দামুড়হুদায় একক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে একক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলা অডিটোরিয়াম হলে শিল্পকলা একাডেমির সদস্য ইসমাইল হোসেন একক সঙ্গীত পরিবেশন করেন।

নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।এসময় বিশেষ অতিথী ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী আসমত আলি।

এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু,দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, ওদুদ শাহা ডিগ্রি কলেজের শিক্ষক মিল্টন কুমার শাহা,দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম,উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম,সঙ্গীত শিক্ষক আক্কাছ আলি,উপজেলা সাহিত্য পরিশদের সাধারন সম্পাদক আব্দুল আলিম, নজরুল ইসলাম,আবুল হাশেম,সাবেক ইউপি সদস্য আবুল হাশেম,জনি শাহ্, শিল্পি ছাইদুর রহমান প্রমুখ।

এর আগে ইসমাইল হোসেন কে ফুলেল সুভেচ্ছা জানান শিল্পকলা একাডেমির সদস্য বৃন্দু। সঙ্গীত অনুষ্ঠানে তবলাই ছিলেন,রাজন ও কিবোর্ডে ছিলেন আরিফ মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন,উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।




স্নাতক পাসে নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

এক্সিকিউটিভ-প্রডাকশন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিফার্ম/ এমফার্ম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা,যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

গাজীপুর।

বেতন

আলোচনা সাপেক্ষে। প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি , তিনটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট , ফেয়ার অ্যাসিস্ট্যান্ট, প্রফিট বোনাস, সাপ্তাহিক দুইটি ছুটি, পিক অ্যান্ড ড্রোপ সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও দুপুরের খাবার।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে আদালতের ডকে থাকা আসামির হাতে ঘুমের ওষুধ দেওয়ার চেষ্টা; এক ব্যক্তিকে দশ দিনের কারাদণ্ড

মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচার চলাকালীন সময়ে ডকে দাঁড়িয়ে থাকা হাজতী আসামির হাতে গোপনে ঘুমের ওষুধ দেওয়ার চেষ্টাকরায় মোঃ খোকন নামে এক ব্যক্তির ১০ দিন কারাদণ্ড দিয়েছেন আমলী আদালত। দণ্ডিত খোকন শহরের ফুলবাগান পাড়ার ইদ্রিস আলীর ছেলে।

আজ সোমবার (৩০ জানুয়ারি) আদালত চলাকালে বিষয়টি আদালতের বিচারক মো: কবির হোসেনের নজরে এলে তিনি আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরকে খোকন নামের ব্যক্তিকে আটকের নির্দেশ প্রদান করেন। পুলিশ সদস্যরা সাথে সাথেই খোকনকে আটক করেন। এরপর আটককৃত আসামিকে নিয়ে মেহেরপুর আমলী আদালতে সোপর্দ করেন এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে আদালত আসামির বিরুদ্ধে আদালত অবমাননা, সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি এবং গণ উপদ্রবের একটি অভিযোগ দায়ের করেন।

মেহেরপুর সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন। আসামিকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হলে সে স্বেচ্ছায় দোষ স্বীকার করলে আদালত আসামিকে দশ দিনের কারাদণ্ড প্রদান করে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।




চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর সাথে যুবদের মতবিনিময় 

চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মহসিন আলীর সাথে ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের আওতাধীন যুবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা দুইটার সময় ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইয়ুথ লিডারশীপ ও যুব নেতৃত্ব এবং সামাজিক ব্যবসা উদ্যোক্তা তৈরিকৃত প্রজেক্টের আওতাধীন লিড বাংলাদেশ প্রকল্পের যুবক-যুবতী, ওয়েভ ফাউন্ডেশনের যুব নেতৃত্ব বিকাশিত করার সংগঠন ইয়ুথ অ্যাসেম্বলির যুবক-যুবতী এবং ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্টের যুব প্রধানগণ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এ সময় ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মহসিন আলী যুবদের উদ্দেশ্য বলেন, যুব সমাজ একটা দেশের প্রধান চালিকাশক্তি । ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আর এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ওয়েভ ফাউন্ডেশন বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ- নির্বাহী পরিচালক নাফিসা আলী,উপ-পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক কিতাব আলী,সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সিনিয়র সমন্বয়কারী আব্দুস সালাম, এ্যাডভাইজার আব্দুস শুকুর, লিড বাংলাদেশ প্রকল্পের কো-অর্ডিনেটর শরিফুল আলম লিটন,ইয়ুথ লিডার মাহাবুব, প্লাবনি, সংগ্রাম ও সাকিব সহ ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ।




