চুয়াডাঙ্গার বাচ্চু মিয়ার অভিনব ফাঁদে নিঃস্ব অনেক পরিবার

চুয়াডাঙ্গা জেলার দিননাথপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে বাচ্চু মিয়ার অভিনব কায়দায় ফাঁদ পেতে অর্থ আত্মসাৎ, প্রতারণা করে জমি হাতির নেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছে । তার ফাঁদে পা দিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।

মাখালডাঙ্গা গ্রামের নয়ন মিয়ার এক বিঘা জমি ক্রয় করতে গিয়ে সুকৌশলে দশ বিঘা জমি রেজিস্ট্রি করিয়ে নেয় বাচ্চু মিয়া।

চুয়াডাঙ্গা দিননাথপুর আব্দুল মান্নানের ছেলে সোহাগ মিয়ার সাথে হাওলাদের টাকা নেওয়ার চুক্তিপত্র দলিল করে বাচ্চু মিয়া জমি কিনে দেবে বলে সুকৌশলে হাতিয়ে নেয় চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আাঠারো মাসের মধ্যে টাকা দেওয়ার কথা থাকলেও আট বছর পার হলেও এখন পর্যন্ত টাকা পরিশোধ করে নাই বাচ্চু মিয়া । টাকার পরিবর্তে মিথ্যা আশ্বাস দিয়ে জমি দিচ্ছে দিব বলে বছরের পর বছর সময় পার করে আসছেন তিনি।

এই বিষয়ে সোহাগ মিয়া ঢাকার বিজ্ঞ জজ আদালতে একটি প্রতারণার মামলা করেন। মামলাটি রায়ের অপেক্ষায় আছে। অন্যদিকে বাচ্চু মিয়ার নামে অন্য একটি প্রতারণা মামলা রয়েছে মামলা নং ৯৮২/১৮। শুধু সোহাগ মিয়া আর নয়ন মিয়া নয় এমন একাধিক জমি হাতিয়ে নেওয়া প্রতারণা এবং অর্থ আত্মসাতের মামলা চলমান রয়েছে বাচ্চু মিয়ার নামে।




চালু হলো দর্শনা-গেদে আন্তজার্তিক চেকপোস্ট

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হলো দর্শনা আন্তজার্তিক গেঁদে চেকপোষ্ট।

মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার সাক্ষরিত বাই রোড গেঁদে ভিসার অনুমোদন দিয়েছে রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা ভারতীয় হাইকমিশনার। এ রুট দিয়ে ভিসা অনুমোদনের অনুমতি পান আরবী তাহমিদ খন্দকার নামের এক মেডিকেল যাত্রী।

দর্শনা চেকপোষ্টের ইনচার্জ এসআই আবু নাইম শেখ জানান, আমরা শুধু মাত্র জানতে পেরেছি এ বন্দর দিয়ে শুধুমাত্র জরুরী মেডিকেল ভিসার যাত্রীদের যাতায়াতের জন্য ভিসা চালু করেছে। তবে অন্য যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে কোন ম্যাসেজ আমাদের জানানেই। তবে পুরোপুরি চালু হলে কষ্ট লাগব হবে। হাজার হাজার মানুষের দু’দেশের বন্ধন আরো সুদৃঢ় হবে।

মহামারী করোনা সংক্রমণ দেখা দেয়ায় ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের মাধ্যমে ভারতীয় মালামাল আমদানি এবং স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ট্যুরিস্টসহ সকল ভিসার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত পুরোপুরি স্থগিত করে দেয়। সেই থেকে দর্শনা আন্তজার্তিক চেকপোষ্ট বন্ধ হয়ে যায়।

এই আন্তজার্তিক চেকপোষ্ট বন্ধ হওয়ার কারনে প্রায় ভোগান্তিতে পড়ে ১৫/২০ জেলার মানুষ।সব শেষে গত বছরের ২৯ মে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের মাধ্যমে চলাচল শুরু করলেও অদ্যবদি দর্শনা-গেদে স্থলপথে বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু হয়নি। তবে পুরোপুরি চেকপোষ্টটি চালু হলে লাভবান হবে সরকার।




চাহিদা থাকলেও বরাদ্দ না থাকায় চিনি সরবরাহ বন্ধ

দর্শনাসহ জেলায় ব্যাপক চিনি সংকট দেখা দিয়েছে।কেরুজ উৎপাদিত চিনি বাজারে সরবরাহ বন্ধ থাকায় ক্রেতারা পাচ্ছেনা কেরুজ চিনি।

