কোটচাঁদপুরে বিদ্যালয়ের প্রধান ফটকে মাটি রাখায় বিপাকে ছাত্র ছাত্রী ও অভিভাবক

বিদ্যালয়ের প্রধান ফটক সহ বাউন্ডারি ঘেষে মাটি রেখেছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই বিদ্যালয়ের কমলমতি ছাত্র/ছাত্রী,অভিভাবক ও পথচারীরা। এ দৃশ্য কোটচাঁদপুর পৌরসভাধীন বাজেবামনদহ প্রাথমিক বিদ্যালয়ের। যা দেখার কেউ নাই। বলা হয়েছে, কিন্তু কোন কাজ হয়নি,বললেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজনিন সুলতানা।

কোটচাঁদপুর বাজেবামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর পিতা উজ্জ্বল হোসেন বলেন,এমনিতেই সড়কটি সরু। এরপর বিদ্যালয়ের বাউন্ডারি ঘেষে মাটি রাখায় চরম ভোগান্তিতে আমরা। ওই মাটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তিনি।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া জামানের পিতা সাংবাদিক আব্দুল্লাহ বাশার বলেন,বিদ্যুৎ অফিসের নতুন ভবনের কাজ শুরুর পর থেকে মাটি গুলো পড়ে আছে বিদ্যালয়ের বাউন্ডারি ঘেষে ও প্রধান ফটকের সামনে। এতে স্কুল পড়ুয়া কমলমতি ছাত্র /ছাত্রীরা নিয়মিত পড়ছেন ভোগান্তিতে।

অন্যদিকে আঞ্চলিক সড়ক হওয়ায় সেটা অনেকটা সরু। এতে করে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এ ছাড়া ওই মাটির স্তুপ থেকে ধুলা বালি উড়ায় শারীরিক ভাবে অসুস্থ্য হতে পারেন ছাত্র/ছাত্রী। এটার দ্রুত সমাধান হাওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।

পথচারী আসাদুল ইসলাম বলেন, দুই মাস যাবত খুব সমস্যায় পড়তে হচ্ছে, মাটির কারণে । এমনিতে চিকন রাস্তা একটা ভ্যান ও বাইসাইকেল পাশাপাশি গেলে হেঁটে যাওয়ার জায়গা থেকে না।

এ ছাড়া ছাত্র ছাত্রীরা স্কুলে আসা ও যাওয়ার ওই সড়কে যানজট হয়। এতে করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে লাইন ধরে বাড়িতে ফিরতে হয় তাদের।

বিদ্যালয়ের নৈশ প্রহরী ইমরান হোসেন বলেন, বিরাট বিপদে আছি সামনে ফেলে রাখা মাটিতে। দিনে তিন/চার বার পানি দিয়ে ভিজাতে হচ্ছে স্কুলের ভিতর। পানি একটু বেশি দিলেই কাঁদা হয়ে যাচ্ছে।

ঠিকানার কাজী মর্তুজা হিরো বলেন,নতুন ভবন করার জন্য মাটি খোড়া হয়েছিল। জায়গা না থাকায় ওখানে রাখা হয়েছে। ভবনের গ্রেড বিম হওয়ার পর মাটি গুলো আবার নিয়ে এসে তা ভরাট করা হবে। যা ৮/১০ দিনের মধ্যে সম্ভব বলে তিনি জানান।

মিস্ত্রিরা বলছে ৩/৪ মাস সময় লাগবে মাটি সরাতে এমন প্রশ্নে তিনি বলেন, ওরা বোঝেনা ভাই। আমি যেটা বলছি সেটা শোনেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজনিন সুলতানা বলেন, গেল ১৫ দিন হল, আমি এ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি। তবে আমার মনে হয়, এর আগের ম্যাডামের অনুমতি ছাড়াই হয়তো,তারা এ মাটি রেখেছেন। এর আগে মাটি অপসারণ করতে বলেছি। কিন্তু তারা সরাননি। আজ আবারও বলবো দেখি কি করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা অসিত বরণ পাল বলেন, এর আগে একদিন স্কুলে গিয়ে দেখে ছিলাম মাটি পড়ে আছে। ওই সময় তাদেরকে সরিয়ে নিতে বলা হয়েছিল। তা ওনারা করেননি। আমি আবারও তাদেরকে বলবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ বলেন,এটা আমার জানা ছিল না। আমি খোজ নিয়ে তাদেরকে অফিসে ডাকিয়ে মাটি অপসারণের ব্যবস্থা করছি।




মেহেরপুরে অপরাজিতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুরের স্টেডিয়াম পাড়ায় অপরাজিতা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে স্টেডিয়ামপাড়া এলাকায় অপারাজিতা স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস কার্যালয়ে এ শীতবস্তু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজিতা স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক ও শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা মান্নান।

