দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে জট কেটেছে। ২০২৫-এর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ৬ সেপ্টেম্বর। কিন্তু সেন্সর বোর্ডের তরফ থেকে ছাড়পত্র মিলছিলো না।
মুক্তির মাত্র দশদিন আগে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, এর আগে টিজার প্রকাশ করে হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছিলেন সিনেমার পরিচালক, প্রযোজক এবং ইন্দিরার চরিত্রে অভিনয় করা বলিউডি অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত বছরের আগস্টে সিনেমা বাতিলের দাবি ও প্রাণনাশের হুমকিও পেয়েছেন ভারতের শাসকদলের এই এমপি।
এবারে ১ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেইলারের ভিডিওতে কঙ্গনাকে দেখা গিয়েছে নানা মেজাজে। কখনও তিনি যুদ্ধ ঘোষণা করছেন। কখনো তিনি দেশ ও জনগণ নিয়ে শান্ত হয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন। এই ঝলকের ইন্দিরা গান্ধীর বেশে কঙ্গনাকে দেখে উত্তেজিত নেটিজেনরা। কঙ্গনার অনুরাগীদের দাবি, আরও একটি জাতীয় পুরস্কারের দিকে এগোচ্ছেন অভিনেত্রী!
সিনেমায় কঙ্গনা ছাড়াও দেখা যাবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, সতীশ কৌশিকসহ একাধিক অভিনয়শিল্পীকে। কঙ্গনা শুরু থেকে বলে আসছেন, ‘ইমার্জেন্সি’ কোনো বায়োপিক না, এটি একটি রাজনৈতিক সিনেমা। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য।
২০২২ সালে ‘ইমার্জেন্সি’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা। সম্পত্তি বন্ধক দিয়ে সেই টাকায় গেল বছরের শুরুতে শুটিং শেষ করেন তিনি। মুক্তির তারিখও পড়েছিল কয়েক দফা। পরে সেন্সর বোর্ডের সিদ্ধান্ত মেনে কয়েক দৃশ্যে কাঁচিও চালাতে হয়েছে নির্মাতাকে। শেষ খবর হল অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ১৭ জানুয়ারি, মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। আর এর মধ্যে দিয়ে এই সিনেমা নিয়ে তিন বছরের সফর শেষ হতে চলেছে কঙ্গনার।
সূত্র: ইত্তেফাক