মেহেরপুরে আইন পেশায় ৫০ বছর পূর্ণ করায় নুরুল ইসলামকে ক্রেষ্ট প্রদান

আইন পেশায় ৫০ বছর পূর্ণ করায় এ্যাডভোকেট নুরুল ইসলামকে গোল্ডেন জুবিলী ক্রেষ্ট প্রদান করে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে তাঁকে এ ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, এ্যাড. মিয়াজান আলী, এ্যাড. ইয়ারুল ইসলাম.  এ্যাড. আনোয়ার হোসেন, রোকেয়া বেগম, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেলসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ‘Meherpur District Lawyer’s Association Building’ এর উদ্ভোধন করা হয়েছে।

সোমবার দুপুরে ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জিল্লুর রহমান। নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভবন নির্মাণ কমিটির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মিয়াজান আলী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট কামরুল হাসানসহ আইনজীবী সমিতির বিজ্ঞ কার্য নির্বাহী কমিটির সদস্য বৃন্দ।




ফাইল জিপ ও আনজিপ করবেন যেভাবে

জিপ পদ্ধতি ব্যবহার করে বড় আকারের ফাইলগুলো কম জায়গায় রাখা যায়। ফলে যন্ত্রের মেমোরি কম খরচ হয়। আগে বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহার করতে হলেও বর্তমানে সব অপারেটিং সিস্টেমেই বিল্ট-ইন ভাবে ফাইল জিপ করার সুবিধা রয়েছে। জিপ করার পর ফাইলের নামের শেষে ডটজেডআইপি লেখা যুক্ত হয়। কম্পিউটার এবং ফোনের ফাইল জিপ ও আনজিপ করার পদ্ধতি দেখে নেওয়া যাক—

উইন্ডোজে জিপ ও আনজিপ করার নিয়ম
যে ফাইলগুলোকে জিপ করতে হবে, সেগুলো প্রথমে ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে নির্বাচন করতে হবে। চাইলে শিফট চেপে একসঙ্গে একাধিক ফাইল নির্বাচন করা যাবে। এবার নির্বাচন করা ফাইলগুলোর ওপর মাউসের কারসর রেখে ডান পাশে ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইল অপশন নির্বাচন করলেই ফাইল জিপ হয়ে যাবে। আনজিপ করার জন্য ফাইল এক্সপ্লোরার থেকে কম্প্রেস ফাইলগুলোতে একসঙ্গে দুবার ক্লিক করতে হবে। এ ছাড়া কম্প্রেস ফোল্ডারে এক্সট্রাক্ট অল বাটনে ক্লিক করেও ফাইল আনজিপ করা যাবে।

অ্যান্ড্রয়েডে জিপ ও আনজিপ করার নিয়ম
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চলা ফোনে ফাইল জিপ ও আনজিপ করতে জেড আর্কাইভার বা উইনজিপ অ্যাপ ব্যবহার করতে হবে। একসঙ্গে একাধিক ফাইল জিপ করার জন্য মাই ফাইলস অপশনে প্রবেশ করতে হবে। এরপর যে ফাইলগুলোকে জিপ করতে হবে সেগুলো নির্বাচন করে ডান পাশের নিচের অংশে থাকা তিনটি ডট অপশন ট্যাপ করতে হবে। এরপর কম্প্রেস অপশনে ক্লিক করে ফাইলের নাম দিলেই ফাইলটি কম্প্রেস হয়ে যাবে।

ফাইল আনজিপ করার জন্য যে ফাইলটি আনজিপ করতে হবে, সেটি নির্বাচন করে এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করলেই একটি পপআপ মেন্যু দেখা যাবে। এখানে আনজিপ করা ফাইলের নাম বা তালিকা দেখা যাবে। এরপর কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করে ডান বা ওকে বাটনে ক্লিক করতে হবে।

সূত্র: দ্য ভার্জ




মেহেরপুরের সালাম ক্লিনিকের বিরুদ্ধে আদালতের স্বপ্রণোদিত মামলা

মেহেরপুরের দারুস সালাম ক্লিনিকের অপারেশন টেবিলে প্রসূতির মুত্যুর ঘটনায় মেহেরপুর প্রতিদিনে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিত মামলা করেছেন আদালত।

আজ সোমবার মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ম আদালতের বিচারক এস এম শরিয়তউল্লাহ স্বপ্রণোদিত এ মামলা করেন। যার নম্বর মিসকেস ০২/২০২৩।

