দর্শনার ৫ টি স্বর্ণেরবারসহ চোরাকারবারি হৃদয় আটক

দর্শনা সীমান্তের রামনগর গ্রামে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) ও দর্শনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। এ অভিযানে ২৫ ভরি ২ আনা স্বর্ন উদ্ধার সহ হৃদয় নামের এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

আটক চোরাকারবারী হৃদয় হাসান দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের নওশাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়,  রোববার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও দর্শনা থানা পুলিশের সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার-মুজিবনগর সড়কের দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।

এসময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে অভিযানিক পুলিশ সদস্যরা। পুলিশ দেখে মোটরসাইকেল চালক তার পকেটে থাকা কাগজে মোড়ানো স্বর্ণের বারগুলো পাশের নর্দমার গর্তের মধ্যে ফেলে দেয়। পরে তাকে আটক করে ওই নর্দমার গর্তের মধ্য থেকে ফেলে দেওয়া কাগজে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কাগজে মোড়ানো প্যাকেটের ভেতর থেকে ৫টি স্বর্ণের টুকরো বের করা হয়। যার ওজন ২৫ ভরি ২ রতি।

অভিযান শেষে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। চোরাকারবারিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান, আমরা জানতে পারি যে দর্শনা সীমান্ত থেকে স্বর্ন পাচার হচ্ছে। এ মর্মে আমরা গোপন সংবাদের ভিত্তিতে ৫ টুকরো স্বর্নসহ হৃদয় হোসেনকে আটক করি।




হুমকির মুখে তিতুদহের গবরগাড়া ও গড়াইটুপির সাড়াবাড়িয়া গ্রাম্য সড়ক

ভয়ংকর হুমকির মুখে চুয়াডাঙ্গার তিতুদহের গবরগাড়া ও গড়াইটুপির সাড়াবাড়িয়া গ্রাম্য সড়ক। তিতুদহের মাটি খাদক এস্কেভেটর ব্যবসায়ী রফিকুলের দৌরাত্ব বৃদ্ধির খেসারত দিতে হতে পারে গবরগাড়ার সিলিন্দিপাড়ার বাসিন্দা সহ গবরগাড়া-সাড়াবাড়ি গ্রাম্য সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন সহ পথচারীদেরকে। আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাটি খাদক রফিকুল নিজের স্কেভেটর দিয়ে সড়কের কোল ঘেঁষা পুকুর থেকে তোলা হচ্ছে মাটি। আর সেই মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন স্থানে।

ফলে বিক্রিকৃত মাটি ট্রাক্টর যোগে সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। যে কারণে ভয়ংকর হুমকির মুখে গবরগাড়া-সাড়াবাড়ি গ্রাম্য সড়কটি সহ আশপাশের বসবাসরত বসত ঘরবাড়ি।

স্থানীয় ভুমি অফিসের লোকজন নীরব দর্শকের ভুমিকা দেখে হতভম্ব স্থানীয় সচেতন মহল।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের গবরগাড়া পাড়ার কদম আলী মালিতার ছেলে রফিকুল ইসলাম। সে একজন মাটি খাদক নামে পরিচিত। নিজ ও ভাড়ায় চালিত একাধিক এস্কেভেটর দ্বারা বিভিন্নস্থানে মাটিকাটার কাজ করে থাকেন। তার এ কাটামাটি বিভিন্নস্থানে বিক্রি করা হয়ে থাকে। এ মাটিকাটা ও বিক্রির ব্যাবসার কারণে রফিকুল মাটি খাদক নামে এলাকায় বেশ পরিচিত।

সে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্কেভেটর দিয়ে তিতুদহ-গহেরপুরের সড়কের সিলিন্দিপাড়ার মৃত তাহাজ উদ্দিনের ছেলে মান্নান মোল্লা, রাজ্জাক, জব্বর, ছাত্তারের শরীকি জমির উপর পুকুর খনন করা হচ্ছে। যা তিতুদহ-গহেরপুর গ্রাম্য পাকা সড়কের কোলঘেঁষা হওয়ায় পুকুর খননের কারণে ভয়ংকর হুমকির মুখে পড়েছে গবরগাড়া-সাড়াবাড়ি গ্রাম্য সড়ক সহ আশপাশের বসবাসরত বসত ঘরবাড়ি।

সেই মাটি সড়ক দিয়ে ট্রাক্টর যোগে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। যে কারণে ভয়ংকর হুমকির মুখে পড়েছে সিলিন্দিপাড়ার সড়কের পার্শ্বের বসতঘর সহ সড়কটি। যার ফলে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন সহ পথচারীদেরকে বড় ধরণের দূর্ঘটনার শিকার হয়ে প্রাণহানীর মত ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।

স্থানীয় ভুমি অফিসের লোকজন নীরব দর্শকের ভুমিকা দেখে হতভম্ব স্থানীয় সচেতন মহল। এ দূর্ঘটনা প্রতিরোধে মাটি খাদক রফিকুলের দৌরাত্ব ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগের সু-দৃষ্টি কামনা করেছে এলাকার ভুক্তভোগীরা সহ সচেতন মহল।