মিরপুরে দিশা’র উদ্যোগে তামাকের বিকল্প ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদনে কৃষকদের নিয়ে দিশা’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের তাঁতীবন্দ এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা ‘দিশা’র সমম্বিত কৃষি ইউনিটভুক্ত উদ্যোগে মিরপুরে তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদন ও বহুমুখী আয়ের উৎস সৃষ্টি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা’র কারিগরী কর্মকর্তা কৃষিবীদ জিল্লুর রহমান, দিশা কৃষি অফিসের মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা এনামুল হক, শীতল হোসাইন, সহকারী প্রাণিসম্পদ মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, সাবেক মেম্বার আশাদুল ইসলাম ভুট্টোসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও কৃষি/কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দিশা’র উদ্যোগে কয়েক বছর ধরে মিরপুর উপজেলায় বেশকিছু এলাকায় তামাকের পরির্বতে সরিষা, শস্য ও তৈলবীজ জাতীয় ফসল ও তরমুজসহ বিভিন্ন ফল বাগানে ও সবজি উৎপাদনে চাষবাদ করেছেন কৃষকেরা। আমার আশা একদিন তামাক চাষিরা তামাক চাষ ছেড়ে ফসল উৎপাদনে চলে আসবে। মাঠ দিবসে স্থানীয় কয়েক শত কৃষক কৃষাণী অংশগ্রহন করেন ।




দামুড়হুদা কার্পাসডাঙ্গায় আইএফআইসি ব্যাংকের উদ্বোধন

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তেল পাম্পের সামনে আইএফআইসি ব্যাংকের উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল ১০ টার দিকে।

সব ব্যাংকিং সেবা নিয়ে আই এফ আইসি ব্যাংক এখন আপনার দোরগোড়ায় এ শিরোনাম সামনে রেখে আইএফআইসি ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃকরিম বিশ্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা জনতা ব্যাংক শাখার ম্যানেজার মোজাফ্ফর হোসেন,কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল,সাংগঠনিক সম্পাদক তুহিন আক্তার, আইএফ আইসি ব্যাংকের দর্শনা শাখার ম্যানেজার সোহরাব হোসেন ,অফিসার এস এম সাব্বির আহমেদ,কার্পাসডাঙ্গা ব্যাংক ইনচার্জ মাজহারুল ইসলাম,অফিসার রাকিব আহমেদ,সাংবাদিক আতিয়ার রহমান,মেহেদী হাসান মিলন,শরীফ রতন,সাজিবার মেম্বর,দেলোয়ারা খাতুন, আনেহার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম সিজন-১৫

শুরু হচ্ছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম, সিজন-১৫। নতুন এই মৌসুমে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু হাজির হবে নতুন নতুন সব গল্প নিয়ে আর সঙ্গে থাকবে তাদের নতুন বন্ধু জুলিয়া। তার মধ্যে আছে অটিজম বিষয়ক বৈশিষ্ট্য। সিসিমপুরে বাংলাদেশের অটিজমসম্পন্ন শিশুদের প্রতিনিধিত্ব করবে জুলিয়া।

ইউএসএআইডি/বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নির্মিত নতুন এই সিজনের শ্লোগান- ছন্দে ছন্দে পনেরো এলো- সবাই মিলে এগোই চলো। ৩ ফেব্রুয়ারি থেকে সিজন-১৫ এর আনকোরা পর্বগুলো দেখা যাবে দুরন্ত টেলিভিশনের পর্দায়।