মামলায় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)কে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ১৬ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে মেহেরপুরের সিভিল সার্জনকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে জেলার হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারের তালিকা আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত মামলার নথিতে বলেছেন, সংবাদ দৃষ্টে দারুস সালাম ক্লিনিকে অপারেশনের সময় এক প্রসুতির মৃত্যু হয়েছে মর্মে দেখা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগে অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলেও সংবাদে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয় মর্মে পরিবারের সন্দেহ করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অপারেশনের সময়ে এনেস্থেসিয়োলোজিস্ট হিসেবে যে ডাক্তারের নাম উল্লেখ করা হয়েছে তিনি অপারেশনের সময় উপস্থিত ছিলেন না মর্মে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এটা সঠিক হয়ে থাকলে তা একটি গুরুতর আইনের লংঘন এবং ইচ্ছাকৃত অবহেলা যা শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় বিষয়ে এখনও কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি মর্মে আদালতের গোচরীভূত হয়েছে। এমতাবস্থায়, জনস্বার্থ ও ন্যায় বিচারের উদ্দেশ্যে পুরো ঘটনাটির বিষয়ে প্রশাসনিক তদন্তের পাশাপাশি একটি বিস্তারিত অনুসন্ধান হওয়া সমীচীন বলে আদালত মনে করে। সার্বিক বিবেচনায় The Code of Criminal Procedure, ১৮৯৮ এর ধারা ১৯০ (১) (গ) অনুযায়ী বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত উপর্যুক্ত সংবাদটি বিবেচনায় নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার, মেহেরপুর সদর সার্কেল (স্বয়ং)-কে উল্লিখিত বিষয়ে অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হলো। অনুসন্ধানকারী কর্মকর্তা তার প্রতিবেদনে অন্যান্য বিষয়ের সাথে আরো কয়েকটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেগুলো হলো; ক্লিনিকটির লাইসেন্স আছে কি-না?, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ক্লিনিকটি অনুমোদিত হয়ে থাকলে সেটা নবায়নকৃত কি-না?, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের ছাড়পত্র/অনুমোদন আছে কি-না?, ক্লিনিকটিতে সার্বক্ষনিক ডাক্তার আছে কি-না?, অপারেশন পরিচালনাকারী ডাক্তারের সার্জারি ডিগ্রি ছিল কি-না?, অপারেশনের সময়ে এনেস্থেসিয়োলোজিস্ট হিসেবে কোন উপযুক্ত ডাক্তার উপস্থিত ছিলেন কি-না?, প্রি-এনেস্থেসেয়িটিকক চেক-আপসহ অপারেশনের জন্য নির্দিষ্ট মানদন্ড অনুসরন করা হয়েছিলো কি-না?, সহায়ক নার্সদের উপযুক্ত ডিগ্রি ছিল কি-না?

এছাড়া The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, ১৯৮২, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং বিধি দ্বারা নির্ধারিত কোন বিধানের ব্যত্যয় ঘটয়ে ক্লিনিকটি পরিচালিত হচ্ছে কি-না সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করবেন। অনুসন্ধানকালে তিনি সিভিল সার্জন অফিস থেকে গঠিত (যদি থাকে) তদন্ত কমিটি কর্তৃক প্রদত্ত রিপোর্ট সংগ্রহ করবেন। অপারেশনের সময়ে সংশ্লিষ্টদের কোন ইচ্ছাকৃত অবহেলা ছিল কি-না, মানদন্ড অনুসরনের ক্ষেত্রে কোন ব্যত্যয় ছিল কি-না এবং মেডিকেল বিষয়ে কোন বিশেষজ্ঞ মতামত প্রয়োজন হলে সিভিল সার্জনের অফিস থেকে সুনির্দিষ্ট মতামত গ্রহন করবেন।

