দর্শনা কেরুজ চিনিকলের কৃষি খামারে বীজ আখ কাটার পরিদর্শন, চেয়ারম্যান অপু

দর্শনা কেরুজ চিনিকলের কৃষি খামারে আধুনিক পদ্ধতিতে হারভেষ্টার মেশিন দিয়ে বীজ আখ কর্তন কাজ পরিদর্শন করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু।

আজ মঙ্গলবার (৭ ফ্রেব্রয়ারি) দুপুর ১টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেরুজ আকন্দবাড়িয়া কৃষি খামারে হারভেষ্টার মেশিন দিয়ে বীজ আখ কর্তন কাজের পরিদর্শন করেন।এবং সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে।

এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষিতে বিল্পব আনতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। এ মেশিনটি ইন্ডিয়া গুজরাটের টারর্বো এগ্রো টেকনোলজি লিমিটেড কোম্পনীর তৈরী। আমরা পরীক্ষা মৃলক চাল্লাচ্ছি। এ হারভেষ্টার মেশিন দিয়ে আখ কর্তন করলে মাটির নীচ থেকে আখ কাটা হচ্ছে আমরা একর প্রতি ৫ টন আখ বেশি পাবো।
এ হারভেষ্টার মেশিনে একদিকে লেভার সংকট থেকে মুক্তি পাবো অপরদিকে সময় কম লাগবে। যার ফলে চিনির আহরনের সক্ষমতা বেড়ে যাবে।
ফলে এ হারভেষ্টার মেশিন দিয়ে আখ কাটলে চিনির আহরনও বেশি পাবো।তাই আগামীতে আমরা হারভেষ্টার দিয়ে আখ কাটার পরিকল্পনা হাতে নিয়েছি।আগামীতে চাষীরা বেশি করে আখ লাগায় সেজন্য আমরা আখের মৃল্যে টন প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা করার চিন্তা করছি।আগামীতে কেরুজ চিনিকলটি ঘুরে দাঁড়াবে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এ হার্ভেষ্টার মেশিনটি সদর দপ্তর কিংবা চিনিকলের টাকায় কেনা না। শিল্পমন্ত্রনালয়ের সচিব মহাদয়ের একান্ত উদ্যোগে মেশিনটি বাংলাদেশে নেওয়া হয়েছে।

এ বীজ আখ পরিদর্শন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী বাংলাদেশ লিমিটেডের পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের মহাব্যাবস্হাপক অর্থ মুহাম্মদ সাইফুল ইসলাম,কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুইয়া, ব্যবস্থাপক (খামার) সুমন কুমার সাহা,মাহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক (পরিঃপ্রকৌঃ) আবু সাঈদ, আবু তালহা।




চ্যাটজিপিটি নিয়ে মাইক্রোসফটের অনুষ্ঠান আজ

বর্তমানে প্রযুক্তি–দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত বছরের নভেম্বরে বাজারে আসার পর মাত্র দুই মাসের মধ্যেই চ্যাটজিপিটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।

অপার সম্ভাবনাময় এই চ্যাটজিপিটি নিয়ে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিজেদের করপোরেট প্রধান কার্যালয়ে সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট। অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান উপস্থিত থাকবেন। আর তাই অনুষ্ঠানটি ঘিরে প্রযুক্তিবিশ্বে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর আগেও ওপেনএআইয়ে বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। আর তাই প্রযুক্তিবিশ্লেষকদের ধারণা, নিজেদের বিভিন্ন প্রযুক্তিতে চ্যাটজিপিটি ব্যবহার করতে যাচ্ছে মাইক্রোসফট। অনুষ্ঠানে সার্চ ইঞ্জিন বিং–এ চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ চালুর ঘোষণা দেওয়া হতে পারে। এ সুবিধা চালুর জন্য এরই মধ্যে সার্চ ইঞ্জিনটিতে ব্যবহার উপযোগী চ্যাট বক্সও তৈরি করেছে মাইক্রোসফট। অনুষ্ঠানে চ্যাটজিপিটির উন্নয়নে নিজেদের বিনিয়োগ পরিকল্পনাও তুলে ধরতে পারে প্রতিষ্ঠানটি।