সবাইকে অন্তর্ভুক্তিকরণ এবং নিজের প্রতি যত্নশীল হওয়া- এই বিষয় দুটিকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে সিসিমপুরের ১৫তম মৌসুম। এছাড়া মজার মজার গল্পের মাধ্যমে প্রাক-গণিত, প্রাক-পঠন, অটিজম, পুষ্টিকর খাবারের গুরুত্ব, বিশ্লেষণী চিন্তা-ভাবনা, জেন্ডার বিষয়ক প্রচলিত সংস্কারকে জয় করা এবং ভিন্ন ভিন্ন ভাবপ্রকাশের উপায়কে সম্মান দেখানোর মতো বিষয়গুলোকে তুলে ধরা হবে। থাকবে গণিত, স্বাস্থ্য সুরক্ষা ও বিজ্ঞান নিয়ে দারুণ সব এনিমেশন। আর শিশুদের নিয়ে লাইভ এ্যাকশন ফিল্ম। এছাড়া ‘ইকরির সাথে বর্ণ চেনা’ এবং ‘টুকটুকির সাথে সংখ্যা চেনা’র প্রতিটি পর্বে ইকরি একটি করে বর্ণ এবং টুকটুকি একটি করে সংখ্যা চেনাবে।

১৫তম সিজনের পর্বগুলো বর্ণনামূলক, ‘শিকুর বিজ্ঞানের জগৎ’ এবং ‘ইকরির সাথে খেলার সময়’ এই তিন ধরনের ফরমেটে তৈরি। এবারের পর্বগুলোতে সিসিমপুরের বন্ধু হালুম, টুকটুকি, ইকরি, শিকুর সাথে নতুন বন্ধু জুলিয়া ছাড়াও অংশ নিয়েছে আমিরা এবং শিকুর সহকারি বানর। এছাড়া থাকছে প্রতিবন্ধী, প্রান্তিক এবং আদিবাসী শিশুরাও। আর সিসিমপুরের নিয়মিত অন্যান্য চরিত্ররা তো থাকছেই। এই সিজনের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য কিছু পর্বে ব্যবহার করা হয়েছে ইশারা ভাষা।

৩০ জানুয়ারি (সোমবার) সিসিমপুরের সিজন-১৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত ও অনুষ্ঠানের সম্মানিত অতিথি ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর ক্যাথরিন ডেভিস স্টিভেন্স। রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত নতুন সিজনের উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. উত্তম কুমার দাশ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য ড. এ কে এম রিয়াজুল হাসান এবং সূচনা ফাউন্ডেশনের সিইওও ডা. সাকী খন্দকার। আরও ছিলেন এশিয়াটিকের কো-চেয়ারম্যান সারা যাকের, বিটিভি’র পরিচালক জগদীশ এষ, মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু এবং ‘ইউএসএআইডি সিসিমপুর’ প্রজেক্টের চিফ অফ পার্টি মোহাম্মদ শাহ আলম-সহ অনেক গুণিজন। সঙ্গে ছিল সিসিমপুরের বন্ধু বাহাদুর, ইকরি, শিকু, টুকটুকি, হালুম ও নতুন বন্ধু জুলিয়া।

ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত ‘সিসিমপুর’ ২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’ এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সিসিমপুর অনুষ্ঠানটি সম্প্রচারে সহায়তা করছে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে সহায়তা করছে ‘প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়’।

সূত্র: ইত্তেফাক




এসিল্যান্ড দবির উদ্দিন বদলে দিলেন কুষ্টিয়া ভূমি অফিসের সেবার চিত্র

হয়রানি অথবা সময় বাঁচানোর কথা বলে প্রায়ই তৃতীয় পক্ষ হিসেবে বিভিন্ন দালালের কাছে নিজের জমির বিষয়াদি গছিয়ে দিই। ফলশ্রুতিতে নিজের জমির কোনো ত্রুটি থাকলে সেটা জানা সম্ভব হয়না এবং জমি বিষয়ে সবসময়ই অজানা থেকে যায়। অজ্ঞতার এ দুষ্টুচক্র থেকে বের হওয়া অত্যন্ত কঠিন। তাই নিজের জমির বিষয়ে যথাসম্ভব নিজে কার্যক্রম সম্পাদনের চেষ্টা করতে সকল ভুমি মালিককে অনুরোধ জানিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দবির উদ্দিন।