আদালত পর্যবেক্ষনে আরো বলেন, প্রায়ই মেহেরপুরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসায় অবহেলার এবং বিধি বহির্ভূতভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগ উত্থাপিত হয়। এর সাথে সাধারন মানুষের স্বাস্থ্য ও জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত। একজন অসুস্থ মানুষ চিকিৎসক ও ক্লিনিকের উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করে নিজের শরীরের উপর হস্তক্ষেপ করার অধিকার প্রদান করেন। হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসকের অবহেলা একজন রোগীর সাথে প্রতারনা এবং বিশ্বাস ভঙ্গের শামিল যা দণ্ডবিধির ধারা ৪০৬ ও ৪২০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া উক্ত অবহেলা একজন ব্যক্তির জীবনকে বিপন্ন করে তুলতে পারে যা দণ্ডবিধির ধারা ৩০৪ক, ৩৩৬, ৩৩৭ ও ৩৩৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অধিকন্তু The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, ১৯৮২, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী নির্ধারিত মানদন্ড অনুসরন না করলে সেটাও শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় সিভিল সার্জন, মেহেরপুরকে মেহেরপুর সদর থানাধীন সকল বেসরকারি হাসপাতাল/ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টারের তালিকা আগামি ৯ ফেব্রুয়ারি আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হলো। এগুলোর মধ্যে কোন কোন প্রতিষ্ঠান The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, ১৯৮২, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং আইন ও বিধি দ্বারা নির্ধারিত বিধানের ব্যত্যয় ঘটিয়ে কার্যক্রম পরিচালনা করছে সে বিষয়টি তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি মেহেরপুর প্রতিদিনে অপারেশ টেবিলে প্রসূতির মৃত্যু শিরোনামে সংবাদ প্রকাশ হয়। মেহেরপুর প্রতিদিনের প্রতিবেদকের কাছে সালাম ক্লিনিকের মালিক ডা. আব্দুস সালাম নিজে অপারেশন করার কথা স্বীকার করেন এবং তাকে ডা. শাহেদ এনেসথেসিস্ট হিসেবে সহযোগীতা করে বলেও জানান। কিন্তু ডা. শাহেদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ওই দিন ফোন রিসিভ করেন। পরদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ডা. শাহেদ এনেসথেসিয়া করেননি বলে মেহেরপুর প্রতিদিনের কাছে জানান, তবে তাকে লিখিত দেওয়ার কথা বলা হলেও তিনি লিখিত দেননি।




মুজিবনগরে ফেনসিডিলসহ কৃষি ব্যাংক কর্মকর্তা আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ২ বোতল ফেন্সিডিলসহ মোস্তফা মনোয়ার (৩৭) নামের এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এস আই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে দারিয়াপুর-শালিকা সড়কের পাশের একটি আমবাগানে অভিযান পরিচালনা করেন।

আটক মোস্তফা মনোয়ার কুষি ব্যাংকের দারিয়াপুর শাখার জেনারেল অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন এবং রাজশাহীর পুঠিয়ার মর্তুজা রেজার ছেলে। তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা চলমান রয়েছে। সে মামলার কারণে তিনি সাময়িক বরখাস্ত হিসেবে রয়েছেন।
মুজিবনগর থানার এস আই উত্তম কুমার বলেন, দারিয়াপুর-শালিকা সড়কের ওই আমবাগানের ভিতর একজন ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উমর ফারুকের আমবাগানে অভিযান পরিচালনা করি। এসময় পুলিশ দেখে মোস্তফা মনোয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এসময় তার নিকট থেকে মুখ খোলা অবস্থায় ২ বোতল ফেন্সিডিল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাকে মুজিবনগর থানা হেফাজতে নেওয়া হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, আটক ব্যাংক কর্মকর্তা মোস্তফা মনোয়ারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানাতেও মাদকের মামলা রয়েছে।
কৃষি ব্যাংক দারিয়াপুর শাখার ম্যানেজার জাকির হোসেন বলেন , গত বৃহস্পতিবার ও রবিবার মোস্তফা মনোয়ার (অফিসার জেনারেল) অফিসে আসেননি। আমি গ্রেফতারের বিষয়টি অবগত নয়। তবে তিনি ছুটিও নেননি বলে জানান। মাদকসহ আটকের বিষয়টি অফিসিয়ালি জানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ম্যানেজার আরো বলেন, তার বিরুদ্ধে আরো একটি মাদকের মামলা থাকায় তিনি সাময়িক বরখাস্ত হয়ে আছেন।

 




জীবননগরে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে জীবননগর উপজেলায় ১ নং উথলী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকালে ৩ টায় উথলী ডিগ্রি কলেজ মাঠে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সিদ্ধান্তে দলীয় মনোনয়নের জন্য ৪ জনের নাম চুড়ান্ত করা হয়। দলীয় মনোনয়নের জন্য উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবজালুর রহমান ধীরু ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন এর নাম উপজেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।

সভায় দল থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাউদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান পিল্টু, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দীন কাজল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু জাফর,লুৎফর রহমান লুতু,আতিকুর রহমান আতিক,আবুল কালাম কলম,আলমগীর হোসেন, ওবাইদুর রহমান,আমিনুল ইসলাম, আবিদ হোসেন, ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, সরফরাজ হোসেন সহ অনেকে।