স্থানীয় বাজারে বিএসএফআইসির তালিকাভুক্ত ৬জন পরিবেশক রয়েছে। তাদের কাছে চিনি সরবরাহ বন্ধ রেখেছে মিল কতৃপক্ষ।ফলে স্থানীয় বাজারে কেরুজ চিনি পাওয়া যাচ্ছে না।ফলে বাধ্য হয়ে রিফাইনারি মিলের চিনি কিনতে হচ্ছে।হাতের কাছে চিনিকল থাকলেও সেই মিলের চিনি থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসি।বাজারে চাহিদা থাকলেও সরবরাহ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসি।

স্থানীয় পরিবেশক আঃ খালেক জানায়, চিনিকল থেকে চিনি বরাদ্দ না দেওয়ায় বাজারে চিনির সংকট দেখা দিচ্ছে।

কেরু এ্যান্ড কোম্পানীর মহাব্যবস্থাপক (কারখানা) জানান,গত ২২-২৩ মাড়াই মৌসুমে ৫৩ হাজার ৬৯২ দশমিক ৮৮৫ মেঃটন আখ মাড়াই করে ৩ হাজার ২৩ দশমিক ৫০ মেঃটন চিনি উৎপাদিত হয়েছে।

কেরুজ ব্যাপস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন জানান, উৎপাদিত চিনি সেনাবাহিনী, বিজিবি,পুলিশ,আনসারসহ সরকারী দপ্তরে চাহিদা মতো সরবরাহ করা হচ্ছে।

চিনিকলের শ্রমিক-কর্মচারিদের মাঝে রেশন হিসেবে প্রতিমাসে ৫ মেঃটন চিনি বিক্রি করা হয়। ফলে স্থানীয় পরিবেশকদের ঠিকমতো চিনি দেওয়া সম্ভব হচ্ছেনা।




মুজিবনগরে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রমের অংশ হিসাবে মুজিবনগর উপজেলা থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌফিক আহমেদ, মুজিবনগর প্রাণিসম্পদ অফিসের ডা: তানিয়া, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন,মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম রবি, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আবু সাঈদ,সিডিসি, ডিজি,এইচএস এর এমডিভি সুপারভাইজার আজহারুল ইসলাম, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি এর ফিল্ড সুপারভাইজার মনির মুন্সি সহ সাংবাদিক, টিকাদান কর্মসূচিতে নিয়োজিত কর্মকর্তারা।

মুজিবনগর থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি ৫ দিন ব্যাপক হারে কুকুরের ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হবে।




আলমডাঙ্গায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা সার সমিতির সভাপতি আলহাজ্ব মীর মহিউদ্দিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরোয়ার্দি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ,উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার রেহেনা পারভীন,বড় বোয়ালিয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক প্রমুখ।




আলমডাঙ্গার খাসকররায় ১৬ বছরে কিশোরীসহ ৪ জনকে কুপিয়ে জখম

আলমডাঙ্গার খাসকররায় বসতবাড়িতে ঘর তৈরিকে কেন্দ্র করে ১৬ বছরের কিশোরীসহ ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

 আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার খাসকররা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনাটি ঘটে।

আহত ব্যাক্তিরা হলেন সদর উদ্দিনের ছেলে আব্দুল ওদুদ (৪৫) , স্ত্রী পারভিনা খাতুন (৪০) ,মেয়ে বর্ষা খাতুন (১৬),মঙ্গল মন্ডলের ছেলে তহিদুল (৫৫)।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার খাসকররা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেলের সাথে দীর্ঘদিন বাড়ির জমি নিয়ে ওদুদের বিরোধ চলে আসছে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

আজ মঙ্গলবার রাতে চাচা ওদুদের সাথে সোহেলের ঘর নির্মাণকে কেন্দ্র করে তর্কবিতর্ক সৃষ্টি হয়। এসময় সোহেল ও চাচাতো ভাই মোতালেবের ছেলে রাকিব ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওদুদকে রক্তাক্ত জখম করে।

ওদুদের চিৎকারে তার স্ত্রী পারভিনা খাতুন ও মেয়ে বর্ষা ঠেকাতে গেলে তাদের উপরেও হামলা করে। এসময় চাচা তহিদুল ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় মামলা দায়ের করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মেহেরপুরে বুড়িপোতাতে কলেজ ছাত্রীর আত্ম*হত্যা

