডিউলে ঢালায়ের কোন কাজ নেই।

চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, ট্র্যাক্টর যাওয়ার ফলে ভেঙ্গে গেছে বলে জেনেছি। কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। কোন অনিয়ম হলে ঠিকাদারকে নিজেই আবারো নির্মাণ করে দিতে হব।




হরিণাকুণ্ডুতে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাধা

বেগম খালেদা জিয়াসহ সকল রজবন্দিদের মুক্তি, সরকারের দমন-পীড়ন, সন্ত্রাস নির্যাতনের বিরুদ্ধে বিদুৎ, গ্যাস ও নিত্যপণ্যের মূল্য কমানোসহ ১০দফা দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হরিণাকুণ্ডুতে বিএনপি উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে এই কর্মসূচী শুরু হয়। পদযাত্রা কর্মসূচী পালন কালে উপজেলার ৬নং ফলসী ইউনিয়নের কুলবাড়ীয়া বাজারে এবং ৭নং রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে সমাবেশ সংক্ষিপ্ত করে পদযাত্রা শেষ করতে হয়েছে।

এছাড়া ভায়না ও জোড়াদহ ইউনিয়নে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগ হামলা করে করেছে বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। তিনি আরও বলেন জোড়াদহ ও জটারখাল বাজারে বিএনপির পদযাত্রা কালে আওয়ামী লীগের হামলায় উপজেলার তৈলটুপি গ্রামের মওলা বকশো ও জহুরুল ইসলাম গুরতর আহত হয়। এত বাধার মুখেও অন্যান্য ইউনিয়নে বিএনপির সংক্ষিপ্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে বলে তাইজাল হোসেন বিএনপির তৃনমুলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেণ।

পদযাত্রা সফল করতে ভায়না ইউনিয়নের দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, জোড়াদহ ইউনিয়নে জেলা বিএনপির সদস্য আফাঙ্গীর বিশ্বাস, ফলসী ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, তাহেরহুদা জেলা বিএনপির নেতা আব্দুল মমিনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল এই কর্মসূচী বাস্তবায়নে অংশ গ্রহন করে।




গাংনীর বামুন্দি মাদ্রাসায় ককটেল বিষ্ফোরণের ঘটনায় ১৮ জনকে আসামী করে মামলা

মেহেরপুরের গাংনীর বামন্দীতে গতকাল  শুক্রবার রাতে একটি মাদ্রাসায় ককটেল বিষ্ফোরনের ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপির ১৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই রাতে গাংনী থানার এসআই ইসরাফিল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদের মধ্যে ৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। যার মামলা নং-১২।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহ্ আলম (৩৫), পিতাঃ মোঃ আয়ুব আলী, ২। মোঃ শাওন (৪৫), পিতা- মৃত ফজলুল হক, ৩। মোঃ মহিবুল ইসলাম পলাশ (৫০), পিতা- মৃত বদরুল আলম (ভাদু), সর্ব সাং- নিশিপুর, ৪। মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা- মৃত আজিজুল হক, সাং- বামন্দী, ৫। মোঃ আব্দুল হক (৪০), পিতা- মোঃ মোফাজ্জেল হোসেন, সাং- বেতবাড়িয়া সরদারপাড়া, ৬। মোঃ মনিরুজ্জামান (৫৪), পিতা- মোঃ তাজের আলী মোল্লা, সাং- কাড়াইগাছি, ৭। মোঃ কামরুজ্জামান (৪৭), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- গাড়াবাড়িয়া এবং তদন্তপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করেন ৮। আমানুর রহমান আমল ু(৫২), পিতা-মৃত আইয়ুব ফকির,সাং-সাহারবাটি। গ্রেফতারকৃত আসামীদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের জেল হাজতে প্রেরণ করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্যঃ শুক্রবার রাত আটটার দিকে গাংনীর বামন্দীর একটি মাদ্রসায় ককটেল বিষ্ফোরণের ঘটেনা ঘটে। ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বিষ্ফোরণের পর পুলিশের অভিযান শুরু হয়। এবং ৮জনকে আটক করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বামন্দীর একটি মাদ্রাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি গেলে একটি ককটেল বিষ্ফোরিত হয়। এসময় সেখান থেকে নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ৫টি ককটেল, ২টি দেশীয় অস্ত্র (রামদা) এবং লাঠিসোটা উদ্ধার করা হয়েছিল।

এদিকে উক্ত ঘটনা সাজানো বলে দাবী করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা জানান, দেশব্যাপি বিএনপির তৃণমুল পর্যায়ে পদযাত্রার হবে গতকাল শনিবার। বিএনপির পক্ষ থেকে এই পদযাত্রা না করতে পারে সেজন্যই গ্রামে গ্রামে অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেফতার আতংকে বিএনপির কর্মী সর্মকরা ঘর ছাড়া হয়ে আতংকিত রয়েছেন বলেও উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবী করা হয়েছে।




দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ৯০ লাখ টাকার সোনার বার উদ্ধার

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। এ অভিযানে কসটেপে মোড়ানো তিনটি প্যাকেট হতে ১ কেজি ১শ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে।

গতকাল শুক্রবার দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে মর্মে মুন্সিপুর বিওপির জেসিও-৮৬৪৬ নায়েব সুবেদার আলাউদ্দিন বিশ্বাস টহল দল নিয়ে সীমান্ত পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া নামক এলাকায় মাঠের মধ্যে এ্যাম্বুশ করে।

এসময় বিজিবি সশস্ত্র টহলদল দুই ভাগে বিভক্ত হয়ে উক্ত চোরাকারবারীকে ধাওয়া করলে তাদের নিকট থাকা তিনটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতে দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত স্থান হতে কসটেপ দ্বারা মোড়ানো সাদা ও কালো রংয়ের তিনটি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেটগুলির মধ্যে হতে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। এ স্বর্নের বারের মৃল্য প্রায় ৯০ লাখ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ১০০ গ্রাম।

এ বিষয়ে দামুড়হুদা থানায় মামলা হয়েছে। আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




নতুদের নিয়োগ দেবে নভোএয়ার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সিকিউটিভ – এইচআর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ আছে। প্রার্থীর যোগাযোগ দক্ষতা, কম্পিউটারে দক্ষতা, বাংলাদেশ শ্রমিক আইন, মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ২২ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এককপি রঙ্গিন ছবি, জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা: নভোএয়ার লিমিটেড, হাউস-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩ ।

আবেদনের শেষ তারিখ

১৪ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস




তারকা ঠাসা বিপিএলের প্লে-অফ

বিপিএলের লিগ পর্ব শেষ করে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে উত্তেজনাপূর্ণ প্লে-অফ। বিপিএলের শুরু থেকেই এবার উন্নতমানের বিদেশি নিয়ে হাহাকার ছিলো ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে সাধারন ভক্ত-সমর্থকদেরও। এবার মিটতে চলেছে সেই আক্ষেপ। বিপিএলের প্লে-অফে যেন বসতে চলেছে তারার মেলা।

বিপিএলের শুরু থেকেই বিদেশি বলে আধইপত্য ছিলো পাকিস্তানিদের। এছাড়া অন্যান্য দেশের কিছু কিছু ক্রিকেটার ছিলো দলগুলোতে। সবাই মিলে বেশ ভালোভাবেই আলো ছড়িয়েছেন লিগ পর্বে। তবে পিএসএলের কারণে প্লে-অফের আগেই পাকিস্তানি ক্রিকেটারদের ফিরতে হয়েছে দেশে। শঙ্কা জেগেছিলো প্লে-অফে তারকা ক্রিকেটার সঙ্কট নিয়ে। তবে মুছে গেছে সেই শঙ্কা। এবার প্লে-অফে সামনে রেখে দলগুলো যেন তারকা ক্রিকেটার দলের ভেড়াতে ব্যতিব্যস্ত। ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন অনেক তারকা।

বিপিএলের প্লে-অফ খেলতে ঢাকায় পা রেখেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বড় বিজ্ঞাপনধারী ক্রিকেটাররা। রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা ও আফগান স্পিনার মুজিব-উর-রহমান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেন নিজেদের দলেই একঝাক তারকার মেলা বসিয়েছে। টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার আর হার্ড হিটার সুনীল নারাইনের সঙ্গে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম আন্দ্রে রাসেল। ইংলিশ তারকা মঈন আলীও যোগ দিয়েছেন ভিক্টোরিয়ান্স ডেরায়।

সাকিব আল হাসানের ফরচুন বরিশালের হয়ে বাইশ গজে ঝড় তুলতে এসেছেন লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে। এছাড়াও বরিশালের হয়ে মাঠ মাতাবেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।

এদিকে, লিগ পর্বের টেবিল টপার মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সও প্লে-অফ সামনে রেখে মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিমের অভাব পূরনণে দলে এনেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জর্জ লিন্ডেকে।

এছাড়াও গুঞ্জন রয়েছে প্লে-অফ পর্বের জন্য বিপিএলের দলগুলোতে আরো আসতে পারে ফাফ ডু প্লেসিস বা পোলার্ডদের মতো তারকারা।

আগামীকাল প্লে-অফের প্রথম খেলায় এলিমিনেটরে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। দ্বিতীয় খেলায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি তুষার সাধারণ সম্পাদক জিনারুল  

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৪ তম বার্ষিক সাধারণ সভা শেষে কণ্ঠভোটে তুষার আহমেদকে সভাপতি জিনারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে নির্বাচিত সদস্যদের কণ্ঠভোটে তাদের কে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

সমিতির অন্য সদস্যদের মধ্যে থেকে আব্দুল মান্নানকে সহসভাপতি, ফযজুল্লাহ হককে কোষাধাক্ষ্য পদে নির্বাচিত করা হয়।

