বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার ২৫সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ডিসেম্বর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এসোসিয়েশনের জেলা কমিটির সাবেক সভাপতি মো আনিসুজ্জামান মালিকের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদে আছেন মো সাইফুল ইসলাম বেল্টু, মো আশরাফুল ইসলাম বকুল, মো হাসান আহমেদ, মো গোলাম ফারুক, মাসুদ রানা, খন্দকার মঈনুদ্দিন, মো আনিসুজ্জামান মালিক, মো মজনুর রহমান, ফারুক আহমেদ, মোক্তেদা খাতুন, মনোয়ার হোসেন।
এদিকে জরুরি সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে মো সোহাগ হোসেন রাজিব কে সভাপতি, মো মামুন মাহমুদ কে সাধারণ সম্পাদক ও মো আঃ সালাম কে সাংগঠনিক সম্পাদক করে ২৫সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন খন্দকার মঈনুদ্দিন।