ঝিনাইদহে দৈনিক কালবেলা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার ঝিনাইদহ ব্যুরো প্রধান মোঃ মাহামুদুল হাসান টিপু এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খালিদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহীন উদ্দিন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন ‘দুরন্ত প্রকাশ’র সম্পাদক মিরাজ জামান রাজ সহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের প্রমূখ ব্যক্তিবর্গ।