এর আগে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি অন্তর্গত মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার অঞ্চলভিত্তিক ১১ সদস্য নির্বাচন হয় ভোটারদের ভোটের মাধ্যমে।




মেহেরপুরে ইউ‌নিয়নে ইউ‌নিয়নে বিএন‌পির পদযাত্রা, জেলা শহরে আ.লীগের শা‌ন্তি সমাবেশ

মেহেরপুরের তিন উপজেলার ২০টি ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষীত আজ শনিবার পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচী পালন করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। সুবিধামত স্থানগুলোতে তারা এ কর্মসূচী পালন করবে। এদিকে, গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত আওয়ামী লীগের কোন কর্মসূচী গ্রহণ করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও আওয়ামী লীগের কোন কর্মসূচীর খবর পাওয়া যায়নি।

তবে গতকাল সন্ধ্যা থেকে নাশকতার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। গাংনী উপজেলার বামন্দী থেকে ৬ নেতা ও সদরের আমঝুপি থেকে ২ নেতাকে আটক করার খবর পাওয়া গেছে। বামন্দী থেকে দেশী অস্ত্র ও ককটেল উদ্ধারেরও খবর পাওয়া গেছে। পুলিশি অভিযানের আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা ঘরছাড়া বলে দাবী করেছেন বিএনপির নেতারা। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২ টা পর্যন্ত) ৮ জনকে আটকের খবর পাওয়া গেছে।

আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা জানান, কোন সংঘাতের আশঙ্কা নেই। সংঘাত হলে আইননুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলায় তিন থানা ও ক্যাম্প মিলিয়ে ৩ শতাধিক পুলিশ ফোর্স রয়েছে। পুলিশের দাবি সংঘাত হলে এই সদস্য দিয়েই সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব।

খোজ নিয়ে জানা গেছে, গাংনী উপজেলার বামন্দী, ধানখোলা ও মড়কাতে বিএনপির এসকল কর্মসূচী পালন করবে পুলিশের বিশেষ শাখাকে অবহিত করেছে। একই ভাবে মুজিবনগরের দারিয়াপুর ও মোনাখালীতেও বিএনপির কর্মসূচী হবে বলে পুলিশকে অবহিত করা হয়েছে। তবে সদরের কোথায় কোথায় বিএনপি কর্মসূচী পালন করবে তা জানা যায়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গাংনীর তিন স্থানে বিএনপির কর্মসূচীর খবর পেয়েছি। আওয়ামী লীগের কোন কর্মসূচীর খবর এখনো পায়নি। আশা করি শান্তিপূর্ণভাবে বিএনপি তাদের কর্মসূচী পালন করবে। ব্যতায় হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, গাংনীতে ৬টি ক্যাম্প ও থানা মিলিয়ে যে সংখ্যাক পুলিশ আছে তা কম হলেও সংঘাত নিয়ন্ত্রণে এ সংখ্যাই যথেষ্ঠ।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অনুযায়ী গাংনীর ৯টি ইউনিয়নেই পদযাত্রা কর্মসূচীর প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পুলিশ চার স্থানে করার অনুমতি দিয়েছে। যে কারণে আমরা চার স্থানের প্রস্তুতি নিয়েছি। এর মধ্যে সন্ধ্যার সময় বামন্দী থেকে চার নেতাকে আটক করেছে পুলিশ। এর পর থেকে বিএনপির নেতাকর্মীরা ঘরছাড়া হয়ে আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদের আমরাদের এ সকল কর্মসূচী। তাতে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করার জন্য পুলিশ নাশকতার মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, থানা ও ৩ ক্যাম্প মিলিয়ে যে পুলিশ আছে তাতে উপজেলার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ঠ। তবে এখানকার উভয়দলের নেতাকর্মীরা শান্ত। সুষ্ঠ পরিবেশেই উভয় দল কর্মসূচী পালব করবে বলে তিনি আশা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, বিএনপি কয়েকটি স্থানে কর্মসূচী পালন করবে শুনলেও নির্দিষ্ট স্থানের নাম এখনো পায়নি। আওয়ামী লীগের কোন কর্মসূচীর খবর পাইনি। তবে মেহেরপুর শান্তিপূর্ণ জেলা। এখানে কোন সংঘাতের আশঙ্কা নেই।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন নির্দিষ্ট করে স্থানের নাম না বললেও তিনি বলেন, সকল ইউনিয়নে আমাদের পদযাত্রা করার প্রস্তুতি চলছে। সুবিধামত স্থানগুলোতে আমরা কর্মসূচী পালন করবো। আওয়ামী লীগের কোন কর্মসূচী আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, শুনেছি তারাও দুএকটি স্থানে কর্মসূচী পালন করবে। তবে তারা তাদের মত করবে, আমরা আমাদের মত করবো। কোন সংঘাত পরিস্থিতি তৈরি হোক এটা চাই না।