প্রধান অতিথি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিন ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান ছোট, পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা সফুরা খাতুন, জেলা মহিলা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর মীর দানিয়াল হোসেন।




২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় ২০২১ সালের নির্বাচিত সিনেমা থেকে এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় যৌথভাবে এবার আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে হয়েছে মাতিয়া বানু শুকু (লাল মোরগের ঝুঁটি) ও রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)।

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল), শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)।

শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক কে. এম. আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)।

শ্রেষ্ঠ কাহিনিকার রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)।

শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ মেক-আপম্যান দলগত- মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আকা রেজা গালিব (ধর), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য গত ১৬ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদের্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র জমা পড়েছিল।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহ তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে উদ্ভাবনীমূলক প্রচার কর্মসূচির আওতায় ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ রিয়াজুল আলম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাসলিমা বেগম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমান। জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক অনুষ্ঠানের উদ্দেশ্য ও প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের দরিদ্র-অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে তিনি নানামূখী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মস্তিস্কপ্রসূত আমার বাড়ি আমার খামার, আশ্রয়ন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা উদ্যোগসমূহ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানান।

অন্যান্যের মধ্যে দুলাল মুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার সুলতানা বক্তব্য প্রদান করেন। এ মহিলা সমাবেশ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।




বিদ্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীনের ১৫৩ তম জন্মদিন

উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সমাজ সংস্কারক ও বহু গ্রন্থের প্রণেতা বিদ্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীন ১৮৭০ সালের ২৯ জানুয়ারী মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এবং ১৯৩৭ সালের ২ জুন গাঁড়াডোব গ্রামে নীজ বাসগৃহে মৃত্যু বরণ করেন।

অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে জমিরুদ্দীন ভারতের এলাহাবাদ সেণ্ট পলস ডিভিনিটি কলেজ থেকে ( B T H বা Bachelar of Theology ) কৃতিত্বের সাথে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে ( H G R বা Higher Grade Readder) পাঠক রত্ন উপাধি অর্জন করেন। তিনি বাংলা, ইংরেজী ,আরবী ,ফারসী,উর্দু ,হিন্দি ,সংস্কৃতি ,ল্যাটিন ,গ্রীক ,হিব্রু ,ইরানিসহ ১৪ টি ভাষায় পারদর্শী ছিলেন। তাঁর ইংরেজী ভাষায় জ্ঞান ছিল উল্লেখ করার মত। তিনি Glory of Islam সহ নানা রকম গ্রন্থ ইংরেজিতে লিখেছেন। বিশেষ করে তাঁর লেখা বিভিন্ন প্রবন্ধ Asiatie quartery Review, Islam in Africa, St James Gazette of London পত্রিকায় প্রকাশিত হতো। তাঁর নিজের লেখা সহ বিভিন্ন ভাষায় লেখা বইয়ের সমৃদ্ধশালী একটি ব্যাক্তিগত লাইব্রেরী ছিল। জমিরুদ্দীন মৃত্যুর আগ পর্যন্ত লিখনীর মাধ্যমে পিছিয়ে পড়া বাঙ্গালী জাতিকে জাগিয়ে তুলেছেন।

মুন্সী শেখ জমিরুদ্দীন যার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন সে প্রেক্ষাপট আজ বিদ্যমান না থাকলেও সমাজ জীবনের ক্রান্তিকালে এক ঐতিহাসিক ভূমিকা পালনের কারণে তাঁকে স্মরণ করার প্রয়োজনীয়তা আজও ফুরিয়ে যায়নি।




প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য সিলেটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে নিজেদের দশম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচে খুলনাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করতে চায় সিলেট। অন্য দিকে টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া তামিম-ইয়াসিরের খুলনা।

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে সিলেট ও খুলনার ম্যাচটি। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। আর মাত্র ১টি জয় পেলেই প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হবে সিলেটের। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নিজেদের মাঠে খেলতে নেমেই হোঁচট খায় সিলেট। রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে ম্যাচ হারে তারা। স্বল্প পুঁজি নিয়েও সিলেটের বোলাররা লড়াই করার চেষ্টা করেছিলেন। শেষপর্যন্ত ৬ উইকেটে হার মানে সিলেট।

রংপুরের কাছে হারের পর শনিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ জয়ের স্বাদ পেয়েছে সিলেট। ওপেনার নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরি এবং মুশফিকুর রহিম-জিম্বাবুয়ের রায়ান বার্লের ঝড়ো ইনিংসে ২ ওভার বাকী থাকতেই নিজ মাঠে প্রথম জয়ের স্বাদ পায় সিলেট। শান্ত ৪৪ বলে ৬০, বার্ল ১৬ বলে ৪১ ও মুশফিক ২৬ বলে অপরাজিত ৪১ রান করেন। এই ইনিংসের সুবাদে চলমান আসরে সর্বোচ্চ রানের মালিক হন শান্ত। ৯ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৩৫০ রান করেছেন তিনি। ৭ ইনিংসে ৩টি অর্ধশতকে ৩০৬ রান নিয়ে রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে নেমে যান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। বোলিং বিভাগে সিলেটকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলনেতা মাশরাফি বিন মর্তুজা। ৯ ইনিংসে ১২ উইকেট শিকার করেছেন তিনি। উইকেট শিকার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ম্যাশ।