রাষ্ট্রপতির নিকট থেকে দেশ সেরার পুরস্কার গ্রহন করলো হরিণাকুন্ডুর আইভি

জাতীয় শিশু পুরষ্কার ২০২০ ও ২০২১ সালের প্রতিযোগিতায় উচ্চাঙ্গসংগীত নজরুল গীতিতে ‘খ’ বিভাগে দেশ সেরা হওয়ায় হরিণাকুণ্ডুর শামীমা আক্তার আইভি কে স্বর্ণপদক (পুরস্কার) প্রদান করেণ রাষ্ট্রপতি অ্যাড.মো. আব্দুল হামিদ।

রবিবার (২৯জানুয়ারি) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি পৃথিবীকে শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে এবং জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরিব নির্বিশেষে সকল শিশুর ভেতর লুকায়িত পূর্ণ সম্ভাবনার উন্মেষ ঘটাতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। শামীমা আক্তার আইভি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পারফলসী গ্রামের সহকারী অধ্যাপক বাবুল আক্তার ও মেরিনা মেরি দম্পত্তির কন্যা এবং হরিণাকুণ্ডু সরকারী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

উল্লেখ, গত ২০ডিসেম্বর ও ২২ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে এই সাফলতা অর্জণ করে। এছাড়া এই খুদে শিল্পি ২০১৮ এবং ২০১৯ সালেও উচ্চাঙ্গ সংগীতের ‘ক’ বিভাগে জাতীয় পুরষ্কার (স্বর্ণপদক) অর্জণ করেছিল। এই সফলতা অর্জণে তার সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইদহের ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় ও ওস্তাদ অজয় কুমার দাস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।




দর্শনা কেরুতে দেশের প্রথম হারভেষ্টার মেশিনে আখ কর্তন কাজের উদ্ধোধন 

দর্শনা কেরুজ কৃষি খামারে আধুনিক পদ্ধতিতে হারভেষ্টার মেশিন দিয়ে আখ কর্তন কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেরুজ ফুরশেদপুর কৃষি খামারে হারভেষ্টার মেশিন দিয়ে আখ কর্তন কাজের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের যুগ্ন সচিব এবং পরিচালক (অর্থ) খন্দকার আজিম আহমেদ এনডিসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থপনা পরিচালক মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। তাই কৃষিতে বিল্পব আনতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। বিশেষ করে চিনি ও খাদ্যশিল্প করপোরেশেনের অভিভাবক শিল্পমন্ত্রাণালয়ের সচিব জাকিয়া সুলতানা বিশেষ উদ্যোগ গ্রহণ করে প্রদনা হিসাবে এ হার্ভেষ্টার মেশিন প্রদান করেছেন।

তিনি আরও বলেন, আখ কর্তানের হারভেষ্টার মেশিন দেশে এই প্রথম। এ মেশিনটি ইন্ডিয়া গুজরাটের টারর্বো এগ্রো টেকনোলজি লিমিটেড কোম্পনীর তৈরী। এ হার্ভের্ষ্টার মেশিনটির নাম শক্তিমান। এটা অনেকটা ট্রাক্টরের মত দেখতে। এ যন্ত্র দিয়ে একই সাথে আখ কর্তন, আর্বজনা পরিষ্কার এবং স্তুপ করা যায় স্বয়ংক্রিয়ভাবে। কম্বাইন্ড হার্ভেস্টার ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমবে। বাঁচবে সময়। শ্রমিক লাগবে কম।

চিনিকলগুলোতে অনেক আখ চাষ হয়ে থাকে। মোরসুম শুরু হলে শ্রমিকের অভাবে আখ কর্তন নিয়ে দেখা দেয় জটিলতা। খরচও পড়ে অধিক। আখ কর্তন যন্ত্রনার কারণে অনেকেই আজ আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। আশা করি হার্ভেষ্টার মেশিন পর্যাপ্ত হলে আগামীতে চিনিকলের কৃষি খামারের আখ কর্তনের পাশাপাশি কৃষকের আখ কর্তনে সহযোগিতা করা সম্ভব হবে। এতে সময় ও খরচ শাশ্রয় এবং আখের উপর নিচের অংশ অপচয় কম হবে। বৃদ্ধিপাবে ফলন চিনিকলের ব্যবস্থপনা পরিচালক বলেন, নিজেস্ব জমিতে আখ লাগানোর পাশাপাশি এলাকার অনেক কৃষক আখ রোপন করে থাকে। মোরসুম শুরু হলে আখ কর্তন নিয়ে দেখা দেয় নানা জটিলতা। এ হার্ভেষ্টার মেশিনটি সদর দপ্তর কিংবা চিনিকলের টাকায় কেনা না।

