কুষ্টিয়া -২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফীন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিগত উন্নয়ন দরকার। প্রযুক্তির এ যুগে যে পরিবর্তন আসবে সে জন্য দক্ষ জনশক্তির প্রযোজন। তাই কারিগরি শিক্ষার বিকল্প নেই। আগামী প্রজন্মকে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে সরকার। আধুনিক ও বিজ্ঞান সম্মতভাবে শিক্ষাদান করা হয়ে থাকে তাই কারিগরি শিক্ষায় শিক্ষা লাভ করলে কারও বেকার থাকা লাগেনা, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কারিগরি শিক্ষার বিকল্প নাই বলেও উল্লেখ করেন তিনি।
চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যে পরিবর্তন হবে, তার সঙ্গে দেশের জনশক্তিকে মানিয়ে নিতে এখনই প্রস্তুত হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য কামারুল আরেফীন।
বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি প্রকৌশলী আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও বিশিষ্ট লেখক ও গবেষক নাজমুল হুদা, এমপির সহধর্মিণী দিশা আরেফিন, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান।
সভাপতির বক্তব্যে বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি প্রকৌশলী আলমগীর হোসেনের হোসেন বলেন, দক্ষ ও জনশক্তি তৈরি করতে সক্ষম এ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মিরপুর উপজেলার মধ্যে একটিমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট। প্রায় দুই বিঘা জমির উপর নিজস্ব সম্পত্তির উপর গড়ে তোলা এ শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান করে আসছে। আমরা প্রত্যাশা করি আজকের প্রধান অতিথি যদি একটু নজর দেন তাহলে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো। এখন অবধি ভালো ফলাফল করছে এ প্রতিষ্ঠান।
পরে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।