তিনি জানান, দালালেরা সবসময় অপপ্রচার করে যে টাকা ছাড়া কাজ হয় না ফাইল আটকে থাকে। এই অপপ্রচার না করলে তাদের অবৈধ আয় বন্ধ হয়ে যাবে। যেকোনো অপপ্রচার সম্পর্কে সচেতন হতে এবং হয়রানি বন্ধে যেকোন অভিযোগ থাকলে সরাসরি তিনি এসিল্যান্ডকে জানাতে তার মোবাইলে ০১৭৩০৪৭৩৬৩২) নাম্বারে যোগাযোগ করতেও অনুরোধ করেন তিনি।

সংশ্লিষ্টসুত্রে জানা যায়, ভূমি একজন মানুষের শ্রেষ্ঠ অবলম্বন। মানুষ তার সারাজীবনের সঞ্চয় দিয়ে একখন্ড ভূমি কিনে সেই ভূমির প্রশাসনিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি যোগ্য হাতে না পড়ে তবেই বাড়ে জনভোগান্তি। ভূমি অফিসগুলোর দীর্ঘ দিনের জীর্ণতা আর দৈন্যতাকে পিছনে ঝেরে ফেলে নতুন উদ্যোমে ভূমি ব্যবস্থাপনা ও অফিস সিষ্টেম সংস্কারের ব্রত নিয়েই কাজ করে চলেছেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দবির উদ্দিন। ইতিবাচক মনোভাব সম্পন্ন এই কর্মকর্তার কাছে সেবা প্রত্যাশীরা অনেক বেশি খুশী।

আমাদের দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জনগণের অভাব-অভিযোগই কেবল শোনা যায় নিত্য। তবে তাদের মাঝে ব্যতিক্রমও পাওয়া যায়। যারা নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে জনগণের আস্থা ও প্রিয় মানুষ হয়ে ওঠেন। হয়রানি থেকে মুক্তি দেন মানুষকে। নিজের সরকারি দপ্তরকে করে তোলেছেন জনবান্ধব।

যেখানে ভূমি অফিস মানেই ভোগান্তি, টাকার ছড়াছড়ি। সাধারণ মানুষের হয়রানি আর অসহায়তার জায়গা। সেখানে একটি স্বচ্ছ, ঘুষবিহীন ও জবাবদিহিতামূলক সেবাকার্যক্রম পাওয়ার ব্যবস্থা করেছেন দবির উদ্দিন। তার নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিসের সব নৈরাজ্য দূর হয়ে সেখানে তৈরি হয়েছে আস্থার পরিবেশ।

বর্তমান এসিল্যান্ড যোগদানের পর থেকে তার ইতিবাচক মনোভাবের কারণে উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে সেবা প্রদানের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখা গেছে। জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রয়েছে অভিযোগ বক্স ও নিয়মিত তদারকি ব্যাবস্থা এবং সরাসরি অভিযোগের ভিত্তিতে দ্রুত সমস্যা সমাধানকরন কার্যক্রম। তাছাড়া এসিল্যান্ড অফিসে অফিসের সুন্দরয্য বধার্য়ন, সিটিজেন চার্টার ও জনসচেতনামূলক বিভিন্ন লিফলেটসহ নানা কার্যক্রম দেখা গেছে। ভুমি সেবায় খুলনা বিভাগের মধ্যে সেরা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)’র হিসেবে পুরষ্কার লাভ করেন।