গুগলও নিজেদের সার্চ ইঞ্জিনে চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে। এ জন্য চ্যাটজিপিটির বিকল্প বার্ড (বিএআরডি) তৈরির ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে বার্ড চ্যাটবট নিয়ে আসছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা–প্রযুক্তিনির্ভর চ্যাটবটটি প্রাথমিকভাবে ব্যবহারকারীদের মতামত নেওয়ার জন্য উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটজিপিটি যেকোনো বার্তার উত্তর দ্রুত এবং নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




মেহেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

মেহেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মল্লিকপাড়া দারস্ত নিজ কার্যালয়ে এ কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রবীণ হিতৈষী সংঘের প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহম্মেদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের শপথ বাক্যপাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার এ্যাড. মো: মোখলেছুর রহমান ও নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মো: আব্দুল মালেক।

উল্লেখ্য,গত শনিবার (৪ ফেব্রুয়ারি) ১৯ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি গঠন কার হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি হাজী মো: গিয়াস উদ্দীন, সহ-সভাপতি মো: রফিক-উল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা হাজী কে.এম ফজলুল করিম, অর্থ সম্পাদক মো: আব্দল কাদের, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল মজিদ, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক মীর রওশন আলী মনা, প্রচার প্রকাশনা তথ্য ও গবেষণা সম্পাদক মো: আমানুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: নিলুফার বানু, নিবার্হী সম্পাদক মো: মশিউর রহমান (মজনু), মো: আশাবুল হক, মো: আলেক সাইফুল্লাহ, মো: ফজলুল হক, মো: সামসুল আলম, মো: ইউসুফ হোসেন, আব্দুস সালাম ও শ্রী রবীন্দ্রনাথ সাহা প্রমুখ।




চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতরণ

বাংলা ইশার ভাষার প্রচলন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তির জীবনমান উন্নয়ন এই প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে বাংলা ইশারা ভাষা দিবস ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন,ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রতি আহ্বান জানান তিনি। জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও ইশারা দিবসের প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাবেববুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসাইন সহ জেলা প্রশাসকের কর্মকর্তা ও জেলা সমাজসেবা কার্যলয়ের কর্মকর্তা বৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।




কত টাকা পেলেন সারেগামাপা বিজয়ী পলাশ-অস্মিতা লেপচা সোনিয়া

ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২২’ শেষ হয়েছে। এতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন পদ্ম পলাশ হালদার ও অস্মিতা কর। রোববার রাতে এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন অ্যালবার্ট কাব্য লেপচা, তৃতীয় অবস্থানে রয়েছেন সোনিয়া গজমের, চতুর্থ ঋদ্ধিমান বিশ্বাস এবং পঞ্চম স্থানে রয়েছেন বুলেট বিমান সরকার।

তবে কত টাকার পুরস্কার পেলেন সারেগামাপা জয়ী পদ্মপলাশ, অস্মিতা, আালবার্ট, সোনিয়ারা- তা নিয়ে কৌতূহলের শেষ নেয়।

জানা গেছে, পদ্মপলাশ হালদার ও অস্মিতা পেয়েছেন ৭ লাখ টাকার চেক, সোনার নেকলেস এবং গাড়ি। দ্বিতীয়স্থানে থাকা আলবার্ট কাবো পেয়েছেন তিন লাখ টাকা। তবে ফেসবুক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড জেতায় তিনি আরও অতিরিক্ত ৪ লাখ টাকা পান। তৃতীয় স্থানাধিকারী সোনিয়া গজমের পেয়েছেন ১ লাখ টাকার চেক।

দক্ষিণ ২৪ পরগনার পদ্মপলাশ হালদার বলেন, বিজেতার খেতাব মেলায় ভীষণ ভালো লাগছে। সম্মানীয় বিচারক, অতিথিদের সামনে পারফর্ম করতে পারাটাই অনেক বড় বিষয়।

অস্মিতার বলেন, দারুণ একটা সফরে শামিল হয়েছিলাম, আমার নাম ঘোষণার সময়টা কখনও ভুলব না, খুবই ভালো লাগছে। আমার মা, দাদা, বৌদি এসেছিলেন, তবে বাবা বাড়িতে থেকেই আমার জন্য প্রার্থনা করেছেন। আমি স্টেজে উঠে গান গাইলে বাবা সবসময় প্রার্থনা করেন।

এবারে বিচারকের আসনে ছিলেন শান্তনু মৈত্র, রিচা শর্মা এবং শ্রীকান্ত আচার্য। গুরুর আসনে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। এছাড়াও মেন্টর হিসেবে ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য এবং মিস জোজোকে দেখা গিয়েছিল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবির চট্টোপাধ্যায়। গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমার শানু এবং সোনু নিগম।




কুষ্টিয়ায় বাংলা ইশারা ভাষা দিবসের আলোচনা সভা

“বাংলা ইশারা ভাষার প্রচলণ, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাদের এর সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুজ্জামান, জিপি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, শহর সমাজসেবা অধিদপ্তর সমন্বয় পরিষদের সভাপতি গাজী গোলাম মোস্তফা, কুষ্টিয়া মুক ও বধির সংগঠনের সভাপতি ও কাউন্সিলর মোঃ সাইফ-উল-হক মুরাদ, জেলা প্রতিবন্ধী সেবা কেন্দ্রের চিকিৎসক ডা: কমলেশ সাহা এবং কুষ্টিয়া মুক ও বধির সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ভাষা ব্যবহাররের বিবেচনায় বাংলা ইশারা ভাষা দেশের ২য় বৃহত্তম ভাষা। বাংলা ইশারা ভাষা শ্রবণ প্রতিবন্ধী মানুষদের মৌলিক ভাষা। ভাষাভিত্তিক প্রতিবন্ধিকতাই শ্রবণ প্রতিবন্ধী মানুষদের একমাত্র প্রতিবন্ধকতা। তাই শ্রবণ প্রতিবন্ধী মানুষদের অধিকার ও মর্যাদা পূর্ণ জীবন নিশ্চিত করার জন্য বাংলা ইশারা ভাষার প্রচার ও বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন ধরণের প্রতিবন্ধী রয়েছে। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নে তাদেরকে সম্পৃক্ত করতে হবে।

কুষ্টিয়া মুক ও বধির সংগঠনের নেতারা বলেন, আমাদের ইশারা ভাষাটা চালু হলে আমরা সমাজে সবার সাথে সম্পৃক্ত হতে পারবো। আমাদের মতো অনেক শ্রবণ ও বাক প্রতিবন্ধী আনাচে কানাচে রয়েছে। তাদের জন্য ইশারা ভাষার বই প্রকাশ করে তাদের মাঝে বিতরণ করলেও তারাও উপকৃত হবে। ইশারা ভাষাকে জনপ্রিয় করা এবং সকল সরকারী অফিস আদালতে ইশারা ভাষা জানা ব্যক্তিদের রাখার দাবী জানান। এছাড়াও সকলের কাছে এই ইশারা ভাষা পৌছে দিতে গণমাধ্যমসমূহকে উদ্বুদ্ধ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

পরে আলোচনা সভা শেষে মুক ও বধিরদের মাঝে সহায়ক সামগ্রী বিতরন করা হয়।




দামুড়হুদায় জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ফারেন্স রুমে

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম অফিসার আমজাদ হোসাইন। সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : হেলেনা আক্তার নিপা।

এ ছাড়ার উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ডা: তাছলিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফারহানা ওয়াহিদ তানী, দামুড়হুদা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: নাজমুল হাসান শাওন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, কার্পাসডাঙ্গা ইউপি সদস্য মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান ফারুক আহমেদ, পরিসংখ্যানবিদ শাহজাহান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় আগামি ১০ থেকে ১৪ ফেব্রুয়ারী ৫ দিনব্যাপি দামুড়হুদা উপজলায় পোষা ও বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দামুড়হুদা উপজেলা সেনেটারী ইন্সেপক্টর জামাত আলী।




খোঁজ মিলেছে ভূমিকম্পে নিখোঁজ সাবেক চেলসি ফুটবলারের

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে ধ্বংসস্তুপে চাপা পড়ে। নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। নিখোঁজের তালিকায় ছিলো সাবেক চেলসি, নিউ ক্যাসেল ও ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর নামও। অবশেষে মিলেছে তার খোঁজ।

বর্তমানে তুরস্কের ক্লাব হাতায়াস্পরে খেলা এই আতসুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তুপের নিচ থেকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই ফুটবলার।

পর্তুগিজ স্পোর্টস সাইট ‘এ বোলা’র বরাত দিয়ে করা ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গেছে, ৩২ বছর বয়সী ক্রিশ্চিয়ান আতসু ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছিলো। জরুরি উদ্ধারকর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে। তার ডান পায়ে আঘাত রয়েছে। এছাড়া তার শ্বাসকষ্টের সমস্যা হওয়য়ায়তাতে তৎক্ষণাত হাসপাতালে নেওয়া হয়েছে।

আতসুর বপ্ররতমান ক্লাব হাতায়াস্পরের মুখপাত্র মোস্তফা ওজাত জীবিত অবস্থায় আতসুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে (আতসু) ধ্বংসাবশেষ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আমাদের (ক্লাবের) আরেকজন পরিচালক এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছেন।’

আতসু যেই ভবনে ছিলেন ভূমিকম্পের কারনে সেটি ভেঙে পড়লে ধ্বঙ্গসস্তুপের নিচে চাপা পড়ে সে। নিখোঁজ হওয়ার পরই আতসুর সাবেক ক্লাব নিউক্যাসেল এক টুইটবার্তায় তার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়ে লেখেন, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন, যেন কিছু ভালো খবর পাওয়া যায় তার ব্যাপারে।’




তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩০০

দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৩০০ জনের বেশি দাঁড়িয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, তুরস্কে মৃতের সংখ্যা কয়েক ঘণ্টা আগে ২,৩৭৯ থেকে ২৯২১ জন ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ।

মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

এদিকে, ভয়াবহ এই বিপর্যয়ে এখন পর্যন্ত বিশ্বের ৪৫টি দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

গত এক শতাব্দীর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ৮। স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া চারটার দিকে এটি আঘাত হানে। এ সময়ে লোকজন ঘুমিয়ে ছিল। ভয়াবহ এই ভূমিকম্পে বহু সরকারি ভবন ধসে পড়েছে। ভেতরে অনেক লোক আটকা পড়েছে।

উল্লেখ্য, তুরস্ক পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্পে ১৭ হাজার লোক নিহত হয়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে দুই গ্যাস ব্যবসায়ীর জরিমানা

বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে মেহেরপুর শহরের কাসারি পাড়ার এস এম গ্যাস হাউজের সাজ্জাদ হোসেন সবুজ ও হোটেল বাজারের জাকির ব্রাদার্স এর মালিক আমিনুল ইসলামের কাছে থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, গ্যাস সিলিন্ডার, মুদিখানাসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেহেরপুর শহরের কাসারি বাজারে মেসার্স এস এম গ্যাস হাউজ নামক প্রতিষ্ঠানে তদারকিতে পাওয়া যায় নানা অনিয়ম। বিভিন্ন কোম্পানি থেকে ১২৯৫ টাকায় পুর্বের কম দামে কেনা গ্যাস বিক্রয় করছেন ১৫৭০ টাকা দরে যেখানে বর্তমান সরকার নির্ধারিত মুল্য ১৪৯৮ টাকা। সরকারি মূল্যের বাইরে গিয়ে অসৎভাবে সিলিন্ডার প্রতি লাভ করছেন ২৭৫ টাকা। নাই মুল্যতালিকা, লাইসেন্স বহির্ভূতভাবে আবাসিক এলাকায় অননুমোদিত গোডাউনে মজুদ করেছেন হাজারের অধিক গ্যাস সিলিন্ডার। এসকল অপরাধে প্রতিষ্ঠানের মালিক সাজ্জাদ হোসেন সবুজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, হোটেল বাজারের মেসার্স জাকির এন্ড ব্রাদার্স এর মালিক মোঃ আমিনুল ইসলামকে গ্যাস ও অন্যান্য পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা জিবরাইল হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম সহযোগীতা করেন।