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে মেহেরপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শান্তা খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

শান্তা খাতুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাবুলর মেয়ে।

এর আগে সে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাশ করেছিল শান্তা খাতুন।

জানা গেছে গত ২৭ জানুয়ারি শান্তার সাথে মেহেরপুর শহরের কলেজ পাড়ার কাজী কবিরুল ইসলামের ছেলে কাজী রবিউল ইসলামের বিবাহ হয়। বিয়ের পর শান্তা তার স্বামীর ঘরে না গেলেও আনুষ্ঠানিকভাবে স্বামীর ঘরে যাবার জন্য প্রস্তুতি চলছিল। আর বিয়ের মাত্র ১১ দিনের মাথায় আত্মহত্যা ঘটনা ঘটায়।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল  সোমবার দিবাগত রাতে নিজ ঘরে গলায় দড়ি দেওয়ার কিছুক্ষণ পূর্বেও তার শাশুড়ির সাথে মোবাইল ফোনে কথা বলে। এরপর পরই শান্তা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা সঠিক কারণ কেউই বলতে পারছেন না।




দামুড়হুদা ডুগডুগী বাজারে পল্লী বিদ্যুৎতের ৩টি ট্রান্সফার্মা চুরি

দামুড়হুদা ডুগডুগী বাজারে শাকিল রাইচ মিলের সংযোগকৃত পোলের প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ৩টা ট্রান্সফার্মা চুরি হয়েছে।

মঙ্গলবার আনুমানিক রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্য সময়ে চুরি হয় বলে জানাগেছে। শাকিল উপজেলার লোকনাথপুর বাস স্ট্যান্ড পাড়ার মৃত মজিবর রহমানের ছেলে।

সরজমিনে স্থানীয় সুত্রে জানাযায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী গ্রামের গোরস্তানের অদূরে দামুড়হুদা দর্শনা মহাসড়কের পাশে শাকিল রাইচমিলের পল্লী বিদ্যুতের সংযোগকৃত দর্শনা- ২বি ৫২০৩০১ নং পোলের প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ৩টা ট্রান্সফার্মা চুরি করে নিয়ে যাই চোরের দল।

পোল থেকে ট্রান্সফার্মার হেঙ্গারের হ্যাজবল খুলে নিচে মাটিতে নামিয়ে ট্রন্সফর্মার ভেতরে থাকা তামা ও তেল নিয়ে পালিয়ে যাই তারা। এসময় ট্রন্সফর্মার ক্যাচিং ও ভিতরে থাকা টিনের কোর ফেলে গেছে। চুরির সময় ট্রন্সফর্মায় দড়ি বেঁধে নিচে নামিয়েছে। প্রতিটি ট্রন্সফর্মার মূল্য ৭৫ হাজার ৮শত ৫০ টাকা।

সকাল ৭টার দিকে রাইস মিলের হেলপার মনিরুল ইসলাম মিলটি খোলে। তখন বিদ্যুৎ ছিল না। সে মনে করেছিল হয়তো বিদ্যুৎ চলে গেছে। এরপর সকাল ৮টার দিকে রাইচ মিলের মিস্ত্রি দর্শনা আজিমপুরের শ্রী ঈশ্বর অরুন চন্দ্র বিশ্বাস এর ছেলে শ্রী উত্তম চন্দ্র রাইস মিলে প্রতিদিনের ন্যায় কাজ করতে আসে। এসে দেখে বিদ্যুৎ নাই। সেও ভেবেছিল হয়তো বিদ্যুৎ চলে গেছে। সকাল সাড়ে ৯টার দিকে লোকনাথপুর গ্রামের রাসেল শাহ্’র মাধ্যমে প্রথম জানতে পারে সংযোগকৃত বৈদ্যুতিক পোলের ৩টি ট্রান্সফরমা চুরি হয়ে গেছে। খবরপেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ এবং পল্লী বিদ্যুতের দর্শনা অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যান ইমরান হোসেন বলেন, এটা পরিকল্পিত চুরি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেন লাইনের কাটাউট খুলে সংযোগ বন্ধ করে এই চুরি করেছে। ট্রন্সফর্মারের হেঙ্গারের হ্যাজবল খুলে নিচে মাটিতে নামিয়ে ট্রন্সফর্মার ভেতর থেকে টিনের কোর খুলে কপারগুলো বা তামাগুলো নিয়ে পালিয়ে গেছে। ট্রন্সফর্মার ক্যাচিং এর ভেতর যে তেল থাকে সেটাও নিয়ে গেছে। বাদবাকি সব ফেলে থুয়ে গেছে। মুলত কপার অর্থাৎ তামা এবং তেল চোরেরদল নিয়েগেছে। ট্রন্সফর্মার ৩টা খুলতে আনুমানিক তাদের প্রায় ৪৫ মিনিট সময় লাগতে পারে। ৩টি ট্রন্সফর্মার মধ্যে ২টা টিএস কোম্পানির এবং ১টা কনফিডেন্স কোম্পানির।