জানা যায়, এই এসিল্যান্ড দবির উদ্দিনের নেতৃত্বে উপজেলার বেদখলকৃত সরকারি জমি উদ্ধার হয়েছে। মিসকসে (নামজারি জমাভাগ খারিজ সংক্রান্ত) মামলা শুনানির মাধ্যমে খুব কম সময়ে নিষ্পত্তি করেন। সরকারি খাস জমি, খাস পুকুর রক্ষায়,বাল্যবিবাহ বন্ধ করনে সবসময় তৎপর রয়েছেন। তিনি যোগদানের পর থেকে ভূমি অফিসকে দালালমুক্ত করে গতিশীল করেছেন।

এছাড়া এই কর্মকর্তা জমিসংক্রান্ত সব ধরনের সেবাগ্রহিতার অধিকার নিশ্চিত করে সবার কাছে ভূমি অফিসকে সহজ, স্বচ্ছ ভাবমূর্তি ও গ্রহণযোগ্য করে গড়ে তুলেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনসহ ভেজালবিরোধী অভিযান গতিশীল করেছেন। জনগণের সেবা প্রাপ্তির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেন। অফিসের নথি ব্যবস্থাপনা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিসহ জনগণের সেবা প্রাপ্তির বিষয়টিকে বেশি সমৃদ্ধ করেছেন।

অফিস টাইম সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত আগত ভূমি মালিকদের সমস্যা আন্তরিকতার সাথে শুনে তাৎক্ষনিকভাবে সমাধানের চেষ্টা করেন। পাশাপাশি সপ্তাহে একদিন আনুষ্ঠানিকভাবে ও গণশুনানী নিয়ে তাৎক্ষনিক প্রতিকারের চেষ্টা করেন। এমন অসংখ্য ভালো কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এ ভূমি কর্মকর্তা।

এরই মধ্যে উপজেলার এই সহকারী কমিশনার (ভূমি) এখানে সবার কাছে প্রিয় কর্মকর্তা হয়ে উঠেছেন। সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রিয় হয়ে উঠেছেন।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের কঠোর নজরদারি ও দিক নির্দেশনায় ভূমি অফিসের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। সরকারি জমি রক্ষার ব্যাপারেও জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে দায়িত্বে সাথে ভূমিকা রাখার তাগিদ দিয়ে থাকেন।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে সেবাগ্রহিতাগণ তাদের ভূমির নামজারির শুনানী ও নিষ্পত্তির তারিখ ও সর্বশেষ অবস্থা জানতে আমাদের এই অফিসে এসে ঘুরাঘুরি করতে হয় না। মোবাইল ফোনে ম্যাসেজে বা অনেক ক্ষেত্রে কল করেও জানিয়ে দেয়া হয়। ইউনিয়ন ভূমি অফিসের কাজগুলোও মনিটরিং করা হয়ে থাকে।

এরআগে তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।




কুষ্টিয়ার বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর মাঠে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ-এর যান্ত্রিকী বোরো ধানের চারা রোপন শুভ উদ্বোধন করা হয়।

২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

এসময় তিনি বলেন, বাংলাদেশে চাষযোগ্য জমি দিন দিন কমছে এবং লোকসংখ্যা বাড়ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে হাইব্রিড ধান চাষের বিকল্প নেই।
তিনি আরও বলেন, হাইব্রিড ধান উৎপাদন পদ্ধতি উফশী ধানচাষ পদ্ধতির মতোই; তবে হাইব্রিড ধানচাষের ক্ষেত্রে বীজতলার জন্য বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মন্ডল, সিমিট বাংলাদেশ (ফরিদপুর) ফিল্ড অফিস কো-অর্ডিনেটর কৃষিবিদ মোহাঃ জাকারিয়া হাসান।

স্বাগত বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ ওয়াহিদুজ্জামান সহ প্রগতিশীল কৃষক মোঃ হাফিজুর রহমান (লিয়াকত) বক্তব্য রাখেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ বলেন, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্র দিনে এক ঘণ্টায় ৩০জন কৃষকের সারা দিনের কাজ শেষ করা যাবে। এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশি হবে।




