মেহেরপুরে ফেন্সিডিল সহ মিন্টু আটক
মেহেরপুরে মিন্টু আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার সকালে গাংনী উপজেলার করমদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু আলী শাহ করমদী গ্রামের শাহজী পাড়ার আমজাহ শাহর ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার করমদী গ্রামে অভিযান চালিয়ে মিন্টু শাহ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসনয় তার কাছে থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
-নিজস্ব প্রতিনিধি