এবিষয়ে তিতুদহ ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অনেক স্থানে মাটিকাটা হচ্ছে। তবে কালকে দেখছি বললেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেননি।




আলমডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থসেবা ও এম্বুলেন্স হস্থান্তর

আলমডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থসেবা ও এম্বুলেন্স হস্থান্তর অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা সাবেক টকিজ সিনেমা হলে এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্টানে সভাপতিত্ব করেন,আলমডাঙ্গা তারাদেবী ফাউন্ডেশনের সভাপতি ও আলইকরা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ এনামুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়াল্ডের ব্যাবস্থাপনা পরিচালক, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগর আলা।

প্রধান অতিথি বলেন,জনগনের স্বাস্থ সেবায় আমরা সব সময় আপনাদের পাশে আছি,ছিলাম,থাকব। বর্তমান সরকার স্বাস্থ সেবা জনগনের দোর গোড়ায় পৌছে দিয়েছে,দেশে বিনা চিকিৎসায় মৃত্যুর কথা শোনা যায় না।মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা জনগনের স্বাস্থ সেবার কথা ভেবে প্রত্যেক জেলা শহরের হাসপাতাল গুলো ৫০ শর্য্যা থেকে ১শত শয্যায় উন্নিত করেছে।প্রধান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ নিন্ম আয়ের দেশ থেকে উন্নয়শীল দেশে পরিনত হয়েছে।আগামী ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট হবে,এবং স্মার্ট বাংলাদেশের প্রতিষ্টাতা হবেন।তিনি নির্বাচন নিয়ে বলেন,আগামী ২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে,আমি আওয়ামীলীগের সাথে আছি,নেন্ত্রী যদি আমাকে নৌকা প্রতিক দিয়ে নিমিনেশন দেন তবে অবশ্যই আপনাদের পাশে থেকে নির্বাচন করব,নির্বাচিত হলে চুয়াডাঙ্গা জেলার সকল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব।আর আমাকে বাদ দিয়ে নেন্ত্রী যাকে মনোনয়ন দেবেন আমি তার কর্মি হিসেবে আপনাদের কাধে কাধ মিলিয়ে নৌকার পক্ষে কাজ করব।দলে প্রতিযোগীতা থাকবে,প্রতিহিংসা নয়।নেত্রীর প্রতি সকলের আস্থা থাকতে হবে।আমরা দেখি নেত্রী নৌকা দিলেও আমারা অনেকেই বৈরিতা দেখায়,এতে নেত্রী কষ্ট পান।জনগনের জন্য রাজনীতি করি আমার জন্য নয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু,মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক,আলমডাঙ্গা তারা দেবী ফাউন্ডেশনের সহ-সভাপতি সাংবাদিক আতিয়ার রহমান মুকুল।

উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাতের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন,বিজেশ রমেকা লালী বাবু,পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মিলন আহম্মেদ,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক টুকুল, সাংগাঠনিক সম্পাদক নাজমুল হক,রাজু আহম্মেদ প্রমুখ।




চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার -২

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ০১ (এক) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ সংঘবদ্ধ চোর চক্রের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুব রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-০১, তারিখ ০২.১২.২০২২ ইং এজাহার নামীয় পলাতক আসামী হাজরাটি তেতুলতলা পাড়ার মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪০),  এবং সন্দিগ্ধ আসামী জাফরপুর পাওয়ার হাউজপাড়ার মোঃ শামসুল হকের ছেলে মোঃ হিরন (২৮) গ্রেফতার করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে  একটি HANk চোরাই মোটরসাইকেল যার ইঞ্জিন নং-KC13EFKGC00853 এবং চ্যাসিস নং-PS1KCS236kJE00297 উদ্ধার করেন।




দামুড়হুদায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে জরিমানা

দামুড়হুদায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

রবিবাার দুপুর ১টার দিকে উপজেলার দামুড়হুদা বাসট্যান্ডে মনির হোটেলে ২ হাজার টাকা, উপজেলা পরিষদ সংলগ্ন ভাই ভাই হোটেলে ১ হাজার ও সোনার মদিনা হোটেলে ১ হাজার টাকা, মোট ৩টি হোটেলে ৪ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস। এসময় তিনি বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার একটি চৌকস টিম।




ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

ম্যানেজার- এইচআর অডিট।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ/ বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ছয় থেকে আট বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। এইচআর অডিট, এইচআর কম্প্লায়েন্স, এইচআর পলিসি, শ্রম আইন, রিপোর্ট রাইটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। বিশেষ করে গ্রুপ অব কোম্পানিজ, মাল্টিন্যাশনাল কোম্পানিজ ও এয়ারলাইন্স ভিত্তিক কোম্পানি সম্পর্কে ধারণা থাকতে হবে। ৩৫ থেকে অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

আলোচনা সাপেক্ষে। এইচআর অডিট, এইচআর কম্প্লায়েন্স, এইচআর পলিসি, শ্রম আইন, রিপোর্ট রাইটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। বিশেষ করে গ্রুপ অব কোম্পানিজ, মাল্টিন্যাশনাল কোম্পানিজ ও এয়ারলাইন্স ভিত্তিক কোম্পানি সম্পর্কে ধারণা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস।




গাংনীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আহত-৬

গাংনীতে যাত্রি বোঝাই ইজিবাইক ও রড বোঝাই লাটা হাম্বারের মুখোমুখি ধাক্কায় অন্ততঃ ৬জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। রোববার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর – কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রি বোঝাই একটি ইজিবাইক গাংনী থেকে বামন্দী যাবার পথে রড বোঝাই একটি লাটাহাম্বারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় ইজিবাইক উল্টে গিয়ে ছয় যাত্রি আহত হন। এদের মধ্যে ওয়াসিম (২৬) নামের এক যাত্রির পেটে রড ঢুকে মারাত্মক জখম হয়। একই সাথে মারাত্মক জখম হন ইজিবাইক চালক ইসাহক আলী(৬৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ওয়াসিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ইসাহক আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আহত ওয়াসিম গাংনীর জোড়পুকুরিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও ইসাহক আলী বানিয়াপুকুর গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।




পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে জেলা ইমাম সমিতির সংবাদ সম্মেলন

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে মেহেরপুর জেলা ইমাম সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল ওহাব ও পৌর ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজাহান ,তথ্য সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।




মেহেরপুরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মেহেরপুরে জনসচেতনতায় কুষ্ঠবিষয়ক ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষঠানের আয়োজন করেছে চার্চ অব বাংলাদেশ (স্যালোম)।

রবিবার সকালে মেহেরপুর থেকে একটি ভ্রাম্যমাণ সাংস্কৃতিক বহর “এখনই কাজ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি” এ প্রতিপাদ্য নিয়ে মেহেরপুর জেলা শহর, মুজিবনগর উপজেলা ও গাংনী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

চার্চ অব বাংলাদেশ পরিচালিত স্যালোম এর জেলা প্রোগ্রাম কো অর্ডিনেটর সন্ধ্যা মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান সাংস্কৃতিক বহরটি বিভিন্ন শিল্পীদের গানের মাধ্যমে মানুষকে যক্ষা ও কুষ্ঠ রোগের বিষয়ে সচেতনমুলক প্রচারণা চালানো হয়। যক্ষা কুষ্ঠ বিষয়ে লিফলেট বিতরণ করা হয় এবং জেলার বিভিন্ন গ্রামে গ্রামে যক্ষা ও কুষ্ঠ রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ভ্রাম্যমান সাংস্কৃতিক বহরটি জারি গানের মধ্য দিয়ে যক্ষা ও কুষ্ঠ রোগ নির্ণয়, এ রোগের ভয়াবহতা, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন শিল্পীরা। বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত বিভিন্ন মেডিকেল অফিসার বৃন্দ। উপজেলার টিবি ল্যাপ্রোসি প্রোগ্রামের টিএলসিএ জাহিদুল ইসলাম আলোচনা সভার আশোজন করেন। পরে একটি রেলী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী।

যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সারা দেশে কাজ করছে বেসরকারি সংস্থা ব্রাক ও চার্চ অব বাংলাদেশ। উক্ত সংস্থার মাঠকর্মীরা গ্রামে গ্রামে যক্ষা কুষ্ঠ রোগী সন্দেহ ভাজন দের পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন। দীর্ঘমেয়াদি চিকিৎসা হলেও এ রোগের হাত থেকে রক্ষা পেয়েছেন অনেক মানুষ এমনটি জানিয়েছেন চার্চ অব বাংলাদেশ পরিচালিত স্যালোম এর জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর সন্ধ্যা মন্ডল। পরে মুজিবনগর উপজেলার বল্লভপুর মিশন মাঠে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা তথ্য অফিসের মাধ্যমে জনসচেতনতায় যক্ষা ও কুষ্ঠ রোগ সম্পর্কিত বিভিন্ন ভিডিও প্রদর্শন করা হয়।




গাংনীতে শত্রুতা করে ১ বিঘা ভুট্টা গাছ কেটেছে দুর্বৃত্তরা

মেহেরপুরের গাংনীতে রাতের আধারে কৃষকের ভুট্টা ক্ষেত কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি গ্রস্থ হয়েছে কৃষক কামরুল ইসলাম।

এঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী কৃষক। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার কোদালকাটি গ্রামের চরের মাঠে।

গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের মৃত একছাদ মন্ডলের ছেলে কামরুল ইসলাম কোদালকাটি চরের মাঠে জমিতে এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন।

গতকাল  শনিবার দিবাগত রাতের কোন এক সময় শত্রুতা করে দুর্বৃত্তরা পুরো জমির ভুট্টা গাছ কেটে তছরুপ করেছে। আজ রবিবার সকালে মাঠে কাজ করতে আসা কৃষকরা ভুট্টা গাছ কেটে ফেলার খবর দেয়। এর মধ্যে ভুট্টা ধরতে থাকা গাছের অর্ধেক থেকে এবং ছোট গাছ গুলো গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।

এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক কামরুল ইসলাম। মাঠে ফসল তছরুপ করায় ক্ষুদ্ধ কৃষকরা অপরাধীদের শাস্তির দাবী করেন।