তুমি না হলে মাগো – লুৎফুর রহমান চৌধুরী রাকিব

তুমি মাতা তুমি পিতা
তুমি খেলার সাথী
তুমি না হলে মাগো
নিভে যেতো বাতি।

তুমি পাহাড় তুমি পর্বত
তুমি মততার সাগর
তুমি না হলে মাগো
কে করতো আদর।

তুমি আকাশ তুমি বাতাস
তুমি শ্বাস নিশ্বাস
তুমি না হলে মাগো
জীবন হতো সর্বনাশ।

তুমি চন্দ্র তুমি সূর্য
তুমি আকাশের তারা
তুমি না হলে মাগো
স্বপ্ন থাকতো অধরা।

তুমি মাটি তুমি কাদা
তুমি বট বৃক্ষ
তুমি না হলে মাগো
হারিয়ে যেতো বাক্য।

তুমি সুখ তুমি শান্তি
তুমি মনের শক্তি
তুমি না হলে মাগো
কে শিখাতো ভক্তি।

তুমি দিন তুমি রাত্রি
তুমি আধারে আলো
তুমি না হলে মাগো
লাগতো না ভালো।

তুমি কূল তুমি কিনারা
তুমি পথ চলা
তুমি না হলে মাগো
কষ্ট কাটতো বেলা।

তুমি আসমান তুমি জমিন
তুমি অমূল্য ধন
তুমি না হলে মাগো
আমার হতো মরণ।