শাকিল রাইচ মিলের স্বত্বাধিকারী শাকিল আহসান বিদেশে থাকায় রাইচ মিলটি দেখাশুনার ও দায়-দায়িত্বে আছে শকিলের স্ত্রী’র ভাই জয়রামপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে তানভীর রহমান।

তিনি বলেন, রাইস মিলটি চালু করার জন্য জমি থেকে শুরু করে পল্লী বিদ্যুতের সংযোগ নেওয়া পর্যন্ত প্রায় ২২ লক্ষ টাকা খরচ হয়েছে। এর মধ্যে পল্লী বিদ্যুতের পোল এবং ট্রন্সফর্মা কেনা হয়েছে। এখন নতুন করে ট্রান্সফরমা বসাতে গেলে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হবে। প্রতিটা ট্রান্সফরমা ছিল ১৫ কেভির। রাইস মিলটিতে বিদ্যুৎ সংযোগ না থাকা এবং নতুন করে ট্রান্সফরমা না বসানো পর্যন্ত আপাতত বন্ধ থাকবে মিলটি। এখানে মিস্ত্রি হেল্পার সহ মোট তিনজন লোক কাজ করে।

দর্শনা পল্লীবিদ্যুৎ অফিসের জুনিয়র ইন্জিনিয়ার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডুগডুগী শাকিল রাইচ মিলের বিদ্যুৎ সংযোগকৃত পোল থেকে ৩টা ট্রান্সফরমা চুরি হয়ে গেছে। যদি প্রথমবার চুরি হয় তাহলে গ্রাহকের অর্ধেক মূল্য পরিশোধ করলে নতুন করে ট্রান্সফর্মা দেওয়া হয়। আর যদি ২য় বার চুরি হয় তাহলে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে ট্রান্সফরমা নিতে হয়। এখন তাদের প্রথমবার চুরি হয়েছে কিনা এটা আমার জানা নেই ফাইল পত্র দেখতে হবে।

আমাদের দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে আগামীকাল বুধবার দামুড়হুদা মডেল থানায় একটা এফআইআর করা হবে। যে ট্রান্সফরমা গুলো চুরি হয়েছে তার প্রতিটির ওজন আনুমানিক ১৩৫কেজি হবে। এর মধ্যে ৩৫কেজি তেল থাকে। তবে যারাই এধরণের দুঃসাহসিক চুরির কাজ করে তারা খুব বেশী দামে এসব বিক্রয় করতে পারেনা। ট্রান্সফরমার মধ্যে যে তেল থাকে সেটা ট্রান্সফরমার কাজে ছাড়া ব্যাবহার হয়না। কেউ যদি আগুন ধরানোর কাজে ওই তেল ব্যাবহার করে তাহলে করতে পারে। মূলত ট্রান্সফরমার কাজে ছাড়া ওই তেল ব্যাবহার হয়না।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর অপারেশন সফিউল আলম বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।




ডিপ্লোমা পাসেই চাকরি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কল সেন্টার এক্সিকিউটিভ।

পদসংখ্যা

মোট ১০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা পাস অথবা যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কল সেন্টার সুপারভিশন, ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্টের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ইন্টারপারসোনাল, বিশ্লেষণ করার সক্ষমতা, সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ২২ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

১৫৫০০/-টাকা। সঙ্গে মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার ইন্স্যুরেন্স, উৎসব ভাতা বছরে দুই বার প্রদান করা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় সাবেক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ দণ্ডাদেশ প্রদাণ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার সময় হরিণাকুন্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে মুখে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে তার সাবেক স্বামী একই গ্রামের ঠান্ডু মন্ডল। এ ঘটনায় ওইদিন রাতে হরিণাকুন্ডু থানায় ঠান্ডুকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করে লিপার পিতা ফজলু মন্ডল।

তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদক জমা দেয় পিবিআই। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার প্রধান আসামি ঠান্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় বিচারক। মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।