শিল্পমন্ত্রনালয়ের সচিব মহাদয়ের একান্ত উদ্যোগে প্রনোদনা হিসাবে দেয়া হয়েছে। এর জন্য সচিব মহাদয়দের নিকট চিনিশিল্প কৃতজ্ঞ থাকবে। সেই সাথে এর সুফল পেলে আগামী মোরসুম শুরুর আগেই চিনিকলগুলো যেন এমেশিন পেতে পারে তার আবেদন করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

এসময় আরও উপস্তিত ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, চিনি ও খাদ্য শিল্প করপোরেশন উপ-বিভাগীয় ব্যবস্থপক (কৃষি) প্রকৌশলী মো.মাহমুদুল হাসান মিল্টন, সায়েদ সামস তাবরিজ প্রিন্সিপাল অফিসার এগ্রিকালচার ইঞ্জিনিয়ার ডিবিশন চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। ইন্ডিয়া গুজরাটের টারর্বো এগ্রো টেকনোলজি লিমিটেড শক্তিমান সার্ভিস ইঞ্জিনিয়ার রাজস কুমার সরকার, আলিম ইন্ডাসট্রিজের জেনারেল ম্যানেজার ও মার্কেটিং এবং সেলস এর প্রতিতিধি ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবীর, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক পরিবহন প্রকৌশল রিয়াজুল ইসলাম, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুইয়া, ব্যবস্থাপক (খামার) সুমন কুমার সাহা, ব্যবস্থাপক (পরিঃপ্রকৌঃ) আবু সাঈদ, ফুরশেদপুর খামার ইনচার্জ এমদাদুল হক ইমদাদ।




আলমডাঙ্গা হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা উৎসব পালিত

আজ রবিবার সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন মহল্লায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা উৎসবের মন্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র হাসান কাদির গণু।

কলেজপাড়া শাপলা সংঘের মন্ডপে ৪২ তম সরস্বতী পূজা উৎসব উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যার দেবী সরস্বতীর কাছে বিদ্যা অর্জনের উদ্দেশ্য প্রার্থনার জন্য সনাতন ধর্মের শিক্ষার্থী ও হাজার হাজার ভক্ত অনুরাগীরা প্রতিবছরের এই পূজা উৎসব পালন করে থাকে।

মন্ডপ পরিদর্শনকালে ও প্রধান অতিথির বক্তব্যকালে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র জনাব হাসান কাদির গণু বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এখানে সকল ধর্মের মানুষকে সহ অবস্থান করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, পূজা উদযাপন পরিষদের আলমডাঙ্গা উপজেলা সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা বাবু মনিন্দ্র নাথ দত্ত, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা জেলা সহ-সভাপতি শ্রী প্রশান্ত কুমার অধিকারী, সহ-সভাপতি বাবু সমীর কুমার দে, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার বুদ্ধু , হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরিমল কুমার কালু ঘোষ,দাহ কমিটির সেক্রেটারি মদন, মিন্টু অধিকারী, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা,হিন্দু কল্যাণ পরিষদের অসীম সাহা,পৌর শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মিলন দাস, পৌর শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তন্ময় সাহা।




পরানপুর সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন

দর্শনা পৌর বিএনপি সিনিয়ার সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেটের পরিবারের পক্ষ থেকে দর্শনা পরাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এসব ছাত্র/ছাত্রীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন হাবিবুর রহমান বুলেট,তার স্ত্রী আশরাফি খাতুন ও ছেলে মাহির আজমল। এছাড়া তার পরিবারের পক্ষ থেকে পারণপুর গ্রামের বেশকিছু দরিদ্র পরিবারের মাঝেও কম্বল বিতরণ করেন।

পরাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান হিরো, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলী, আয়শা সিদ্দিকা, মাহাফুজা খাতুন, শিল্পী খাতুন। এছাড়া গ্রামের পাপ্পু, রিফাত রহমান, রাতুল ও আকাশ। হাবিবুর রহমান বুলেট বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রচন্ড শীতের এ আবহাওয়ার সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে আমার মত সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।