তরমুজ কান্ড
বারী সুমন
পাশের বাড়ির জগলু মিয়া
খেতে চাইলো তরমুজ
টাকা নিয়ে গঞ্জে ছুটলো
তার ছোট ভাই হরমুজ।
কেজি দরে তরমুজ
বিক্রি করছে বেবাক
তাই দেখে হরমুজ
হয়ে গেলো নির্বাক।
আলু মরিচ বেগুন হলে
কেজি দরে মানায়
দেশী ফলের একি হাল
শরীরে কি টানায়?
তরমুজের এই লঙ্কা কান্ড
বাড়ি ফিরে ভাইকে বলে
কোন ক্ষতি হবেনা ভাই
তরমুজ খাওয়া বাদ দিলে।
জগলু বলে ঠিকই বলছিস
ভাই আমার হরমুজ
বাদ দিলাম ক্রয় করা
কেজি দরে তরমুজ।