ঝিনাইদহ প্রেসক্লাবে নানা আয়োজনে এশিয়ান টিভি ও এসএ টিভির একাদশ পেরিয়ে দ্বাদশ বছরে পদার্পণ উপলক্ষে ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাঁটা, আলোচনা সভা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজল।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত সুজন কুমার মন্ডল, জেলা মহিলা সংস্থার সভানেত্রী দিপ্তী রহমান, কালীচরণ পুর ইউনিয়নের চেয়রম্যান জাহাঙ্গীর আলম, বেসরকারী সংস্থা সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি বিমল কুমার সাহা, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলু প্রমূখ। এর আগে এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ এবং এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আলোচনা কালে বক্তারা টিভি দুইটির বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর পাঠক প্রিয়তা আরো বৃদ্ধি এবং সফলতা কামনা করেন।