৫ দিনের সফরে মেহেরপুর আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ৫ দিনের সফরে আজ মেহেরপুর আসছেন।
সফরকালে তিনি দলীয় ও সরকারি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তার সফরসূচির মধ্যে রয়েছে আজ ১৯ অক্টোবর ঢাকা থেকে মেহেরপুর নিজ বাসভবনে পৌছাবেন।
২০ অক্টোবর গোপালপুর ভিলেজ রোড পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বেলতলাপাড়া নতুন সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২১ অক্টোবর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর এর বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
২২ অক্টোবর আমঝুপী ইকোপার্ক এর উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
মেহেরপুর সরকারি কলেজ মাঠ ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত “গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়ন ” শিরোনামে মাসব্যাপি সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
২৩ অক্টোবর মেহেরপুর জেলা স্টেডিয়ামে “মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট” এর উদ্ভোদন অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে প্রতিমন্ত্রী যশোর থেকে বিমানে করে ঢাকায় ফিরবেন।