কুষ্টিয়ায় কোটা সংস্কারের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনে হামলা, ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ট্রেনে হামলার ঘটনায় কয়েক জন যাত্রী আহত হয়েছে।
আজ বুধবার বিকালে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা শহরের মজমপুর গেট চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে আন্দোলনকারীদের সংখ্যা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মজমপুর গেটে জড়ো হতে থাকে।
বিক্ষুদ্ধরা কোটা সংস্কারের দাবিতে ও ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় দেড় ঘন্টা উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
এরপর তারা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌড়হাসের দিকে যায়। সেখানে ফুলতলা ও চৌড়হাস মোড়ের দিকে পৌঁছালে ছাত্র লীগের একটি মিছিলের সাথে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা। সাতটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। পরে সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ী থেকে পোড়াদহ গামী শাটল ট্রেন মজমপুর পৌঁছানো মাত্র ট্রেন থামানোর জন্য মুহুর্মুহু পাথর নিক্ষেপ করে হামলা চালায় আন্দোলনকারীরা।
পৌনে এক ঘন্টা ট্রেনটি আটকে রাখার পর পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ প্রায় পৌঁনে এক ঘন্টা পর ট্রেন চলাচল করে। এদিকে পাথরের আঘাতে ট্রেনের এক যাত্রী আহত হয়।