ঝিনাইদহ জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী,এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ শহরের জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে যশোর বোর্ডের অধিন-২০২৩ সেশনে জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন কৃতি শিক্ষার্থীকে স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি বিশ্বজিৎ সাহা মিথুন, প্রধান শিক্ষীকা আফরোজা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক সুমন কুমার, ইংরেজী শিক্ষক হাসান হাবিব রাজু সহ সকল শিক্ষকবৃন্দ ও কৃতি শিক্ষার্থীরা। সভাপতি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই দশম শ্রেণীর ছাত্রী প্রমি কুণ্ডু।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।