মাদ্রিদকে আটকে দিলো সোসিয়েদাদ

রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরোর অসাধারণ দক্ষতায় শেষ পর্যন্ত জয় বঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (২৯ জানুয়ারি) মৌসুমের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েও হতাশ মাদ্রিদকে গোলশুন্য ড্র মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট হারানোর সুযোগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পাঁচ পয়েন্টে ব্যবধানে শীর্ষস্থানে ধরে রেখেছে।

শনিবার (২৮ জানুয়ারি) জিরোনাকে বার্সেলোনা হারানোর পর পয়েন্টের ব্যবধান কমানোর জন্য মাদ্রিদের জয়ের প্রয়োজন ছিল। কিন্তু রেমিরোর কাছে শেষ পর্যন্ত নত স্বীকার করতে হয়েছে গ্যালাকটিকোদের। এই ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই থাকলো রিয়াল সোসিয়েদাদ। ভিনিসিয়াস জুনিয়রের তিনটি দারুণ সুযোগ রুখে দিয়েছেন রেমিরো। শুরু থেকেই কার্লো আনচেলত্তির দল উজ্জীবিত পারফরমেন্স দেখাতে থাকে। কিন্তু কোনভাবেই গোল আদায় করতে পারছিলনা। ইতোমধ্যেই বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপে পরাজিত হয়েছে মাদ্রিদ। কিন্তু অতিরিক্ত সময়ের গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের কাছে আনচেলত্তি বলেছেন, ‘এবারের মৌসুমে অন্যতম সেরা ম্যাচ আমরা খেলেছি। এটা সত্যি যে বার্সেলোনা দারুণ ছন্দে আছে। কিন্তু মৌসুমটা অনেক দীর্ঘ। জানুয়ারি সময়টা বেশ জটিল। কিন্তু প্রতিটি বিভাগেই রিয়ালের দারুণ উন্নতি হয়েছে। রক্ষণভাগ, আক্রমণভাগসহ শারীরিক ভাবে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছে। খেলোয়াড়রা উন্নতি করতে শুরু করেছে। ইনজুরিতে থাকা খেলোয়াড়রা ফিরতে শুরু করেছে। সে কারণেই আগামী মাসগুলো নিয়ে আমি আত্মবিশ্বাসী। মৌসুমের দ্বিতীয় ভাগে ফিরে আসার অতীত ইতিহাসে আমাদের রয়েছে।’

প্রথমার্ধে মাদ্রিদ বেশ কিছু ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ব্রাজিলিয়ান দুই উইঙ্গার ভিনিসিয়াস ও রদ্রিগো বারবার প্রতিপক্ষের সামনে হুমকি হয়ে উঠেছেন। ভিনির কার্লিং শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। রদ্রিগোর ব্যাক হিল থেকে করিম বেনজেমার শট সহজেই রুখে দনে রেমিরো। এডুয়ার্ডো কামাভিনগাকে নিজের অবস্থান থেকে সরিয়ে লেফট-ব্যাক পজিশনে কাল শুরু থেকেই খেলিয়েছেন আনচেলত্তি। রেনের সাবেক এই মিডফিল্ডার অবশ্য নিজেকে নতুন পজিশনে ভালই প্রমাণ করেছেন। বিরতির ঠিক আগে ভিনিসিয়াসের আরও একটি শট রুখে দিয়ে সোসিয়েদাদকে রক্ষা করেছেন রেমিরো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলিয়ান উইঙ্গারের আরও একটি শট পা দিয়ে কোনমতে আটকে দেন রেমিরো। ফেডে ভালভার্দের শটও গোলের ঠিকানা খুঁজে পায়নি। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রথমবারের মত পরীক্ষা দেন ৬০ মিনিটে। জাপানিজ মিডফিল্ডার টাকেফুসা কুবো ডানদিক থেকে শট নিলে কোর্তোয়ার কারণে তা সফল হয়নি। ভিনিসিয়াসের একটি লব আবারো দক্ষতার সাথে রক্ষা করেন রেমিরো। স্টপেজ টাইমে সময় নষ্ট করার কারণে রেমিরোকো হলুদ কার্ড দেখতে হয়েছে।

সূত্র: ইত্তেফাক