গাংনীর বেসরকারি সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নে শীত নিবারণের জন্য দুই শতাধিক দরিদ্র প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপ পরিচালক মোঃ কামরুল আলম, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ রাকিবুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, কাজিপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতিসহ আরো অনেকে।
এদিকে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের অসহায় ১৫ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংস্থাটি।
পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠাকাল থেকে দরিদ্র অসহায় মানুষের জীবন মান উন্নয়নসহ দরিদ্রের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছে।