আলমডাঙ্গা দমদমা গ্রামের মারপিটের ঘটনায় মৃত্যু পথে দিনমজুর

আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মৃত্যুপথে দিনমজুর রমজান আলী। ঢাকা ও রাজশাহী চিকিৎসা নিয়েও সুস্থ হতে না পারায় মৃত্যুর প্রহর গুনছে রমজান। মারপিটের ঘটনায় আলমডাঙ্গা থানায় ও কোর্টে অভিযুক্ত আলম আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত আলম আলী আইলহাঁস ইউনিয়নের টাকপাড়া গ্রামের কাশেম মন্ডলের ছেলে।

জানাগেছে, গত ৫ মাস পূর্বে নাগদাহ ইউনিয়নের বলিয়াপুর দমদমা গ্রামের রমজান আলী টাকপাড়া গ্রামের আলম আলীর পুকুরে মাছ ধরতে যায়। ভুক্তভোগী রমজান পেশায় মৎস্যজীবী। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আলম আলী তার ছেলে হাসেম আলী মৎস্যজীবী রমজানকে বেধড়ক মারপিট করে। এতে গুরুত্বর আহত হয়।

আহত অবস্থায় স্থানীয় চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। সদর হাসপাতালে তার শারীরিক অবস্থা অবনতি হলে প্রথমে রাজশাহী পরে ঢাকায় ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আঘাত প্রাপ্তির কারণে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়েছে বলে জানায়। চিকিৎসায় উন্নতি না হওয়ায় রমজানকে বাড়ি পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এঘটনায় ভুক্তভোগী রমজানের স্ত্রী বাদী হয়ে আলমডাঙ্গা থানা ও চুয়াডাঙ্গা আমলী আদালতে হত্যা চেষ্টা অভিযোগে মামলা দায়ের করে। এরপরেই ভুক্তভোগী রমজানের পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে।




মুজিবনগরে কেক কেটে মন্ত্রী পত্নী সৈয়দা মোনালিসা ইসলামের জন্মদিন পালন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের কনিষ্ঠা কন্যা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এর সহধর্মিনী, বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও মেহেরপুর যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সৈয়দা মোনালিসা ইসলাম এর জন্মদিন পালন করে করেছে মুজিবনগর উপজেলা যুবমহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ এবং ইয়ং বাংলা ফিউচার লিডার এর নেতৃবৃন্দ।

রবিবার সন্ধ্যায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে পিডব্লিউডিআই রেস্ট হাউসে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন সাধারণ সম্পাদক তাহমিনা খাতুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, ইয়ং বাংলা ফিউচার লিডার উপজেলা সভাপতি হাসানুজ্জামান লালটু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনসহ যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ইয়ং বাংলা ফিচার লিডার এর নেতাকর্মীবৃন্দ।




আইলহাঁস-নাগদাহ ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী

আলমডাঙ্গায় আসন্ন দু’টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে সব দলই নিজেদের প্রস্তুতি নিতে শুরু করেছে। আওয়ামী লীগ তাদের ‘নৌকা’ প্রতীক এবং বিএনপি ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলেও নিবন্ধন হারানো জামায়াত স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

উপজেলার আইলহাঁস ও নাগদাহ এ দু’টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। নির্বাচনে নতুন মুখ মিলছে প্রার্থীতায়। সব রাজনৈতিক দলগুলো এবারের নির্বাচনে অংশ গ্রহন করায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের আভাস মিলেছে।

আগামি ১৬ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ। এলাকায় এলাকায় দৌড়ঝাঁপ। সম্ভাব্য প্রার্থীর ছবিসহ ‘দোয়া প্রার্থী’ লেখা পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি গ্রাম ও মহল্লার অলি-গলি। প্রার্থীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন।  উঠান বৈঠক করছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। দোয়া ও সমর্থন চাচ্ছেন। দলের সমর্থন পেতে তৃণমূলের নেতাকর্মীদেরও টানছেন নিজের পক্ষে। চলছেন সুসম্পর্ক বজায় রেখে।

যদিও এখনো ঠিক হয়নি কোন প্রক্রিয়ায় প্রার্থী মনোনয়ন দেবে রাজনৈতিক দলগুলো। তবে প্রার্থীরা ধারণা করছেন, বরাবরের মতো এবারো দলের তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী চুড়ান্ত করবে দলীয় মনোনয়ন বোর্ড।

কেউ কেউ আবার স্থানীয় সংসদ সদস্যের কাছে ধরনা দিচ্ছেন। তারা ভাবছেন স্থানীয় সাংসদ যাকে সমর্থন দেবেন তৃণমূলের মতামত তাদের পক্ষেই যাবে। সে জন্য সারাক্ষণ সাংসদদের আশপাশেই থাকছেন তারা। সাংসদের প্রতিটি কর্মসূচিতেই সরব উপস্থিতি দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের।

নাগদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী অংশ নিচ্ছে। প্রার্থীরা হলো- নাগদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়াত আলী (নৌকা) প্রতিকে নির্বাচন করতে লবিং শুরু করেছে। তবে থেমে নেই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিপুল জোয়াদ্দার। তিনি বর্তমান সাংসদ সদস্য এমপি সোলায়মান হক জোয়াদ্দারের মামাতো ভাই।

আইলহাঁস ইউনিয়ন নির্বাচনে অংশ নিচ্ছেন ৮ জন চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌর কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম লাটিম, সাবেক মেম্বার মুহাম্মদ, আফিজ উদ্দিন বিশ্বাস, বিল্লাল গণি, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল, ব্যবসায়ী কাশেম।
এছাড়াও নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রিয়া সংগঠনক প্রভাষক আবুল হাসনাত দলীয় মনোনয়নের জন্য বিভিন্ন ভাবে লবিং করছে। ইতিপূর্বে তিনি করোনাকালীন সময়ে স্থানীয় যুবকদের সহযোগীতায় সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বজলুও নির্বাচনি প্রচারণায় পিছিয়ে নেই। সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান কমল নির্বাচন নিয়ে চুপিসারে থাকলেও নিবন্ধন হারানো জামায়াতের সভাপতি দারুস সালাম নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। ইউনিয়ন বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক রাসেল তৃণমূল নেতাকর্মীদের নিকট ভোট চাইতে ব্যস্ততার মধ্যে পার করছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চুপিসারে এগিয়ে চলেছে বর্তমান নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও আতিকুল ইসলাম আতিক।

এদিকে আইলহাঁস ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম লাটিম সম্ভব্য (নৌকা) প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে থাকতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। জনসমর্থনে পিছিয়ে পড়লেও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল নির্বাচনের মাঠ নিজের পক্ষ্যে সমর্থন গুছাতে মরিয়া হয়ে পড়েছে। তবে সরোজগঞ্জ থেকে ভোট পরিবর্তন করে আইলহাঁস নির্বাচনে ভোট অংশ নিতে যাচ্ছে আবুল কাশেম।

সর্বশেষ নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে ২৯ শে মার্চ। ইউনিয়ন পরিষদের দায়িত্বের শেষ মুহুর্তে আগামি ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

নাগদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়াত আলী জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে বিজয় লাভের তিনি আশ্বাস দেন। এদিকে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিগত ৫ বছরের মত সাধারণ মানুষ তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে এটাই আশাবাদী।ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিশরও মনোনয়ন পেতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এদিকে জামায়াত নেতা দারুস সালাম তার ইতোপূর্বের ভেঙে পড়া সংগঠনকে শক্তিশালী করে সাধারণ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর বলে দাবি করেন।

আইলহাঁস ইউনিয়নে যুবলীগ নেতা আব্দুল হালিম লাটিমও নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে থাকতে চায়। নিজের ভোট পরিবর্তনের মাধ্যমে আবুল কাশেম আইলহাঁস নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়াই করতে চায়।




আলমডাঙ্গার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ৮ দিনপর যুবকের মৃত্যু

আলমডাঙ্গার মোড়ভাঙা দাসপাড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ৮ দিনপর আহত যুবক রাজিব চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

জানা গেছে, আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের দাসপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশের সড়কে গত ২৮ জানুয়ারী বিকেলে দুটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আলমডাঙ্গার উপজেলার কুলপালা গ্রামের প্রবাসি মোসলেম উদ্দিনের ছেলে মামুন (২২) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে ভিশন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ রাজিব (৩০) মারাত্মক জখম হয়।

এ সময় দুটি মোটর সাইকেলই দুমড়েমুচড়ে যায়। আহত দু’জনকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী হাসপাতালে নিয়ে যাওয় হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন।

আহত রাজিবকে মুমুর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া থেকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক।

ওই রাতেই রাজিবকে ঢাকায় নিয়ে গিয়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮দিনের মাথায় আজ রোববার রাজিবও মারা যায়।




মেহেরপুর কুষ্টিয়া সড়কের উন্নয়ন কাজ শুরু

“কুষ্টিয়া (ত্রিমোহনী) -মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর -৭৪৫) আঞ্চলিক মহাসড়কটি কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ” প্রকল্পের কাজ শুরু হয়েছে।

 রবিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন সংলগ্ন স্থান থেকে এই কাজ শুরু করা হয়।

মেহেরপুর থেকে কুষ্টিয়া প্রকল্পভুক্ত সড়কের মোট দৈর্ঘ্য ৫৩.১৪ কিলোমিটার, এরমধ্যে ৪-লেনের সড়ক হবে ৮.৫৪ কিলোমিটার, মেহেরপুরের অংশে ৬.৩৮৫ কিলোমিটার এবং কুষ্টিয়া অংশে ২.১৫ কিলোমিটার এবং এই প্রকল্পে ব্যয় ৬ শত ৪৩ কোটি টাকা।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, জহুরুল লিমিটেডের স্বত্বাধিকারী মোঃ জহুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




গাংনী উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মুকুলের গণসংযোগ

গাংনী উপজেলা আওায়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মুকুল গাংনীর বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।

রবিবার বিকেলে গাংনী উপজেলার সাহারবাটি, ভাটপাড়া, নওয়াপাড়া,ধলা,কাথুলী এলাকায় গণসংযোগ করেন। বিভন্ন চায়ের দোকান,রাস্তার মোড় বাজার এলাকায় মানুষের সাথে মতবিনিময় করেন। আওায়ামীলীগ সরকারকে পুনঃ রায় নির্বাচিত করতে সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।

উপজেলা আওায়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মুকুল বলেন,আওায়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শহরের উন্নয়নের পাশাপাশি এসরকারের উন্নয়ন গ্রামেও পৌছে গেছে। দেশের প্রতিটি উপজেলায় দৃষ্টি নন্দন মডেল মসজিদ,শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা সেবা,পদ্মা সেতু মেট্রোরেল এমন অসংখ উন্নয়ন আওায়ামীলীগ সরকারের সফলতা। গ্রামকে শহরে রুপান্তরিত করার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সোনার বাংলায় সোনার ফসল ফলাতে কৃষকদের ভর্তুকির মাধ্যমে প্রদান করা হচ্ছে সার,বীজ ও কৃষি যন্ত্রপাতি। কৃষকদের কাজ দ্রত সম্পাদন করার জন্য কৃষি ক্ষেত্রে যান্ত্রিক ব্যবস্থা করা হয়েছে এ সরকারের আমলেই ।

বর্তমানে আওয়ামী লীগ সরকার কৃষি ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের ফসল ফলাতে সহায়তা উদ্বুদ্ধ করছে। আমি লীগ সরকারের আমলে এই দেশ আজ উন্নত ও মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান মুকুল আরও বলেন,যারা দেশের উন্নয়ন করে, যারা দেশের স্বাধীনতা কামি মানুষের পক্ষে কথা বলে, যে সরকার ও তার প্রতিনিধিরা দুখি মানুষের পাশে দাঁড়াই পুনরায় সেই আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় আনা উচিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে চলমান উন্নয়ন শেষ হবে। নইলে উন্নয়ন থমকে যাবে বলেও মনতব্য করেন তিনি।

গণসংযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মোকুলের সাথে অন্যান্য নেতৃবৃন্দরা বৃন্দ উপস্থিত ছিলেন।




কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিমের শো-ডাউন

মটর সাইকেল শো-ডাউন নিয়ে, দীর্ঘ দুই বছর পর আবারও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান (সেলিম) রবিবার বিকেলে শহরে এ শো-ডাউন দেন তিনি।

জানা যায়, গেল ২০২১ সালের ৩০ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মোবাইল প্রতিক নিয়ে নির্বাচন করেন সহিদুজ্জামান (সেলিম)। এতে করে দলীয় শৃংঙ্গলা ভঙ্গের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। বহিষ্কৃত হন তিনি।

এরপর থেকে আওয়ামী লীগের সব ধরনের সভা সমাবেশ থেকে নিজেকে বিরত রাখেন তিনি।

গেল ২০২২ সালে ১৭ ডিসেম্বর গনভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ক্ষমার লিখিত চিঠি পান মেয়র সহিদুজ্জামান (সেলিম)।

এরপেক্ষিতে রবিবার বিকেলে মটর সাইকেল শো-ডাউনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন তিনি।

এ সময় শো- ডাউনে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান শরিফুনেসা মিকি,যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র সোহেল আরমান,কোটচাঁদপুর পৌর প্যানেল মেয়র (২) ও স্বেচ্ছা-সেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, কাউন্সিলর মোঃ রকিব উদ্দিন,সোহেল আল মামুন।
শো-ডাউন উপলক্ষে রবিবার দুপুর থেকে স্থানীয় বালক বিদ্যালয় মাঠে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

বিকেল ৪ টার সময় মেয়র সহিদুজ্জামান সেলিম আসেন মাঠে। এরপর শ্লোগানে শ্লোগানে মুখরিত শো-ডাউনটি বের বালক বিদ্যালয় থেকে। পরে মিছিল পৌরসভার প্রতিটি সড়ক প্রদর্ক্ষিন শেষে বাজার চত্বরে এসে শেষ হয়।




প্রাণ আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা এই জাতীয় যেকোনো বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই থেকে চার বছরের কাজের পুর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ওপেন সোর্স ভিউজু্য়ালাইজেশন, আইপি সাবনেট, আইপি রাউটিং, ওএসপিএফ, ভিল্যান, ট্র্যাঙ্ক ও অ্যাক্সেস পোর্ট সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। সাইবার সিকিউরিটি বিষয়ে জানাশোনা থাকতে হবে। ২২ থেকে অনুরধ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ ও বছরে দুইবার বোনাস প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস

বেসরকারি




চালু হলো ইউটিউবের ‘গো লাইভ টুগেদার’

আধেয় বা কনটেন্ট নির্মাতাদের জন্য ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করেছে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব।

স্মার্টফোন থেকেই একজন অতিথিকে নিয়ে এ সুবিধাটি ব্যবহার করে ইউটিউবে লাইভে ভিডিও প্রকাশ করতে পারবেন নির্মাতারা। নির্মাতাদের জন্য ইউটিউবের হালানাগাদ করা এই সুবিধা ব্যবহার করে অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। এখন এটি শুধু স্মার্টফোন থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে কম্পিউটারের জন্যও ফিচারটি চালু করতে কাজ করছে ইউটিউব।

টিম ইউটিউব টুইটার অ্যাকাউন্টের বার্তায় বলা হয়, সহজে ‘কো-স্ট্রিম’ চালুর জন্য এসেছে গো লাইভ টুগেদার। এতে অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০–এর বেশি গ্রাহক হলেই যেকোনো নির্মাতা কো-স্ট্রিম আয়োজন করতে পারবেন। তবে যেকোনো একজন ব্যক্তি অতিথি হতে পারবেন।

অ্যানড্রয়েড এবং আইফোনে ইউটিউবের এই হালনাগাদ করা ফিচারটি চালু হয়েছে। স্মার্টফোনের অ্যাপে ক্রিয়েটর সেকশনে গো লাইভ বাটন থেকে এ ফিচারটি ব্যবহার করা যাবে। অ্যাপের নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করে গো লাইভ টুগেদার থেকে কো–স্ট্রিমিং চালু করতে পারবেন নির্মাতারা। শুধু স্মার্টফোন দিয়ে এ ফিচার ব্যবহারের সুযোগ থাকলেও কম্পিউটার দিয়ে লাইভের সময় আগেই নির্ধারণ করা যাবে।

সূত্র: গ্যাজেটস নাউ




কোটচাঁদপুরে ১২ বোতল ফেনসিডিল সহ এক জন আটক

১২ বোতল ফেনসিডিল সহ সজিব হোসেন (৩২) কে আটক করেছেন ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ। তবে পালিয়েছেন ফেন্সিডিলের আরেক মালিক সোহাগ হোসেন। গতকাল শনিবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুরের মোতালেব মার্কেট থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) শাহিন উদ্দিন বলেন,জেলা গোয়েন্দা শাখার এক দল পুলিশ গোপন সংবাদে কোটচাঁদপুরের মোতালেব মার্কেটে অভিযান চালান। এ সময় আটক করেন সজিব হোসেনকে। তাঁর কাছ থেকে উদ্ধার করেন ১২ বোতল ফেনসিডিল। সজিব মহেশপুরের মেইন আলামপুরের গোলাম মোস্তফার ছেলে।

ওই সময় পালিয়ে যান কোটচাঁদপুর সোহাগ গার্মেন্টের্সের মালিক ও উদ্ধার হওয়া ফেনসিডিলের আরেক মালিক সোহাগ হোসেন। সে কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক( এসআই) হারুন অর রশিদ জানান,শনিবার মামলা দিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি)। তারা এ মামলার তদন্তকারি কর্মকর্তা। এ কারনে বিষয়টি বিস্তারিত আমার কাছে নাই।