পাকিস্তানের পর এবার চীনকে বন্ধুত্বের পরিচয় দিল ইরান। করোনাভাইরাস প্রতিরোধে চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছে ইরান।
চীনে চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বেইজিং।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান এ পর্যন্ত করোনাভাইরাস প্রতিহত করার জন্য চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছে এবং প্রয়োজনে আরও বেশি চিকিৎসা সরঞ্জাম পাঠাতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে।
তিনি বলেন, তার দেশের প্রতি ইরান সরকারের এই আস্থা দুই দেশের মধ্যে আন্তরিক ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টি প্রমাণ করে।
হুয়া চুনিং বলেন, চীন করোনাভাইরাস সম্পর্কিত সব তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরছে এবং বেইজিং বিশ্বাস করে শিগগিরই এই ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে।
চীন সরকার করোনাভাইরাস প্রতিহত করার লক্ষ্যে যেসব ব্যবস্থা নিয়েছে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ তার ভূয়সী প্রশংসা করেন।
এর আগে চীনে নিজেদের ফ্লাইট চালু করে পাকিস্তানের বিভিন্ন এয়ারলাইনস। এমন একসময় এই উদ্যোগ এসেছে, যখন বিশ্বব্যাপী এয়ারলাইনসগুলো চীনে তাদের ফ্লাইট সেবা স্থগিত করে দিয়েছে।
গত ৩০ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারের পর নতুন করোনাভাইরাস শনাক্ত করে চীন। বিজ্ঞানীরা প্রথম থেকেই ধারণা করে আসছেন যে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির হুবেইপ্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকে ওই ভাইরাস ছড়িয়েছে।
প্রাণঘাতী করোনভাইরাসে এখন পর্যন্ত ৮১৩ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি।
সুত্র-যুগান্তর
আরো পড়ুন-09-02-2020