গাংনীর খলিল হত্যা মামলার প্রধান আসামীসহ তিনজন আটক
গাংনীর খলিল হত্যা মামলার প্রধান আসামীসহ তিনজন আটকগাংনী উপজেলার হিন্দা গ্রামে লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে খলিল বিশ্বাস (৬৫) হত্যা মামলার প্রধান আসামীসহ তিন জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের একটি টীম।
আটকরা হলেন, হিন্দা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃতু নজরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দীক (৫৫), তার স্ত্রী আজিমন খাতুন (৪৫) ও তার ছেলে মো: সজীব হোসেন(১৯)।
ঝিনাইদহের র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরীফ ও গাংনী ক্যাম্পের কমান্ডার তারেক বান্নার নেতৃত্বে র্যাবের একটি টীম ২৭ মে দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তি¡তে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
উল্লেখ্য, গাংনী উপজেলার হিন্দা পশ্চিমপাড়া এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ ভাইয়ের সাথে দ্ব›দ্ব চলে আসছিল খলিলুর রহমানের। চলতি মাসের ২১ তারিখে
নিহতের বাড়ির পিছনে আসামীদের একটি লেবু গাছ ঝড়ে ভেঙ্গে যাওয়াকে কেন্দ্র করে নিহত খলিলুর রহমানকে লাঠি দিয়ে মারপিট করেন। ওই দিনই সে প্রথমে গাংনী উপজেলা হাসপপাতালে ও পরে সেখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খলিলর রহমান।
এঘটনায় নিহতের স্ত্রী আশুরা খাতুন বাদী হয়ে এসব আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটককৃত আসামীদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।