অন্য দিকে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়ে নিয়ে সিলেটের মুখোমুখি হবে খুলনা। শেষ দুটিতে ঢাকার বিপক্ষে ২৪ রানে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ রানে ম্যাচ হারে খুলনা। ঢাকার ছুঁড়ে দেয়া ১০৯ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি খুলনা। মিরপুরের মাঠে ব্যাটারদের চরম ব্যর্থতায় ৮৪ রানে অলআউট হয় খুলনা। সিলেটের মাটিতে খেলতে নেমেও ভাগ্য বদলায়নি খুলনার। জয়ের কাছে গিয়েও হার এড়াতে পারেনি তারা। কুমিল্লার ১৬৫ রানের জবাবে ৬ উইকেটে ১৬১ রান করে খুলনা। খুলনার হয়ে এখন অবধি সর্বোচ্চ রান করেছেন ওপেনার তামিম ইকবাল। ৭ ইনিংসে ১৯৪ রান করলেও দলের জন্য বড় ভূমিকা রাখতে পারছেন না তামিম। খুলনার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ৭ ইনিংসে ১৩ উইকেট নিয়েছেন তিনি। যা এখন পর্যন্ত চলমান আসরে সর্বোচ্চ। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে খুলনা।

সূত্র:ইত্তেফাক




মেহেরপুরে ইমামদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ শীর্ষক কর্মশালা

মেহেরপুরে ইমামদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মূনিরের সভাপতিত্বে কর্মশালা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার গোলাম সরোয়ার, সদর থানার এসআই সোহরাভ হোসেন ।

কর্মশালায় মেহেরপুর সদর উপজেলাধীন সকল মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন।




মেহেরপুরে মাদক মামলায় দুই জনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে একটি মাদক মামলায় মামুন মল্লিক ও রবিউল ইসলাম নামের দুই ব্যক্তির সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মো: শহিদুল্লাহ এ রায় ঘোষনা করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

দণ্ডিত মামুন মল্লিক সদর উপজেলার বামনপাড়ার মতি মল্লিকের ছেলে এবং রবিউল একই উপজেলার টেংরামারী গ্রমের ইজাল ভিস্তির ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার সাহেবপুর সড়কে সবজিভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮টি নিল রংয়ের বস্তা থেকে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই সময় পুলিশ মামুন মল্লিককে আটক করতে পারলেও রবিউল পালিয়ে যায়।

ওই দিন ডিবির এসআই মোস্তফা শওকত জামান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় দুই জনকে আসামি করে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মামুন মল্লিক ও রবিউলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি পর্যবেক্ষণ ও শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামী দুজনের বিরুদ্ধে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশের আদেশ দেন।




মেহেরপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত বুকলেট বিতরণ করলেন এম এ এস ইমন

মেহেরপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত বুকলেট বিতরণ করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য তরুণ রাজনীতিবীদ এম এ এস ইমন।

আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর কোট মোড় থেকে কাথুলী বাসষ্ট্যান্ড পর্যন্ত জনসাধারণনের মাঝে এ বুকলেট বিতরণ করেন তিনি। বুকলেট বিতরণ কর্মসূচীতে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান চন্দন, ফারুক হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় এম এ এস ইমন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কি কি উন্নয়ন করেছে এবং বিগত সরকারগুলো কি কি উন্নয়ন করেছে তার উন্নয়নমূলক চিত্র তুলে ধরা হয়েছে এ বকুলেটে। যাতে করে সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা পায় এবং জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করে দেশ সেবার সুযোগ করে দেয়।




দর্শনায় সিএসএস এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন 

দর্শনায় বেসরকারি এনজিও প্রতিষ্ঠান সিএসএস এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, যশোর জোন এর আয়জনে দামুড়হুদার দর্শনা ঘুঘুডাঙ্গা সিএসএস এর শাখা কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

দর্শনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। সিএসএস এর আরএম তাপস ঘোষ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কার্যালয়ের এআরএম রুবেল হোসেন, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম মিলন।

প্রথমেই নির্বাহী অফিসার কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় উক্ত সংস্থার লোন অফিসার টুটু মন্ডল। সিএসএস এর স্থপতি রেভারেন্ড পল মুন্সী’র স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছাঃ রোকসানা খাতুন (এমবিবিএস বিসিএস স্বাস্থ্য)।