নাইরে ভবে কেউ
তাজুল ইসলাম নাহীদ
মাতা পিতার সমতুল্য
নাইরে ভবে কেউ,
যারা মোদের একটু দুখে
কেঁদে তুলেন ঢেউ।
সন্তানেরই বিপদ হলে
কাঁদেন ঝাঁরে ঝাঁর,
নামাজ পড়ে প্রভুর কাছে
বলেন বারে বার।
তাদের মতো কে আছে আর
এই ভুবনে ভাই,
স্বয়ং প্রভু নিজে বলছেন
ভিন্ন কেহ নাই।
সময় থাকতে মানিক চিনো
চিনো আপন জন,
না হলে যে সারা জীবন
কাঁদবে ওরে মন।
আল্লাহ্ পাকের পর’ই কিন্তু
ভাইরে তাঁদের স্থান,
তাইতো তাঁদের দেখলে পরে
জুড়ে মনো’প্রাণ।